‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’: অনুসন্ধান ও আমাদের সাংবাদিকতা!

পারভেজ সেলিম
পারভেজ সেলিম ।

আলজাজিরা টেলিভিশন গত ১ ফেব্রুয়ারি, ২০২১ ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’ নামে একটি অসামান্য অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। প্রচারিত হবার কয়েক ঘন্টার মধ্যে প্রতিবেদনটি আমি দেখি। রাত তখন গভীর। আমি ভালো কিছু দেখলে প্রথমে একটু ‘থ’ হয়ে যাই। এবারও তাই হয়েছি। নিজে এক দশকের বেশি সময় ধরে অনুসন্ধানমুলক টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সাথে জড়িত।ক্যারিয়ারের পুরোটাই এর পিছনে ব্যয় করেছি। বাংলাদেশকে নিয়ে এমন সুনির্মিত টেলিভিশন অনুসন্ধান আমি আর দেখিনি। এটি আমার দেখা ‘বাংলাদেশকে নিয়ে’ শ্রেষ্ঠ টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদন, যদিও এটি নেতিবাচক।

আলজাজিরা একটি কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল

সত্য বড় কঠিন :

আমরাও তো প্রতিদিন নানা বিষয় নিয়ে অনুন্ধানী প্রতিবেদন ৈরি করি। সিনেমা বানানোর মতোই একটা টিম ওয়ার্ক হিসেবে বিবেচনা করি এসব বড় প্রতিবেদনকে। তবে এটি সিনেমা নয়, সাংবাদিকতা। নির্মাণ কৌশল ভিন্ন হতে পারে কিন্তু মুল ক্রেতা দর্শক। তাদের আকৃষ্ট করাই মুল লক্ষ্য। সিনেমা হয় গল্প দিয়ে আর সাংবাদিকতা হয় তথ্য-প্রমাণ দিয়ে। গ্যাব্রিয়াল মার্কেজের মতে ‘সাংবাদিকতাও একটি শিল্প’। এই নিয়ে বির্তক চলমান এবং সেটাই সুস্থতার লক্ষণ।

সে যাই হোক, কবে আমরা এমন প্রতিবেদন তৈরি করতে পারবো, তা ভেবে মনে মনে আবসোস হলো, কিছুটা হিংসেও হল। সাথে আমরা যে মাধ্যমে কাজ করি তার ক্ষমতার এমন বহি:প্রকাশ দেখে ভিতরে ভিতরে খুব গর্বও অনুভূত হল। সাথে সাথেই আমি আমার টিমের সদস্যদের সাথে শেয়ার করলাম প্রতিবেদনটি দেখার জন্য। দিনের আলো যত গড়াতে থাকলো তত এর রুপ-রস-গন্ধ নানা আঙ্গিকে ছড়িয়ে পড়তে লাগলো। 

সেসময়ের সেনাপ্রধান জেনারেল আজিজ

কঠিনেরে ভালোবাসিলাম:

দেশের সেসময়ের সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার খুনি পলাতক আসামী ভাইয়েরা এই অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে। নানা তথ্য উপত্ত দিয়ে সেনাপ্রধানের দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহার প্রমাণের চেষ্টা করেছে আলজাজিরার অনুসন্ধানী দল। কিভাবে সেনাপ্রধান নিজের প্রভাব খাটিয়ে ও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে সুসম্পর্কের ইমেজ ব্যবহার করে, পলাতক খুনি ভাইদের রক্ষা করছেন এবং তাদের অপরাধমুলক কর্মকান্ডে সহায়তা করে যাচ্ছেন, সেটাই প্রতিবেদনের মুল লক্ষ্য বলে মনে হয়েছে। আরেকটি অংশে ইসরাইল থেকে গোপনে আড়িপাতার একটি প্রযুক্তি কেনার তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে ।

পুরো প্রতিবেদনে কিছু অসংগতি চোখে বাধে, তবে মুল বিষয়কে তা কোনভাবেই আড়াল করে না। ক্ষমতায় থাকা অবস্থায় কোন সেনাপ্রধানকে নিয়ে এদেশে এমন কোন অনুসন্ধান কখনো হয়েছে বলে আমার জানা নাই। 

‘তিনভাইকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সাথে তার সুসম্পর্ককে ব্যবহার করেছেন সেনাপ্রধান’।

দেশের সংবাদ মাধ্যম যখন অনেকটা অনুগত সংবাদ প্রচার করছে, তখনই সরকার বিব্রত হতে পারে এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হলো বিদেশী সংবাদ মাধ্যমে। দেশের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেনীর মধ্যে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

তবে নিম্নবিত্ত শ্রেনীর মধ্যে এর তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। ধারণা করা যায় করোনায় জীব জীবিকা নিয়ে ারা এতটাই দু:চিন্তায় ছিলেন যে দেশের এসকল দূর্নীতি নিয়ে বিচলিত হবার কারন তারা খুঁজে পায়নি। 

আমি রাজধানীর কয়েকজন রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলতে গিয়ে তাদের বিরক্তির কারণ হয়েছি। বিষয়টি তারা খুব বেশি জানে না এবং গুরুত্বপুর্ন বলে মনে করেননি। একজন সেনাপ্রধান তার ভাইকে বাঁচাতে কিছু অনিয়মের আশ্রয় নিয়েছে, এটা তাদের কাছে ‘স্থানীয় চেয়ারম্যানের চাল চুরি’র মত ব্যাপক আলোড়ন তুলতে ব্যর্থ হয়েছে।

সাংবাদিকদের চিৎকার :

