রংধনু মেয়ে : শিল্পিত পারুর কবিতা

শিল্পিত পারু নৈশব্দের ভোর

শিল্পিত পারু’র কবিতা

রংধনু মেয়ে

.

কে তুই এভাবে বিষণ্ণ করে গেলি আজ বিকেল

তোকে কতদিন ধরে চিনি আমি?

তোর জন্যই কি সাজিয়ে রাখছি আজন্ম ব্যাকুলতা;

তোর জন্য গান, রংধনু, প্রজাপতির ডানা

সবকিছু কি গুছিয়ে রাখছি ঠিকঠাক;

তুই আসবি বলে?

.

আজ বিকেলে হঠাৎ ব্যস্ত গোঁধুলির মোড়ে

দাঁড়িয়ে পড়েছিলাম নিশ্চুপ  ;

তুই কি মেরেছিলি উঁকি নি:শ্বাসে?

নাকি ডাক দিয়েছিলি মগজে?

নয়ত এমন থমকে গেলাম যে !!

একটা আওয়াজ বিদীর্ন করে গেল মাঠ

হালকা হাওয়ায় ছুঁয়ে গেল রং ধীরে !!!

সেই যে বিষণ্ণ করে গেলি তারপর বহু পথ গেল চলে !!

কত ব্যথা, ক্লান্তি, শ্রমের পরও জেগে রইলি তুই!

.

তুই কি আছিস সত্যি? আসবি আবার?

হাত ধরে হাঁটবি এবার? 

বলবি এসে বাবা চলো;

মাকে নিয়ে আকাশ দেখে আসি !!

রংধনু মেয়ে আমার, এসে দেখ ;

তোর জন্য পুরো আকাশ নিয়ে বসে আছি

একা ও বিষণ্ণ !!!

.

শিল্পিত পারু

ঢাকা

৫৭ thoughts on “রংধনু মেয়ে : শিল্পিত পারুর কবিতা

  1. Hey there I am so glad I found your blog page, I really found you by
    accident, while I was looking on Askjeeve for something else, Regardless I am here now and would just like to say many thanks for
    a marvelous post and a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to read through it all at the moment but I
    have bookmarked it and also added in your RSS feeds, so when I have time I will be back to
    read more, Please do keep up the superb job.

Leave a Reply

Your email address will not be published.

x