ক্যাসিনোর ইতিহাস




ইটালীয়ান শব্দ ক্যাসিনোর অর্থ হলো  জুয়া খেলার নিদিষ্ট স্থান বা জায়গা মদ, জুয়া যৌনতাসহ আপাতভাবে সকল খারাপ কাজের একটি স্থান হলো এই একটি স্থান হলো এই ক্যাসিনো আর এজন্য হয়ত ক্যাসিনোর রাজধানী আমেরিকার লাস ভেগাসকে বলা হয় সিন সিটি বা পাপের শহর ।

তবে ক্যাসিনো মানে যে শুধু জুয়ার আসর তা নয় যেমন ফিনল্যান্ডের হ্যাংকো কেসিনোতে কখনো জুয়া খেলা হয়নি । এটি এখন একটি রেস্তোরা। আবার জার্মান কিংবা স্পেনে ক্যাসিনো বলতে তার বোঝে অফিসারদের মেস বা বসবাসের জায়গামেস বা বসবাসের জায়গা।

তবে বর্তমান পৃথিবীতে ক্যাসিনো একটি লাভজনক ব্যবসা। প্রায় ৩৫০০ ক্যাসিনো আছে সারা পৃথিবীতে । শুধুমাত্র এই ক্যাসিনোর ব্যবসা দিয়ে কোন কোন শহর গড়ে উঠেছে পৃথিবীতে।আমেরিকার লাসভেগাস ও  চীনের ম্যাকাও তার সবচেয় সফল উদাহরন।

 

জুয়া খেলার ইতিহাস :

জুয়া পৃথিবীদের আদিমতম খেলাগুলোর একটি। তাই এর সঠিক সময় নির্ধারণ করা কঠিন। পাঁচ হাজার বছর আগের মহাভারতেও দেখা গেছে এই জুয়া বা পাশা খেলা। মামা শুকনির কাছে এই খেলায় দ্রোপদীকে বাজি ধরে হেরে গিয়েছিল যুধিষ্ঠির শুকনির কাছে এই খেলায় দ্রোপদীকে বাজি ধরে হেরে গিয়েছিল যুধিষ্ঠির এরপর গ্রিক-রোম কিংবা আরব সব যুগেই কোন না কোনভাবে এই জুয়া খেলার প্রচলন দেখা গেছেকোনভাবে এই জুয়া খেলার প্রচলন দেখা গেছে । তবে এই জুয়া ঘরে বসা খেলা শুরু হয় প্রথমইউরোপে ১৬৩৮ সালে ভেনিস শহরে সর্বপ্রথম একটি ক্যাসিনো খোলা হয় যার নাম

একটি ক্যাসিনো খোলা হয় যার নাম ক্যাসিনো ভেনিথজা বুদ্ধিজীবীরা এক পরামর্শে উৎসবের সময়ে চলা বাহিরের জুয়াকে ভিতরে একে নিয়ন্ত্রন করা। কিন্তু সামাজিক অবক্ষয় রোধে বন্ধ করে দেয়া হয় ১৭৭৪ সালে। জুয়াকে ভিতরে একে নিয়ন্ত্রন করা। কিন্তু সামাজিক অবক্ষয় রোধে বন্ধ করে দেয়া হয় ১৭৭৪ সালে।

জুয়াড়ীদের রাজধানী :

আমেরিকার প্রথম ক্যাসিনোর নাম স্যালুন। ১৯৩১ সালে নেভাদা রাজ্যে সরকার  প্রথম অনুমোদন দেয় এই জুয়া খেলার। এই রাজ্যের লাভভেগাসকে তো বলা হয় জুয়াড়ীদের রাজধানী।বর্তমানে এই শহরেই ১২২ টি ক্যাসিনো রয়েছে। 

আর পুরো ফান্সে ১৮৯ টি ও ব্রিটেন মোট ১৪১ টি ক্যাসিনো রয়েছে। ক্যাসিনো থেকে সবচেয়ে বেশি আয় করা দেশের নাম আমেরিকা।

 ২০১১ সালের হিসেবে দেখা যায় পৃথিবীল সবচেয়েবড় ক্যাসিনো চীনের দ্যা ভেলেন্তিনিয়ান ম্যাকাও বছরে আয় করে ৮২,০০০ কোটি টাকা। যা দিয়ে বাংলাদেশের তিনটা পদ্মা সেতু বানানো যাবে। আর লাসভেগাসের স্যান্ডসের আয় ৬২,০০০ কোটি টাকা। বাংলাদেশের তিনটা পদ্মা সেতু বানানো যাবে । আর লাসভেগাসের স্যান্ডসের আয় ৬২,০০০কোটি টাকা ।

তবে কেউ কেউ মনে করেন রাজস্ব আদায়ের জন্য এইভারতীয় রাজারাই প্রথম ক্যাসিনো চালুকরেছিল আজ থেকে ২ হাজার বছর আগে

 

মোহনা জান্নাত

প্রভাষক, ইতিহাস বিভাগ

৮১ thoughts on “ক্যাসিনোর ইতিহাস

  1. Pingback: BAUC
  2. Heya! I realize this is sort of off-topic but I needed to ask.
    Does managing a well-established blog such as yours require
    a massive amount work? I’m completely new to blogging however I
    do write in my journal daily. I’d like to start a blog
    so I can share my personal experience and thoughts online.
    Please let me know if you have any ideas or tips for
    new aspiring bloggers. Appreciate it!

  3. Hi there, I discovered your website by way of Google while searching for a similar matter,
    your site got here up, it appears great. I have bookmarked it in my google bookmarks.

    Hi there, just turned into aware of your weblog through Google, and located that
    it is really informative. I am going to be careful
    for brussels. I’ll appreciate for those who proceed this in future.

    Many other folks shall be benefited out of your writing.

    Cheers!

Leave a Reply

Your email address will not be published.

x