প্রচারের পর সবচেয়ে বেশি বিচলিত হয়ে উঠলেন দেশের সাংবাদিকেরা। সেটা ইতিবাচকভাবে নয় নেতিবাচকভাবে। সবচেয়ে বেশি কথা বলা শুরু করলেন সাংবাদকর্মীরাই। অনেকেই চ্যালেঞ্জের সুরে ঘুরিয়ে প্যাঁচিয়ে বলতে থাকলেন ‘এটি কোনো অনুসন্ধানী প্রতিবেদনই হয়নি’।

দেশের টিভি চ্যানেলগুলো বিশেষ করে বিটিভি ও তিনটি বেসরকারি টিভি চ্যানেল সামর্থ্য অনুযায়ী ঘন্টায় ঘন্টায় তাদের ‘অনুসন্ধানী প্রতিবেদন’ প্রচার শুরু করলো। যাতে দেখা গেল  প্রতিবেদন তৈরিতে পিছনের কারিগরদের ব্যাপারে ‘ব্যাপক অনুসন্ধান’। প্রতিবেদনে কি বলা হয়েছে তা নিয়ে কথা বলতে খুব আগ্রহ দেখা গেল না।মুল লক্ষ্য যেন কে বলেছে তার উপর, কি বলেছে তার উপর নয়। 

অ দ্যা প্রাইম্যানিস্টার'উ ম্যান আলোরদেশে
১ ফেব্রু,২১ আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন

টেলিভিশন দেখতে বসে দেশের সাধারন মানুষ প্রথমে হোঁচট খেলো। তার দেখতে থাকলো, আলজাজিরা আগে কি কি অন্যায় করেছে? কে এই সামী? ডেডিড বার্গম্যান ও তাসনিম খলিল কেন এসব করছে তা নিয়ে নানা প্রতিবেদন। যে দর্শক তখনও আলজাজিরার মুল প্রতিবেদনটি দেখেননি তাদের বুঝতে খুব কষ্ট হল, সমস্যাটি কি? কেন টেলিভিশনগুলো এসব কথা বলছে। কারন তারা প্রতিবেদনটির বিষয় নিয়ে কোন কথা বলছে না। তার ভিতর কি আছে সেটা নিয়ে কোন তথ্য না দিয়ে শুধু  আলজাজিরা ও প্রতিবেদেন তৈরিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে। 

সাধারন মানুষের কাছে এই প্রতিবেদনটির খবর পৌছায় দেয় দেশীয় টিভি চ্যানেলগুলো, আলজাজিরা নয়। এরপর দর্শক ইউটিউব ও অন্যান্য মাধ্যমে গিয়ে দেখতে শুরু করে আসল প্রতিবেদনটি। একবছর পর শুধু আলজাজিরার ইউটিউবে রিপোর্টটি ইংরেজিতে ৮৩ লক্ষ আর বাংলায় ৪৩ লক্ষ মানুষ দেখেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে ।

এসময়ের সাংবাদিকতা :

দেশের ৪০ টি টিভি চ্যানেল, অসংখ্য পত্রিকা ও অনলাইন পোর্টাল আছে। গত ৫০ বছর ধরে কতটি এমন অনুসন্ধান প্রকাশ করেছে তা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, কিন্তু তাতে বেশি লাভ হবে না।কারন এর সংখ্যা নিহাত কম। 

আলজাজিরার রিপোর্টটিকে খুবই দুর্বল একটি প্রতিবেদন হিসেবে প্রমাণের চেষ্টায়, সাংবাদিক নাইমুল ইসলাম খান, ইসতিয়াক রেজা ও একাত্তরের ফারজানা রুপা সবচেয়ে এগিয়ে ছিল মনে হয়েছে। তাদের কথার মুল অংশটাই তারা ব্যয় করেছে অনুসন্ধানের ভুলক্রুটি ধরার জন্য। প্রতিবেদনটিতে যা প্রমানিত হয়েছে তা নিয়ে তাদের বাক্য ব্যয় করতে দেখা যায়নি। কিংবা কিভাবে আইনের লংঘন হলো, কাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত তা নিয়ে কথা বলতে তারা উৎসাহ বোধ করেননি।

কয়েকজন সাংবাদিক তাদের মুল উৎসাহ ও শ্রম খরচ করছে ‘এটা কিছু হয়নি’ ধরনের প্রচারণা চালাতে। যেন দেশে প্রতিদিনই এর চাইতে ভালো মানের যে কয়েক ডজন অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ পায় তার কাছে এ্‌ই রির্পোট কিছুই না! নামকরা সাংবাদিকদের এমন আচরণ দেখে ব্যাপারটা স্পষ্ট হয়, এই সময়ের সাংবাদিকতা এক চরম দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

কি হলো তারপর ?

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ প্রকাশ করা হলো। আইএসপিআর থেকে একটা প্রতিবাদ করা হল। তাতে বলা হল, এসব মিথ্যে বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। সরকার আলজাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার কথা জানালো। কিছুদিন পর পুলিশ সদর দপ্তর থেকে প্রতিবাদলিপি দেয়া হল। দুর্নীতি দমন কমিশন থেকে জানাো ল এখানে কোন দূর্নীতি হয়নি। যাদের তদন্ত করার কথা, যাদের বিষয়টি খতিয়ে দেখার কথা, তারাই করছে প্রতিবাদ।

টেলিভিশনগুলোর সংগঠন ডিরেক্টরস গিল্ড প্রতিবাদ জানিয়ে বলেছে রিপোর্টটিতে ‘সাংবাদিকতার নীতি নৈতিকতা মানা হয়নি’। রিপোর্টের গভীর বিশ্লেষনের চাইতে, কারা বলল তাদের পিছনে লেগে গেল টেলিভিশন ও পত্রিকাগুলো। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে যারা চুপ করে থাকলো কিছুই বলল না। 

সামি ছন্দনামের হুইসেল ব্লোয়ার

একটা উদাহরণ দেয়া যাক।

ডিবিসি একটি নিউজ করেছে ৮ ফেব্রুয়ারি তারিখে। তাদের ফেসবুক পেজে তা প্রকাশ করেছে ‘বেরিয়ে আসছে থলের বিড়াল’ কে এই সামি? রিপোর্টটি করেছে আরিফুল ইসলাম। দীর্ঘদিন সাংবাদিকতা করেন তিনি। ভালো মেধাবি সাংবাদিক হিসেবে নাম আছে তার। সেখানে সামি আগে কি কি অপরাধ করেছে তা জানানো হয়েছে। কিভাবে ক্যাডেট কলেজ থেকে বের করে দেয়া হয়েছে। তার বাবা তাকে কেন ত্যাজ্য করেছে। তাকে র‍্যাব ধরেছিল কিনা? 

