‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের…’ জীবনানন্দ

পারভেজ সেলিম

পারভেজ সেলিম ।।

সাল ১৮৯৯। নতুন এক শতাব্দীর শুরুর সন্ধিক্ষণ। বরিশালের বামনকাঠি নামের নির্জন এক গ্রামে জন্ম নিল এক শিশু। পরের মাত্র ৫৬ বছরে যিনি হয়ে উঠবেন বাংলা কবিতার এক আসামান্য স্রষ্টা। নিজের জীবনদশায় যিনি অবেহেলা, বঞ্চণা আর অর্থকষ্টে কাটিয়ে দিবেন আর মৃত্যুর পর ধীরে ধীরে হয়ে উঠতে থাকবেন বাংলার এক প্রধান বিশুদ্ধতম কবি। তার নাম জীবনানন্দ দাশ।  

বাবা সত্যানন্দ ঢাকা বিক্রমপুরের লোক ছিলেন। দাদা সর্বানন্দ দাশ বরিশালে গিয়ে স্থায়ী হয়েছিলেন, পরে যিনি সেখানকার ব্রাক্ষ্ম সমাজের পুরোধা ব্যক্তি হয়ে উঠেছিলেন।

সপরিবার জীবনানন্দ দাশ (বাম থেকে স্ত্রী লাবন্য, মেয়ে মঞ্জশ্রী, ভাইপো অমিতানন্দ, জীবনানন্দ দাশ ও ছেলে সমরানন্দ)

মা কুসুমকুমারি দাস নিজেও ছিলেন একজন কবি। সেই সময় বরিশাল থেকে কলকাতায় গিয়ে বেথুন স্কুলে পড়াশুনাও করেছিলেন। ছেলের কবিতার হাতেখড়ি মায়ের কাছেই। যিনি লিখেছিলেন ‘আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে ’। যেন কবিতার মতো তার সন্তান কথায় না কাজেই বড় হয়ে উঠেছিলেন।

ছোটবেলা জীবনানন্দ দাশের ডাক নাম ছিল মিলু। জন্মের পরেই ভয়াবহ জন্ডিস রোগে আক্রান্ত হন মিলু। হাওয়া বদল ছিল তার একমাত্র চিকিৎসা। জন্মের বছরেই মা তাকে নিয়ে ট্রেনে চেপে বের হয়েছিলেন লৌখনো, দিল্লি, আগ্রা ঘুরতে। মায়ের চেষ্টায় শেষে সুস্থ হয়ে বরিশালে ফিরেছিলেন ছিলেন কবি।

অসুস্থতার কারণেই হয়ত স্কুল দেরিতে শুরু করেন মিলু। পড়াশুনা শুরু করেন মায়ের কাছেই, পঞ্চম শ্রেনীতে গিয়ে স্কুলে ভর্তি হন বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে। সময়টা ১৯০৮ সাল।

কবির মা কুসুম কুমারি দাশ (১৮৭৫-১৯৪৮)

১৯১৫ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন প্রথম বিভাগে। সে বছরই ছোট ভাই অশোকানন্দের জন্ম হয়। পরে ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথমবারের মতো বরিশাল ছেড়ে চলে যান তিনি। 

১৯১৯ সালে ইংরেজীতে অনার্সসহ বিএ ডিগ্রি লাভ করেন। সে বছরে ব্রক্ষ্মবাদী পত্রিকায় ‘বর্ষা-আবাহন’ নামে প্রথম কবিতা প্রকাশ পায় বৈশাখী সংখ্যায়। তখন বয়স ২০। কবিতাটি নিজ নামে নয়, ছাপা হয় শুধু ‘শ্রী’ নামে। এটিই কবি জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা।

…এস এস ওগো নবীন,

চলে গেছে জীর্ণ মলিন

আজকে তুমি মৃত্যু-বিহীন

মুক্ত-সীমা-রেখা।

(বর্ষা-আবাহন)

