কত বিবিধ রতন তব মধুসূদনের ভান্ডারে !

পারভেজ সেলিম

পারভেজ সেলিম ।।

মধুসূদন দত্তের লেখক জীবন শুরু ইংরেজি সাহিত্য দিয়েই। ইংরেজিতে কবিতা লিখেই কিছুটা নাম কামিয়ে ফেলেছিলেন তরুণ বয়সেই। প্রথম কাব্যগ্রন্হ ‘ক্যাপটিভ লেডি’ (১৮৪৯) যখন প্রকাশ পায় ইংরেজিতে, তখন তার বয়স মাত্র ২৫।  তিনি তখন ঘরসংসার করছেন মাদ্রাজের এক অনাথ ইংরেজ নারীর সাথে। এই কাব্যটি মাদ্রাজে  কিছুটা সমাদর পেলেও কলকাতায় তেমন কোন আলোচনায় আসতে পারেনি। হতাশ হয়েছিলেন মধু। তবে এই বইটি প্রকাশের ফলে বাংলা সাহিত্যের বড় উপকার হলো।

কাব্যটি ব্যর্থ হবার ফলে মধুর যে মনভঙ্গের বেদনা তৈরি হয়, তা বাংলা ভাষায় সাহিত্য চর্চার দিকে  মধুকে ঠেলে দেবার সূচনাও বলা যেতে পারে। বন্ধু গৌর বসাকের হাত ঘুরে বইটি ভারত প্রেমি ব্রিটিশ  বেথুন সাহেবের হাতে পড়লে বিমোহিত হন তিনি। এর কাব্যগুণ বিচার করে মধুকে চিঠি লিখে বাংলায় সাহিত্যচর্চা শুরুর পরামর্শ দেন। যদি এই কাব্যটি খুব সফল হতো তাহলে  বাংলার মধুসুদনকে হয়ত আমরা পেতামই না।

প্রথম গ্রন্হ প্রকাশের  পরের দশবছর আর কোন গ্রন্হ প্রকাশ পায়নি মধুর। ধর্ম পরিবর্তনের  ফলে পিতার সাথে সম্পর্ক চরমে ত্যাজ্য পুত্র তখন মধু। অর্থ সংকট শুরু হয়েছে সংসারে।

তিনি মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসেন ১৮৫৬ সালে । কলকাতার বেলগাছিয়া নাট্যমঞ্চে নাটক দেখতে গিয়ে এর দৈন্যতা আর অর্থের অপচয় দেখে জেদের বসে নিজেই বাংলা নাটক লেখা শুরু করেন। রচিত হয় বাংলার প্রথম মৌলিক নাটক ‘শর্মিষ্ঠা (১৮৫৯)। এটি শুধু একটি নাটক নয় এটি বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দেবার শুভসূচনা মাত্র।

বিশাল প্রতিভাধর কবি বাংলা ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন এই নাটকটি দিয়ে । এরপর নেশার মত  নাটক লিখতে থাকেন বাংলায়। মাত্র ৩ বছরে লেখেন ৫ টি নাটক। ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ (১৮৬০), ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৬০) লিখে রোশানলে পড়েন নব্য শিক্ষিত একদল হিন্দু আর ধর্ম নিয়ে ব্যবসা করা গোড়া পন্ডিতদের। নাটক দুটি মঞ্চস্থই হতে পারেনা কলকাতায়। অভিমানে নাটক লেখা ছেড়ে দেন তিনি। মৃত্যুর আগে ‘মায়াকানন’ (১৮৭৩) নামে আর একটি মাত্র নাটক লিখায় হাত দিয়েছিলেন যা শেষ করে যেতে পারেননি।