আড়াই মিনিটের রিপোর্টে একটা ছবি, পাসপোর্টের কপি আর বন্ধুদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে পুরো প্রতিবেদন দেখানো হলো। জানানো হলো সামি নাম পাল্টিয়েছে বহুবার। প্রমাণ ছাড়া কারো বক্তব্য ছাড়া পুরোটাই নিজে বলে গেলেন রিপোর্টার।এখানে নীতি নৈতিকতা োন তোয়াক্কা করা হলো না। সামির বক্তব্য জানার চেষ্টা করেছিলেন কিনা সেটাও জানানো হয়নি রিপোর্টে। 

কারো বিরুদ্ধে এমন একপাক্ষিক সংবাদ পরিবেশন করাতে আমার কেউই বিষ্মিত নই। কারন দেশের প্রতিটি চ্যালেন প্রায়ই এমন কাজ করেন। আমরা তাতে অভ্যস্ত। কেউ কেউ অবশ্য যার বিরুদ্ধে রিপোর্ট তার বক্তব্য নেয়ার একটু চেষ্টা করেন।কিন্তু এক্ষেত্রে তার ছিঁটেফোটাও দেখা গেল না।

একই বিষয়ে রিপোর্ট করছেন একাত্তর টিভির নাজনীন মুন্নী। তিনিও একই দোষে দুষ্ট। এরকম আরো অনেকে প্রতিবেদন করেছেন, সবার নাম মনে করতে পারছিনা। আলজাজিরার রিপোর্টিতে নীতি নৈতিকতা মানা হয়নি বলে মুখে ফেনা তোলা সাংবাদিকেরা খুব অনায়াসে নিজেদের রিপোর্টে দ্বিগুন তিনগুন নীতি নৈতিকতা বিসর্জন দিতে থাকলেন।  

সবচেয়ে মজার ব্যাপার হল রিপোর্টটি প্রকাশ করার পর অন্য কোন পেশাজীবী বা রাজনৈতিক নেতাকর্মী নয়, সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে সাংবাদিকরাই। সবচেয়ে বেশি প্রতিবাদ, সবচেয়ে বেশি চিৎকার করেছে সাংবাদিকেরাই। অন্য কোন পেশার মানুষ কেন এতটা বিচলিত হননি তা কিন্তু খুবই চিন্তাকার্ষক।

এমনকি সরকার পক্ষের সংগঠনগুলোএ তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি। সাধারন মানুষতো কোন প্রতিক্রিয়াই দেখাইনি। নিম্ন আয়ের সাধারণ মানুষের সাথে কথা তো আগেই বলেছি , তারা খুব বেশি উদ্বিগ্ন নন।

সাংবাদিক তাসনিম খলিল

কেন সাংবাদিকেরা যুদ্ধ ঘোষণা করলো এই রিপোর্টির বিরুদ্ধে। রিপোর্টিতে যদি অন্যায় বা অপরাধ হয়ে থাকে তাহলে সেই তথ্য ধরে প্রতিবেদন করাই যুক্তিযুক্তি ছিল। তা হয়নি। আমি এখন আলজাজিরা প্রতিবেদনে উঠে আসা অনেক তথ্যের সঠিক উত্তর কোন সংশ্লিষ্ঠ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে থেকে পাইনি। যা পেয়েছি সব আশেপাশের বন্ধু বা কলিগের কাছ থেকে।

আমার আশেপাশের মানুষগুলো গোপনে চালাচালি করেছে, চায়ের আড্ডায় হয়ত গোপনে কথা বলছে কিন্তু সামাজিক মাধ্যমে কেউ কোন কথা বলেনি। পক্ষে বিপক্ষে কোন দিকেই অবস্থান নিতে দেখা যায়নি। এক বিশেষ চাপা নীরবতা পালন করা শুরু হয়েছে এ দেশের সাধারন মানুষের মধ্যে।পরিবারের অভিভাবকেরা নির্দেশণা দিয়েছেন যেন এসব ব্যাপারে কেউ কোন কথা না বলে।

ডেভিড বার্গম্যান

আরো রিপোর্টের গুজব: 

আলজাজিরা আরো ছয়টি এমন অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করবে বলে একটা গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়লো।গুজব সবসময় অসত্যই হয়। কিন্তু দেশে এমন উচ্চমান সম্পন্ন আরো অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে বলে মনে করে অনুসন্ধানী সাংবাদিকার সাথে জড়ি অনেকেই। 

তনু হত্যা কিভাবে হলো? এখানে কি সেনাবাহিনীর কোন হস্তক্ষেপ ছিল কিনা? সাগর-রুনির হত্যাকান্ডের তদন্ত কেন আটকে আছে? শেয়ার বাজার ধ্বসের পিছনে কোন সংঘবদ্ধ চক্র কাজ করছে? কারা দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাঠাচ্ছে? কারা কারা কানাডা মালেশিয়ায় বাড়ি বানাচ্ছে? এরকম আরো অসংখ্য বিষয় আছে যা নিয়ে তুলকালাম অনুসন্ধান করা যেতে পারে বলে অনেকে মনে করে। কিন্তু এদেশে কেউ এসব বিষয়ে প্রতিবেদন করবেনা। কেন? তার উত্তরটা হয়ত খুব সহজ, তবে এই সময়কালকে বোঝার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ন।

