’অনেক বছর আগে’

শিল্পিত পারু alordeshe

শিল্পিত পারু’র কবিতা

অনেক বছর আগে

অনেক বছর আগে এইসব গান আমি শুনেছি

এরপর নেমে গেছি পথে

হাড় আর হা ভাতের খোঁজে

তারপর সেই সুর মিলিয়েছে কবে 

তারা আর জোনাকির রং

কবে কখন কোথায় পড়েছে ঝরে জানিনি;

সেসব সোনালী দুপুর আর গেছো পাখিদের ডিম

কতদিন খুঁজে খুঁজে ক্লান্ত হই নাই

তারপর বটের গোড়ায় বসে দখিনের বাতাসে

পাড়ার বৃদ্ধার বলিরেখা হয়েছে মলিন ;

বুলবুলির মুখে লাল ফল আর দুটো গরু কেমন চরিতেছে মাঠে

এমন দুপুর গড়ানো বিকেল কখনো আসে নাই

যেদিন হয়নাই দেখা সাদা ঘুঘুটির মুখ ;

এরপর ঘরে ঘরে জ্বলেছে আগুন

আমিও ফিরেছি ঘরে ঝিঙে আর কবুতরের সাথে

তারপর কেটে গেছে বহুকাল 

এখনও শুকনো নদী ম্লান মুখে চেয়ে আছে ঠিক

এখন এই ইটের অরণ্যে আঁকি সেই সব পাখিদের চোখ

এইখানে বটের ছায়ার মতো ঝুলে থাকা দেয়ালের বুকে

শহরের আলোয় স্নিগ্ধ বুড়ির মুখ ফুটে ওঠে! 

আমি এখনও ফিরি ঘরে

এখনও পাখি গায়, এখনও লাল গাভি চরে মাঠে

আমার তবু হয় না ছোঁয়া বুড়ির কোচকানো মুখ !

অবিরল কত আশা কত স্বপ্ন ছোঁয়ার সুখে

এইসব সবুজ ঘাস আর বটের বাতাস ফিরে ফিরে আসে !

শিল্পিত পারু

বাড্ডা

আরো কবিতা :

অভিমানী গাছ’ শিল্পিত পারু’র কবিতা

‘বাড়ির জবা গাছটা’

১০ thoughts on “’অনেক বছর আগে’

Leave a Reply

Your email address will not be published.

x