তরুণ জীবনানন্দ দাশ; Image Courtesy: Wikipedia

বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের কবিতায় পথ চলা শুরু। পরের ৩৫ বছর চলবে জীবনের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা, আর বিপন্ন বিষ্ময়ের কাছে নিজেকে সমর্পন এবং  তা প্রকাশের মধ্য দিয়ে অনন্তের দিকে যাত্রা করবেন এক নির্জন বিশুদ্ধতম কবি।

১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে আইন বিভাগে পড়াশুনা শুরু করেন কবি কিন্তু সেটি আর শেষ করা হয় না। 

দু’বছর পর ১৯২২ সালে চাকরি পান সিটি কলেজে। কলেজ টিউটর হিসেবে। জীবনের প্রথম চাকরি। কিন্ত সেটি বেশিদিন করা হয়না।

এরপর তিনি আরো ৬ টি কলেজে চাকরি করবেন। কোনটি তিনি নিজে ছাড়বেন, কোনটি থেকে তাকে ছাঁটাই করা হবে। কখনো কখনো তিনি বেকার থাকবেন। তবে তার জীবনের শেষ হবে কলেজের অধ্যাপনার মধ্য দিয়ে। 

প্রথম কবিতা লেখার পাঁচ বছর পর তিনি লিখবেন তার ২য় কবিতা। ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে তাকে নিয়ে লেখা কবিতা প্রকাশ পায়। কল্লোল পত্রিকায় ‘নীলিমা’ নামে। কবিতাটি প্রকাশের পর চারিদিকে নাম ফুটতে শুরু করেন কবির। কয়েকটি পত্রিকায় কবিতা প্রকাশ পেতে থাকে। 

মা কুসুমকুমারি দাস চাইতেন ব্রাহ্ম সমাজের পুরোধা ব্যক্তিদের নিয়ে ছেলে কবিতা লিখুক। কিন্তু যিনি এসেছেন নতুন কিছু জন্ম দিতে তিনি কি অন্যের বেধে দেয়া পথে হাঁটবেন! হাটেনি। তিনি সৃষ্টি করছেন কবিতার নতুন এক মায়াবি রাজ্য।

১৯২৭ সালে কবিতার প্রথম বই ‘ঝরা পালক’ প্রকাশ পায়। নিজের পকেটের টাকা খরচ করে এটি প্রকাশ করেছিলেন। ভেবে দেখুন বাংলা ভাষার শ্রেষ্ট কবিকে তার প্রথম বই বের করতে হয়েছে নিজের টাকায়। ভাবা যায় !

যাই হোক, বইটি প্রকাশের পর  তিনি একটি কপি বিশ্বকবি রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিয়েছিলেন তার মতামত জানতে। বিশ্বকবি উত্তরও দিয়েছিলেন, তবে তা ইতিবাচক নয় নেতিবাচকভাবে। এতে কবি কিছুটা বিমর্ষ হয় পড়েছিলেন। তবে পাল্টা চিঠিতে কবির  জাত চিনিয়ে লেখা চিঠিতে বিশ্বকবির শিল্পভাবনাকে নাড়িয়ে দিয়েছিলেন। 

প্রথম বই প্রকাশের পরপরেই তিনি কলেজের চাকরি হারান। শুরু হয় জীবনের এক নতুন বিপর্যয়।

এরপর কবি কলকাতা ছেড়ে চলে যান বাগেরহাটে চাকরির আশায়। প্রফুল্ল চন্দ্র কলেজে প্রভাষক হিসেবে যুক্ত হন। কিন্তু মাত্র দুই মাস বিশ দিন পরে চাকরি ছেড়ে চলে আসেন কলকাতায়। প্রেসিডেন্সি বোর্ডে থাকতে শুরু করেন।

চাকরি নাই গৃহশিক্ষকতা করে সংসার চালাতে শুরু করেন সাথে চলে নতুন চাকরির চেষ্টা।

১৯২৯ সালে দিল্লীর রাজযশ কলেজে একটা চাকরি জুটে যায়। কবি কলকাতা ত্যাগ করেন আবার। এবার চলে যান সুদূর দিল্লিতে।

