আর্যরা কি আমাদের আদি পুরুষ নাকি বহিরাগত ?

 
পারভেজ সেলিম ।।
 

আর্যদের বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্য জাতি। ইংরেজিতে যাকে বলে আরিয়ানএই জাতির  আবাসস্থল মধ্য এশিয়া  বা পারস্য যা বর্তমানে যা ইরান ইউরাল পর্বতের পাদদেশে ছিল তাদের বসবাস।

 

অনেকে মনে করেন ভারতীয়দের পূর্বপুরুষ ছিলেন এই আর্যরাই হিন্দু ধর্মের উৎপত্তি এই আর্যদের হাতে। রামায়ন ও মহাভারত লেখা হয় এই আর্যদের যুগে। যা বৈদিক যুগ নামে পরিচিত অনেকের মতে আর্যরা ছিল শ্রেষ্ঠ মানুষকিন্তু কিভাবে কখন এবং কেন আর্যরা ভারতে এল ? তাদের আসার আগে  এইসব এলাকায় কারা বাস করতো ?

 

কোথা হতে এলো আর্যরা ?

 

১৫০০খ্রি.পু আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ পশ্চিমাদের মতে আর্যদের আদি বাসস্থান ইউরোপ কোন বিশেষ কারণে আর্যরা ইউরোপ থেকে এশিয়ায় আসে এরপর ভারতে ছড়িয়ে পড়ে এমন সন্দেহের কারণ হচ্ছে..ইউরোপীয় ভাষার অনেক শব্দ এসেছে আর্য ভাষা থেকে.তাছাড়া আর্যরা ছিল লম্বা গড়নের, ফর্সা বরণের এবংখাড়া নাক বিশিষ্ট। ইউরোপীয়দের দৈহিক গঠনও ঐ রকম।

 

অন্য আরেক  পন্ডিতদের মত, আফ্রিকা থেকে প্রথমে  ঘুরতে ঘুরতে মধ্য এশিয়ায় আসে আর্যরাসেখান থেকে এক গ্রুপ চলে যায় ইউরোপের দিকে আরেক গ্রুপ চলে আসে আমাদের ভারতের দিকে ।

 

আর্যরা কেন আসলো ভারতে ?

আর্যগণ প্রথমে পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। তারা দলবদ্ধ হয়ে অনেকগুলো পশু সাথে নিয়ে ঘাস আচ্ছাদিত অঞ্চল বা প্রদেশে গমন করতেন। পরে সে স্থানের ঘাস পশু খাদ্য হিসেবে নিঃশেষিত হলে তারা পুনরায় অন্য অঞ্চল বা প্রদেশে যেতেন। এভাবে তারা প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গমন করতেন বলে আর্য (অর্থাৎ গমনশীল) নামে পরিচিত হয়েছেন। জীবিকার তাড়োনায়  তারা ভারতে চলে আসে ।

 

 

 

আরো পড়ুন :

 

আর্যদের আসার আগে :

 

পূর্বে  ভারতের নাম ছিল ব্রহ্মাবর্ত। আর্যরা আসার পর নাম হল আর্যাবর্ত। আর্যরা আসার আগে এই ভারত মহাদেশে চারটি জাতি বাস করতো। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনীয়। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে এবং নেগ্রিটোদের পরাজিত করে। সমসাময়িক সময়ে বা কিছুদিন পরে দ্রাবিড় জাতি খাইবার গিরিপথ দিয়ে বাংলায় প্রবেশ করে এবং তারা অস্ট্রিক জাতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয় আর্যপূর্ব জনগোষ্ঠী।

 

 

আর্য  থেকে হিন্দু :

 

আর্যরা এদেশে আসার পর, আর্য আনার্য সব সংস্কৃতি মিলেমিশে যা দাঁড়ায় তাই আজকের ‘ হিন্দু সংস্কৃতি’। ‘হিন্দু’ শব্দটি এসেছে সিন্দু শব্দ থেকে। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য রাজা সাইরাস ও দরায়ুস সিন্ধু আক্রমন করেছে , সেসময় পারসিকরা সিন্ধু উচ্চারণ করতে না পেরে বলত হিন্দু। এই হিন্দু নামটি কালক্রমে জনপ্রিয়তা লাভ করে এবং সিন্ধু তীরের আদিবাসিরা নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দেয়া শুরু করে।

 

আর্যরা এদেশে আসার পর স্থানীয় অনার্যদের সাথে প্রচন্ড যুদ্ধ হয়েছিল। রামায়ন মহাভারতে যেসব যুদ্ধর কথা পাওয়া তা আর্য ও অনার্যদের যুদ্ধেরই সাহিত্যিক রুপ বলে অনেকে মনে করেন ।                                                                                

 

আর্যদের মুল ধর্মগ্রন্হ বেদ’। এর  রচনাকাল নিয়ে মতভেদ আছে  জার্মান পন্ডিত ম্যাক্সমুলারের মতে এটি ১২০০ খ্রি.পুর্বাব্দে কিন্তু পন্ডিত ডিন্টারনিৎসের মতে ২৫০০-২০০০ খ্রিষ্টপূর্বাব্দে এটি রচিত হয়। তবে ভারতীয় পন্ডিত বালগঙ্গাঁধর তিলকের মতে খ্রিষ্টপূর্ব ৪০০০ সালে বেদের আর্বিভাব হয়। তাহলে প্রশ্ন আর্যরা আসার আগে নাকি পরে বেদ রচিত হয়েছে । বেদের রচনাকাল নিয়ে সমাধান হয়নি এখনও। এ নিয়ে বির্তক চলমান।

 

আর্যরা কি বহিরাগত ?

