ফিলিস্তিন নিয়ে বিশ্ব ও আরবদের রাজনীতি


পারভেজ সেলিম
পারভেজ সেলিম


২০১৮ সালে ১৪ মে ডোনাল্ট ট্রাম্প আমেরিকার দুতাবাস তেল আবিব থেকে সরিয়ে আনে জেরুজালেমে। আমেরিকার এতদিনের নীতি থেকে সরে এসে এমন পদক্ষেপে ফিলিস্তিনিরা মারাত্বকভাবে ক্ষুদ্ধ হয়। তবে জন্মের পর থেকেই ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু  আমেরিকা ।

ইসরাইল রাস্ট্র ধারনাকে বাস্তবে রুপ দিতে সবার প্রথম এগিয়ে এসেছিল ব্রিটিন। ১৯১৭ সালের ‘বেলফোর ঘোষনা’ ছিল ইহুদীদের দেয়া ব্রিটিশদের প্রথম প্রতিশ্রুতি।সবসময় ইসরাইলের স্বার্থ দেখেছে ব্রিটেন । 

হিটলার জার্মানীর ক্ষমতায় আসার পর চুক্তি করে আরো ৫০ হাজার ইহুদী ফিলিস্তিনে পাঠাতে শূর করে।এরপর হিটলারের ইহুদী নিধন শুরু হলে জায়ানবাদিদের জন্য সহানুভুতি বাড়িয়ে দিয়েছিল। ইহুদী রাষ্ট্র গঠন ত্বরান্তিত হয়েছিল।  

দ্বিতীয় যুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিন থেকে সরে আসার ঘোষণা দেয় । সেদিন ১৫ মে, ১৯৪৮ সালে ইসরায়েল তাদের স্বাধীনতা ঘোষণা করে বসে। তাদের প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেন গুরিওন। 

 ১৬২ টি দেশ ইসরায়লকে স্বীকৃতি দিয়েছে। ৩৫টি দেশে বিরোধিতা করে যার বেশিরভাগই মুসলিমদের দেশ। পৃথিবীর একটি দেশ যার সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক নাই সেটি  ইসরায়েল।  বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ  ইসরায়েলে যেতে পারেনা । 

১৯৪৮ এ ব্রিটেন চলে যাবার পর লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর একসঙ্গে আক্রমন করেছিল।কিন্তু হেরে যায় ।  ১৯৬৭ সালে যুদ্ধে হেরে গিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের পদত্যাগ করতে বাধ্য হন।


আরো পড়ুন : বখতিয়ার খলজি: বাংলার প্রথম মুসলিম শাসক


প্রথম মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক ১৯৪৯ সালে । 

আর ১৯৭৯ সালে স্বীকৃত দেয় প্রথম আরব দেশ মিশর। এজন্য মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নোবেল পুরস্কার পান শান্তিতে। আরব লীগ বিরোধিতা করে মিশরের সদস্যপদ বন্ধ রাখে দশ বছর। শেষ পর্যন্ত এই সংকট খুন হন আনোয়ার সাদাত।

ইরান কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরাইলের সাথে ।পরে ইরানে ইসলামি বিপ্লব হলে  ছিন্ন হয়ে যায় সেই সম্পর্ক ।

কয়েক বছর  পর জর্ডান ১৯৯৪ সালে ইসরাইলেকে স্বীকার করে শান্তি চুক্তি করে । কথা দেয় তাদের ভুখন্ড ব্যবহার করে তৃতীয় কেউ ইসরাইল আক্রমন করতে পারবেনা । মিশর স্বাগত জানায় , সিরিয়া প্রত্যাখান করে ।

এরপর ২০২০ সালে  সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন স্বীকৃতি প্রদান করে। সৌদি আরব স্বীকৃতি দেয়ার দারপ্রান্তে । 

তবে সবসময় রাশিয়া, চীন ও ইরান ফিলিস্তিনিদের পক্ষে থেকেছে ।

২০০২ সালে সৌদি বাদশাহ আব্দুল্লাহর নেতৃত্বে আরব বিশ্বের ২২ টি দেশ ঘোষণা দিয়েছিল যে, ‘১৯৬৭ সালে যুদ্ধে দখল করা ভুমি ছেড়ে দিয়ে জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী মেনে নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে দিতে হবে। না দিলে ইসরাইলের সাথে আরব বিশ্বের সম্পর্ক  ভালো হবে না’। তাদের সেই অবস্থান থেকে এখন সৌদি আরব সরে এসেছে বলেই মনে হয়।

চারটি আরব দেশ  শান্তি চুক্তি করলেও সাধারন জনগনের সাথে ইহুদীদের সম্পর্ক ভালো হয়নি এখনও। আজ ৪০ বছরেও মিশরের জনগন ইহুদিদের মন থেকে গ্রহণ করতে পারেনি, তেমনি পারেনি জর্ডানের জনগনও।

তাই নতুন নতুন শান্তি চুক্তি এ অঞ্চলে কতটুক শান্তি বয়ে আনবে তা নিয়ে সংশয় থেকে যায় ।


পারভেজ সেলিম

লেখক ও চলচ্চিত্রকর্মী


ইসরায়েল- ফিলিস্তিন নিয়ে আরো পড়ুন :

১৭৪ thoughts on “ফিলিস্তিন নিয়ে বিশ্ব ও আরবদের রাজনীতি

  1. Системные расстановки.
    Расстановки по Хеллингеру Расстановки.

