
পারভেজ সেলিম ।।
ইসলামের ইতিহাস, ঐতিহ্য নিয়ে বিশাল ক্যানভাসে সিনেমা কিংবা টিভি সিরিজ নির্মাণে আরব দেশেগুলো সবসময় এগিয়ে। বেশ কিছু বছর ধরে ইসলাম নিয়ে বানানো অসংখ্য ওয়েব সিরিজ কাঁপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া। কিন্তু এর শুরুটা সম্ভবত কিছুদিন আগে শুরু হয় টেলিভিশন দিয়ে।
হাতেম আলী নামের এক সিরিয়ান পরিচালক নির্মাণ করেন অসাধারণ এক সিরিজ ‘উমর ইবনে খাত্তাব’। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের ১৮ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল নিয়ে বানানো এই অসাধারণ সিরিজ। এটি নির্মিত হয় ২০১২ সালে। যেখানে উঠে এসেছে ইসলামে প্রথমদিকের সময়ের সকল ঘটনা। প্রচারের পর সিরিজটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
খলিফা উমরের হজ্জ করতে আসা দিয়ে শুরু হয় সিরিজটি। যখন তিনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। মক্কায় থেকে ফিরে যাবার সময় উটের পিঠে বসেই তিনি স্মৃতিকারত হয়ে পড়েন,তার স্মৃতিতে ভেসে ওঠতে থাকে ইসলামের প্রথম দিককার একের পর এক ঘটনা। শুরুটা হয় যখন উমর ছিলেন অমুসলিম এবং ইসলামের ঘোর বিরোধী।
এরপর একে এক আগাতে থাকে গল্প। মোট ৩১ টি পর্বে ইসলামের প্রথম যুগের প্রায় সবকিছুই উঠে এসেছে বিস্তারিত ভাবে। তবে এটা দেখতে বসে আপনি হয়ত ‘ম্যাসেঞ্জার অফ গড’ সিনেমার সাথে কিছু মিল পেতে পারেন কারন এই গল্পটিও সেই একই রকমভাবে বলা হয়েছে।
প্রায় ৪২০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত সিরিজটি আরবি ভাষায় নির্মিত এযাবৎকালের সবচেয়ে ব্যয়হুল টিভি সিরিজ। প্রায় ৩০ হাজার কলাকুশলি ৩০০ দিন ধরে শুটিং করে এটি নির্মাণ করেছেন। ১০ দেশের যোগ্য কর্মীরা যুক্ত হয়েছিল এই বিশাল কর্মযজ্ঞের সাথে। সিরিজটি সকল দৃশ্যের শ্যুটিং হয় মরোক্কোতে ।
মিডিল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার এটি প্রযোজনা এবং সম্প্রচার করেছিল। সৌদিআরব, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া সহ অনেক মুসলিম দেশে এটি জনপ্রিয় হয়েছিল হয়েছে। এখন ইউটিউবে অথবা বিঞ্জ অ্যাপে সব পর্বগুলোই পাওয়া যাবে। চাইলে দেখে নিতে পারেন ।
খলিফা উমরের চরিত্রে অভিনয় করেন সিরিয়ান অভিনেতা সামের ইসমাইল তবে তার চরিত্রটিতে কন্ঠ দিয়েছেন আসাদ খলিফা নামের অন্য আরেকজন কন্ঠ শিল্পী ।
আর আবু বক্কর চরিত্রে অভিনয় করেছেন সিরীয় পরিচালক এবং অভিনেতা ঘাসান মাসুদ। ‘কিংডম অফ হ্যাভেন’ সিনেমাটি যারা দেখেছেন তার হয়ত চিনবেন এই অভিনেতাকে। সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চার খলিফার বাকি দুইজন উসমানের চরিত্রে তামের আল আরবেদ আর আলীর চরিত্রে অভিনয় করেছেন ঘানেম জিরিল ।
সিরিজিরটি আবহ সঙ্গীত খুবই দুর্দান্ত। তুর্কি মিউজিশিয়ান ফাহির আতাকোগলু এই অসাধারন কাজটি করেছেন। এর আগে তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানের সঙ্গীত করে তিনি খুব নাম কুঁড়িয়েছিলেন।
‘উমর’ সিরিজটি প্রচারের পর থেকেই শুরু হয় বিতর্ক, আলোচনা আর সমালোচনা। পক্ষে বিপক্ষে নানা মত দাঁড়িয়ে যায়। সিরিজটি নিয়ে অধিক বিতর্কের প্রধান কারণ ছিল চার খলিফার প্রত্যক্ষ চরিত্রায়ন, যা পূর্বের কোন সিরিয়ালে করা হয় নি। এছাড়া আবু বকরের মৃত্যুর পূর্বের একটি দৃশ্যে বিবি আয়েশাকে ছায়া আকারে তার পিতার সঙ্গে নিঃশব্দে আলাপরত অবস্থায় দেখানো হয়। নবী,তার পরিবার ও সাহবীদের এভাবে দেখানো নিয়ে দ্বিমত আছে আলেমদের মধ্যে।
