‘বিদ্রোহী’ কবিতার একশ দুই বছর


৬ জানুয়ারী, ১৯২২। সাপ্তাহিক বিজলী পত্রিকায় একটি কবিতা ছাপা হলো ‘বিদ্রোহী’। কবির নাম কাজী নজরুল ইসলাম।এরপর চারিদিকে রই রই পড়ে গেল। পত্রিকাটির ২য় মুদ্রণ করতে হলো। ২৯ হাজার কপি বিক্রি হয়েছিল পত্রিকাটির। এরপর ইতিহাস। পরে আরো অনেক পত্রিকায় কয়েকবার ছাপা হয় মুহুর্তেই জনপ্রিয় হওয়া কবিতাটি।

এমন বিষ্ময়কর কবিতা বাংলা ভাষায় এর আগে ও পরে আর একটি লেখা হয়নি। নজরুল মাত্র ২২ বছর বয়সে যা লিখেছেন পরের দুদশকের কর্মক্ষম জীবনে তিনিও তা অতিক্রম করতে পারেননি বলেই অনেকের মত। ‘মানুষের চেয়ে বড় কিছু নাই’ নজরুলের এমন বোধের শুরু এই কবিতা দিয়েই।

কবিতাটির আবেদন আজ একশ বছর পরও কমেনি। মানুষকে এত বড় করে দেখার চোখ আর কোন কবির ছিল না। মানুষের স্থান এত উপরে কে তুলেছে আর কোন কবিতায় ! মানুষের মর্যাদা ও ইচ্ছাশক্তির এক অসামান্য বয়ান এই ‘চির উন্নত মম শির’।  

সম্পাদক, সাহিত্য বিভাগ


বিদ্রোহী

— কাজী নজরুল ইসলাম

বল বীর

বল উন্নত মম শির!

শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

বল বীর

বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি

চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া

খোদার আসন আরশ ছেদিয়া,

উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!

বল  বীর –

আমি চির উন্নত শির!

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,

মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!

আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,

আমি দুর্বার,

আমি ভেঙে করি সব চুরমার!

আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!

আমি মানি না কো কোন আইন,

আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!

আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর

আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!

বল বীর

চির-উন্নত মম শির!

আমি ঝন্ঝা,আমি ঘূর্ণি,

আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।

আমি  নৃত্য-পাগল ছন্দ,

আমি  আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

আমি  হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,

আমি  চল-চঞ্চল, ঠমকি ছমকি

পথে যেতে যেতে চকিতে চমকি

ফিং দিয়া দিই তিন দোল;

আমি চপলা-চপল হিন্দোল।

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,

করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,

আমি উন্মাদ, আমি ঝন্ঝা!

আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;

আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!

বল বীর

আমি চির উন্নত শির!

আমি চির-দুরন্ত দুর্মদ,

আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ।

আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,

আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।

আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,

আমি অবসান, নিশাবসান।

আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;

আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।

আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।

বল বীর

চির -উন্নত মম শির!

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,

আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।

আমি বেদুঈন, আমি চেঙ্গিস,

আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!

আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,

আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার,

আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড,

আমি  চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!

আমি  ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,

আমি  দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।

আমি প্রাণ খোলা হাসি উল্লাস, – আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,

আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!

আমি কভূ প্রশান্ত কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,

আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!

আমি  প্রভোন্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল,

আমি উদ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল,

আমি উচ্ছ্বল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল!

আমি বন্ধন-হারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি

আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!

আমি উন্মন মন উদাসীর,

আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।

আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,

আমি অবমানিতের মরম বেদনা, বিষ – জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের

আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়

চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!

আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন,

আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন!

আমি চির-শিশু, চির-কিশোর,

আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর!

আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া,

আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।

আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি

আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!

আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ!

আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!

আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,

আমি  বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।

ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত্য-করতলে,

তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার হিম্মত-হ্রেষা হেঁকে চলে!

আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্ণি, কালানল,

আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!

আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,

আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি’ ভূমিকম্প।

ধরি বাসুকির ফণা জাপটি’ –

ধরি  স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’।

আমি  দেব শিশু, আমি চঞ্চল,

আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল!

আমি  অর্ফিয়াসের বাঁশরী,

মহা-সিন্ধু উতলা ঘুমঘুম

ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম

মম বাঁশরীর তানে পাশরি’

আমি শ্যামের হাতের বাঁশরী।

আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া,

ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!

আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!

আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,

কভু ধরনীরে করি বরণীয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা-

আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!

আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,

আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণী!

আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!

আমি মৃন্ময়, আমি চিন্ময়,

আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়।

আমি মানব দানব দেবতার ভয়,

বিশ্বের আমি চির-দুর্জয়,

জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,

আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য!

আমি উন্মাদ, আমি উন্মাদ!!

আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!

আমি পরশুরামের কঠোর কুঠার

নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!

আমি হল বলরাম-স্কন্ধে

আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –

বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,

আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!

আমিখেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি চির-বিদ্রোহী বীর –

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!


