শিল্পিত পারু’র কবিতা
অনেক বছর আগে
অনেক বছর আগে এইসব গান আমি শুনেছি
এরপর নেমে গেছি পথে
হাড় আর হা ভাতের খোঁজে
তারপর সেই সুর মিলিয়েছে কবে
তারা আর জোনাকির রং
কবে কখন কোথায় পড়েছে ঝরে জানিনি;
সেসব সোনালী দুপুর আর গেছো পাখিদের ডিম
কতদিন খুঁজে খুঁজে ক্লান্ত হই নাই
তারপর বটের গোড়ায় বসে দখিনের বাতাসে
পাড়ার বৃদ্ধার বলিরেখা হয়েছে মলিন ;
বুলবুলির মুখে লাল ফল আর দুটো গরু কেমন চরিতেছে মাঠে
এমন দুপুর গড়ানো বিকেল কখনো আসে নাই
যেদিন হয়নাই দেখা সাদা ঘুঘুটির মুখ ;
এরপর ঘরে ঘরে জ্বলেছে আগুন
আমিও ফিরেছি ঘরে ঝিঙে আর কবুতরের সাথে
তারপর কেটে গেছে বহুকাল
এখনও শুকনো নদী ম্লান মুখে চেয়ে আছে ঠিক
এখন এই ইটের অরণ্যে আঁকি সেই সব পাখিদের চোখ
এইখানে বটের ছায়ার মতো ঝুলে থাকা দেয়ালের বুকে
শহরের আলোয় স্নিগ্ধ বুড়ির মুখ ফুটে ওঠে!
আমি এখনও ফিরি ঘরে
এখনও পাখি গায়, এখনও লাল গাভি চরে মাঠে
আমার তবু হয় না ছোঁয়া বুড়ির কোচকানো মুখ !
অবিরল কত আশা কত স্বপ্ন ছোঁয়ার সুখে
এইসব সবুজ ঘাস আর বটের বাতাস ফিরে ফিরে আসে !
শিল্পিত পারু
বাড্ডা
정품 비아그라,비아그라구매,비아그라구입,처방전없이 초간편주문.합리적인가격.비아그라 퀵배송,비아그라온라인약국,시알리스.각종 발기부전치료제 판매 전문 온라인스토어 13년동안 단 1건도 가품판매에 관한 스캔들이 없는 믿을수 있는 스토어 입니다.
Google had a ‘Kodak moment’ last year as Micr광명출장마사지osoft takes lead in AI, strategist says
Better than a doughnut? Delia Smit부천출장안마h dishes up a deep-fried jam sandwich
double work efficiency
smooth jazz instrumental music
Artikel yang sangat berkualitas.
klasemen piala efl
This is a great resource. Thanks for putting it together!