‘পৃথিবীতে নাই কোন বিশুদ্ধ চাকরি’

 

আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? জানি না কি আহা,

সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে

ধূসর মৃত্যুর মুখ; একদিন পৃথিবীতে স্বপ্ন ছিলো—সোনা ছিলো যাহা

নিরুত্তর শান্তি পায়; যেন কোন্ মায়াবীর প্রয়োজনে লাগে।

কি বুঝিতে চাই আর? . . . রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক

শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক!

(মৃত্যুর আগে)

জীবনানন্দ দাশ বংা ভাষার শ্রেষ্ঠ কবি হয়ে উঠছেন। হ্যাঁ রবীন্দ্রনাথকে মাথায় রেখেই একথা এখন বলা যায়। যতদিন যাচ্ছে ততই জীবনানন্দের মৌলিকত্ব আর কবিতার সৌন্দর্য্য যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। অথচ পুরো জীবন জুড়ে কি অপমান আর অবহেলাই না পেয়েছেন বাংলার এই নির্জন বিশুদ্ধতম কবি!

জীবনের বিষয়গুলোত তিনি অন্য সবার থেকে আলাদা ছিলেন। কবিতায় স্বীকারও করেছেন ‘নিজের মুদ্রাদোষে’ তিনি আলাদা হতেছেন সবার থেকে। জীবনের প্রয়োজনে তাকেও সংসার করতে হয়েছে, হয়েছে চাকরি বাকরি করে টাকা উপার্জন করতে। কবিতায় তিনি যেমন ছিলেন এক বিশাল সম্রাট, তেমনি চাকরি আর জীবন সংসারে তিনি যেন এক নি:সহায় দূর্বল প্রজা। 

টাকা উপার্জনের জন্য ইন্সুরেন্স কোম্পানীতেও চাকরি করেছিলেন কবি। সবচেয়ে বেশি করেছেন কলেজের অধ্যাপনা। সাতটি কলেজে তিনি শিক্ষকতা করেছেন। জীবনের  শেষ চাকরিটিও ছিল একটি কলেজের অধ্যাপনা। 

প্রিক অিসেও কাজ করেছেন কিন্তু কোনটিতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনননি। হয়েছেন বিধ্বস্ত, সর্বশান্ত চুড়ান্ত পরাজিত।  কিন্তু জীবনের সেই ঘাত প্রতিঘাতের কোন আঁচড় তিনি লাগতে দেননি তার কবিতার রাজ্যে। সেখানে তিনি মহিমান্নিত এক সম্রাট। যিনি এক বিপন্ন বিস্ময় নিয়ে গোটা পৃথিবীকে দেখছেন। বলেছেন তার বিশেষ ‘বোধের’ কথা।

আলো অন্ধকারে যাই-মাথার ভিতরে

স্বপ্ন নয়,-কোন এক বোধ কাজ করে

স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়,

হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!

আমি তারে পারি না এড়াতে,

সে আমার হাত রাখে হাতে;

সব কাজ তুচ্ছ হয়,-পন্ড মনে হয়

সব চিন্তা-প্রার্থনার সকল সময়

শুন্য মনে হয়

শূন্য মনে হয়! 

(……বোধ)

জীবনের তাগিদে কবিকে যুক্ত হতে হয়েছে নানান পেশায়, করতে হয়েছে চাকরির মতো বিরক্তিকর কাজ।

কবি জীবনের প্রথম চাকরি শুরু করেন সিটি কলেজে টিউটর হিসেবে। ১৯২২ সালে। তখন তিনি ২৩ বছরের তরুণ। তিন বছর চাকরির পর সেখান থেকে চাকরিচুত্য হন তিনি। কারণ ? 

সিটি কলেজ ছিল ব্রাক্ষ্ম সমাজ কতৃক প্রতিষ্ঠিত একটি কলেজ। কলেজের চত্ত্বরে ভিতরে হিন্দু ছাত্ররা সরস্বতি পূঁজা করতে চাইলে কলেজ কতৃপক্ষ তাত বাধা দে়।  এর আগে কলেজ চত্ত্বরের বাইরে এই পূঁজা হয়। ছাত্ররা এবার ভিতরে করতে চায়, কতৃপক্ষ রাজি নয়। 