দিল্লীতে থাকতেই কবির বিয়ে ঠিক হয়। ঢাকায় ফিরে আসেন  কবি এবং ইডেন কলেজের ছাত্রী লাবন্য দেবীকে বিয়ে করেন। সাল ১৯৩০। 

বিয়ের পর চাকরিতে ছুটি বাড়িয়ে চাওয়াতেই দিল্লীর কলেজ তাকে বরখাস্ত করে। চারমাস পর আবার বেকার হয়ে পড়েন কবি। নতুন বিয়ে করেই বেকার। ভীষণ এক অন্ধকারে পড়ে যায় কবির ব্যক্তিজীবন। 

নিজ বিয়েতে স্ত্রী লাবণ্যর সাথে কবি জীবনানন্দ দাশ; Image Courtesy: deshebideshe.com

এরপর পাঁচ বছর কবি আর কোন চাকরি জোগাড় করতে পারেন না। পুরো জীবনের সবচেয়ে কঠিন সময়ে এসে পড়েন কবি। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার।

এই বেকার দুর্বিসহ জীবনে কবি পরিত্রান খোঁজেন লেখাখেলিতে। তবে তা কবিতা নয়, লেখেন ছোট গল্প আর উপন্যাস। এ সময়টাতে কবি ২০ টি মতো উপন্যাস আর অসংখ্য ছোট গল্প লেখেন। যদিও তার একটিও তিনি প্রকাশ করেননি। 

তার মৃত্যুর পর ট্রাঙ্ক ভর্তি এসব লেখা খুঁজে পাওয়া যায়। গুপ্তধনের মতো কবি বরিশাল থেকে কলকাতায় ঘুরে বেড়িয়েছেন এসব অপ্রকাশিত লেখা নিয়ে। পাঁচ বছরের কঠিন এক দূর্বিসহ জীবন শেষে কবি আবার ফিরে আসেন বরিশালে।

১৯৩৫ সালে ব্রজমোহন কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৪৬ সাল পর্যন্ত তিনি এই কলেজে ছিলেন। বরিশালে এই সময়টুকুই ছিল কবির পুরো জীবনের সবচেয়ে স্বস্থির সময়।

বরিশালে ফেরার পর কবির জীবন কিছুটা স্থির হয়। কবিতা লিখতে শুরু করেন  এবার পুরোদম। 

কলকাতা থেকে তখন একটি পত্রিকা বের হতে শুরু করে ‘কবিতা’ নামে। বুদ্ধদেব দাসের সম্পাদনায়। জাত চিনিয়ে দেয়া কবিতা ‘মৃত্যুর আগে’ প্রকাশ পায় এই পত্রিকায়। 

আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? জানি না কি আহা,

সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে

ধূসর মৃত্যুর মুখ; একদিন পৃথিবীতে স্বপ্ন ছিলো—সোনা ছিলো যাহা

নিরুত্তর শান্তি পায়; যেন কোন্ মায়াবীর প্রয়োজনে লাগে।

কি বুঝিতে চাই আর? . . . রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক

শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক!

(মৃত্যুর আগে..)

রবীন্দ্রনাথ ঠাকুরের গোচরে আসে এই বিশেষ কবিতাটি। কবিতা পড়ে বেশ প্রশংসা করেন তিনি। তার কবিতাকে ‘চিত্ররুপময়’ বলেন বিশ্বকবি। এটি ছিল জীবনানন্দের কবিতাকে এককথায় প্রকাশ করা সবচেয়ে নিখুত উপমা।

’কবিতা’র দ্বিতীয় সংখ্যায় ‘বনলতা সেন’ প্রকাশ পায়। এই কবিতা প্রকাশের পর হই হই পড়ে যায় চারদিকে। বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কবিতার কবি হিসেবে প্রতিষ্ঠিত হন জীবনানন্দ। তিনি লিখেন,

’সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।….

