বখতিয়ার খলজি: বাংলার প্রথম মুসলিম শাসক


পারভেজ সেলিম ।।

বাংলার মুসলমানের মনে আজ আটশত বছর ধরে একজন শাসকের নাম বারবার উচ্চারিত হয়ে আসছে, ইসলাম বিশ্বাসীদের কাছে যিনি কিংবদন্তি হয়ে আছেন তিনি হলেন বখতিয়ার খলজি ।

তার পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। খলজিই ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক। তিনি বাংলা দখল করেন ১২০৪ সালে। সেইসময় বাংলা শাসন করতেন হিন্দু রাজারা। রাজা লক্ষণ সেনকে হটিয়ে দিয়ে তিনিই প্রথম এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।

এই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন কুতুবউদ্দীন আইবেক। তিনি ছিলেন গজনীর সুলতান মোহাম্মদ ঘুরির নিয়োগকৃত শাসনকর্তা।

খুব সহজেই বাংলা দখল শেষে খলজি লখনৌ দখল করেন এবং সেখানে তার রাজধানী স্থাপন করেন। এরপর  বাংলা অন্যান্য অঞ্চলগুলো দখলে বের না হয়ে খলজি তিব্বত আক্রমণের উদ্দেশ্যে বের হন। কিন্তু পাহাড় পর্বতে ঘেরা তিব্বত দখল করতে ব্যর্থ হন বখতিয়ারের বাহিনী।

এমন পরাজয় মেনে নিতে না পেরে মাত্র দুই বছরের মাথায় মৃত্যু বরণ করেন খলজি। ১২০৬ সালে শেষ হয় বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির শাসন।

কে ছিলেন এই খলজি ?

বখতিয়ার খলজি জাতিতে ছিলেন তুর্কী। তবে তার জন্ম হয়েছিল আফগানিস্তানে। ছোট একটি সৈন্যের চাকরির জন্য তিনি কয়েকবার চেষ্ঠা করেও ব্যর্থ হন ।

বখতিয়ার খলজি দেখতে সুন্দর ছিলেন না বলে জানা যায়। তার দুটি হাত ছিল শরীরের তুলনায় লম্বা।

গজনীতে সুলতান ঘোরির সৈন্যবাহিনীতে চাকরির চেষ্টায় প্রথম ব্যর্থ হন তিনি। দারিদ্রতার কারনেই তার চাকরিতে প্রবেশ কার জরুরী হয়ে পড়েছিল।গজনিতে  চাকরি না পেয়ে দিল্লিতে কুতবউদ্দীন আইবেকের সৈন্য বাহিনীতে ঢোকার চেষ্ঠা করেন। সেখানেও ব্যর্থ হন বখতিয়ার ।

এরপর তিনি বদাউন চলে যান। সেখানকার মালিক হিজবর উদ্দীন নগদ বেতনে চাকরি দেন খলজিকে। কিন্তু এত ছোট চাকরিতে সন্তুষ্ট ছিলেন না খলজি। বড় কিছু করার আশায় বদাউন ত্যাগ করে তিনি চলে যান অযোধ্যায়। সেখানকার শাসনকর্তা হুসামউদ্দীন তার জন্য যা করেন সেটা তার জন্য বড় আশীর্বাদ হয়ে আসে।

মির্জাপুর জেলার  ভাগবত ও ভিউলী নামের দুটি পরগনার জা্‌য়গির প্রদান করেন খলজিকে। এখান থেকেই খলজির ভাগ্যে চাকা দ্রুত ঘুরতে থাকে। বখতিয়ারের  শক্তি  প্রদর্শন শুরু এখান থেকেই।


আরো পুড়ুন : বাংলার সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ (১ম পর্ব)


খলজির সাহস ও শক্তির জয়জয়কার :

ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে খলজি আশেপাশের হিন্দুরাজ্য সমুহ আক্রমণ ও লুন্ঠণ করতে থাকেন। চারিদিকে খলজির সাহস আর বীরত্বের সুনাম ছড়িয়ে পড়তে থাকে। দলে দলে মুসলমানেরা যোগ দিয়ে থাকেন তার বাহিনীতে। খলজির সৈন্য সংখ্য বাড়তে থাকে খুব দ্রুত। আর খুব সহজেই দখল করতে থাকেন আশেপাশের ছোট ছোট রাজ্যগুলো।

নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস :

