শিল্পিত পারু’র কবিতা ‘নারী’


নারী

– শিল্পিত পারু


তোমার সাথে পুরুষের যে বিরোধ

তা শুধু তুমি নারী বলে নয়

তুমি তাদের এখন সমান প্রতিযোগি ;

ইতিহাস সাক্ষী পুরুষেরা কি করেনি

প্রতিযোগিতায় জিতবে বলে।

তোমাকে যে আঘাত করে

তা তুমি শুধু নারী বলে নয়,

তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছেনা বলে ;

তুমি তো এখন সভ্যতার অলিগলি চেনো

দেখেছো শুধু নিয়ন্ত্রণ করবে বলে পুরুষরা কি নৃশংস হতে পারে!

আজন্ম বাধা পড়া নারী এখন জিততে শিখেছে

যত বাধা তোমার সামনে

বুঝবে তত মানুষ হয়ে উঠছো নারী।

পৃথিবীর প্রত্যেকটি ধুলিকনায় তোমার সমান অধিকার,

প্রতিটি আলোকনায় তোমার সম অংশীদারিত্ব

তোমার মালিকানা স্বস্নেহে তোমার হাতে তুলে দেবে পুরুষ এমন ভালো মানুষ নয়;

তবু কিছু মানুষ আছে যারা যুদ্ধ চায়নি, যারা ক্ষমতা চায়নি

যারা শুধু ভালোবেসেছে ;

এই পৃথিবী তাদের দিয়ে চলেনি,

নাকি চলেছে !

তোমার সাথে আমার যা ভালোবাসা

তা শুধু নারী বলে নয়

তুমি খেলার সাথীও বটে ;

তুমি নিশ্চয়ই এখন জানো

কোন প্রতিযোগিতা চলে না ভালোবাসায়

ভালোবাসা মানে প্রশান্তি আর ছায়া

অনাদি অনন্তের পানে ঝুঁকে থাকা গাছ;

যদিও সেই গাছ কখনো বনসাই হয়

মানুষের বুকে আর মগজে।

পুরুষকে তো আঘাতে আঘাতে অনেক বাসলে ভালো

মানুষ বড় বিমর্ষ এবার তুমি মানুষ ভালোবাসো।

যে নারী শুধু পুরুষ হলেই ভালোবাসো

সেখানেও তো সেই পুরোনো শকুনের গন্ধ;

পুরুষ হলে যতটুকু প্রাপ্য

তার অধিক হলে আমি প্রেমিক তোমার ;

চোখে চোখ আঙ্গুলে আঙ্গুল

এসো হাতে হাত রাখি চুমুতে চুমু ;

নারীর অধিক হলে তুমি বোন, তুমি মা,

তুমি প্রেয়সী আমার, তুমি সন্তান।

তুমি মানুষ বন্ধু আমার !

পুরুষের অধিক হলে আমি ভালোবাসা তোমার !!


শিল্পিত পারু

৮ মার্চ, প্রগতিস্মরনী


৪ thoughts on “শিল্পিত পারু’র কবিতা ‘নারী’

Leave a Reply

Your email address will not be published.

x