(বনলতা সেন)

১৯৩৬ সালে পুত্র সমারনন্দ জন্ম গ্রহণ করেন। একই বছর কবির ২য় কবিতার বই ‘ধুসর পান্ডুলিপি’ প্রকাশ পায়। এই বইটি রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিয়ে বিশাল এক চিঠি লেখেন আগের চিঠির উত্তরও দেন। বিশাল চিঠির উত্তের রবীন্দ্রনাথ ছোট একটি উত্তর দেন। তাতে তিনি জানান ‘তোমার কবিতায় তাকিয়ে দেখার আনন্দ আছে’। জীবনানন্দকে আবারো যথার্থ যোগ্য উপমায় প্রকাশ করেন রবীন্দ্রনাথ। 

রবীন্দ্রনাথ একটি কবিতা সংকলন করেন সেখানে ‘মুত্যুর আগে’ কবিতাটি অনর্ভুক্ত করেন। 

রবীন্দ্রনাথের চিঠি

এরপর কবিতা, বরিশাল, ব্রজমমোহন কলেজ ও সংসার নিয়ে সুখের এক জীবন কাটাচ্ছিলেন কবি। এটাই ছিল কবির পুরো জীবনের সবচেয়ে ছন্দময় সুখের জীবন।

১৯৪২ সালে তৃতীয় কাব্যগ্রন্থ ‘বনলতা সেন’ প্রকাশ পায়। আর সেই বছরে কবির পুত্রবিয়োগ ঘটে। আবারও তার জীবনে শংকা নেমে আসে।

জীবনানন্দের রবীন্দ্রসাহিত্য সম্মেলন পুরস্কার গ্রহণ

১৯৪৪ সালে চতুর্থ কবিতার বই প্রকাশ পায় ‘মহাপৃথিবী’। আগের বই তিনটি নিজের টাকায় প্রকাশ পেলেও এবার তিনি প্রকাশক পান তা বই প্রকাশের জন্য। এই কাব্যগ্রন্থে এক অসামান্য কবিতা প্রকাশ পায় ‘আট বছর আগে একদিন’। এমন কবিতা বাংলা ভাষায় প্রথম। এক ব্যক্তি আত্নহত্যা করেছে। কিন্তু কেন ?

শোনা গেল লাসকাটা ঘরে

নিয়ে গেছে তারে;

কাল রাতে— ফাল্গুনের রাতের আঁধারে

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ

মরিবার হ’লো তার সাধ;….

…জানি— তবু জানি

নারীর হৃদয়— প্রেম— শিশু— গৃহ– নয় সবখানি;

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়—

আরো-এক বিপন্ন বিস্ময়

আমাদের অন্তর্গত রক্তের ভিতরে

খেলা করে;

আমাদের ক্লান্ত করে

ক্লান্ত— ক্লান্ত করে;

লাসকাটা ঘরে

সেই ক্লান্তি নাই;

তাই

লাসকাটা ঘরে

চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।

(আট বছর আগে একদিন…)

বাংলা কবিতার এক নতুন দ্বান্দিক চিত্ররুপময়তায় মুগ্ধ হয় পাঠক।

জীবনানন্দের আত্মীয়স্বজনেরা, মা বাবা কাকা ভাই ও প্রেমিকাসহ কে নেই এই ছবিতে! আছেন শোভনা, জীবনানন্দ ও লাবণ্য। তিনজনকে ত্রিভূজ দিয়ে চিন্হিত করা হয়েছে

এরপরই আসে বাঙ্গালীর আজন্ম বেদনা এক অধ্যায় দেশভাগ। চারিদিকে উত্তেজনা দেখা দেয়। হিন্দু মুসলমানের দাঙ্গায় প্রতিদিন মরতে থাকে মানুষ। শুরু হয় এক বিভীষিকাময় সময় ।

কলেজে ছুটি নিয়ে তিনি কলকাতা চলে যান। ’১৯৪৬-৪৭’ কবিতাটি লেখেন। কলকাতায় ভয়াবহ এক দাঙ্গা শুরু হয়। প্রায় পাঁচ হাজার মুসলমান নিহত হয় সেই দাঙ্গায়। বদলা নিতে নোয়াখালির দাঙ্গায় প্রায় একই সংখ্যক হিন্দু নিহত হয় ।