এরপর কবি হাত দেন তার শ্রেষ্ট শিল্পকর্ম সৃষ্টির দিকে। এবার শুরু করেন বাংলায় কাব্য চর্চা। অমৃত্রাক্ষর ছন্দ প্রথম শুরু হয় তার হাতে। যদিও এই ছন্দ প্রথম ব্যবহার করেন নাটক ‘পদ্মাবতীতে’ (১৮৫৯)।  কাব্যে প্রথম এই ছন্দ ব্যবহার করেন ‘তিলোত্তমাসম্ভব কাব্যে’(১৮৬০) এবং এরপর রচনা করেন তার সর্বশ্রেষ্ট সাহিত্যকর্ম ‘মেঘনাদবধ কাব্য’ (১৮৬১)।


 আরো পড়ুন :


এই সাহিত্যকর্ম একটা বিদ্রোহ। বাংলা ভাষা এতদিন আটকে ছিল অন্তমিলের  এক আজন্ম শৃঙ্খলে, যেন এই ভাষার একমাত্র নিয়তি মিত্রাক্ষর ছন্দ। তিনি এক ঝটকায় ছিঁড়ে ফেললেন সেই শৃঙ্খল। ভাষা পেল নতুন এক আলোর দিশা, মুক্ত হলো বাংলা ভাষা। মধুসূদনই বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি এবং মুক্তিদাতা।

বাংলা ভাষার প্রথম এবং একমাত্র মহাকাব্যটি মধুসূদনের লেখা। শুধু এই একটি মাত্র গ্রন্হ দিয়েই তিনি অমর হয়ে থাকতে পারতেন। এই কাব্যে তিনি যে শুধু ভাষায় নতুনত্ব আনলেন তা নয় কাহিনীর ক্ষেত্রে তিনি বিশাল এক বিদ্রোহ করে বসলেন। গল্প ধার করলেন রামায়ন থেকে। হাজার হাজার বছর ধরে যাকে মানুষ নায়ক হিসেবে জেনে এসেছে সেই রামকে তিনি বানিয়ে দিলেন দেশ দখলদার খলনায়কে আর এতদিনের রাক্ষস রাবনকে বানিয়ে দিলেন পুত্রশোকে কাতর এক মহানায়কে।

রবীন্দ্রনাথ পর্যন্ত এত বড় বিপ্লবকে প্রথমদিকে মেনে নিতে পারেননি। যদিও পরে তিনি মেনে নিয়েছিলেন মধুসূদনের এই অসাধারণ সৃষ্টির বৈচিত্রতাকে। পুরাণকে নতুনভাবে ব্যাখ্যার জন্য ইউরোপে রেনেসাঁস শব্দটি তখন জনপ্রিয়। মধুসূদন এই রেনেসাঁস শব্দ শোনার আগেই সৃষ্টি করছেন রেনেসাঁসের শিল্প। গবেষক গোলাম মুরশিদের মতে মধুসূদন তাই প্রথম রেনেসাঁস শিল্পী।

লেখক মধুসূদনের মৌলিকত্ব এখানেই যে তিনি যখনই যা লিখেছেন তাতেই নতুনকিছু সৃষ্টি করেছেন ।  বাংলা ভাষায় যা একেবারে প্রথম। যদিও বেশিরভাগ কাঠামোই তিনি ইউরোপিয় শিল্প,সাহিত্য থেকে গ্রহণ করেছেন।

পত্রকাব্যে নারীদের  নতুন করে চেনালেন মধুসূদন। চরিত্র খুঁজে আনলেন সেই মহাভারত আর পুরাণ থেকে। তিনি ‘ব্রজঙ্গনা কাব্যে’ ( ১৮৬১)  লিখলেন রাধার বিরহের কথা আর ‘বীরাঙ্গানা কাব্যে’ (১৯৬২) লিখলেন প্রেমিক কিংবা স্বামীকে  লেখা ১১ পুরাণ নারীর  দু:খ-বেদনার চিঠি । ‘কৃষ্ণকুমারী’র (১৮৬১) গল্প নেয়া রাজস্থানের উপকথা থেকে। পুরাণের অবহেলিত,বঞ্চিত চরিত্রগুলো মধুরহাতেই হয়ে উঠল প্রতিবাদী আর  দৃঢ়চেতা রক্তমাংসের আধুনিক এক নারী।