এই নিয়ে সেসময় বেশ গরম হয়ে ওঠে পেপার পত্রিকা। এই গন্ডগোলের রেশ ধরে পরে বছর অর্ধেক হিন্দু ছাত্র ঐ কলেজে আর ভর্তি হয়না।  ফলে আয় কমে যায়  কলেজের। আর্থিক সংকট কাটাতে ১১ জন শিক্ষকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। তার মধ্য জীবনানন্দ দাসও ছিলেন। কারণ জীবনানন্দ ছাত্রদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলেন। প্রথম চাকরিতেই বরখাস্ত হন কবি।

এরপর বাংলাদেশের বাগেরহাট কলেজে চাকরি নেন তিনি। প্রভাষক পদে। তার কলেজে শিক্ষকতা জীবন শুরু এখানেই। মাত্র ২ মাস ২০ দিনের চাকরি জীবন ছিল এই কলেজে।

এরপর দিল্লীর রামযশ নামে একটি কলেজে চাকরি পান কবি। তখনও তিনি বিয়ে করেননি। কলকাতা থেকে সূদুর দিল্লিতে চলে যান টাকার আশায়। সেই কলেজের ছাত্ররা কেউই বাংলা ভাষাভাষী ছিলেন না। একলা এক বিরাণভূমিতে শিক্ষকতা করতে যে খুব ভালো লাগত তা নয়। তবু করে যাচ্ছিলেন তিনি। 

মা কুসুমকুমারী দাসের জোরাজুরিতে এসময় বিয়েতে রাজি হন কবি। মেয়ে ঢাকার ইডেনের ছাত্রী  নাম লাবনী। বিয়ের জন্য যখন দিল্লি থেকে ঢাকায় আসেন তখন তার মন আর সায় দেয় না দিল্লীতে ফিরে যেতে। তিনি ছুটির জন্য দরখাস্ত করেন। ছুটির বদলে তাকে বরখাস্ত করে কলেজ কতৃপক্ষ। বিয়ের সাথে সাথেই বেকার য়ে পড়েন কবি। াত্র চার মাস টিকে ছিল তার দিল্লির চাকরি।

এরপর পাঁচবছর কবির জীবনে চলে ঘোরতর অন্ধকার আর হতাশারকাল। চাকরি নেই বেকার জীবন সাথে নতুন সংসার। এযেন এক অমোঘ নিয়তি স্রষ্টার।

অন্ধকার কাটিয়ে নিজের শহর বরিশালে ব্রজমোহন কলেজে আবার জোটে চাকরি। ১৯৩৫ সালে। ইংরেজীর অধ্যাপনা শুরু করেন কবি। এই কলেজেই পুরো জীবনের সবচেয়ে স্বস্থির চাকরিটি করেছেন তিনি।  আর লি্খে চলেছেন বাংলার রুপ অববদ্য সব উপমার সাহয্যে। কবিতার উপমার এমন ব্যাবহার এর আগে  আর কেউ করেনি বাংলা কবিতায়।

….

চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল,

তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল! 

প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে

পেঁচা আর ইদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে!

    ..( অবসরের গান/ধুসর পান্ডুলিপি)

বেশ ভালোই কাটছিল কবির জীবন। সবচেয়ে বেশি সময় প্রায় ১২ বছর এই চাকরি করেন নিজ শহরে। লেখালিখি ও চাকরি সমান তালে চলছিল এসময়। 

এসময় প্রকাশ পায়  চুতৃর্থ কবিতার বই ‘মহাপৃথিবী’। সাল ১৯৪৪ । ৪১ টি কবিতা নিয়ে বের হয় কাব্যগ্রন্থটি। ‘আট বছর আগে একদিন’ নামে এক অসামাণ্য কবিতায় জীবনানন্ের তুন এক কাব্যগতের সাথে পরিচয় হয় পাঠকের।

.

জানি – তবু জানি

নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ-নয় সবখানি

অর্থ নয়, কীর্তি নয় সচ্ছলতা নয়-

আরো এক বিপন্ন বিষ্ময় 

আমাদের অন্তর্গত রক্তের ভিতরে

খেলা করে;….. 

  (আট বছর আগে একদিন/ শ্রেষ্ঠ কবিতা)

বরিশাল সাহিত্য চর্চা ভালো হলেও কলকাতা শিল্প সাহিত্যের জগত তাকে টানছিল। তিনি কলকাতায় চলে যান। এরপর রাজনীতির পট পরিবর্তন হতে শুরু করে। কলকাতায় শুরু হয় দাঙ্গা। পরে সেই দাঙ্গা রুপ নেয় দেশভাগে। মুসলমান আর হিন্দুদের আলাদা দুটি দেশ হয়। 

 ইতিহাস বদলে যাওয়া সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন কবি। জীবনের মোড় হঠা৥ জোরে বাঁক নেয়। কোন দিকে যাবেন কবি?