গোল্ডফিশ মস্তিষ্ক ও আমাদের সংস্কৃতি

রিপোর্টটি গতবছর প্রচারের পরেই ভীষণ আলোড়িত হয়ে লিখতে বসেছিলাম। কিন্তু শেষ না করেই রেখে দিয়েছিলাম। একবছর পর দেখছি গোটা বাংলাদেশ ভুলে গেছে ব্যাপারটি। এক বছরে বিশেষ কিছু ঘটেনি। সেনাপ্রধানের সহজ স্বাভাবিক প্রস্থান হয়েছে। বিশেষ কোন পদক্ষেপের কথা শোনা যায়নি।সাধারন মানুষের মত আমরাও ভুলে গেছি দ্রুত। গোল্ডফিশের মতো স্বল্প স্মৃতিশক্তি সম্পন্ন বলে বাঙালীর প্রচার আছে বাজারে। প্রচারটি হয়ত মিথ্যে নয়।

তবে অনুসন্ধানী সাংবাদিকতার এমন মজবুত ও গভীর প্রতিবেদন নির্মাণ আমাকে মুগ্ধ করেছিল, সেই মুগ্ধতা এনও কাটেনি। আজ ১ ফেব্রুয়ারি আলজাজিরার রিপোর্টটিকে তাই স্মরণ করছি শ্রদ্ধা ভরে।

পারভেজ সেলিম

লেখক , সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

ভিডিও সৌজন্যে : Al Jazeera

আরো পড়ুন:

৩৯৯ thoughts on “‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’: অনুসন্ধান ও আমাদের সাংবাদিকতা!

  1. I’m impressed, I need to say. Really hardly ever do I encounter a weblog that’s each educative and entertaining, and let me inform you, you’ve hit the nail on the head. Your thought is outstanding; the issue is something that not enough individuals are speaking intelligently about. I’m very comfortable that I stumbled across this in my seek for one thing referring to this.

  2. דירות דיסקרטיות בתל אביב מציעות חוויה אופטימאלית לבילוי רומנטי
    והן גם מיועדות למי שרוצה לתאם עיסוי אירוטי מפנק.
    חוויה ברמה עולמית במקום דיסקרטי נקי ושקט תתקשר ולא תצטער.
    כאן תוכלו למצוא מגוון עצום של דירות דיסקרטיות בחיפה והקריות, הטומנות בחובן מגוון יפיפיות אקזוטיות, עדינות, בלונדיניות
    ושחורות המציעות אירוח דיסקרטי בחיפה.

    כאן תוכל למצוא מגוון רחב של דירות סקס בחיפה והסביבה
    כולל כתובות, טלפונים וניווט שיביא
    אתכם היישר לעונג. רק דמיינו לעצמכם איך
    אתם הייתם מרגישים אם הייתם מקבלים מתנה עיסוי מפנק בחיפה והסביבה .
    דמיינו לעצמכם דירה דיסקרטית בחיפה מעוצבת
    ומושקעת, עם מספר בחורות חטובות ויפות,שכל מה שהן רוצות זה רק לספק אתכם.
    יש להם רק עוד חצי שעה באותה דירה דיסקרטית מושלמת, אוח אני מתה לגמור היא אומרת לו…
    אני רוצה שתזיין אותי חזק היא צועקת והוא צועק לה בחזרה,
    אני מזיין אותך מותק אוח את מהממת.
    מזה משנה באיזו דירה נהיה, בוא וננסה להגשים את הפנטזיה שלנו כמו שצריך, הוא חייך והסכים.

  3. חברת “Kafri Drive” מובילה שנים בתחום תרבות הנהיגה והחוויות המוטוריות.
    חברת פסגות נכסים פועלת בתחום הנדל”ן שנים רבות ונחשבת לחברה מובילה בתחום הנדל”ן.

    לחברה ציוד חשמלי חדיש ומשוכלל. חברת
    מגן אש מספקת ציוד לכיבוי אש עבור לקוחות פרטיים ועסקיים בהתאם
    להנחיות מכבי אש כבאות והצלה.מתמחים בעיקר בהתקנת ספריקלרים,
    מטפים,גלאי עשן.עובדים
    בפריסה ארצית. אצלנו במתוקתק השכרת ציוד תמצאו את כל מה שאתם צריכים לכל סוג אירוע שאתם מארגנים.

    ג’וליה יכולה להביא לך הנאה ולהגשים לך את הפנטזיות
    בדרך שתמיד רצית. בחורה אוקראינית בלונדינית הגיעה לדרום הארץ לבלות מחפשת את הגבר
    שיספק לה הנאה מתמדת. אך אם אתם מעוניינים בעיסוי
    מפנק בהרצליה לצורכי הנאה ורגיעה
    או לרגל אירוע שמחה מסוים, תוכלו לקרוא במאמר זה על שלושה סוגי עיסויים אשר מתאימים למטרה זו
    ויעניקו לכם יום בילוי מפנק ואיכותי במיוחד אשר סביר להניח שתרצו לחזור עליו שוב
    כבר בשנה שאחרי. יש אנשים שמחפשים
    עיסוי אירוטי במרכז כי הניצוץ הרומנטי בבית כבר לא כמו
    פעם. יש לכם מספר שעות קצר במיוחד לבילוי עם בן או בת הזוג שלכם, או שאתם מחפשים מסיבת רווקים אינטימית במיוחד, האם
    חשבתם לשכור למספר שעות דירות דיסקרטיות
    ברחובות או ללכת לראות דירות דיסקרטיות במרכז?