৪৮ thoughts on “‘বিদ্রোহী’ কবিতার একশ দুই বছর

  1. Terima kasih banget atas infonya yang super bermanfaat! Gak pernah kecewa sama beritanya yang selalu update dan relevan di situs ini. Nah, buat kalian yang suka mendekin link, saran gue nih, cobain deh V.af! Udah gue pake, rasanya efisiensinya juara banget. Plus, desainnya keren abis! Langsung aja cek di V.af ya. Terima kasih lagi buat konten keren di situs ini, semangat terus! 🚀🌟

  2. молитвы из священного корана 14 аркан матрица судьбы, 14 аркан матрица судьбы совместимость женщина телец в постели
    форум, телец женщина в дружбе
    прогноз а картах таро на 5 лет гороскоп
    водолея на 2009 год

  3. осман i как умер, как умерла бала хатун в сериале осман дихлоризоцианурат
    натрия таблетки, дихлоризоцианурат натрия купить билет на
    матч актобе ордабасы, билеты на матч актобе
    кайрат слепое зондирование сорбитом отзывы,
    слепое зондирование с магнезией

  4. милена имя при крещении, имя милана на арабском языке dhl отправить документы цена,
    dhl астана контакты сарыарка авто, ниссан центр астана цены қысқы ойын мәтін, қысқы ойындар картотекасы

  5. қосудың құрамдас бөлігі деген не, логика әлемі 2 сынып жауаптары 91 приказ, приказ по скринингу мз рк новый работа в леруа мерлен
    алматы отзывы, леруа мерлен хабаровск вакансии рубашка на заказ алматы, сколько стоит пошив пальто на заказ

  6. эстетикалық тәрбие сағаты,
    эстетикалық тәрбие реферат пайғамбарымыздың тамақтануы, ашыған тамақ жесе не болады қазақстан сөзін буынға бөлу, әнұран сөзін
    буынға бөлу каргам ау кайдан
    текст, төреғали төреәлі қайдан келдің скачать

  7. сіз ұнайсыз kalifarniya скачать, калифорния сіз ұнайсыз кулинарные курсы алматы цены,
    курсы кулинарии алматы для
    подростков қаржаубай омарұлы әке
    онлайн оқу, бақұл бол әке что означает имя ясмина на арабском, ясмина значение имени, характер и судьба

  8. удостоверение личности казахстан, сроки
    подачи документов на удостоверение
    личности в 16 лет тігін терминдері, тігін өндірісінің жабдықтары кітап скачать коэффициент достаточности собственного капитала формула,
    достаточность капитала банка печка ваз 2114, радиатор печки дааз ваз 2114 цена

  9. I have been exploring for a little for any high quality articles or blog
    posts on this sort of house . Exploring in Yahoo I ultimately
    stumbled upon this website. Studying this information So
    i am glad to express that I have a very just right uncanny feeling I found out exactly what I needed.
    I so much indisputably will make certain to don?t forget this website and
    give it a glance on a relentless basis.

  10. түнде жөтел қысса халык банк технические работы, халык банк номер бесплатный елге
    тілек жұлдыздар тобы скачать, дархан далам әні скачать білім ғылым инновация тілдік жүйе
    эссе, білім ғылым инновация 10 сынып бжб

  11. шеринг авто что это, anytime со скольки лет
    үздік педагог 2023 байқауы, үздік педагог
    2022 конкурсының ережесі спагетти с курицей и овощами, лапша по-азиатски с овощами мүмкін бұл сезім елес
    скачать, сүйемін сені жаным өзіңсіз скачать

  12. Excellent goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just extremely fantastic.
    I really like what you’ve acquired here, really like what
    you are saying and the way in which you say it. You make it enjoyable and you still take care of to keep it smart.
    I can not wait to read much more from you. This is actually a terrific
    website.

  13. тест оқу сауаттылығы, оқу сауаттылығы тест 11 сынып бауыр
    деген бир алем скачать, бауыржан оскенбеков бауыр керек скачать туған
    жер ой толғау национальная академия образования им алтынсарина учебные программы, nao учебные программы

  14. ана сүті қалың мал, ана сүті салт
    дәстүр интернет магазин для маникюра в казахстане,
    где купить все для маникюра дешево әлеуметтік құзыреттілік,
    мұғалімнің кәсіби құзыреттілігі эссе гугл
    диск тарифы, гугл диск
    для студентов

  15. маған өнер адамдары кітаптар ұнайды, мен оқыған кітап
    эссе атмосфераның газ құрамының тұрақтылығы, атмосфераның ауа құрамында оттегінің
    артуы ауа ластануының алдын алу, атмосфераның ластануы эссе 200 сөз ассамблея қашан құрылды, қазақстан халқы ассамблеясы қай жылы
    құрылды

  16. намаз уақыты қаратау 2022, намаз уақыты қызылорда алюминиевый профиль окна, алюминиевые окна
    цена за м2 айдағы еркін түсу
    үдеуі, жер бетіндегі еркін түсу үдеуі мен айдың жизнь, или что-то вроде
    того, разыскивается выбери
    свою судьбу

  17. түсіндегі бұзау мұсылман арман кітабы, бұқа бұзауын неге армандайды музыка для звонка казакша 2022 скачать,
    готовые мелодии на звонок жүзім өсіру қай өзендер аңғарында шоғырланған, табиғат ресурстарының көптүрлілігі тән елдер
    тасымалданбайтын екі буын сөзді тап, тасымалданбайтын
    сөздер перевод на русский

  18. жел калай пайда болады сипаттап
    жаз, желдің себебі мен салдары цифровые документы где можно использовать, цифровые документы каспи
    балабақшада тамақтануды бақылау түһ түн неткен, халық не себептен үміт артсаң
    үркерге қара деген

  19. өндірістің барлық кезеңдерінде өнімнің сапасын бақылау, өндіріс және сапаны бақылау топырақ эрозиясының
    түрлері, топырақ эрозиясының түрлерін ашып жазыңыз диапазон 7 мгц,
    кто работает на частоте 400-470 мгц етістіктер тарихы

  20. погода петропавловск на неделю, гисметео петропавловск капитан анапа ресторан келін түсіру сценарий, келін түсіру әндері как проверить айфон на
    активацию, как проверить айфон
    на оригинальность по коробке

Leave a Reply

Your email address will not be published.

x