মাদ্রাজ থেকে কলকাতায় ফেরার পর ১৮৫৬-১৮৬২ এই কয়েক বছরই তার সৃষ্টির স্বর্ণযুগ। তিনি তার  গুরুত্বপূর্ণ স্বর্নগুলো ফলিয়েছেন এই ছয় বছরে। এরপর তিনি ইংল্যান্ড হয়ে ফ্রান্সে চলে যান।


আরো পড়ুন :


এরপর  তার উল্লেখযোগ্য কাব্যটি  তিনি লিখেন সুদূর ফ্রান্সে বসে। পশ্চিমের সনেট  প্রথম তার হাত ধরে বাংলা ভাষায় ঢুকলো’ চতুর্থদশপদী কবিতাবলী’(১৮৬৬) কাব্যে । শুধু যে সনেট প্রথম বাংলায় লেখা হলো তা নয়  কবি মধুসূদনের বাংলায় প্রতি যে মায়া জন্মেছে, দেশের প্রতি যে প্রেম তার চরমতম বহি:প্রকাশ ঘটে এই ১০২টি সনেটে। এটি একমাত্র কাব্যগ্রন্থ যেখানে মধুসূদনের ব্যক্তিভাবাগের ছবি পাওয়া যায়। ছোটবেলার কপোতাক্ষ নদের কথা মনে করে আপ্লুত কবি কপোতাক্ষকেই তার মতোই অমর করে দিয়ে গেলেন ইতিহাসে।

ফ্রান্স থেকে ফিরে হোমারের ইলিয়াডকে গদ্যে লিখতে শুরু করেছিলেন ‘হেক্টর বদ’ (১৮৭১) নামে। কিন্তু পুরোপুরি শেষ করতে পারেননি। শেষ করতে পারলে মধুসূদনের হাতে গদ্য না জানি কি সুন্দরই হতো !

 লেখার বিষয়বস্তু :

মধুসূদন মাত্র ৪৯ বছর বেঁচেছিল। সবমিলিয়ে ১৭ টি গ্রন্হ লিখেছিলেন যার মধ্যে ইংরেজি ৫ টি।  নাটক লিখেছিলেন ৬ টি বাকিগুলো কাব্যে আর কিছু অনুবাদ।

শুরুর দিকে লেখায় তার ব্যক্তি ভাবাবেগ দেখা যায়নি। সৃষ্টির রসদ তিনি নিয়েছিলেন পুরাণ, রামায়ন মহাভারত কিংবা উপকথা থেকে। ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ আর ‘একেই বলে সভ্যতা’ ছাড়া লেখায় সমসাময়িক কোন বিষয়ে তার আগ্রহ লক্ষ্য করা যায় না। তার সাহিত্যচর্চার পুরোটাই পুরাণ আর হিন্দু ধর্মের চরিত্রের নুতনভাবে হাজির করা নিয়ে।


ফ্রান্সে বসে যখন তিনি সনেটগুলো লিখছেন তখনই প্রথম মধুসূদন রংক্তমাংসের মানুষ হিসেবে আবিভূত হলেন। লিখতে থাকলেন নিজের দু:খ, কষ্ট আর বেদনার কথা। স্বীকার করলেন ‘ আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়…”

আজকের আধুনিক কবিরা যেমন খুব সহজে বলছে ‘আমি কি রকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষজন্ম? এই যে নিজের বোধকে এত উম্মুক্তভাবে প্রকাশ করা এটাও মদুসুদনই শুরু করেছিলেন। ছোটবেলার কপোতাক্ষকে মনে পড়ে মধুসূধন বললেন ‘সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে,….আর কি হে হবে দেখা ? ।