 

আর্য শব্দের অনেক অর্থ। যা গমনশীল, যারা সুশৃংখল, যারা ঈশ্বরের পুত্র অথবা যারা কৃষি কর্মকারি । এজন্য কারা আসলে আর্য তা নিয়ে মতভেদ আছে পন্ডিতদের মধ্যে ।

 

আবার পশ্চিমা পন্ডিতরা মনে করেন আর্যরা বাহির থেকে ভারতে প্রবেশ করেছেআর্যরা কি ভারতীয় নাকি বহিরাগত তা নিয়েও বির্তক দীর্ঘদিনের কলিন রেনফ্রিউ এর মতে, ঋগ্বেদে কোথাও বলা হয়নি যে আর্যরা বহিরাগত সুতরাং এটার সম্ভবনাই প্রবল যে আর্যরা বেদ রচনার বহু পূর্বেই ভারতে এসে বসতি স্থাপন করেছিল। কিন্তু আর্যরা অভারতীয় এই তত্ত্বটা সর্বজনগ্রাহ্য নয়, কারন এর পিছনে বেশ কিছু যুক্তি আছে,যা অস্বীকার করার মত নয়

 

অন্যদিকে হরপ্পা সভ্যতার মতো সমৃদ্ধ সভ্যতা আর্যদের আসার আগে‌ই তৈরী হয়েছিল এই এলাকায়আর্যদের আগমনে হরপ্পা সভ্যতার ধ্বংস শুরু হয় অনেকে মনে করেন আর্যরা আক্রমনকারি তারা ভারত আক্রমন করে ধ্বংস করেছিল হরপ্পার মতো সমৃদ্ধ সভ্যতা তারা বহিরাগত এবং আক্রমনকারী।

 
পারভেজ সেলিম
লেখক ও চলচ্চিত্রকার
 
 
 
 
 
 
 

১৪১ thoughts on “আর্যরা কি আমাদের আদি পুরুষ নাকি বহিরাগত ?

  1. Hiya! I know this is kinda off topic but I’d figured I’d ask.

    Would you be interested in trading links or maybe guest writing a blog post or vice-versa?
    My website discusses a lot of the same subjects as yours
    and I believe we could greatly benefit from each other.
    If you’re interested feel free to shoot me an email.
    I look forward to hearing from you! Superb blog by the way!
    quest bars http://bitly.com/3C2tkMR quest bars

  2. Greetings from Colorado! I’m bored to tears at work so I decided to check out your site on my iphone
    during lunch break. I really like the information you provide here and can’t wait to take a look when I get home.
    I’m surprised at how quick your blog loaded on my phone ..

    I’m not even using WIFI, just 3G .. Anyhow, wonderful blog!
    cheap flights http://1704milesapart.tumblr.com/ cheap flights

  3. Definitely consider that which you said. Your favorite reason seemed to be at the
    net the simplest factor to take into account of. I say to you, I
    definitely get annoyed while people consider
    issues that they just don’t recognise about.
    You managed to hit the nail upon the highest as well
    as outlined out the whole thing with no need side-effects , folks could take a signal.
    Will probably be back to get more. Thank you

  4. I don’t know whether it’s just me or if everybody else experiencing problems with your
    website. It seems like some of the written text on your
    content are running off the screen. Can somebody else
    please provide feedback and let me know if this is happening to them
    too? This might be a problem with my browser because I’ve had this happen before.
    Thank you

  5. What i don’t realize is if truth be told how you are now not actually a lot more neatly-favored than you might be
    now. You’re very intelligent. You already know thus significantly on the
    subject of this subject, produced me in my view believe it from numerous various angles.
    Its like women and men aren’t fascinated until it’s
    something to do with Woman gaga! Your individual stuffs excellent.
    Always deal with it up!

  6. Hey would you mind stating which blog platform you’re using?
    I’m going to start my own blog soon but I’m having a hard time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something unique.
    P.S Sorry for getting off-topic but I had to ask!

  7. Hey there! I know this is sort of off-topic but I had to ask.
    Does operating a well-established website such as yours require a
    lot of work? I’m brand new to writing a blog however I do write in my
    diary on a daily basis. I’d like to start a blog so I
    can easily share my own experience and thoughts online.
    Please let me know if you have any kind of ideas or tips
    for new aspiring blog owners. Appreciate it!

Leave a Reply

Your email address will not be published.

x