‘উড়িয়ে দেয়ার কাব্য’- শিল্পিত পারু’র কবিতা


শিল্পিত পারু’র কবিতা


উড়িয়ে দেয়ার কাব্য !

কত কিছু উড়ায় দিলাম কাল

পদ্মা সেতু, ট্রাম্প, ইসরাইল আর মঙ্গলজয়

বিশ্বব্যাংক, মার্কস, ইউনুস আর বিরাটi

হাতের তালুতে ঘষে ঘষে

হাসিনা, তারেক, ফখরুল আর আমরিকা

অর্থনীতি, মানুষাধিকার আর মোটা চালের বস্তা

উড়িয়ে দিয়ে এবার নিজেই উড়ে গেলাম শুন্যে ;

গাজার আকাশে ধোঁয়া দেখে

ঝালকাঠির বিশাল বিশাল বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলাম

নৌকা নৌকা মিছিলের মাথায় দেখি ধানের গাছ

এরপর পলাশী, স্বাধীনতা, মোদি আর কাঁচাবাজার

সবকিছু উড়িয়ে দিয়েছি পুত্রের বেলুনের মতো

এর আগেও উড়িয়েছি অনেক ;

আজাদ যেমন উড়ায় হুমায়ূনকে

সাকিব যেমন লং অন এ কাট করে তামিমকে

নরেন্দ্র যেমন রামনীতি ভুলিয়ে দেয় রাহুলকে

সুচি যেমন উড়ায় ধর্ম আর জান্তা যেমন সুচিকে

একদিন সজনী যেমন জীবনানন্দকে আট বছর আগে

তেমনি উড়িয়েছি কত আগুন হরপ্পা আর উরুকের বারান্দায়

মানুষকে উড়ানো যায় না জেনেও এত এত লম্বা শিকল ছিঁড়লাম

কয়েক লক্ষ বছর হেঁটে হেঁটে তাকালাম আফ্রিকায়

হেমলক হাতে এথেন্সে কি অবলিলায় উড়িয়ে দিলাম মৃত্যু

ত্রিশ লাখ স্রেফ ত্রিশ লাখ অনন্ত সূর্য হলো এক নিমিষেই

কাল সকালেও স্টেনগান বুকে নিয়ে কি অবলিলায় বলেছি মৃত্যু শ্রেয়!

তারপর দক্ষিণের বারান্দায় উড়াতে গিয়ে আকাশ

দেখি আমার সন্তান বুকে বালিশ চেপে কাঁদছে।


শিল্পিত পারু

প্রগতিস্মরনী/ঢাকা

১৬ ডিসেম্বর, ২০২৩


১১৫ thoughts on “‘উড়িয়ে দেয়ার কাব্য’- শিল্পিত পারু’র কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x