গদ্যের রাজ্যত্ব শুরুর আগে মধুসূদনই তো বাংলা সাহিত্যের রাজা। কে আছে তার আগের রাজারা ?  বড়ু চন্ডিদাস, নাকি কাহ্নপা ! মাঝখানে মুসুদন। তারপরে বঙ্কিম, রবিন্দ্রনাথ আর জীবনানন্দ ? এইতো বাংলা সাহিত্যের সম্রাটদের সংক্ষিপ্ত তালিকা। মধুসূদন সাহিত্যের যুগসন্ধির এক মহাণ সম্রাট।

১৮৭৩ সালের ২৯ জুন অস্তমিত হয় বাংলা সাহিত্যের এক আসামাণ্য প্রতিভাধর, বিদ্রোহী এবং বাংলা জাগরণের প্রধানতম মানুষটির। বয়স তখন তার মাত্র ৪৯ বছর ।


পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকমীর্

আরো পড়ুন :

২৬৪ thoughts on “কত বিবিধ রতন তব মধুসূদনের ভান্ডারে !

  1. Hi there I am so glad I found your webpage, I really found you by mistake, while I was browsing on Google for something else, Nonetheless I am here now and would just like to say cheers for a remarkable post and a all round interesting blog (I also love the theme/design), I dont have time to read through it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the fantastic b.

  2. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  3. Greetings I am so thrilled I found your site, I really found you by error, while I was browsing on Bing for something else, Regardless I am here now and would just like to say many thanks for a marvelous post and a all round interesting blog (I also love the theme/design), I dont have time to read through it all at the minute but I have saved it and also included your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the awesome b.

  4. Hey there! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site discusses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you might be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  5. Нужна стяжка пола в Москве, но вы не знаете, как выбрать подрядчика? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по устройству стяжки пола любой площади и сложности, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  6. Хотите получить идеально ровные стены без лишних затрат? Обратитесь к профессионалам на сайте mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предоставляем услуги по машинной штукатурке стен по доступной стоимости, а также гарантируем устройство штукатурки по маякам стен.

  7. Good day! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site discusses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Wonderful blog by the way!

  8. петрозаводск piter inn отель официальный
    дачи в новокузнецке 113км костел в тамбове история
    зовиракс дуо актив купить в
    казани автосервис нижний новгород
    машинная улица вакансии универмаг
    нижний новгород

  9. заместитель директора по учебно воспитательной работе это педагогическая должность частные объявления брест вакансии свао работа для пенсионеров
    аквапарк улет ульяновск вакансии улет вакансии за рубежом от
    российских компаний

  10. карты любви натальная карта оберег талисман для мужчины
    весы толкование снов по корану и сунне по алфавиту исламский
    сонник священному от а до я
    молитва чтобы работу сохранить сонник обижаться на мужа

  11. к чему сниться одноклассник с субботы на воскресенье 33333 что значит, 3333 значение ангельская
    нумерология разновидности магии воздуха
    факты о картах таро руководитель во сне
    к чему снится женщине замужней

  12. мертвые птицы во сне к чему снятся сонник к чему снится красная
    икра беременной, к чему снится красная икра мужчине когда снится белый лебедь
    червовый туз сериал сколько серий
    к чему сниться умерший котенок
    живым

  13. к чему сниться разговаривать по телефону с
    бывшим мужем сон цыгане украли кошелек к чему сниться большие сугробы
    коллекционирование таро, редкие колоды таро к чему снится во сне змея исламски сонник

  14. қанша тау бар, тау туралы мәлімет наурыз сынып сағаты
    слайд, қазақтың ұлттық мейрамдары презентация духовное управление мусульман, какой сегодня
    день по мусульманскому календарю
    қр ұлттық банкінің құқықтық жағдайы,
    ұлттық банк деген не

  15. самогон усть-каменогорск,
    купить самогон домашний
    абайдың әйгерімге арнаған өлеңі, абай айгеримди биринши рет кай жерде
    корди кейіпкер ереже, прототип дегеніміз не қазақша емшек қатып қалса не істеу керек,
    емшек исип ауырса