দাঙ্গার সময়টা ভীষণ বিষন্ন করে তোলে কবিকে। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট  কলকাতার দাঙ্গার দিন পুলিশ থানায় ধরে নিয়ে যায় কবিকে ।  ভাগ্য সহায় থানার ওসি ছিলেন বিএম কলেজের এক মুসলমান ছাত্র । শেষ পর্যন্ত তার সহযোগিতায় থানা থেকে ছাড়া পান কবি। বরিশাল ফিরে ভয়াবহ দাঙ্গার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা লিখেন কবি

‘মানুষ মেরেছি আমি-তার রক্তে আমার শরীর

ভ’রে গেছে; পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার

ভাই আমি; আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু

হৃদয়ে কঠিন হ’য়ে বধ করে গেল, আমি রক্তাক্ত নদীর

কল্লোলের কাছে শুয়ে অগ্রজপ্রতিম বিমূঢকে

ব’দ করে ঘুমাইতেছি –

(১৯৪৬-১৯৪৭)

ভয়াবহ এক দূর্যোগ নেমে আসে আবারও কবির জীবনে। দেশ ভাগ হয়ে যায়। কবি পুরো পরিবার নিয়ে নিজ দেশ ছেড়ে চিরদিনের জন্য থেকে যান ওপার বাংলা কলকাতায়।

জীবনানন্দের মা, স্ত্রী, ভাই ও অন্যরা

দেশভাগের পর তিনি আর ফিরে আসেননি ব্রজমোহন কলেজে। জীবনের সবচেয়ে বেশি সময়, দীর্ঘ বারো বছর চাকরি করেন এই কলেজে। এত বেশী সময় আর কোথাও চাকরি করেননি কবি।

দেশভাগের পর কবি আবারো বেকার হয়ে পড়েন। বিএম কলেজ তাকে ছাড়তে চায়নি কিন্তু কবি অনেক দ্বিধা  দ্বন্দের পর কলকাতাতেই থেকে যাবার সিদ্ধান্ত নেন। এটা ছিল তার জীবনের একটি বিরাট বড় সিদ্ধান্ত। 

কবির মনে কি ছিল তা জানা মুশকিল। তবে নিশ্চিত হওয়া যায় তিনি তার প্রাণের বরিশালে আসতে চেয়েছিলেন কিন্তু পরিবার আর দেশের সেসময়ের পরিস্থিতে তিনি তা আর পেরে ওঠেননি। বাকি জীবনে আর কোনদিন একবারের জন্যও স্বশরীরে বরিশালে ফেরেননি কবি। কি এক অবাক করা অভিমান কবির হৃদয় জুড়ে খেলা করে গেছে আমৃত্যু।

কলকাতায় এখন তার পুরো পরিবার উদ্বাস্তু। মা কুসুমকুমারি দাশ। ভাই অশোকানন্দ। বোন সুচিরিতা দাশ। বউ আর দুই ছেলেমেয়ে নিয়ে বিশাল সংসার। কিন্তু পরিবারের বড় ছেলে একজন কবি এবং বেকার।

১৯৪৭ সালে কবি লেখক ও রাজনীতিবদি হুমায়ুন কবির কলকাতা থেকে ‘স্বরাজ’ নামের একটি পত্রিকা প্রকাশ করেন। সেখানে সাহিত্য পাতার দেখার চাকরি পান তিনি। একটু স্বস্থি আসে জীবনে। মাত্র সাত মাসের মাথায় আবারো চাকরি চলে যায়। ধারণা করা হয় কাজী নজরুল ইসলামকে নিয়ে এক লেখার বিরোধেই তাকে চাকুরিচুত্য করা হয়েছিল। 

১৯৪৮ সালে পঞ্চম কাব্যগ্রন্থ ‘সাতটি তারার তিমির’ প্রকাশ পায়। এই বই এর প্রচ্ছদ করেন বাংলার আরেক কিংবদন্তি সিনেমা পরিচালক সত্যজিত রায় । এই মাসেই মারা যায় মা কুসুম কুমারী দাশ। কবি পুরোপুরি এতিম হয় পড়েন।

