মুসলমানদের গৃহযুদ্ধ: চতুর্থ ফিতনা (ভিডিও)

আব্বাসীয় খিলাফতের ৬ষ্ট খলিফা আল আমিন (৮০৯-৮১৩) ও ৭ম খলিফা আল মামুনের (৮১৩-৮৩৩) মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ ও যুদ্ধ শুরু হয় তাই ইতিহাসে ‘চতুর্থ ফিতনা’ নামে পরিচিত।

চতুর্থ ফিতনা শুরু হয় ৮০৯ সালে আব্বাসীয় খিলাফতের পঞ্চম ও সবচেয়ে প্রভাবশালি খলিফা হারুন অর রশিদের মৃত্যুর কিছুপর।

তবে অনেকে একে ইসলামের ফিতনা বলতে নারাজ। এর চাইতে এই যুদ্ধকে দুই ভাই এর ক্ষমতার দ্বন্দ হিসেবে দেখতেই বেশি পছন্দ করেন।

এই ফিতনার ফলে আব্বাসীয খিলাফতে একক কতৃত্ব চলে যায় আল মামুনের হাতে। পর্ববর্তীত প্রায় ২০ বছর শাসন করেন আব্বাসীয় খিলাফতের এই প্রভাবশালী খলিফা।

পুরোটা দেখুন ভিডিওতে :

 ভিডিও সৌজন্য : Banglabox

 আরো দেখুন :

৭ thoughts on “মুসলমানদের গৃহযুদ্ধ: চতুর্থ ফিতনা (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published.

x