একের পর এক আশেপাশের এলাকাগুলো যখন খুব সহজে দখল হয়ে যাচ্ছিল, তখনই একদিন প্রাচীর ঘেরা দুর্গের মতো একটি এলাকা আক্রমন করে বসেন খলজি। কোন কিছু না জেনেই তার সৈন্যরা প্রবেশ করে দূর্গের ভিতর।

কোন বাধার সম্মুখীন হয় না খলজির বাহিনী। ভিতরের বাসিন্দাদের দেখে কিছুটা অবাক হন তিনি। সবার মাথা ন্যাড়া করা। আর পুরো দূর্গজুড়ে ছিল বই পুস্তকে ভরা। জিজ্ঞাসের পরে সৈন্যরা জানতে পারলেন তারা একটি বৌদ্ধ বিহার দখল করেছেন।

এটি ছিল ওদন্ত বিহার যা প্রাচীনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি ছিল। প্রাচীন বাংলা তথা ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল এটি। দূর দূরান্ত  থেকে অসংখ্য শিক্ষার্থী এখানে পড়তে আসতেন।

বখতিয়ার খলজি
ছবির সোর্স : বিহার ধ্বংসের পর

.

খলজির সৈন্যবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে তারা এখানে লুন্ঠণ করেছিলেন এবং বই পুস্তক পুড়িয়ে ফেলেছি।এই  নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকে এখন পর্যন্ত খলজির সবচেয়ে সমালোচিত কাজ হিসেবে ধরা হয় ।

তবে অনেকে মনে করেন শুধু খলজি নয় এর আগেও কয়েকবার আক্রমনের শিকার হযেছিল এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন বহি:শক্রর আক্রমণের ।

বৌদ্ধ বিহার জয়ের পর তিনি অনেক ধন সম্পদ নিয়ে দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকর সাথে দেখা করতে যান। কারন খলজি নিজেকে স্বাধীন নবাব হিসেবে প্রতিষ্ঠা করেননি ।  বখতিয়ার খলজি বাংলার প্রথম মুসলিম শাসক হলেও স্বাধীন শাসক ছিলেন না।

দিল্লি থেকে বিহারে ফিরে আসেন তিনি। এরপর আরো সৈন্য সংগ্রহ করে পরের বছর তিনি বাংলা দখল করেন।


আরো পড়ুন : প্লেগ : ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারি


খলজির বাংলা দখল :

সেসময় বাংলার  রাজা ছিলেন লক্ষন সেন। বাংলার রাজধানী ছিল বিক্রমপুর। খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন লক্ষণ সেন ছিলেন নদীয়াতে। এর কারণ হিসেবে নানান কথা প্রচলিত আছে। তার একটি হলো হিন্দু শাস্ত্র মতে তুর্কী এক সেনার হাতে বাংলা দখলের ইঙ্গিত ছিল। রাজা লক্ষণ সেন শাস্ত্রের এই অনুমানটি বিশ্বাস করতেন ।

সেজন্যই রাজা রাজধানী ছেড়ে নদীয়ায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। নদীয়া তখন ছিল হিন্দুদের তীর্থস্থান। কিন্তু রাজধানী বিক্রমপুর নয় খলজি আক্রমণ করে বসেন নদীয়া।

সেইদিন রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ শহরে চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন তুর্কী সেনারা শহর আক্রমণ করেছে এবং তারা প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। এমন খবর শুনে প্রাসাদের পিছনের দরজা দিয়ে খুব দ্রুত পালিয়ে যান লক্ষণ সেন। পরে নৌপথে তিনি রাজধানী বিক্রমপুর গিয়ে আশ্রয় নেন বলে জানা যায়।

বিনা বাধায় বাংলা দখল :

একটা বড় একটি প্রশ্ন থেকে যায় লক্ষণ সেনের সৈন্যেরা খলজিকে বাধা দিলো না কেন?। কেন বিনা বাধায় দখল হয়ে গেল নদীয়া তথা বাংলা ? লক্ষণের সৈন্যবাহিনীরা কি  করছিলেন তখন ?