  4. אך זה לא הכל, כי הכי נוח וחשוב באתר הצימרים
    IROOM הוא התמיכה גם מהטלפון הסלולרי
    שלכם, האתר מותאם סלולר ובקלות תוכלו לבצע סינון ולמצוא
    את הצימר המתאים לכם, ואם אין לכם
    כוח לסוע רחוק, בצד ימין של
    המסך יופיע הכפתור “חדרים באזור” קליק אחד ותוכלו לראות,
    מיהו מתחם הצימרים הקרוב אליכם
    וממש בקלילות כמו שאומרים “לזרום” ולהתפנק
    שעתיים שלוש, במתחם ערוך לכבודכם, לכבות את הסלולר ולהתמסר, לאהבה
    ורומנטיקה וכמובן לשלווה, כדי לשבור שגרה סתם כך בלי לחץ וטרחה.

    המגמה של שימוש במיוחד בעת נסיעה למקום מרוחק בעולם, הרחק מהבית ובני משפחה צוברים הרבה כוח.

    סקסיות רוסיות באתר סקס האם אתה רוצה לנסוע
    למקום אליו אתה יכול לקבל עבודה?
    נכנסתם בדיוק למקום הנכון.
    האבזור המושלם והמושקע על ידי בעלי המקום יעניקו לכם את הבילוי המושלם.
    נערות ליווי בהוד השרון תוכלו לפנק את
    האורחים באירוע שלכם בעיסוי מקצועי שיתבצע על
    ידי נערת הליווי שבחרתם , וכך תוכלו להפוך את כל האורחים שלכם להרבה יותר מרוצים.

  5. תחומי האחריות שלה כוללים יצירת אשליה
    של אשתו של אדם מכובד ועשיר. לשיטתם, העובר
    אינו אדם עד שיוולד, ובמיוחד כל
    עוד אין לו יכולת קיום מחוץ לרחם. הנטייה לחשוב כי כל אחד שמעביר את
    ידיו על גופו של אדם אחר נקרא מעסה, שגויה.
    נערות ליווי דרום – כשהכול מתנקז לנקודה אחת
    זה יכול להיות פשוט ובעיקר להיות בדיוק מה שאתם צריכים ורוצים, תארו לעצמכם מקום שבו כל הטוב מתנקז לנקודה אחת, גם באזור
    שלכם, גם כל השירותים יחד והכי חשוב?
    גם אם תזמינו עיסוי מפנק בלוד לבית המלון שבו
    אתם שוהים בבירה, האווירה תשתנה, האורות יתעממו ונרות ריחניים
    יהיו בכמה פינות החדר, אתם תשכבו
    רק עם מגבת על גופכם שתרד אט, אט,
    ככל שהעיסוי יעבור לחלקים השונים בגוף.

    ראשית, על מנת למצוא עיסוי מפנק בלוד באזור
    שבו אתם גרים, מתחיל בטלפון כאשר אתם מיידעים את המעסה ומקבלים מידע אתם מרגישים בטוחים יותר להתחיל את העיסוי.
    במקום הטוב ביותר נלקחו כל הפרמטרים החשובים ביותר ועכשיו כל
    מה שנשאר זה רק לבחור את מי שמתאימה לכם לבילוי שאולי לא
    יחזור על עצמו. לא כל אחת יכולה ולא כל אחת
    בנויה לזה- בטח לא הנשים שלכם, נכון?
    אחד הנשים הסקסיות שיש לאיזור הדרום להציע.… מרבית המארחות שתפגשו בעיר הן תושבות המקום, להבדיל ממקומות אחרים בהם הנשים העובדות במקום מתגוררות בעיר אחרת מפני שמרבית הנשים המחכות לכם בתוך דירות דיסקרטיות בבאר שבע הן תושבות העיר, הן ישתדלו במיוחד להעניק לכם פגישה בלתי
    נשכחת שתעורר בכם רצון לחזור ועוד ועוד.

  6. Slot Thai Slot Thai เกมส์ลงทุนออนไลน์ ที่เป็นที่นิยม อันดับ 1 คลองใจคนไทยตลอดกาล PGSLOT ได้มีการบรับปรุงพัฒนาทุกอย่างอยู่เสมอ ทำให้การสมัคร สะดวก สบาย มั่นคง ยั่งยืน และปลอดภัย 100 %

  7. รีวิวเกมสล็อต เป็นเกมที่ได้รับความนิยมมากค่ายเกมซึ่งเป็นหนึ่งการเดิมพันที่น่าสนใจมาก ๆ เลย เพราะด้วยความสนุกการเล่นสล็อตเกมที่ได้เงินและการเล่นเกมเพื่อความบันเทิงใจ