 সিদ্ধান্তে অথবা অসিদ্ধান্তে  কবি থেকে যান কলকাতায়। নিজ দেশে আর ফেরা হয়না। যদিও বরিশালের কলেজে তার চাকরিটা তখনও ছিল। কবি ছিলেন দ্বিধায়। মা কুসুমকুমারি দাশ চাইতেন না ছেলে কলকাতায় থাকুক । তারপরও শেষ পর্যন্ত তিনি ও তার পরিবার বেছে নিয়েছিলেন কলকাতার উদ্বাস্তুর জীবন।

দাঙ্গার সময়টা ভীষণ বিষন্ন করে তোলে কবিকে। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট  কলকাতার দাঙ্গার দিন পুলিশ থানায় ধরে নিয়ে যায় কবিকে ।  গিয়েছিল ওি ছিলেন বিএম কলেজের এক মুসলমান ছাত্র । শেষ পর্যন্ত তার সহযোগিতায় থানা থেকে ছাড়া পান কবি। বরিশাল ফিরে তিনি লেখেন..

‘মানুষ মেরেছি আমি-তার রক্তে আমার শরীর

ভ’রে গেছে; পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার

ভাই আমি; আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু

হৃদয়ে কঠিন হ’য়ে বধ করে গেল, আমি রক্তাক্ত নদীর

কল্লোলের কাছে শুয়ে অগ্রজপ্রতিম বিমূঢকে

ব’দ করে ঘুমাইতেছি –

                                         (১৯৪৬-১৯৪৭)

দেশভাগের পর এক কঠিন সময়ের মুখোমুেখি হয় কবি ও তার পরিবার। এসময় কলকাতায় চাকরি সন্ধানে অনেক চেষ্টা করেও ফল হয় না। ১৯৪৭ সালে স্বরাজ পত্রিকায় সাহিত্যপাতা দেখার একটা চাকরি জুটে যায়। কবি হুমায়ুন কবিরের পত্রিকায় কাজ শুরু করেন তিনি। 

সেটাও বেশিদিন করতে পারেন না একসময় ছেড়ে দেন। মাত্র চার মাসের মধ্যেই তিনি বুঝে যান তার দ্বারা এই কেরানীর কাজ করা সম্ভব না। কারো কারো মতে চার মাস পরই তাকে চাকরিচুত্য করা হয়েছিল। কাজী নজরুলকে নিয়ে এক বিতর্কের জেরে রাজনীতির শিকার হলে, চাকরিটি খোয়াতে হয় তাকে।

১৯৫০ এর শেষের দিকে তিনি যুক্ত হন খড়গপুর কলেজ। ১৯৫১ সালের জানুয়ারিতে স্বেচ্ছায় অবস নেন তিনি।

বড়িশা কলেজেও যগ দিয়েছিলে কবি। যা আধুনা বিবেকানন্দ কলেজ নামে পরিিচত। সেখান থেকেও চাকরিচুত্য করা হয়েছিল কবিকে।

কবির জীবনের শেষ চাকরি ছিল হাওড়া গার্লস কলেজের অধ্যাপনা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কলেজের শিক্ষকতা করেছেন। 

এছাড়া গৃহ শিক্ষকতা ও ইন্সুরেন্স কোম্পানীর চাকরিও করেছেন তিনি। কয়েকবার ব্যবসা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। লেখালেখি করেও কিছু টাকা আয় করেছিলেন তখন। একসময় গান লিখে সংসারের অভাব দূর করার চিন্তাও করেছিলেন কবি।

জীবনানন্দ ছিলেন আপাদমস্তক একজন কবি। তাকে দিয়ে জগতের অন্যকাজ হবার কথাও নয়। তিনি পুরোজীবন জুড়ে শুধু লিখে যেতে চেয়েছিলেন। 

কিন্তু বাস্তবতা হল তার রবীন্দ্রনাথের মতো জমিদারি ছিল না, উপার্জন করতে গিয়ে তাকে নাজেহাল হতে হয়েছে।  চাকরি আর অর্থ উপার্জনে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছেন । হয়ত সফল হতেও চাননি ! 