এবার ‘দ্বন্দ’ নামের একটি পত্রিকার সম্পাদক হন তিনি। 

এরপর খড়গপুর কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। সেটিও বেশিদিন বহাল থাকে না।

মা কুসুমকুমারীর জীনাবসানের পর জীবনানন্দ ও তার পরিবারের সদস্যরা Image : Prothomalo

১৯৫২ সালে ‘বনলতা সেন’ বড় আকারে প্রকাশ পায় এবং পাঠকপ্রিয় হয়। পরে হাওড়া গার্লস কলেজে অধ্যাপনার চাকরি জুটে। সংসার অভাব অনাটনের একটা বন্দোবস্ত হয়। এই কলেজেই ছিল তার শেষ কর্মস্থল।

মোট সাড়ে আটশর মতো কবিতা লিখেছেন কবি জীবনানন্দ দাশ। যার মধ্যে মাত্র ২৫০টি কবিতা, সাতটি কাব্যগ্রন্থে তার জীবনদশায় প্রকাশ পায়। মৃত্যুর পর প্রকাশ পায় ২ টি কাব্য গ্রন্থ। যার একটি ’রুপসী বাংলা’।

তোমরা যেখানে সাধ চ’লে যাও- আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে
ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে
নেচে চলে-একবার-দুইবার-তারপর হঠাৎ তাহারে
বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে;

(তোমরা যেখানে সাধ)

কি অদ্ভুত  যে কবিতাগুলো মানুষ তার শ্রেষ্ঠ কাজ বলে মনে করে , যিনি এখন পরিচিত ‘রুপসী বাংলার’ কবি বলে সেই কবি তার জীবনদশায় এই অসামান্য সুন্দর কবিতাগুলি প্রকাশ করেননি আড়ালেই রেখে দিয়েছিলেন।

মৃত্যুর পর  আরো ২০ টি উপন্যাস, ১০০ ছোটগল্প এবং ২০০ প্রবন্ধ প্রকাশিত হয়। ১৯৫৫ সালে ‘ জীবনান্দের শ্রেষ্ঠ কবিতা’ নামে একটি বই প্রকাশিত হয়। ‘লিটারেরি নোটস’ নামে প্রায় চার হাজার পৃষ্ঠার ডায়রী পাওয়া যায় কবির। মোটা দাগে এই হচ্ছে জীবনানন্দ দাশ, বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি।

জীবনানন্দের মরদেহ ঘিরে স্ত্রী ও অন্যরা

১৯৫৪ সালের অক্টোবরের ১৪ তারিখ। বালিগঞ্জে এক ট্রাম দূর্ঘটনা ঘটে। ট্রামের ক্যাচারে আটকে গিয়ে ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় একজন পথচারির পাঁজর। কেউ বলে আত্নহত্যা আর কেউ বলে দূর্ঘটনা করতে চেয়েছিল লোকটি। পরে জানা যায় সেই অচেনা আনমনে ট্রাম লাইনে উঠে যাওয়া লোকটিই বাঙলার শ্রেষ্ঠ কবি জীবননান্দ।

কলকাতার শুম্ভনাথ পন্ডিত হাসপাতালে সাতদিন চিকিৎসাধী থাকার পর ২২ শে অক্টোবর রাত ১১টার পর বাংলা কবিতার বিশাল এক সূর্য অস্তমিত হয়। 

রুপসী বাংলার রুপ বুকে নিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শুদ্ধতম কবি, জীবনানন্দ দাশ।

পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্ী

আরো পড়ুন :

৫,৬৪৩ thoughts on “‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের…’ জীবনানন্দ

  1. Hey! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site discusses a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Fantastic blog by the way!

  2. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  3. Howdy just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off the screen in Internet explorer. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The design and style look great though! Hope you get the problem resolved soon. Many thanks

  4. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this web site, since I experienced to reload the web site many times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective fascinating content. Make sure you update this again soon.

  5. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  6. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise a few technical issues using this web site, since I experienced to reload the web site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective fascinating content. Make sure you update this again soon.

  7. Simply want to say your article is as astonishing. The clearness in your post is simply excellent and i can think you are a professional in this subject. Well together with your permission allow me to take hold of your RSS feed to stay up to date with drawing close post. Thank you one million and please continue the gratifying work.

