শিল্পিত পারু’র কবিতা
‘কাঁদাতে চাইলে ভালোবাসো’
. -শিল্পিত পারু
কষ্টে কখনো কান্না পায় না আমার,
দুঃখ আমাকে বিদ্রোহী করে আরও
কোথাও কোন নির্ভূল ভালোবাসার পেলে ছোঁয়া
কেমন হুহু করে কান্না নামে বুকে
আমি ডুকরে ডুকরে উঠি কেঁদে।
আঘাতে তুমি কখনো পারবেনা টলাতে
অপমানে, অত্যাচারে আমি ব্যথিত হই ঠিক কিন্তু একটুও দূর্বল হইনা
ভালোবাসা ছুঁয়ে গেলে প্রাণ কেমন মোমের মত গলে পড়ে হৃদয় পাহাড়
নির্যাতনে আমাকে কাঁদাতে পারবে না
ভালোবাসো আমি বরফের মতো গলে যাবো অনিমেষে
কোথাও ভালোবাসার নিখুঁত দেখলে রং
আমি আমার কান্না পারিনা ধরে রাখতে।
আঘাত, অপমান আর পরাজয়ের প্রকাশ নয় কান্না
কান্না আমার কাছে সমুদ্র ডিঙ্গানোর পরের উচ্ছাস।
যদি অবজ্ঞা করো
নক্ষত্রের মতো সরে যেতে পারি
যদি শক্তি দেখাও
তবে বুক চেতিয়ে দাঁড়িয়ে যাবো ঠিক ;
যদি দূরে যাও কিংবা কাছে আসো!
সামলিয়ে নিবো সব ঠিকঠাক
যদি কাঁদাতে চাও তবে শুধুই ভালোবাসো!
শিল্পিত পারু
প্রগতিস্মরনী/ঢাকা