ইসলামে মুসলমান মুসলমান মতবিরোধের জেরে যে দ্বন্দ, ফ্যাসাদ বা যুদ্ধ শুরু হয়েছিল সেটাই ফিতনা নামে পরিচিতি।
ইসলামের ইতিহাসে তিনটি ফিতনা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ৬৫৬-৬৬১ খ্রি. এই পাঁচ বছর ব্যাপি চলে প্রথম ফিতনা, ৬৮০-৬৯২ এই বারো বছর চলে দ্বিতীয় ফিতনা আর তৃতীয় ফিতনা চলে ৭৪৪-৭৫০ সাল পর্যন্ত ছয় বছর।
আব্বাসীয় খিলাফতের সময়কালে আরো কয়েকটা মুসলমান মুসলমান যুদ্ধ হয়। তবে সেগুলো ফিতনা নাকি ক্ষমতার দ্বন্দ তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
গত পর্বে আমরা প্রথম ফিতনা নিয়ে আলোচনা করেছিলাম। এবারের পর্বে নজর দিতে চাই দ্বিতীয় ফিতনার দিকে।
ভিডিও সৌজন্য : Banglabox