  8. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is fundamental and all. Nevertheless just imagine if you added some great visuals or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this website could undeniably be one of the very best in its niche. Amazing blog!

  9. Unquestionably consider that that you stated. Your favourite justification appeared to be at the internet the simplest thing to have in mind of. I say to you, I definitely get irked at the same time as other people consider worries that they plainly do not realize about. You controlled to hit the nail upon the top as smartlyand also defined out the whole thing with no need side effect , other people can take a signal. Will likely be back to get more. Thank you

  10. Ищете надежного подрядчика для устройства стяжки пола в Москве? Обращайтесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  11. Ищете надежного подрядчика для механизированной штукатурки стен в Москве? Обратитесь к нам на сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предлагаем услуги по оштукатуриванию стен механизированным способом любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

  12. Greetings from Los angeles! I’m bored to tears at work so I decided to check out your site on my iphone during lunch break. I enjoy the info you present here and can’t wait to take a look when I get home. I’m shocked at how quick your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, awesome site!

  13. Hello there! I know this is kinda off topic however I’d figured I’d ask.
    Would you be interested in trading links or maybe
    guest authoring a blog article or vice-versa?
    My website discusses a lot of the same subjects as yours and
    I think we could greatly benefit from each other. If you might
    be interested feel free to shoot me an e-mail. I look forward to hearing from you!
    Wonderful blog by the way!

    Feel free to surf to my website: vpn code 2024

  14. Superb website you have here but I was wondering
    if you knew of any forums that cover the same topics talked about
    here? I’d really like to be a part of group where I can get suggestions from other experienced individuals that
    share the same interest. If you have any recommendations, please let me know.
    Many thanks!

  15. Hi there, I found your web site by means of Google while looking for a similar matter, your web
    site came up, it seems good. I have bookmarked
    it in my google bookmarks.
    Hello there, just changed into aware of your weblog
    through Google, and located that it’s truly informative.

    I am gonna be careful for brussels. I will appreciate in case you continue this in future.
    Lots of people will be benefited out of your writing. Cheers!

  16. Good day I am so excited I found your site, I really found you by mistake,
    while I was researching on Bing for something else, Anyhow I am here now and would
    just like to say many thanks for a incredible post and a all round
    entertaining blog (I also love the theme/design), I don’t
    have time to go through it all at the moment but
    I have bookmarked it and also included your RSS feeds, so
    when I have time I will be back to read a lot more, Please do keep up the
    excellent job.

  17. My programmer is trying to persuade me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs. But he’s tryiong none
    the less. I’ve been using Movable-type on various websites for about a year and am
    concerned about switching to another platform. I have heard very
    good things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it?

    Any kind of help would be really appreciated!

  18. Hey there! I realize this is somewhat off-topic however I needed to ask.
    Does operating a well-established blog like yours take a lot of work?

    I am brand new to writing a blog but I do write in my journal everyday.
    I’d like to start a blog so I can share my own experience and views online.
    Please let me know if you have any recommendations
    or tips for new aspiring bloggers. Appreciate it!

  19. Hi there, I found your blog by the use of Google at the same time as
    searching for a related subject, your site got here up, it seems great.

    I’ve bookmarked it in my google bookmarks.
    Hi there, simply become alert to your blog via Google, and located that it’s really informative.
    I am gonna be careful for brussels. I’ll be grateful if you continue this in future.
    Lots of other folks will likely be benefited from your
    writing. Cheers!

  20. Hello there! Quick question that’s entirely off topic.
    Do you know how to make your site mobile friendly?
    My site looks weird when browsing from my iphone.
    I’m trying to find a template or plugin that might be able to resolve this problem.
    If you have any recommendations, please share.

    With thanks!

  21. hey there and thank you for your information – I have
    certainly picked up anything new from right here.
    I did however expertise several technical issues using this web site, since I experienced to reload
    the web site many times previous to I could get it to load correctly.

