ভারত আক্রমনে ব্যর্থ আলেকজান্ডার



পারভেজ সেলিম

পারভেজ সেলিম ।। 


(আগের কিস্তির পর….) 

আলেকজান্ডার হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী যোদ্ধা। মাত্র ৩২ বছর বয়সে যিনি পৃথিবীর অর্ধেকটাই দখল করে ফেলেছিল। গ্রিস থেকে ভারতের পাঞ্জাব দখলে তিনি একটি যুদ্ধেও হারেনি। ইতিহাসের এই পরাক্রমশালী যোদ্ধার কথা মানুষ দুই হাজার বছর পরও মনে রেখেছে। সবাই তাকে চেনে আলেকজান্ডার, আলেকজান্ডার দ্যা গ্রেট নামে। 

পুরো ধারাবাহিক জুড়ে আমার এরকম আরো নানা প্রশ্নের উত্তর খুঁজব। নজর দেবো আলেকজান্ডারের জন্ম, মৃত্যু, শিক্ষা, প্রেম এবং যুদ্ধসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে। আজ ষষ্ঠ কিস্তিতে নজর দেয়া যাক আলেকজান্ডারের ভারতবর্ষ জয়ে ব্যর্থ অভিযানের দিকে।

পর্ব : ০৬ : আলেকজান্ডারের ভারত অভিযান

আলেকজান্ডার ভারত অভিযান শুরু করে ৩২৭ খ্রি.পু। এরপর আরো ১৯ মাস ভারতে ছিল আলেকজান্ডারের বাহিনী। তারমধ্যে ৭০ দিন টানা বৃষ্টিপাত হতে থাকে, এমন বৃষ্টি কখনো দেখেনি তারা। এমন জল এবং জঙ্গলের যুদ্ধ একেবার নুতন এই বাহিনীর কাছে। তারপরও তারা ‘ট্যাকসিল’ আজকের পাকিস্তান এবং পাঞ্জাবের পুরোটায় দখল করে ফেলে ।

কিন্তু শক্তিশালী হাতিবাহিনী নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলে পারভাস রাজ্যের রাজা পুরুস। পুরো বাহিনীকে পর্যদুস্ত করে তোলো ভারতীয় বাহিনী ।আলেকজান্ডারের বাহিনী এত বড় প্রতিরোধের মুখে আগে কখনো পড়েনি। যুদ্ধে আলেকজান্ডারের ঘোড়া বুসেফেলিস নিহত হয়। ৮ বছর ধরে অপরাজিত বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। তবে শেষ পর্যন্ত আলেকজান্ডারের কাছে হেরে যান রাজা পুরুস।

পরাজিত রাজাকে বন্দি করে হয় যখন আনা হয় তখনআলেকজান্ডার জিজ্ঞেস করে ‘আপনি কি আশা করেন আমার কাছে ? রাজা উত্তর দেয় ‘একজন রাজা একজন রাজার কাছে যা আশা করে’ উত্তর শুনে আলেকজান্ডার তাকে ছেড়ে দেন এবং পুরো রাজ্য ফিরিয়ে দেন।

তবে নতুন ইতিহাসবিদরা জানাচ্ছেন ভারতীয় রাজা পুরসের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন আলেকজান্ডার এবং এই যুদ্ধের আঘাতে পরে মারা যান আলেকজান্ডার ।


আরো পড়ুন : বখতিয়ার খলজি: বাংলার প্রথম মুসলিম শাসক


সৈন্যরা দীর্ঘ ৮ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে এখন ক্লান্ত। তারা বাড়ি ফিরতে চায়। বিয়েস নদীতের কাছে তার আর্মি বিদ্রোহ করে বসে। তার আর সামনে আগাতে চায় না। গঙ্গা নদীর ওপারে ভারতের মুল ভুখন্ড ‘গঙ্গারিডাই’নামের রাজ্যে বিশাল হাতিবাহিনী নিয়ে অপেক্ষা করছে। এসব শোনার পর বিশাল বাহিনীর বিপক্ষে যুদ্ধ করার মানসিক শক্তি হারিয়ে ফেলেছিল আলেকজান্ডারের সৈন্যরা ।

কিন্তু আলেকজান্ডার কিছুতেই ভারত জয় না করে ফিরবে না। বাহিনী দুই ভাগে ভাগ হয়ে যায়। বিদ্রোহী কয়েকজনকে মৃত্যুদন্ড দেয়া হয় তবু এই বিদ্রোহ থামেনা। শেষে পর্যন্ত ভারত জয়ের বাসনা ত্যাগ করে দেশে ফেরত যাবার ঘোষনা দিতে বাধ্য হন আলেকজান্ডার। অধরাই থেকে যায় সারা পৃথিবী জয়ের স্বপ্ন । সালটা ৩২৫ এর ফেব্রুয়ারি মাস। শেষ হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘ আগ্রাসন যাত্রা।

দেশে ফেরার জন্য দুটি পথে ফেরে তার বাহিনী একটি পাকিস্থানের মুরুভুমি হয়ে আরেকটি সমুদ্র পথে। ফেরার পথে রোদ গরম আর অনাহার এত সৈন্য মারা যান যে,‌আগের কোন যুদ্ধে এত সৈন্য মারা যায়নি। শেষ পর্যন্ত ব্যবিলনে ফিরতে সক্ষম হন তারা। এর দুবছর পর বেবিলনেই রহস্যজনকভাবে মৃত্যু হয় আলেকজান্ডারের ।

(চলবে…)


পারভেজ সেলিম

লেখক ও চলচ্চিত্রকার


আরো পড়ুন :

পর্ব : ০১ মেগাস আলেকজান্ডার : ৩২ বছর পৃথিবী জয় করা যোদ্ধা

পর্ব : ০২ অ্যারিস্টেটল আলেকজান্ডারের কেমন শিক্ষক ছিলেন ?

পর্ব : ০৩ মেসিডোনিয়ার রাজা বয়স যখন ২০ !

পর্ব : ০৪ কত শক্তিশালী ছিল এই আলেকজান্ডারের বাহিনী ?

পর্ব : ০৫ কোন কোন যুদ্ধ কিভাবে জিতল আলেকজেন্ডার ?

পর্ব : ০৬ ভারত অভিযান : ব্যর্থতা যেখানে আলেকজান্ডারকে স্পর্শ করে!

পর্ব : ০৭ কারা হত্যা করতে চেয়েছিল আলেকজান্ডারকে ?

পর্ব : ০৮ আলেকজান্ডারের যৌনজীবন

পর্ব: ০৯ আলেকজান্ডারের প্রিয়-অপ্রিয় মানুষেরা !

পর্ব: ১০ আলেকজান্ডারের মৃত্যু : ম্যালেরিয়ায় নাকি বিষ প্রয়োগে ?

পর্ব : ১১ আলেকজান্ডারের মৃত্যু: বিশাল সাম্রাজ্যের শেষ পরিনতি কি?

পর্ব : ১২ আলেকজান্ডারের অবাক করা ১০টি ঘটনা

পর্ব : ১৩ (শেষ পর্ব ) আলেকজান্ডার : মহানযোদ্ধা নাকি দূর্ধর্ষ খুনি ?

৭৪ thoughts on “ভারত আক্রমনে ব্যর্থ আলেকজান্ডার

  1. Метод системных семейных расстановок.
    Системно-феноменологическая психотерапия Системные перестановки.

    Системно-феноменологическая психотерапия.
    Структурные расстановки. Структурные расстановки.

    Организационные расстановки.

Leave a Reply

Your email address will not be published.

x