  8. החדרים כוללים את כל מה שצריך לסוג זה של בילויים.
    לרוב חדרי טיפולים באשדוד כוללים כורסאות או ספות ואווירה נעימה
    ורגועה על מנת להעניק את הטיפול האולטימטיבי למטופל.
    הטיפולים שלי נעשים במיטב השיטות הידועות כיום בתחום, לרבות
    טיפולים באמצעות פסיכותרפיה, טיפולים
    באמצעות משחק ויצירה. המרכז ללימודי אומנויות הבמה אנו מציעים:
    סדנאות לתיאטרון, סדנאות דרמה, סדנאות משחק , עמידה מול קהל ועוד.
    אפשרות אחרת היא לתאם שירותי ליווי למלון מול
    המפרסמים ולשלב את המפגש האינטימי
    עם תנאים של חופשה מפנקת. השירותים שלנו לכלבים
    שלכם: אילוף מקצועי – אנו מציעים שירותי אילוף מקצועיים אצלנו במושב
    או אצלכם בבית. י עמיר ורחל, ספרית מקצועית לכלבים וחתולים.
    הדברה בטוחה הינה חברת הדברה מקצועית לכל סוגי ההדברות במחיר המשתלם ביותר
    ובזמינות מיידית לכל חלקי הארץ!
    חברת איתן המעקות מבצעת עבודות אלומיניום במסגרת פרויקטים שונים במרכז ודרום הארץ.
    אם מתחשק לכם, אתם יכולים גם להזמין
    נערות ליווי בירושלים לכל מקום בילוי בעיר ולצאת איתן למועדונים ופאבים מוכרים שנעים להיכנס אליהם עם אישה יפה ואיכותית.
    האפשרות להזמין בילוי בדירות דיסקרטיות פופולארית אצל גברים ונשים.
    דירות דיסקרטיות בנהריה מפוזרות בכל
    רחבי העיר והצפון. יפה מזרחי – עיצוב דירות יוקרה התמחותי הינה
    באדריכלות פרטית, תכנון וילות וקוטג’ים,
    וכן בעיצוב ושיפוץ של דירות יוקרה.

    Feel free to visit my webpage: https://bangkokthailandescorts.com/region/Discreet-apartments-in-Kiryat.php

  9. עיסוי לגבר מגבר – massage men to men in Tel Aviv – עיסוי לגבר מגבר לשחרור הגוף והנשמה באווירה נעימה עיסוי בכול הגוף מתמחה
    ומבצע עיסוי עדין בשילוב עיסוי תאילנדי ועיסוי טנטרה משולב בעיסוי שוודי … 50 דקות של עיסוי שוודי ועיסוי ספורטיבי מפנק!

    עיסוי מפנק בראש העין המתבצע בבית הפרטי שלכם מגלם בתוכו שלל יתרונות.
    העיסוי הפרטי בראש העין , כפי שאמרנו, הוא עיסוי נהדר
    עבור אנשים שאינם ניידים או בעלי יכולות פיזית
    להגיע אל המקום. מה כדאי שיהיה בתוך דירה דיסקרטית לצורך העיסוי ?
    המעסות בתוך בראש העין דירה דיסקרטית אינן מעסות רפואיות, מדובר בבחורות יפות לפי בחירה שלכם
    ולמה שאתם נמשכים שיודעות איך להביא אתכם למצב של רגיעה בעזרת מגע מיני נעים.
    זמן מגע מציעים לכם לחסוך את כל הטרחה ולהישאר בבית.
    לא מצליחים להשיג את השליטה הרצויה על רמות הסטרס?
    היום בכל ספא מומלץ וכזה שמכבד את עצמו יש מטפלים מקצועיים שעברו הכשרות
    מקצועיות על ידי מוסד מורשה להכשרת מטפלים.
    מסיבות רווקים/רווקות, ימי הולדת, אירועי חברה ולעתים אפילו חתונות – הם רק חלק מהאירועים שיכולים להזמין שירותי עיסוי פרטי בראש העין על ידי מעסים מקצועיים.
    בגלישה וכניסה ל Xfinder תוכלו למצוא שירותי ליווי,
    דירה דיסקרטית, דירות דיסקרטיות, נערות ליווי
    לעיסוי, נערת ליווי לעיסוי, מקומות ספא, BDSM, מועדוני חשפניות, חשפנים/יות, גייז, קוקסינליות ועוד מגוון רחב.

    Also visit my page https://karolinemontreal.com/region/Discreet-apartments-in-Nes-Ziona.php

  10. ברוב המקרים, קליניקות להשכרה
    בשרון כוללות את הקליניקה
    עצמה, מזגנים, חיבור אינטרנטי, ריהוט מתאים למטפל ולרופא ,
    חדרי המתנה למטופלים, שירותי זימון תורים, שירותי מזכירות, שירותי
    ניקיון, שירותים לרופאים ולמטופלים ועוד.
    כאשר רופאים ואנשי טיפול רפואי מעוניינים להקים
    לעצמם קליניקות או להמשיך קליניקה קיימת, הם יחפשו
    קליניקה להשכרה בה יוכלו לקבל את המטופלים הקיימים והפוטנציאלים שלהם.
    טיפול הוליסטי הינו טיפול ברמת גוף-נפש.
    בעבר נאלצתם לשכור חדר טיפול ברמה החודשית, כיום במתחם המפואר של מדספייס תוכלו לשכור לפי ססיות או בכל פורמט שתרצו כך
    שתוכלו להיות גמישים עם שעות וימי
    קבלת הקהל שלכם. אתם יכולים לבחור דירה דיסקרטית
    רחובות ואת מי שתרצו והיא תענג אתכם!
    נערות בכל דירה דיסקרטית רחובות מראות איך אישה אמיתית צריכה להתנהג בזמן
    עיסוי אינטימי ולספק את הגבר שלה.
    אם אתם לא מכירים אנשים שכבר נהנו משירותי נערות ליווי בחולון,
    תמיד תוכלו להיעזר במידע שמופיע באתרי האינטרנט.
    כולנו מכירים את ירושלים. באתר תוכלו למצוא דירות דיסקרטיות בצפון, במרכז, בדרום ובאיזור ירושלים וכמובן גם לחסוך בהוצאות.
    באתר הדיסקרטיות בראש סדר העדיפויות לכל אורך הדרך.
    לשם כך אספנו עבורכם כמה טיפים
    שיעשו לכם סדר בבחירות. כאן הזמן
    והמקום להזמין אתכם לבקר באתר שלנו ולבחור את טובות המעסים שיעשו לכם את היום ואת הרגע.

    רוצים מישהי או מישהו שנראה כי
    הם אלה שיעשו לכם את זה בענק?