    I had been wondering if your hosting is OK? Not that I’m complaining, but sluggish loading instances times will very frequently affect
    your placement in google and can damage your high quality score
    if advertising and marketing with Adwords. Well I am adding this RSS to my email and could look out for much more of
    your respective exciting content. Make sure you update this again soon.

  22. First off I would like to say fantastic blog! I had a quick question which I’d
    like to ask if you do not mind. I was interested to find out how you
    center yourself and clear your head before writing.
    I have had a hard time clearing my mind in getting my thoughts out there.
    I do enjoy writing however it just seems like the first 10 to
    15 minutes are usually wasted just trying to figure out
    how to begin. Any suggestions or hints? Kudos!

  23. With havin so much content and articles do you ever run into any issues of plagorism
    or copyright violation? My site has a lot of exclusive content I’ve either written myself or outsourced but
    it seems a lot of it is popping it up all over the internet
    without my authorization. Do you know any methods to help prevent content from being
    stolen? I’d truly appreciate it.

  24. My developer is trying to convince me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs.
    But he’s tryiong none the less. I’ve been using WordPress on a variety
    of websites for about a year and am concerned about switching to another platform.
    I have heard fantastic things about blogengine.net.
    Is there a way I can transfer all my wordpress posts into it?

    Any kind of help would be greatly appreciated!

  25. Unquestionably believe that that you stated. Your favorite reason appeared to be at the
    web the easiest thing to remember of. I say to you, I certainly get irked at the same time as other people
    consider issues that they plainly don’t recognise about.
    You managed to hit the nail upon the highest and also outlined out the whole thing without having side-effects , people can take a
    signal. Will likely be back to get more. Thanks

  26. Hi there! This is kind of off topic but I need
    some help from an established blog. Is it hard to set up your own blog?
    I’m not very techincal but I can figure
    things out pretty quick. I’m thinking about creating my own but I’m not sure where to begin. Do you have any
    tips or suggestions? Thanks

  27. Hi there would you mind sharing which blog platform you’re working with?
    I’m looking to start my own blog soon but I’m having a difficult time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems different then most blogs and
    I’m looking for something completely unique.
    P.S My apologies for being off-topic but I had to ask!

  28. Have you ever thought about writing an ebook or guest authoring
    on other blogs? I have a blog centered on the same topics you discuss and would really like to have you share some
    stories/information. I know my subscribers would value your work.
    If you’re even remotely interested, feel free to send me an e
    mail.

  29. Hey there! I realize this is somewhat off-topic but I had
    to ask. Does managing a well-established blog like
    yours take a massive amount work? I am completely new to blogging but I do write
    in my diary everyday. I’d like to start a blog so I can easily share my personal experience and feelings online.
    Please let me know if you have any kind of ideas or tips for brand new aspiring blog owners.
    Appreciate it!

  30. Hey there just wanted to give you a quick heads up.
    The words in your content seem to be running off the screen in Opera.
    I’m not sure if this is a format issue or something to do with internet browser
    compatibility but I thought I’d post to let you know.
    The style and design look great though! Hope you get the problem resolved
    soon. Thanks

  31. Undeniably believe that which you said. Your favorite reason seemed to be on the web the easiest thing to be aware of.
    I say to you, I certainly get irked while people consider worries
    that they just do not know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without
    having side-effects , people can take a signal. Will likely be back
    to get more. Thanks

  32. Very good website you have here but I was curious if you knew of
    any message boards that cover the same topics talked about here?

    I’d really like to be a part of community where I can get comments from other experienced individuals
    that share the same interest. If you have any recommendations,
    please let me know. Thanks a lot!

  33. Greetings from Carolina! I’m bored at work so I decided to check
    out your site on my iphone during lunch break. I love the knowledge you provide here and can’t wait to take a look when I
    get home. I’m shocked at how fast your blog loaded on my phone ..

    I’m not even using WIFI, just 3G .. Anyhow, wonderful site!

  34. This is the right blog for everyone who wishes to understand this topic.
    You know a whole lot its almost hard to argue with you (not that I actually
    would want to…HaHa). You definitely put a fresh spin on a topic that’s been discussed for a long time.

    Great stuff, just excellent!