কবি কুসুমকুমারী দাশ: জীবনানন্দ দাশের মা

পারভেজ সেলিম
পারভেজ সেলিম ।।

‘আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে’ 

কবিতার এই অসাধারণ লাইনটি লিখেছেন কবি কুসুমকুমারী দাস। জীবনানন্দ দাসের মা। তিনি ছিলেন গৃহিনী। বাবা সত্যানন্দ দাস ছিলেন বরিশালের ব্রাহ্মসমাজের বেশ গণ্যমান্যব্যক্তি। একসময় ব্রাহ্মবাদি পত্রিকা সম্পাদনা করতেন। প্রথমে হিন্দু ধর্মের থাকলেও পরে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন তিনি। 

ছোট বেলায় থেকেই কবিতা লেখার প্রতি জোর দিতেন মা কুসম কুমারী দাশ। বুঝতেন ছেলের প্রতিভা আছে সে লিখলে ভালো করবে।  তিনি অবশ্য চাইতেন ছেলে ব্রাহ্মধর্মের পুরোধা ব্যক্তিদের নিয়ে লেখুক। অনেক বলার পরও ছোট জীবনানন্দ লিখতে চাইতেন না।

মাঝখানে কুসুমকুমারি দাশ

প্রথম কবিতা প্রকাশ পায় ‘বর্ষা আহবান,। প্রকৃতি নিয়ে। এরপর লেখেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে। যেদিন তিনি মারা যান তার কবিতা প্রকাশ পেলে সেটা মাকে পাঠান। মা খুশি হয়েছিল ছেলে কবিতা লিখছে দেখে তবে আবসোস করে বলেছিলেন রামমোহন রায় কিংবা ব্রাহ্মধর্মের মহাণ ব্যক্তিদের নিয়েও যদি ছেলে কবিতা লিখতেন তাহলে আরো ভালো লাগতো।

একসময় যিনি কথায় বড় না হয়ে কাজে বড় হতে বলেছিলেন সেই তিনি অবশ্য দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ  হয়ে পড়েছিলেন।

কুসুমকুমারী দাস জন্মেছিলেন বরিশালের গৈলা গ্রামে। তার বাবা ব্রাহ্মধর্ম গ্রহণ করায় গ্রামবাসিদের বিরোধিতার কারণে তারা চলে আসেন বরিশাল শহরে ।

সত্যানন্দ দাসের সাথে তার বিয়ে হয় প্রবেশিকা পরীক্ষার আগে। ১৮৯৪ সালে। স্বামীর উৎসাহে তার কাব্য চর্চা বাড়তে থাকে ।

তার কাব্যগ্রন্থ ‘কবিতা মুকুল’ প্রকাশ পায় জীবনানন্দ জন্মের তিন বছর আগে ১৮৯৬ সালে। তিনি ব্রাহ্মবাদী পত্রিকায় লিখতেন। এছাড়া প্রবাসী ও মুকুল পত্রিকায়ও তার কিছু কবিতা প্রকাশিত হয়েছে।

 ‘পৌরানিক আখ্যায়িকা’ নামের একটি গল্পের বইও প্রকাশ পায়। ব্রাহ্মধর্মের বরিশাল মহিলা সভার সভাপতি ছিলেন কুসুমকুমারি দাশ।

মা কুসুমকুমারি ছিলেন জীবনান্দের প্রথম অনুপ্রেরণা আর প্রথম শিক্ষক। মায়ের হাতেই শিখেছেন কিভাবে কবিতা লিখতে হয়। কিন্তু পরে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে নিজের এক মায়ার জগত তৈরি করেন। হয়ে ওঠেন বাংলার এক অবিসংবাদিত শুদ্ধ কবি।

পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

আরো পড়ুন :

৭৫ thoughts on “কবি কুসুমকুমারী দাশ: জীবনানন্দ দাশের মা

  1. First off I want to say awesome blog! I had a quick question that I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a difficult time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just trying to figure out how to begin. Any suggestions or tips? Thank you!

  2. Unquestionably believe that that you stated. Your favourite justification appeared to be at the net the simplest thing to be mindful of. I say to you, I definitely get irked at the same time as other folks consider concerns that they plainly do not realize about. You controlled to hit the nail upon the top as well as defined out the whole thing with no need side effect , other people can take a signal. Will likely be back to get more. Thank you

  3. Undeniably consider that that you stated. Your favourite justification appeared to be at the net the simplest thing to have in mind of. I say to you, I definitely get irked at the same time as folks consider concerns that they plainly do not realize about. You controlled to hit the nail upon the top as smartlyand also defined out the whole thing with no need side effect , folks can take a signal. Will likely be back to get more. Thank you

  4. My programmer is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the expenses. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a variety of websites for about a year and am worried about switching to another platform. I have heard fantastic things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it? Any kind of help would be really appreciated!

Leave a Reply

Your email address will not be published.

x