এমন জীবনেও কি এক অপরিমীয় মমতায় আমৃত্যু আকড়ে ধরে ছিলেন কবিতা। ফুটিয়েছেন নিজ সম্রাজ্যে বিশাল বিশাল অট্টালিকা। উপিলব্ধির প্রকাশ তাই করে গেছে তার লেখা আর কবিতায় ।

‘যুগে-যুগে মানুষের অধ্যবসায়

অপরের সুযোগের মতো মনে হয়।

কুইসলিং বানালো কি নিজ নাম— হিটলার সত কানাকড়ি

দিয়ে তাহা কিনে নিয়ে হ’য়ে গেল লাল:

ানুষেরই াতে তবু মানুষ হতেছে নাজেহাল;

পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি।

এ কেমন পরিবেশ রয়ে গেছে সবে

বাকপতি জন্ম নিয়েছিলো যেই কালে.’.

পরিশিষ্ট :

সংক্ষেপে কবির চাকরি জীবন : ৭ টি কলেজে শিক্ষকতা

১. সিটি কলেজ, কলকাতা। টিউটর। ১৯২২-১৯২৭। চাকরিচুত্য। প্রথম চাকরি।

২. প্রফুল্ল চন্দ্র কলেজ,বাগেরহাট। প্রভাষক। ২ মাস ২০ দিন।

৩. রামযশ কলেজ, দিল্লী। ১৯২৯ । অধ্যাপক। চার মাস। চাকরিচুত্য।

৪. ব্রজমোহন কলেজ, বরিশাল। প্রভাষক। ১৯৩৫-১৯৪৬। দেশত্যাগ। দীর্ঘ সময় ধরে চাকরি। প্রায় ১২ বছর ।

৫. খড়গপুর কলেজ। ১৯৫০ শেষের দিকে -১৯৫১ জানুয়ারি। স্বেচ্ছায় অবসর।

৬. বড়িশা কলেজ। ১৯৫২ নভেম্বর-১৯৫৩ ফেব্রুয়ারি । চাকরিচুত্য

৭. হাওড়া গালর্স কলেজ। ১৯৫৩ জুলাই থেকে মৃত্যুর দিন পর্যন্ত। শেষ চাকরি।

পত্রিকার সম্পাদনা : 

১. স্বরাজ। ১৯৪৭। চার মাস পর চাকুরিচুত্য ।

২. দ্বন্দ। সম্পাদক।

 অন্যান্য পেশা

১. টিউশনি

২.ইন্সুরেন্স কোম্পানী

পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

আরো পড়ুন :

২১৩ thoughts on “‘পৃথিবীতে নাই কোন বিশুদ্ধ চাকরি’

  1. Simply want to say your article is as astonishing. The clearness on your submit is simply spectacular and i can assume you are a professional in this subject. Well with your permission allow me to take hold of your RSS feed to stay up to date with coming near near post. Thank you one million and please continue the gratifying work.

  2. Pingback: thaibetlink
  3. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is valuable and all. However just imagine if you added some great visuals or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this site could undeniably be one of the greatest in its niche. Excellent blog!

  4. Unquestionably consider that that you stated. Your favourite justification appeared to be at the net the simplest thing to remember of. I say to you, I definitely get irked even as other folks consider worries that they plainly do not recognize about. You controlled to hit the nail upon the top as well as defined out the whole thing with no need side effect , other people can take a signal. Will likely be back to get more. Thank you

  5. Woah! I’m really enjoying the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between superb usability and visual appearance. I must say you have done a awesome job with this. In addition, the blog loads extremely fast for me on Opera. Exceptional Blog!

  6. Хотите получить идеально ровный пол в своей квартире или офисе? Обращайтесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола в Москве и области, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  7. Ищете надежного подрядчика для механизированной штукатурки стен в Москве? Обратитесь к нам на сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предлагаем услуги по оштукатуриванию стен механизированным способом любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

  8. Hey I am so glad I found your site, I really found you by mistake, while I was researching on Digg for something else, Nonetheless I am here now and would just like to say thank you for a incredible post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to look over it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the excellent job.

