শিল্পিত পারু’র কবিতা ‘নারী’


নারী

– শিল্পিত পারু


তোমার সাথে পুরুষের যে বিরোধ

তা শুধু তুমি নারী বলে নয়

তুমি তাদের এখন সমান প্রতিযোগি ;

ইতিহাস সাক্ষী পুরুষেরা কি করেনি

প্রতিযোগিতায় জিতবে বলে।

তোমাকে যে আঘাত করে

তা তুমি শুধু নারী বলে নয়,

তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছেনা বলে ;

তুমি তো এখন সভ্যতার অলিগলি চেনো

দেখেছো শুধু নিয়ন্ত্রণ করবে বলে পুরুষরা কি নৃশংস হতে পারে!

আজন্ম বাধা পড়া নারী এখন জিততে শিখেছে

যত বাধা তোমার সামনে

বুঝবে তত মানুষ হয়ে উঠছো নারী।

পৃথিবীর প্রত্যেকটি ধুলিকনায় তোমার সমান অধিকার,

প্রতিটি আলোকনায় তোমার সম অংশীদারিত্ব

তোমার মালিকানা স্বস্নেহে তোমার হাতে তুলে দেবে পুরুষ এমন ভালো মানুষ নয়;

তবু কিছু মানুষ আছে যারা যুদ্ধ চায়নি, যারা ক্ষমতা চায়নি

যারা শুধু ভালোবেসেছে ;

এই পৃথিবী তাদের দিয়ে চলেনি,

নাকি চলেছে !

তোমার সাথে আমার যা ভালোবাসা

তা শুধু নারী বলে নয়

তুমি খেলার সাথীও বটে ;

তুমি নিশ্চয়ই এখন জানো

কোন প্রতিযোগিতা চলে না ভালোবাসায়

ভালোবাসা মানে প্রশান্তি আর ছায়া

অনাদি অনন্তের পানে ঝুঁকে থাকা গাছ;

যদিও সেই গাছ কখনো বনসাই হয়

মানুষের বুকে আর মগজে।

পুরুষকে তো আঘাতে আঘাতে অনেক বাসলে ভালো

মানুষ বড় বিমর্ষ এবার তুমি মানুষ ভালোবাসো।

যে নারী শুধু পুরুষ হলেই ভালোবাসো

সেখানেও তো সেই পুরোনো শকুনের গন্ধ;

পুরুষ হলে যতটুকু প্রাপ্য

তার অধিক হলে আমি প্রেমিক তোমার ;

চোখে চোখ আঙ্গুলে আঙ্গুল

এসো হাতে হাত রাখি চুমুতে চুমু ;

নারীর অধিক হলে তুমি বোন, তুমি মা,

তুমি প্রেয়সী আমার, তুমি সন্তান।

তুমি মানুষ বন্ধু আমার !

পুরুষের অধিক হলে আমি ভালোবাসা তোমার !!


শিল্পিত পারু

৮ মার্চ, প্রগতিস্মরনী


২০ thoughts on “শিল্পিত পারু’র কবিতা ‘নারী’

  1. hey there and thank you for your info – I have certainly picked up something new from right here.
    I did however expertise some technical points
    using this web site, since I experienced to reload the web site a lot of times previous to I could get it
    to load correctly. I had been wondering if your web host is OK?
    Not that I’m complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and can damage your
    quality score if advertising and marketing with Adwords.
    Anyway I am adding this RSS to my email and could look out for a lot more of your respective exciting content.
    Ensure that you update this again very soon..
    Najlepsze escape roomy

  2. I’m impressed, I have to admit. Rarely do I come across a blog that’s both equally educative and amusing, and let me tell you, you have hit the nail on the head. The problem is something that too few men and women are speaking intelligently about. Now i’m very happy I stumbled across this during my search for something concerning this.

  3. Each Wisconsin and Missouri delivered greater than 1 million pounds of ordnance on Iraqi targets
    by the time President George H. W. Bush ended hostilities on 28 February.
    As a part of its cost, the committee sought to develop an understanding of:
    ” The extent to which dual use issues are at the moment being included in postsecondary schooling (undergraduate and postgraduate) in the life sciences; ” In what contexts that education is occurring (a
    work, informal settings, as stand-alone general coaching, and in what
    fields); and formal course or a part of more.

Leave a Reply

Your email address will not be published.

x