‘পরাজিত মাননীয়’


শিল্পিত পারু’র কবিতা


পরাজিত মাননীয়

——– শিল্পিত পারু

আজ রাতেই তোমার ঘরে ঢুকে গেছে পরাজয়

তুমি হয়ত স্বপ্ন দেখছো এখনও;

জেগেই দেখবে

তোমার বিচার হয়েছে শুরু মাননীয়

এই বিচারহীন দেশে।

তুমিই তো হত্যা করেছো বিচার;

তোমার হাতেই তো রক্তের চুড়ি

শকুন ঘুরছে আকাশে কতকাল

কত মিথ্যে শুনেছি আগে

তোমার হাতে ছিল বিচারের রাজদন্ড

তুমি তা হারিয়ে ফেলেছো গতকাল।

আজ দুপুরে যখন তুমি গুলি চালালে সাঈদের বুকে

রক্ত তখন তোমার গদির নিচ থেকে বেরিয়ে পড়েছে রাস্তায়

তুমি হেরে যাচ্ছো মাননীয়।

পরাজয় তোমার দরজা ভাঙ্গল বলে।

আর কটা দিন, ডালের বড়ি শুকিয়ে রেখেছে মা

তোমার পরাজয়ের আনন্দ মিছিল শেষে

মায়ের হাতে গরম ভাত খাবে রক্তাত্ব ছেলে অথবা মেয়েটা;

তুমি নির্বোধ হয়ে যাবে এমন সুন্দর দেখে।

তুমি চিৎকার করবে তবু শব্দ শুনতে পাবে না কেউ

তোমার চাটুকারেরা মুচকি হাসবে দাঁড়িয়ে

তুমি হেরে যাবে মাননীয়।

চারিদিকে কমে যাবে ভয়

সবাই উঠবে হোহো করে হেসে

তুমি হাসির শব্দে উন্মাদ হয়ে যাবে;

তোমাকে পরাজিত করে প্রায়শ্চিত্ত করবে জয়ীরা

পাখিরা ফিরবে ঘরে;

কিন্তু তোমাকেই তো জয়ী দেখতে চেয়েছিলাম।

আহা! তুমি তো স্বপ্নভাঙ্গার রাণী।

তুমি ন্যায়কে দিয়েছো কবর

মঙ্গলকে ঢুকিয়েছো কফিনে

তুমি এখন বিচারহীনতার দেবী।

কোটি কোটি বাঙ্গালীরে তুমি রাখোনি বাঙ্গালী করে

‘রাজাকার’ করেছো।

তোমার বিচার হবেই এই বিচারহীন দেশে।

তুমি পরাজিত হয়ে যাচ্ছো মাননীয়।


  ১৬ জুলাই,২০২৪।

(পুলিশের গুলিতে সাঈদরা লুটিয়ে পড়ার পর)

 দুপুর। বিণয়কাঠি, বরিশাল


৩৫ thoughts on “‘পরাজিত মাননীয়’

  1. This post has provided me with a wealth of information. Your thoroughness in outlining the main ideas and illustrating them with examples is really appreciated. Thanks to this, I now have a much better grasp of the subject. Your inclusion of connections to other sites for further reading was also very helpful. For those curious about this topic, this is an excellent resource.

  2. What i do not realize is in fact how you are no longer actually much more wellfavored than you might be right now Youre very intelligent You recognize thus considerably in relation to this topic made me in my view believe it from numerous numerous angles Its like men and women are not fascinated until it is one thing to do with Lady gaga Your own stuffs excellent All the time handle it up

Leave a Reply

Your email address will not be published.

x