
পারভেজ সেলিম ।।
বাংলায় ঘোরলাগা প্রেমের সিনেমা কয়টি আছে? আমার মনে হয় একটি। আর সেটি ‘স্বপ্নজাল’। প্রেমের সাথে ট্রাজিডির সম্পর্ক পুরাতন এবং নিবিড়। সেই সম্পর্ক খুব বেশি উঠে আসেনি আমাদের সিনেমায়। ‘স্বপ্নজাল’ সেই অভাব পুরুণ করেছে।
শুভ্রা দুর্দান্ত। এক মুহুর্তের জন্য চরিত্র থেকে বের হয়ে আসেননি অভিনেত্রী। একাই টেনে নিয়ে গেছে পুরো সিনেমা। শুভ্রা রুপি পরিমনি একজন জাত শিল্পী। পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের একটু ছোঁয়াতেই পুরোপুরি যেন জ্বলে উঠেছেন তিনি। পরিমনি পরের জীবনে আর কোন সিনেমায় অভিনয় না করলেও দীর্ঘকাল তিনি বেঁচে থাকবেন শুধুমাত্র এই শুভ্রা চরিত্রের জন্য।

স্বপ্নজাল (২০১৮)
গিয়াসউদ্দিন সেলিমের শ্রেষ্ট সিনেমা ’স্বপ্নজাল’। মানুষ মনে রাখবে আপনাকে। আপনার শুভ্রাকে।
আরেকটি চরিত্র ঠিকঠাক হয়েছে বলে মনে হয় সেটি, আয়নাল গাজি। যে চরিত্রটি করেছেন ফজলুর রহমান বাবু। তিনি সবসময় অসাধারণ। এখানে আরো অসাধারণ হয়ে উঠেছেন তিনি।
বিপরীতে অপুকে দুর্বল মনে হয়েছে। শুভ্রার পাশে তাকে ম্লান মনে হয়েছে। শুভ্রার যে আকুলতা অপুর মধ্যে সেইটার খামতি টের পাওয়া যায়। শুভ্রার কষ্ট ,বিচ্ছেদ মনকে যেমন দুমড়ে মুচড়ে দেয়, অপু জীবন দিয়েও সেই দুমড়ানো অনুভূতিকে স্পর্শ করতে পারেনা ।
যেমন ঢাকা যাবার সময় মেসে থাকতে চাওয়ার সময় মনে হয়েছে সে শুভ্রাক ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে না। না যেতে চাওয়ার আকুতিটা ফুটে ওঠে না তার চোখে মুখে। সবসময় একই অভিনয় করে গেছেন ছেলেটি।
অথচ জন্মদিনের দিন মটরসাইকেলে দৌঁড় দিয়ে উঠে জড়িয়ে ধরার দৃশ্য শুভ্রাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যদিও মনে হয় পরিচালক শুভ্রাকে যেভাবে যত্ন করেছেন সেইভাবে অন্য চরিত্রগুলোকে করেনি। সেটা একমাত্র কারণ নয় বলেই মনে হয়।

শুভ্রা রুপি পরিমনি একজন জাত শিল্পী
কস্টিউম ও মেকাপে সবকিছুকে ছাপিয়ে গেছে শুভ্রা। বাংলা সিনেমায় এত নিখুঁত কস্টিউম ও মেকাপ খুব বেশি দেখা যায় না।
খসরুর সিনেমাটোগ্রাফি খুব ভালো। চোখে আরাম দেয়, গল্পকে দারুণ সহযোগিতা করেছে।
বাড়িটিও যে চরিত্র হয়ে উঠেছিল সেটা টের পাওয়া যায় শুভ্রা যখন কলকাতা থেকে ফিরে আসে উঠানে দাঁড়ায়। একসময় কি রমরমা ছিল বাড়িটি, এখন কি শুনশান নিরবতা, বিধ্বস্ত।
তবে কলকাতার অংশটুকুতে কিছুটা অসংগতি চোখে পড়ে। কখনো কখনো টেনে বড় করার মতো মনে হয়।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম
এছাড়া শুভ্রার বাবা মিশা সওদাগর, গুরুদেব, উকিল ও খুনি ইরেশ যাকের সবাই সাবলিল অভিনয় করে গেল।
মিউজিক, ছবি, গল্প আর শুভ্রার চাহনী একটা ঘোর লাগিয়ে দেয় মনে। ঘোর কেটে বের হবার আগেই সিনেমা শেষ হয়। দীর্ঘ নি:শ্বাস বের হয় অজান্তে, সেই ঝিমধরা ঘোর অনেকক্ষন কাটেনা মাথার ভিতর হতে।
পারভেজ সেলিম
লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী
member slot เว็บสล็อตที่ใหญ่ที่สุด สมัครเว็บไม่มีอันตราย100% pg slot มาพร้อมโปรโมชั่นพิเศษมากมายเว็บตรงแตกไวได้เงินจริง สำหรับผู้ที่กำลังมองหาเว็บพนันออนไลน์ ไม่ควรพลาด!
เกมส์ออนไลน์ pgslot เว็บคาสิโนชั้นนำที่ได้รวมค่ายเกมต่างๆเข้ามาให้ผู้เล่นได้เล่นกันยังจุใจไม่ว่าจะเป็นเกมไพ่บาคาร่า ใฮโล รูเล็ต หรือเกมอื่นๆอีกมากมายคุณสามารถเล่นได้ตามใจชอบ
pg slot wallet เว็บไซต์เกม สล็อต ฝาก-ถอน ทรูวอลเล็ตไม่มีอย่างน้อย ใหม่ปัจจุบันในปี 2021 นี้ ถูกปรับปรุง ประดิษฐ์กราฟฟิก ความหลากหลายรายลักษณะของเกม มีเกมให้เล่นมากมาย
สล็อต เว็บ ตรง จากค่ายเกมสล็อตออนไลน์ชื่อดังอันดับ 1 ที่นักพนันทั่วโลกให้การยอมรับว่าเป็นค่ายเกมสล็อตออนไลน์ที่ดีที่สุดตลอดกาลกับค่าย PG SLOT ที่มาแรงที่สุดในปี 2022
정품 비아그라,비아그라구매,비아그라구입,처방전없이 초간편주문.합리적인가격.비아그라 퀵배송,비아그라온라인약국,시알리스.각종 발기부전치료제 판매 전문 온라인스토어 13년동안 단 1건도 가품판매에 관한 스캔들이 없는 믿을수 있는 스토어 입니다.
Your writing is perfect and complete. baccaratcommunity However, I think it will be more wonderful if your post includes additional topics that I am thinking of. I have a lot of posts on my site similar to your topic. Would you like to visit once?
I used to visit this website every weekend. Because I want pleasure. Because this website is really tricky and interesting information. https://totoguy.com/
First, thank you for your post. Slot site Your post is neatly organized with the information I want, so there are many materials to refer to. I will make a favorite on this site and look for your posts often in the future. Thank you again. https://totovi.com/
This is a good tip, especially for those who are new to the blogosphere. Simple but very accurate information Thank you for sharing this. A must-read post! 토토사이트