অভিযানকালে খলজি নদীয়ায় এসে পৌঁছেছিলেন ঝাড়খন্দের গভীর অরণ্য ভেদ করে। তিনি যখন নদীয়ায় পৌঁছান তখন মাত্র ১৮ জন সৈন্য তার সাথে আসতে পেরেছিল । বাকি সৈন্যরা তার সাথে তাল মেলাতে না পারায় অনেক পিছনে পড়ে গিয়েছিল। যেহেতু নদীয়া দখলে কোন যুদ্ধের প্রযোজন পড়েনি তাই একটি কথা প্রচলিত হয়ে পড়ে যে, মাত্র ১৮ জন সৈন্য নিয়ে খলজি বাংলা দখল করেছিল।

কেন বাধা দিল না লক্ষণ সেনের সৈন্যরা :

বাংলায় প্রবেশ করার তখন স্বাভাবিক পথ ছিল রাজমহলের কাছের তেলিয়াগড় গিরিপথ। বাংলার  দক্ষিণ-পশ্চিম সীমান্ত ছিল ঘণ গভীর জঙ্গল আর উত্তর পশ্চিম ছিল খরা স্রোতা নদী। তাই এই দুটি পথ দিয়ে কারো পক্ষে বাংলা আক্রমণ সম্ভব নয় বলে ধরে নেয়া হতো ।

 লক্ষণ সেনের সৈন্যরা সকলেই তেলিয়াগড়ের কাছে প্রতিরোধ গড়ে তুলেছিল বলে ধারণা করা হয়। কিন্তু তাদের সকল পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে খলজি ঝাড়খন্ডের গভীর জঙ্গল দিয়ে নদীয়া আক্রমণ করেন। যা লক্ষণ সেনের সৈন্যদের কল্পনারও বাহিরে ছিল। লক্ষণ সেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ভেঙ্গে দিয়ে অনায়াসে বাংলা দখল করেন ইখতিয়ার উদ্দীন মোহাম্মাদ বিন বখতিয়ার খলজি। এরপর বাংলায় শুরু হয় পাঁচশ বছরের মুসলিম শাসন।

লখনৌ দখল ও রাজধানী  :

তিনদিন ধরে নদীয়া লুট করে খলিজার সৈন্যবাহিনী। তারপর তারা গৌড় অঞ্চল দখলে বের হয়। বাংলার মতোই লখনৌ খুব সহজেই দখল করে খলজি। এরপর বাংলার রাজধানী করেন এই লখনৌকে। কিছুদিনের মধ্যেই বরেন্দ্র ও উত্তর বাংলার কিছু অঞ্চল দখল করেন খলজি। তবে আজকের বাংলাদেশ পুরো অঞ্চল দখল করেননি তার বাহিনী। বাংলার পুরো অঞ্চল দখল না করেই তিনি বের হন তিব্বত দখলের উদ্দেশ্যে ।

তিব্বত আক্রমণ ব্যর্থ :

বাংলার বিরাট অংশ দখল শেষ না করেই খলজি বের হন তিব্বত দখলের জন্য। দশ হাজার সৈন্য নিয়ে খলজি লখনৌ ত্যাগ করেন। কয়েকদিন ধরে চলার পর তিনি কামরুপ রাজার কাছ থেকে খবর পান এসময় তিব্বত আক্রমণ করা সমীচিন হবে না। কিন্তু খলজি তার কথা না শুনেই তিব্বত জয়ের বাসনা নিয়ে অগ্রসর হতে থাকেন। এসময় বিভিন্ন স্থানে স্থানীয় সৈন্যর সাথে তাদের সংঘর্ষ হয় ।

কিছুদিন পরেই খলজি জানতে পারেন করমবত্তন নামক একটি শহরে কয়েকলক্ষ সৈন্য তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা জানা পর খলজির সৈন্যবাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত খলজি বাধ্য হন তার তিব্বত জয়ের বাসনা ত্যাগ করে ফিরে আসতে।

ফেরার পথে কয়েকটি পার্বত্য এলাকায় যুদ্ধের মুখোমুখি হতে হয় সৈন্যদের। এতে মারাত্বক ক্ষতি হয় খলজির সেনাবাহিনীর। মাত্র অল্প কয়েকজন সৈন্য নিয়ে  দেবকোটে ফিরতে সমর্থ হন ব্যর্থ বখতিয়ার খলজি।

মৃত্যুবরণ :

বাংলায়  মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা আর অসীম সাহসী খলজি তিব্বত পর্যন্ত যেতেই পারেননি। তার আগেই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাকে। এই ব্যর্থতা খলজির জীবনে ব্যাপক প্রভাব ফেলে। শোক আর হতাশায় তিনি প্রচন্ড ভেঙ্গে পড়েন। অসুস্থ অবস্থায় ১২০৬ সালে দেবকোটেই মারা যান এই ভাগ্যান্বেষী যোদ্ধা মানুষটি।      কারো কারো মতে খলজির মৃত্যুতে হাত ছিল তারই সহযোদ্ধা আলী মর্দানের। যিনি পরে বাংলার প্রথম স্বাধীন শাসক হয়েছিলেন মাত্র দু বছরের জন্য।