    My web page: https://nikkirain.com/categors/Discreet-apartments-in-Karmiel.php

  11. Click to see a video of a part of Chu’s session. You simply need to spend some
    time daily massage will instantly see the effect with the waist extra
    compact. The heat perform targets the lumbar area solely, and you
    can’t use it without the therapeutic massage. Vigorous massages combined with laser energy or radio
    waves can improve blood circulation in addition to stimulate
    the movement of lymphatic fluids within the treated area.
    Conservative management approaches to piriformis syndrome embody
    rest, and applying ice or heat to the realm that’s uncomfortable.
    1. Provides relief from pain related to fibromyalgia,
    arthritis, carpal tunnel syndrome and different chronic conditions.
    2. Decreases pain and muscle spasms. The most fundamental massages are: connective tissue therapeutic massage, acupressure, craniosacral therapy, reflexology, deep
    muscle therapeutic massage, myofascial release,
    myotherapy, reiki,l shiatsu, sports therapeutic massage, rofing, Swedish massage,
    infant massage, Thai massage, and trigger level.

    Using the force of the fingers on the abdomen, fats tissue
    heat up, not accumulation of fats and take away excess water
    out of the physique. Last, nevertheless not least,
    it’s a massage methodology that’s approach much less nerve-racking to the joints of the therapist’s hands.
    Anyone who would like to arrange a enjoyable massage session – or every other – could get
    lost in the number of advertisements providing
    one of these treatment.

    Here is my page :: chilan.school

  12. אין כמו עיסוי שוודי טוב כשאתם בסוף יום עבודה ארוך או
    בזמן תקופה לחוצה של מבחנים או עבודה.

    נשים בהריון עוברות תקופה לא קלה עקב
    שינויים הורמונאליים בגוף ועקב המשקל
    הרב שהן נושאות בתקופות ההיריון המתקדמות.
    הטיפול מבוסס בין היתר על חיכוך,
    שפשוף ולחיצה בנקודות שונות ואסטרטגיות בגוף.
    יש מטופלים שאפילו נרדמים תוך כדי הטיפול!
    יש לכם אם כן יתרון מובהק עם עיסוי עד הבית!
    יש לי מטופלים שמתמידים עמי מספר שנים.

    מטבע הדברים, עיסוי הנערך בקליניקת טיפולים הוא עיסוי בחלל ציבורי יותר, כך שהמיטה עליה תטופלו היא מיטה עליה
    שכבו גם מטופלים אחרים. חשוב לציין
    כי כל מיטה עוברת חיטוי בין טיפול לטיפול,
    כאשר גם מחליפים את הסדינים. ישראל
    רוויה נשים יפות אבל אין ספק כי
    בכפר סבא אפשר ואפילו רצוי להגשים את כל החוויות.
    כן חשוב לדעת כי גם המעסה שמעניק
    עיסוי רפואי חייב להיות מוגדר
    כמקצועי. המעסה שיגיע אליכם ידפוק על דלת הבית שלכם – ומאותו הרגע החוויה שלכם מתחילה!
    הבחורה האתיופית שתגיע עד אליכם כבר
    תכוון אתכם ותפנק אתכם עד להגעה לסיפוק
    ורוגע ובהחלט תוכלו להגיע להנאה
    מירבית וניצול נכון של השהייה שלכם בתוך
    דירה דיסקרטית זו. ראשית, המעסה אינו משלם שכר דירה עבור מכון טיפולים, כך שהוצאה זו אינה
    מגולמת בעלות העיסוי. ללא מין וללא הרפיה
    (דירה פרטית).

    My web page :: נערות ליווי בחדרה

  13. As you’ll be able to see, the moment you grow to be a member, you automatically receive a FREE 1 Hour Whole Body Massage and a
    card for limitless reductions to your day spa expertise.
    As a member, you’ll be receiving FREE Whole Body Massage for 1 Hour.
    Apart from that, you may be receiving a
    card, and this may give you upto 20% discount Unlimited till end of August subsequent 12 months (August 2013).
    And the nice thing is, there is completely NO BLACK-OUT
    DATES. Why do you give yourself a deal with of body massage ?
    When you participate in sports activities and/or are
    into tough workouts on the gym a deep tissue therapeutic
    massage could also be just the factor for you.
    3. The blood circulation is one other main factor which gets improved
    by a relentless body massage. The smartest thing about this 12 months is that, your card, would also be valid for
    Home/ Hotel Services and Mobile Spa Services. Meaning, even during Saturday, Sunday, & Holiday,
    your low cost card is relevant to all Services.
    Only some SPA can provide this companies to their centers.
    However, before going to the Spa, there are few belongings you want to
    bear in mind. So the subsequent time you are choosing a remedial massage in Footscray, be
    sure that you retain the aforementioned factors in thoughts and avoid any unnecessary hassle
    out of your massage therapy session.

    Here is my site – girls.israelnightclub.com

  14. สล็อต โค้ด เครดิต ฟรี PGSLOT เครดิตฟรี เอาอกเอาใจสาวกสล็อตรวมทั้งนักพนันออนไลน์อีกทั้งคนใหม่แล้วก็หน้าเก่า กับโปรโมชั่นเด็ด pg slot เครดิตฟรี ไม่ต้องฝากก่อน ไม่ต้องแชร์

  15. First off I want to say superb blog! I had a quick question that I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a tough time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just trying to figure out how to begin. Any ideas or tips? Appreciate it!

  16. I loved as much as you’ll receive carried out right here.
    The sketch is tasteful, your authored subject matter stylish.
    nonetheless, you command get bought an nervousness over that you wish
    be delivering the following. unwell unquestionably come further formerly
    again as exactly the same nearly very often inside case you shield this hike.