  9. медитация чтобы присниться человеку, как присниться человеку без вреда битва
    экстрасенсов 22 сезон участники, битва экстрасенсов, 22 сезон 1 серия рутуб снились карты таро весы собака женщина камень к чему
    снится черт с копытами, разговаривать
    с чертом во сне

  10. 23 февраля депортация чеченцев и ингушей стихи, депортация ингушей на ингушском языке гадание на свече на любимого пульс норма у женщин 50
    лет, давление и пульс норма во сне женился на другой девушке, к чему снится собственная свадьба незамужней девушке можно ли гадать на
    незнакомого человека, можно ли гадать на таро верующим

  11. курить сигареты во сне к чему, к чему
    снится курить одноразку расклады таро на самопознание обозначение карт таро в фазмофобии, карты таро фазмофобия вики к чему снится
    что моешься в холодной бане в каком магазине продается карты таро

  12. к чему снится горящая печь, к чему снится старая печь к чему
    снится слышать новости к чему снится что тебя фотографирует девушка
    двойка жезлов таро значение в отношениях перевернутая расчет планетарно-цевочных редукторов

  13. икона божией матери без младенца,
    икона нерушимая стена в чем помогает
    к чему снится что ты колешь человека
    определите значение записанное в ячейке с2 в ответе
    укажите одно число
    короткая молитва за усопшего родителя
    к чему снится мужчина целует мне ноги

  14. самый сильный оберег для козерога женщины гадание на картах игральных на любовь и их
    значение в домашних условиях
    на будущее ответы у таро новые расклады
    к чему снится стадо оленей, к чему снится
    олень женщине юпитер сатурн уран нептун физические характеристики

  15. бірінші дүниежүзілік соғыс әлем картасын қалай өзгертті, бірінші дүниежүзілік соғыс салдары бакалавриат в турции, обучение в турции
    бесплатно мазмұндама 4 сынып, мазмұндама 5 сынып агугай курбым текст,
    құрбым ай скачать

  16. айтишник зарплата в казахстане, зарплата qa
    в казахстане ханым актобе, ресторан
    ханым актобе казпочта отслеживание, отследить посылку казпочта по трек номеру присвоение звания генерал, указ о присвоении генеральских
    званий 2022

  17. транстелеком актау вакансии,
    казахтелеком вакансии снять квартиру в алматы в районе барахолки, сниму времянку в районе барахолки виза не үшін
    керек, кореяға виза қалай алуға болады что
    любил шокан уалиханов, почему шокан уалиханов сравнивается с блестящим метеором

  18. батырлар 3 құдірет пен сиқыр 3 57 жүктеу менің үніме
    құлақ түр елім текст, жүрміз өлместей өмірге келіп текст газель шымкент туркестан, колеса газель
    тараз аққу туралы мәлімет, аққу қазақстанның
    қандай көлдерін мекендейді

  19. тез бітірудің себептері, ұрық неге
    ағып кетеді іскерлік қарым қатынас ережелері,
    іскерлік қарым-қатынас реферат көзің әдемі сөзің әдемі
    скачать песню, көзің әдемі сөзің
    әдемі скачать speed up рефлекстік әрекетке не жатады, жүйке жүйесінің
    негізгі рөлі қандай

  20. алименты, если ребенок получает стипендию, платят ли алименты после 18 лет, если ребенок учится ресей
    мен украина арасындағы қақтығыс себебі эссе,
    ресей мен украина арасындағы қақтығыс
    2022 дененин массасы олшем бирлиги, денелердің өзара әрекеттесуі нәтижесінде
    не байқалады балапан қаз минус, балапан каз аккорды

  21. іс әрекеттің негізгі компоненттері, педагогикалық іс әрекеттің
    мәні ұйықтар алдындағы тілек,
    ұйықтар алдында оқылатын сүрелер беташар как проводится, беташар видео
    қатты сағындым скачать,
    ернар айдар не дейсің скачать

  22. аниондарға сапалық реакциялар, аниондарға сапалық реакциялар слайд kaspi bank call center, kaspi gold дегустация алматы, дегустация виски алматы айфон 12
    цена в караганде сулпак, айфон 11 цена в
    караганде сулпак

  23. қазақстан мейірімділік мекені эссе, мектеп мейірім мекені эссе тау торговый центр саратов,
    леонардо в алматы каталог вышивка крестом
    virgin star казакша, virgin star как применять айналмалы қозғалыс үшін динамиканың негізгі заңын көрсетіңіз,
    айналмалы қозғалыс дегеніміз не

  24. самая прибыльная компания в мире 2022, самая дорогая компания в мире роуминг билайн россия казахстан, роуминг билайн как подключить mona songz уақыт аккорды, зырлайды уақыт
    зулайды екен артына мойын бұрмайды екен каракесек кияли,
    каракесек музыка скачать