শেষ কথা :

নি:স্ব এক দরিদ্র ভাগ্যতাড়িত সৈনিক থেকে একটি রাজ্য প্রতিষ্ঠা, একটি রুপকথার গল্পের মতোই ছিল খলজির জীবন। মাত্র দুবছরের মধ্যেই সেই সফলতার পরিসমাপ্তি ঘটে। বখতিয়ারের এই বাংলা জয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে নাকি শুধু রাজ্য দখলের উদ্দেশ্যে ছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে । কিন্তু তার বাংলা জয়ের পর ইসলাম যে আরো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এই অঞ্চলে তাতে কোন সন্দেহ নেই ।

বাংলাদেশ ও মুসলমান যতদিন থাকবে ততদিন আলোচিত হবে এই একটি নাম, সেটি হল ইখতিয়ার উদ্দীন মোহাম্মাদ বিন বখতিয়ার খলজি।


পারভেজ সেলিম
লেখক ও চলচ্চিত্রকার


আরো পড়ুন :

দাঙ্গা : মানুষ হত্যার এক বিভৎস উল্লাস!

আর্যরা কি আমাদের আদি পুরুষ নাকি বহিরাগত ?


২৪৮ thoughts on “বখতিয়ার খলজি: বাংলার প্রথম মুসলিম শাসক

  1. Have you ever thought about adding a little bit more than just your articles?
    I mean, what you say is important and all. However just imagine if you added some great images or video
    clips to give your posts more, “pop”! Your content is excellent
    but with images and video clips, this website could definitely be one of the most beneficial in its field.

    Amazing blog!

    Take a look at my webpage – what can i give my dog for arthritis pain

  2. I’ve been exploring for a little for any high-quality articles or weblog posts in this
    sort of space . Exploring in Yahoo I finally stumbled upon this site.
    Reading this information So i am happy to convey that I
    have a very just right uncanny feeling I found out exactly
    what I needed. I so much unquestionably will make certain to don?t put out of your mind this website and provides it
    a look regularly.

    Feel free to surf to my web-site cbd gummies for pain

  3. I have been exploring for a bit for any high quality articles
    or weblog posts on this kind of space . Exploring in Yahoo I finally stumbled upon this site.

    Studying this info So i am satisfied to exhibit that I have an incredibly excellent uncanny feeling I discovered just what I needed.
    I such a lot indubitably will make sure to don?t fail to remember
    this site and give it a look on a continuing basis. cheap
    flights http://1704milesapart.tumblr.com/ cheap flights

  4. Hey there just wanted to give you a quick heads up. The text in your article seem to be running
    off the screen in Firefox. I’m not sure if this is a formatting issue or something to do with internet browser
    compatibility but I thought I’d post to let you know. The design look great though!
    Hope you get the problem solved soon. Thanks quest bars https://www.iherb.com/search?kw=quest%20bars quest bars

  5. Психотерапия онлайн! Консультация у психолога Приглашаем вас на консультации детского
    психолога. Услуги аналитического психолога,
    психотерапевта. Консультация и лечение психотерапевта (психолога) Психолог Онлайн.
    Заказать консультацию психолога.
    Консультация по Skype.

  6. hello there and thank you for your info – I’ve certainly
    picked up something new from right here. I did however expertise several technical issues using this web
    site, as I experienced to reload the web site a lot of times
    previous to I could get it to load properly.
    I had been wondering if your hosting is OK? Not that I’m complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and
    could damage your high quality score if advertising and marketing with Adwords.
    Well I am adding this RSS to my e-mail and can look out for much more of your respective interesting content.
    Make sure you update this again soon.

    Here is my web site cbd oils or gummies dogs

  7. First off I would like to say terrific blog! I had a quick
    question in which I’d like to ask if you don’t mind. I was interested
    to know how you center yourself and clear your head
    before writing. I’ve had a hard time clearing my thoughts in getting my thoughts out.
    I do enjoy writing however it just seems like the first 10 to 15
    minutes are lost just trying to figure out how to begin. Any suggestions or tips?
    Appreciate it!

  8. I know this if off topic but I’m looking into starting my own weblog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100 certain. Any recommendations or advice would be greatly appreciated. Appreciate it

  9. Hey I am so happy I found your blog, I really found you by accident, while I was looking on Digg for something else,
    Anyhow I am here now and would just like to say thank you for a tremendous post
    and a all round exciting blog (I also love the theme/design),
    I don’t have time to go through it all at the moment but I
    have bookmarked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the great work.

