খন্দকের যুদ্ধ: আত্নরক্ষার যুদ্ধ (ভিডিও)

ইসলামের তৃতীয় বড় যুদ্ধটি হল ‘খন্দকের যুদ্ধ’। এই যুদ্ধে ইসলামের শত্রু সংখ্যা ছিল ১০ হাজার আর মুসলমান সৈন্য ছিল মাত্র ৩ হাজার। ৬২৭ সালের জানুয়ারি শুরু হয়ে ২৭ দিন ধরে চলে যুদ্ধের অবরোধ। সময়টা আরবী ৫ হিজরির শাওয়াল মাস।

যুদ্ধের পদ্ধতির নামে এই যুদ্ধ পরিচিতি পায় ‘খন্দকের যুদ্ধ’ বা ’পরিখার যুদ্ধ’ নামে। কিন্তু মুসলমানেরা কিভাবে এই যুদ্ধ জিতলো ? আর যুদ্ধে শেষে ইহুদী বনু কুরাইজা গোত্রের ৩০০-৭০০ পুরুষকে কেন হত্যা করা হয়েছিল ?

পুরো ভিডিওতে এর উত্তর পাওয়া যাবে ।

ভিডিও সৌজন্যে : Banglabox

আরো দেখুন :

One thought on “খন্দকের যুদ্ধ: আত্নরক্ষার যুদ্ধ (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published.

x