  25. пик талгар маршруты, пик талгар на карте мәслихат
    депутаты неше жылға сайланады, мәслихат депутаты болып сайлана
    алады қыздық салдыру қызылорда, жасанды кыздык салу шымкент
    адам қаңқасының құрылысы.
    тірек-қимыл жүйесінің маңызы мен қызметтері, тірек қимыл жүйесінің бұзылуы

  26. оценка состояния новорожденного по шкале апгар проводится, скрининг
    детей рк города и села казахстана, древние города казахстана
    формативные задания для 5 класса, сор мир
    фантазий 5 класс ақша құн өлшемі ретінде, төлем құралы

  27. сөз дәлдігі деген не, сөздің дәлдігі ойдың айқындылығы эссе ламинат караганда, стройдекор караганда
    каталог менталист смотреть онлайн 3
    сезон 1 серия, менталист 1 сезон 7 серия купить дом наурызбайский район карагайлы, участки в карагайлы алматы

  28. жк на райымбека алматы, жк райымбек отдел продаж делла
    шымкент, делла шымкент алматы басқарушылық шешім қабылдау, басқарушының шешім қабылдау стратегиясы және
    тактикасы білім заңы тест, заң бойынша тест сұрақтары жауаптарымен

  29. үкі тағу, үкі тағу ұзату мсфо 38 нематериальные
    активы рк, амортизация нематериальных
    активов рк gece gece текст турецкий, gece gece
    девушка поёт взрывные котята дополнение, взрывные котята правила

  30. поэзия жинағы текст, мұқағали
    мақатаев поэмалар жинағы баққа қара, бағына бір қара мұрын аймағы,
    мұрыннан қан кету диагностикасы география тест 8 сынып 1 тоқсан, 8 сынып география тест жаңартылған бағдарлама

  31. охота на фазана алматы, весенняя охота на утку 2023
    в казахстане доллар онлайн на бирже, онлайн торги касе дом отдыха шахтер
    каркаралинск цены 2023, дом отдыха шахтер каркаралинск официальный сайт бауырлар 126бөлім қазақша, бауырлар телехикаясы 37бөлім

  32. какие бывают магические числа почему мне
    снится война на которой я не были
    гороскоп на 21 год для скорпионов
    к чему снится человек с субботы на воскресенье знакомый парень
    к чему снится умерший дает много денег

  33. латын әліпбиіне көшуге қарсы пікірлер, латын әліпбиіне көшу артықшылығы money express контакты, тоо мфо экспресс займ контакты түркия туралы эссе,
    түркия қаласы туралы мәлімет армянские костюмы на прокат, прокат
    национальных костюмов алматы

  34. красноярск подработка с ежедневной
    оплатой для женщин в красноярске советский
    район подработка оператором 1с спб рассылку вакансий работы на дому заработка
    денег в интернете от 1000 рублей в день без вложений

  35. нөлдік срез 8 сынып физика, физика нөлдік бақылау 9 сынып біздің
    көшедегі көліктер көркем әдебиет, көліктер сөйлеуді дамыту балабақшада қатты майлар, майлар адам организміндегі маңызы қандай недвижимость караганда олх, олх караганда квартиры 1 комнатные

  36. неліктен шай сатып алуды армандайсыз, психологиялық сауалнама
    ата аналарға жасыбай отдых
    цены 2022, дом отдыха факел баянаул цены алэс антикор,
    руководство алэс көлденең сызық перевод на русский, сәулет қала құрылысы
    және құрылыс қызметі туралы

  37. философия кызметтери, философия функциялары аварийная
    пкск костанай, аварийная служба водоканал крупнейший интернет-магазин сша, американские
    сайты одежды с доставкой в казахстан центр семьи
    семей, насилие в алматы

  38. сан есімнің мағыналық түрлері тапсырмалар, сан есімнің мағыналық түрлері на русском управление
    сельского хозяйства мангистауской области, упр сельского хозяйства
    номер избирательного участка, номер избирательного участка по адресу алматы үйрену түрлері,
    үйрену мен оқыту ұғымдарының өзара байланысы

  39. отдых в оаэ шарджа цены, отдых в оаэ в
    ноябре цены на путевки chicken музыка скачать, shut up chicken extended mix скачать экологические маршруты казахстана,
    экологический туризм в казахстане эссе үш арсыз,
    үш арсыз кім айтты

Leave a Reply

Your email address will not be published.

x