কক্সবাজারের ইতিহাস


 

নীল মৌমাছি ।।

 


সমুদ্র বলতে আমরা বুঝি কক্সবাজারকে এর রং রুপ যে কাউকে আকর্ষন করে চুম্বকের মতো। আর বিকেলের এর সৌন্দর্য  যেন একটু বেশি অপরুপ হয়ে ওঠে আর এজন্যই মানুষ ছুটে ছুটে সমুদ্রের কাছে। চলুন আজ সমুদ্রের বিকেলের এই রং আর রুপে মুগ্ধ হয়ে আসি এবং কক্সবাজার শহরের ইতিহাস জেনে আসি।

ঢাকা থেকে কক্সবাজার ৪১৪ কিলোমিটারের পথ । সড়ক আর বিমানপথই আপাতত ভরসা । সরাসরি রেলযোগাযোগের চালু হতে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত অথচ কক্সবাজারই আমাদের দেশের শ্রেষ্ঠ পর্যটন নগরী। এই সমুদ্র ঘিরে অসংখ্য হোটেল অপরিকল্পিতভাবে গড়ে উঠিছেআমরাও একটি হোটেলে হোটেল উঠে গেলাম।

খুব অল্প সময় নিয়ে কক্সবাজার এসেছি। তাই দেরি না করেই দ্রুত চলে গেলাম পৃথিবীর সবচেয়ে লম্বা সমুত্র সৈকতের দিকে। পরিসংখান বলছে এটি ১২২ কিমি দীর্ঘ  যা পৃথিবীর আর কোথাও নাই।

বিকেলে এই সমুদ্রের রং দেখতে দেখতে একটু ইতিহাস থেকে ঘুরে আসা যাক । কক্সবাজার আগে পানোয়া নামে পরিচিত ছিল যার অর্থ হলুদ ফুলমুঘলরা যখন এই এলাকা নিযন্ত্রন নেয় তখন এটি পালঙ্কি নামে পরিচিতি লাভ করে। জানা যায় ১৬১৬ সালে  আরাকান যাবার সময় মুঘল সম্রাট শাহ সুজা তার বহর নিয়ে এই স্থানে অবস্থান করেছিলেন তিনি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন

বিভিন্ন সময়ে এই কক্সবাজারের নিয়ন্ত্রন ছিল বিভিন্ন গোস্ঠির হাতে। মুঘলদের পর এই এলাকার নিয়ন্ত্রন নেয় ত্রিপুরারা তারপর আরকান,পতূগীজ, ব্রিটিশ,পাকিস্থানের পর এই এলাকা এখন আমাদের হাতে।

কিন্তু প্রশ্ন হল এর নাম কক্সবাজার হলো কিভাবে ?

কক্সবাজারের আগের নাম ছিল পালংকি১৭৭৩ সালে ব্রিটিশ ইন্ডিয়ায় বাংলার গভর্নর নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস। তখন এই পালংকির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন হিরাম বক্স। এই এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল স্থানীয় রাখাইন ও শরনার্থী আরাকানদের মধ্যেক্যাপ্টেন বক্স সেই দ্বন্দ সংঘাত নিরসনে নানান পদক্ষেপ নেনশরনার্থীদের পুর্নবাসনে তার ভূমিকা প্রশংসিত হয়। কিন্তু ১৭৯৯ সালে কাজ শেষের আগে হঠাৎ তিনি মারা যানতার এই অবদানকে স্মরনীয় করে রাখার জন্য স্থানীয়রা একটি বাজারের নাম দেয় ককস সাহেবের বাজারসেখান থেকে আজকের কক্সবাজার১৮৫৪ সালে গঠিত হয় কক্সবাজার থানা

কক্সবাজার কোন ভাবে পর্যটন নগরীর সুবিধা নিয়ে গড়ে উঠছে না তবে আজ নয় অন্য একদিন এই সব অসংগতি  এই নিয়ে  একটি পর্ব করবো আজ শুধু এর  বিকেলের সৌন্দয্য উপভোগ করি । আপনিও চলে আসতে পারেন ।


নীল মৌমাছি
লেখক ও পর্যটক

৮৪ thoughts on “কক্সবাজারের ইতিহাস

  1. What i do not understood is in truth how you’re now not really a lot more
    well-appreciated than you might be right now. You are so intelligent.
    You understand therefore considerably on the subject of this
    subject, produced me personally imagine it from numerous numerous angles.
    Its like women and men don’t seem to be interested unless it is
    something to do with Girl gaga! Your individual stuffs great.

    At all times handle it up!

  2. Everything typed made a ton of sense. However, what about this?
    what if you were to create a killer post title?
    I ain’t saying your information isn’t solid, however what if you added something that
    grabbed a person’s attention? I mean কক্সবাজারের
    ইতিহাস – আলোর দেশে is a little vanilla.
    You could peek at Yahoo’s home page and see how they create
    news headlines to get viewers to click. You might try adding a
    video or a pic or two to get people excited about everything’ve written. In my opinion, it could make your blog a
    little livelier.

  3. What i don’t realize is in reality how you are no longer actually much more
    well-favored than you might be right now. You are so
    intelligent. You already know thus considerably relating to this matter, produced me personally believe
    it from numerous numerous angles. Its like men and women aren’t fascinated
    unless it’s something to do with Girl gaga! Your personal stuffs great.
    At all times deal with it up!

  4. Howdy! I know this is somewhat off-topic however I needed to ask.
    Does building a well-established blog like yours require a large amount of
    work? I’m completely new to running a blog however I do write in my diary everyday.
    I’d like to start a blog so I can easily share my personal experience and
    thoughts online. Please let me know if you have any
    suggestions or tips for brand new aspiring bloggers. Appreciate it!

  5. I don’t know whether it’s just me or if everyone else experiencing issues
    with your website. It appears as though some of the written text on your posts are running off the screen. Can someone else please provide feedback and let me know
    if this is happening to them as well? This may be a problem with my web browser because
    I’ve had this happen previously. Thanks

Leave a Reply

Your email address will not be published.

x