পারভেজ সেলিম
কাদম্বরী, ওকাম্পো কিংবা রাণু। এই সম্পর্ক গুলো বিশেষ বিশেষ সুরে বাজে রবীন্দ্র সৃষ্টির আকাশে। তেমনি ইন্দিরা, মৈত্রেয়ী, হেমন্তবালা যেন আরেক সুর। আবার আনা, লুসি, তোমি, কিংবা মৃনালিনীর সাথে সম্পর্কের তাল লয় ভিন্ন হলেও একই সুরে যেন বেজে চলে।
অনেক গান, কবিতা, গল্প এইসব নারীর মানসিক চরিত্রের আদলে দেখতে পাই।
রবীন্দ্রনাথের প্রেমে তিনজন নারী পাওয়া যায় বিদেিন। ইংল্যানড, জাপান ও আর্জেন্টিনার মেয়ে তারা। লুসি স্কট, তোমিকো ওয়াদা কোরা ও ভিক্তোরিয়া ওকাম্পো।
বাকিরা সবাই ভারতীয়।
প্রথম প্রেম আনা তড়খড় ছিলেন তার চেয়ে দুই বছরের বড়। তার সবচেয়ে বড় প্রেম কাদম্বরী দেবী সম্পর্কে ভাবি এবং বয়সে বড় দুই বছরের।
ভাতিজি ইন্দিরা ছিল মাত্র ১৪ বছরের কিশোরী।
আর রাণু মুখার্জি ছিলেন ৪৫ বছরের ছোট এক মেয়ে।
আর জীবনের শেষ নারী হেমন্তবালার সাথে যখন সম্পর্ক শুরু হয় তখন রবির বয়স ৭০ বছর আর হেমন্তবালার ৩৭ বছর।
রবীন্দ্রনাথের ১০ নারীর মধ্যে ত্রিশ উর্ধ্ব নারী মাত্র দুইজন। ওকাম্পো ও হেমন্ত।
বিশের উপরে বয়স আনা, লুসি ও কাদম্বরীর। বাকি পাঁচ ারীর য়স দ থেক বিশের ঘরে।
রবীর সম্পর্কের সবচেয়ে বেশি বয়সী নারী হেমন্ত ৩৭ বছর আর সবচেয়ে কম বয়সী নারী রানু মাত্র ১২ বছর।
রবীন্দ্রনাথ আজীবন আচ্ছন্ন থেকেছেন কোন না কোন নারীর প্রেমে, যাদের সকলেই বয়সে তরুনী অথবা মধ্যবয়সী, কবির বয়স বেড়েছে কিন্তু তার প্রেমের তরুনীদের বয়স বাড়েনি শুধু বদলে গেছে মুখগুলো।
রবীর গোপনচারিনীদের দেখা পাচ্ছি তার গান, কবিতা, গল্প ও তার আঁকা ছবিতে।
কোন নারীকেই তিনি উন্মোচণ করেননি তার শিল্পে, এক বিশেষ সুর নিয়ে তিনি গেয়ে যাচ্ছেন গান, যেন একজনই সব কিছুর প্রেরণার উৎস।
ব্যক্তি নারীর বারবার বদলেছে কবির জীবনে কিন্তু তার কল্পনার সেই প্রেরণার নারী থেকে একই সুরে একই মহিমায়। এ এক বিশেষ মহিমায় উজ্জ্বল হয়ে আছে রবীন্দ্রনাথের সকল নারী।
পারভেজ সেলিম
লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী
Dla tych, którzy chcą dowiedzieć się więcej na temat upadłości konsumenckiej, polecam naszą stronę.
Do you urgently need a valid European passport, Driver’s license, ID, Residence Permit, toefl – ielts certificate and ….. in a couple of days but Not ready to go through the long stressful process? IF “YES ” you found yourself a solution as our service includes the provision of valid EU Passport, drivers licenses, IDs, SSNs and more at good rates.
https://worldpassporte.com/buy-passport-online/
We make it easier for everyone to acquire a registered EU international passport, driver’s license, ID Cards, and more regardless of where you are from
It’s as if you’ve delved into my thoughts! Your knowledge about this subject is truly impressive, almost as if you’ve authored a comprehensive guide on it. While a few visuals could enhance the message, this blog is undeniably outstanding. A delightful read that I’ll definitely return to. By the way I am a Senior Researcher @ (Clickmen™)
calm music
Unleash your gaming prowess – are you ready to rise to the top? Lodibet
Metamask Chrome Extension is easy to accessing in your browser, learn experience to work on your browser Extension. Metamask is Trusted & secure Wallet for your Crypto assets. MetaMask’s Chrome extension has become a cornerstone for users navigating the decentralized landscape.
Great read! I appreciate the effort you put into researching this.
I never thought about it this way before. Thanks for opening my eyes.