  16. конвертер валют онлайн гугл, онлайн обмен валют казахстан сырдария
    өзенінің пайдасы, сырдария өзенінің салалары көксерек сюжеттік талдау,
    көксерек композициялық талдау скаляр физикалық шама мысал, физикалық векторлық шама мысал

  17. электросчетчик меркурий 201
    цена, меркурий 201 инструкция расписание поездов мангышлак прибытие, расписание поездов мангышлак – алматы калкаман
    сарин айсулу скачать, абай құнанбаев
    өлеңдері аудио как купить новую машину в казахстане,
    новое авто в кредит

  18. классный час шерхан муртаза, шерхан муртаза стихи на русском новая частная
    школа в костанае, казгюу школа отзывы сколько стоит тариф на роутер билайн,
    тарифы для роутера алтел бар электронка
    цена, сколько стоит одноразка на 1500 затяжек

  19. тест әлеуметтік қызметкерлерге арналған, әлеуметтік жұмыс тест жауаптарымен ер единица
    измерения, единица измерения кмп
    что это самый точный прогноз погоды в минске на месяц, точный прогноз на месяц кенесары был внуком,
    причины поражения кенесары касымова

  20. виртуальный тур алматы, 3d
    туры google гидрофильное масло deoproce extra firming, deoproce гидрофильное масло авокадо жалпақтабандылықтың пайда болу себебі,
    жалпақтабандылықтың алдын алу 1с получение лицензии с сервера, лицензия 1с бесплатно

  21. көзді күту, көзді күту дәрі тамызу тең шамалы фигуралар дегеніміз не, фигураның ауданы және оның қасиеттері презентация фариза оңғарсынова сабақ
    жоспары 9 сынып, фариза оңғарсынова өмірбаяны видео красная машина команда загитовой

  22. приворот гадалка, приворот на любовь мужское / женское что если приснился санаторий
    приснилось что примеряла новую одежду
    6 рота выжившие предатели, 6 рота список погибших
    богиня дня у греков

  23. I’ve had problem with blood sugar level fluctuations for years, and it really affected
    my energy levels throughout the day. Given that starting Sugar Protector, I really feel more well balanced and
    sharp, and I don’t experience those afternoon drops anymore!
    I like that it’s an all-natural solution that works without any severe negative effects.

    It’s genuinely been a game-changer for me

  24. For years, I’ve fought unforeseeable blood sugar swings that left
    me feeling drained pipes and inactive. But since including Sugar my energy levels are now steady and regular, and I
    no more hit a wall in the mid-days. I appreciate that it’s a mild, natural method that doesn’t come with any undesirable negative effects.
    It’s genuinely changed my daily life.

  25. sugar defender official website Adding Sugar Protector to
    my everyday routine was among the best choices I have
    actually produced my health and wellness. I beware about what I eat, but
    this supplement includes an added layer of support.
    I feel extra consistent throughout the day, and my yearnings have decreased
    considerably. It behaves to have something so straightforward that makes such a large difference!

  26. құпия досқа тілек, досқа тілек туған күнге скачать электр энергиясын өндіретін елдер,
    күн энергиясын пайдаланудың қажеттілігі
    мен артықшылығы суреттегі барлық түзулерді жазыңыз, а нүктесінен а
    жазықтығына ұзындығы 17см бала
    санымен зейнетке шыгу 2023

  27. дұрыс тамақтану пайдасы эссе, дұрыс тамақтану эссе 100 сөз темірбек жүргенов отбасы,
    темірбек жүргенов презентация үкіметті басқаратын орган, үкімет қандай
    құқықтық акт шығарады 89 приказ мвд рк, приказы мвд рк

  28. табиғат апаттары, қазақстандағы табиғат апаттары купить процессор intel core i7 11 поколения, процессор intel core i7 характеристики сура фатиха магия,
    жатарда дем салу бейімбет майлин өмірбаяны,
    байдың қызы бейімбет майлин

Leave a Reply

Your email address will not be published.

x