    Расстановки по Хеллингеру.
    Системно-феноменологическая психотерапия.
    Организационные расстановки.

    Расстановки по Хеллингеру.

  2. When you may have decided to bring in the corporate wһiсh
    is involve in thе moving service and уou have full confidence іn thе corporate tо
    shifting thе hⲟme thеn yοu maу consider with full infoгmation and
    particulars of the corporate. Տо, tһіѕ development may
    presеnt that whales are cᥙrrently dumping as tһey’re moving һuge quantities оf coins tо exchanges.
    Bᥙt quite thɑn dumping the ѡhole ⅼot on the landfill, it may be recycled ᧐r donated.
    A Ƅіt of prepping woгk on packing shoes appropriately ⅽan save
    you plenty of complications doԝn the road. Wardrobe boxes: Tһese aгe perfect for packing
    clothes іn hangers, so the unpacking ϲourse of іѕ faster аnd easier.
    Make thе unpacking process mοre manageable. Other fees lіke shuttle trucks, specialty packing,
    crating fragile objects, bulky items (pool table), ɑnd mօre ϲan adԀ іmportant quantities tօ a moving quote.
    Օr, yοu poѕsibly cɑn chɑnge yoսr handle ᥙsing үour my Social Security account іf yoᥙ’re enrolled in Medicare.
    For instance, tһe price of moving ɑ 2 bedroom frоm New York
    to Florida utilizing an expert moving firm wіll sⲟmetimes range $2,100 tо $7,800 for the 1,200
    mile move.

  3. Together with every little thing which appears to be developing throughout this subject material, a significant percentage of viewpoints happen to be fairly refreshing. Even so, I beg your pardon, but I can not give credence to your whole theory, all be it radical none the less. It appears to everyone that your opinions are not totally validated and in simple fact you are your self not really entirely convinced of the point. In any case I did take pleasure in reading through it.

  4. However, it is virtually all done with tongues rooted solidly in cheeks, and everyone has absolutely nothing but absolutely love for his or her friendly neighborhood scapegoat. The truth is, he is not just a pushover. He is basically that special variety of person strong enough to take all of that good natured ribbing for exactly what it is.

  5. Dignity College of Healthcare online surgical technician training is far superior to other online Surgical Technician programs because it includes the training, exam review and national certification exams. Register with Confidence and attend a nationally accredited, but affordable program. In just 4 months, you can complete the surgical technician program from the comfort of your home without a loan on your neck. Enroll now at https://dignitycollegeofhealthcare.com/surgical-technician

  6. Dignity College of Healthcare online surgical technician training is far superior to other online Surgical Technician programs because it includes the training, exam review and national certification exams. Register with Confidence and attend a nationally accredited, but affordable program. In just 4 months, you can complete the surgical technician program from the comfort of your home without a loan on your neck. Enroll now at https://dignitycollegeofhealthcare.com/surgical-technician

  7. Easily, the post is really the greatest on this laudable topic. I concur with your conclusions and will thirstily look forward to your future updates. Saying thank will not just be sufficient, for the wonderful c lucidity in your writing. I will instantly grab your rss feed to stay privy of any updates. Solid work and much success in your business enterprise!

  8. Dignity Educational CNA School Consultants offer a variety of services including curriculum writing, school catalog preparation, clinical externship contracts preparation, business plan writing, school policies preparation, student handbooks, and provide some other needed forms. We stick with you through approval and 6 months after, depending on your package. Dignity Educational Consulting helps our clients to start up nursing assistant schools in the 50 states.

  9. Lewabo is a multicultural inspirational movies website. Enjoy hundreds of inspiring, uplifting, positive family-friendly movies. Action, Thrillers, Romance, Family drama, Kids, Faith, Comedy and more. An entertainment platform for the whole family. African films, American films, films from different countries, Nigerian nollywood films, South african films, Christian movies, Documentaries. Lewabo is good content entertainment. Hundreds of titles. 70% exclusive content.

  10. American Crisis Prevention and Management Association Management of Assaultive Behavior (MAB) certification course can be conveniently done online or in the classroom. Also known as AB 508 certification training, mab certification online or managing aggressive behavior is a training for healthcare professionals, teachers, law enforcement agents., and other individuals that come in contact with potential aggression. Nurses, doctors and other healthcare professionals receive CE credits at the end of the course. Enroll now at https://crisispreventionmanagement.com/mab-management-of-assaultive-behavior

  11. Hello there I am so delighted I found your weblog, I really found you by mistake, while I was searching on Google for something else, Anyhow I am here now and would just like to say cheers for a remarkable post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the moment but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the superb work.

Leave a Reply

Your email address will not be published.

x