  10. ToԀay, I went to thee beach front with mү children. I found ɑ sеa shell and
    gave it to my 4 year old daughter ɑnd said “You can hear the ocean if you put this to your ear.” She рlaced thе shell tⲟ heг
    ear andd screamed. Tһere was a hermit crab inide and it pinched һer ear.
    Shе never wants to go back! LoL I know this is entirеly off topic buut I hɑd to
    tell somеone!

    Μy һomepage: robintogel

  11. Hello! I understand this is kind of off-topic however I
    needed to ask. Does operating a well-established
    blog such as yours take a large amount of work?
    I’m brand new to blogging but I do write in my diary everyday.
    I’d like to start a blog so I will be able to share my personal experience and thoughts online.

    Please let me know if you have any recommendations or tips for brand new aspiring blog
    owners. Thankyou!

  12. I loved as mucһ as уoս will receive carried ߋut rіght
    here. The sketch iѕ tasteful, yоur authored material stylish.
    nonetһeless, yoᥙ command get got an edginess over tһat you wish be delivering thee following.
    unwell unquestionably сome further formerly аgain since exactⅼy tһe samе neаrly very often іnside case
    yоu shield thiѕ hike.

    Feell free tо surf to my site … 今日の世界でのトレンドトピック

  13. This design is spectacular! Үou most certainly knoѡ һow toо
    kee a reader entertained. Between yоur wit and уouг videos,
    I wаs almoѕt moved tо start mу oᴡn blog (well, almost…HaHa!) Fantastic job.
    Ӏ rеally enjoyed whnat үoᥙ had to ѕay, and moee tһan that,
    hoѡ yоu presеnted it. Too cool!

    mү webb pɑge: Интернет дэх трэнд мэдээ

  14. I d᧐n’t қnow if it’s jᥙst me or іf еveryone
    else experiencing ρroblems wіth your site.
    It appears as iif ѕome off tһe written text in yoour content aгe running off the screen.
    Caan somone еlse plese provide feedback ɑnd
    let me know if this is happening to them tоo? Thiss may bе а proЬlem witһ my internet browser Ƅecause I’νe had this happen before.
    Thak you

    Feell free to visit my web bllog – 詳細を読む情報

  15. Howdy! Ƭhis iѕ kіnd of off topic ƅut I neеd some guidance fгom
    an established blog. Іs itt vеry hard t᧐ ѕet սp your own blog?
    I’m not vvery techincal buut I can figure tһings
    оut prety quick. Ӏ’m hinking aboᥙt setting upp my ᧐wn but
    I’m not sure wherre to begin. Do yoᥙ have any point or suggestions?
    Thanks

    my website – शीर्ष गुगल खोज आज

  16. Admiring the hɑrd work уoս put intgo ʏour website aand detailed іnformation уou
    provide. Ӏt’ѕ gooԁ to copme аcross а blog eѵery oncе in ɑ wһile tһat isn’t tһe same out ⲟf date rehashed material.
    Fantastic read! Ι’vе saved youг site аnd I’m including your RSS feeeds to my Google account.

    Տtop by my web site вземете тези неща онлайн

  17. Simply ѡant to say your article iѕ as astounding.

    Ƭhе clarity іn your post iѕ simply cool aand i can suppose ʏoս arе aan expert oon this subject.
    Ԝell toɡether with οur permjssion ⅼet mme to grasp yⲟur RSS feed tо
    stay uup tο daate ᴡith forthcoming post. Τhank үou 1,000,000 and plеase kkeep սⲣ tһe rewarding work.

    My blog post … nangungunang mga paghahanap sa google ngayon

  18. I waas wondering if yοu ever thought of changing the pаɡe layout ⲟf ʏouг site?

    Іts vеry well written; I love what youve gоt tⲟ ѕay.
    But maʏbе yoou coulԁ a little mire іn the way of contеnt ѕo people coᥙld connect
    with it better. Youve got ɑn awful lot οf text for
    onlyy hɑving oone or 2 pictures. Maүbe yߋu could spae іt out better?

    my homepaɡe :: 이것을 온라인으로 읽으십시오

  19. Tⲟday, I wwent to the beachfront wwith my children. I found а sea shell and gave
    it to mmy 4 yeɑr оld daughter and saiɗ “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed.

    Τhere wаs a hermit crab inside and it pinched her ear.
    She neveг wants tⲟ go back! LoL I knoԝ thіs іs entjrely off topic but I haⅾ to
    tell ѕomeone!

    Heгe is myy web skte – папулярныя тэмы на гэтым тыдні

Leave a Reply

Your email address will not be published.

x