এছাড়া সিরিজে বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালাফকে নিজ হাতে হত্যা করতে দেখা যায় বিলালকে কিন্তু ঐতিহাসিকদের মতে নিজে নয় বিলালের নির্দেশে তাকে হত্যা করেছিল দুজন আনসার।
এরকম কিছু ঐতিহাসিক বিষয়ে সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান ও ইসলামিক ব্যক্তি।
তবে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, এই সিরিজটি তৈরির আগে মিশরের পণ্ডিত শেখ ইউসেফ আল-কারাদাউয়ি’সহ ইসলামের বড় বড় পণ্ডিতদের সাথে আলোচনা করে তাঁদের সম্মতি নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে বিতর্কের অবকাশ থাকে না।
বির্তককে বাদ দিয়ে আপনি যদি ইসলামের সেই প্রাথমিক অবস্থাটা দেখতে চান তাহলে অবশ্যই এই সিরিজটি আপনাকে আনন্দ দেবে। ইসলামের প্রথম সময়ে অনেক ঘটনা খুব সহজেই জানার সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে ‘উমর ইবনে খাত্তাব’ সিরিজটি।
পারভেজ সেলিম
লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী
ভিডিও সৌজন্যে : Banglabox
비아몰 정품 비아그라 구매 사이트 정품비아그라 5mg 가격
I was pretty pleased to discover this great site. I need to to thank you for your time for this particularly fantastic read!! I definitely appreciated every part of it and I have you book marked to see new stuff on your blog
You are my breathing in, I possess few web logs and rarely run out from to brand.
"উমর : ইসলামের দ্বিতীয় খলিফার জীবনী" checkout my nice website https://www.webonline.fr/
정품 비아그라,비아그라구매,비아그라구입,처방전없이 초간편주문.합리적인가격.비아그라 퀵배송,비아그라온라인약국,시알리스.각종 발기부전치료제 판매 전문 온라인스토어 13년동안 단 1건도 가품판매에 관한 스캔들이 없는 믿을수 있는 스토어 입니다.
From some point on, I am preparing to build my site while browsing various sites. It is now somewhat completed. If you are interested, please come to play with safetoto !!
비아그라 먹으면 나타나는 증상
비아그라는 남성의 발기 부전 치료에 사용되는 약물입니다. 모든 약물과 마찬가지로 일부 사람들에게는 부작용이 발생할 수 있습니다. 비아그라 복용의 가장 흔한 부작용은 다음과 같습니다.
비아그라(실데나필)는 남성의 발기부전 치료에 사용되는 약물입니다. 비아그라 자주 먹으면 의사의 감독 없이 정기적으로 비아그라를 복용하는 것은 권장되지 않으며 심각한 부작용을 일으킬 수 있다는 점에 유의해야 합니다.
의료 제공자의 지시에 따라 복용하는 경우 비아그라는 일반적으로 내약성이 우수하고 안전합니다. 비아그라를 복용하는 남성들이 보고하는 가장 흔한 부작용으로는 두통, 안면 홍조, 소화불량, 코막힘, 시력 변화(예: 시력에 푸른 색조가 나타나거나 파란색과 녹색을 구별하기 어려움)가 있습니다. 이러한 부작용은 보통 경미하거나 중등도이며 몇 시간 내에 사라집니다.
약국에서 비아그라 파나요? 많은 국가에서 비아그라(실데나필 구연산염)는 면허가 있는 의료 제공자의 처방전이 있어야만 구할 수 있으며 약국에서는 일반적으로 비아그라를 조제하기 위해 유효한 처방전이 필요합니다. 그러나 일부 국가에서는 비아그라 및 기타 유사한 약물을 처방전 없이 구입할 수 있습니다. 비아그라가 처방전 없이 구입할 수 있는지 또는 처방전이 필요한지 확인하려면 해당 지역의 규정을 확인하는 것이 가장 좋습니다. 어쨌든 비아그라나 다른 발기부전 치료제를 사용하기 전에 의료 제공자와 상담하는 것이 좋습니다.
If you have concerns about your sexual health or experience erectile dysfunction, I suggest you talk to your doctor or a qualified healthcare 비아그라 구매 professional who can provide you with appropriate advice and treatment options.
Naver ID sales price list We do not 네이버 아이디 판매sell unusable IDs, real-name authentication IDs, or hacking IDs. Buy with confidence.