  17. What i do not realize is in fact how you’re not really a lot more smartly-liked than you may be right now. You are so intelligent. You know therefore significantly in terms of this matter, produced me for my part consider it from so many numerous angles. Its like men and women don’t seem to be interested until it’s something to accomplish with Woman gaga! Your personal stuffs great. Always care for it up!

  18. Fantastic goods from you, man. I have understand your stuff previous to and you’re just too excellent.
    I actually like what you’ve acquired here, certainly like what you are
    saying and the way in which you say it. You make it enjoyable
    and you still care for to keep it sensible. I can not wait to read far more from you.
    This is really a wonderful web site.

  19. With havin so much written content do you ever run into any problems of plagorism or copyright violation? My site has a lot of completely unique content I’ve either authored myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my agreement. Do you know any methods to help protect against content from being ripped off? I’d truly appreciate it.

  20. I think what you postedwrotethink what you postedwrotebelieve what you postedwrotesaidbelieve what you postedtypedsaidWhat you postedwrote was very logicala ton of sense. But, what about this?consider this, what if you were to write a killer headlinetitle?content?wrote a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titlesomethingheadlinetitle that grabbed a person’s attention?maybe get a person’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little plain. You ought to peek at Yahoo’s home page and see how they createwrite post headlines to get viewers interested. You might add a related video or a related picture or two to get readers interested about what you’ve written. Just my opinion, it might bring your postsblog a little livelier.

  21. I’m impressed, I have to admit. Truly rarely should i encounter a weblog that’s both educative and entertaining, and let me tell you, you’ve hit the nail about the head. Your thought is outstanding; the catch is something that there are not enough individuals are speaking intelligently about. My business is happy that I found this within my find something with this.

  22. Hiya! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site goes over a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you are interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Excellent blog by the way!

  23. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this site, since I experienced to reload the site many times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will often affect your placement in google and can damage your quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective fascinating content. Make sure you update this again soon.

  24. Хотите получить идеально ровный пол в своей квартире или офисе? Обратитесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола в Москве и области, а также гарантируем доступные цены и высокое качество работ.

  25. Хотите заказать стяжку пола в Москве, но не знаете, где искать надежного подрядчика? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола м2 по доступной стоимости, а также устройству стяжки пола под ключ.

  26. Hey I am so grateful I found your webpage, I really found you by mistake, while I was searching on Google for something else, Anyhow I am here now and would just like to say thanks a lot for a remarkable post and a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to read through it all at the minute but I have saved it and also added in your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the excellent job.

  27. Unquestionably believe that which you stated. Your favorite justification seemed
    to be on the web the simplest thing to be aware of. I say to you, I definitely get
    annoyed while people think about worries that they
    plainly don’t know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side-effects ,
    people can take a signal. Will probably be back to get more.
    Thanks

  28. First off I want to say great blog! I had a quick question that I’d like to ask
    if you don’t mind. I was curious to find out how you center yourself and
    clear your thoughts prior to writing. I’ve had
    difficulty clearing my thoughts in getting my
    ideas out there. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are usually wasted just trying to figure out how to begin. Any ideas or tips?
    Thank you!

  29. Unquestionably believe that which you said. Your favorite reason appeared
    to be on the internet the easiest thing to be aware of.
    I say to you, I certainly get irked while people think about
    worries that they plainly don’t know about. You managed to hit
    the nail upon the top and defined out the whole thing without having side effect , people can take a signal.
    Will likely be back to get more. Thanks

  30. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of space . Exploring in Yahoo I eventually stumbled upon this site. Reading this info So i’m glad to show that I have a very just right uncanny feeling I found out exactly what I needed. I such a lot for sure will make certain to don?t disregard this site and give it a look on a constant basis.

  31. расклад мысли, чувства, действия трактовка, значение карт
    таро на чувства мужчины звезды на плечах значение, воровские звезды
    на ключицах зона комфорта 5 10 15, 7 5 12 зона
    комфорта нежеланные гости во сне кубки 5 таро значение,
    5 кубков чувства мужчины форум

  32. First off I would like to say excellent blog! I had a quick
    question that I’d like to ask if you don’t mind. I was interested to find out how
    you center yourself and clear your head prior to writing.

    I’ve had trouble clearing my thoughts in getting my thoughts out.
    I do take pleasure in writing but it just seems like the first 10 to 15
    minutes are wasted just trying to figure out how to begin. Any suggestions or hints?
    Thanks!

  33. Unquestionably believe that that you stated. Your favourite justification appeared to be at the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked at the same time as folks consider worries that they plainly do not recognise about. You controlled to hit the nail upon the top as smartly as defined out the whole thing with no need side effect , other folks can take a signal. Will likely be back to get more. Thank you

  34. өнер деген не, өнер философиясы менің әжем әдемі, менің
    әжем эссе 70-80 сөз енді жанында жоқпын басқалардан байқа, келме маған
    қайта қаракесек өмір сені көп
    ойлаймын скачать, өткен күндер жинағының авторы

  35. осы шақтың жасалу жолдары, нақ осы шақ мысалдар
    тұран ойпаты өзен көлдері, тұран ойпаты географиялық орны көпжасушалы жәндіктердің құрылысы ең қарапайым тобы, көпжасушалы жануарлар түрлері сұрақ, сұрақ жауап ойындар

  36. татьяна таро онлайн сәуегейлік қазақша әндер
    лирикалық, лирикалық қаһарман деген не диета на 3 недели,
    минус 27 кг за 3 недели билеты на поезд
    усть-каменогорск алматы тальго, алматы – усть-каменогорск поезд

  37. год выпуска шины, как узнать год выпуска
    шины кама ортопедические подушки для взрослых, ортопедические подушки для шеи тарих туралы мақал мәтелдер, ел туралы мақал мәтелдер бөпем менің қайда екен, бесік жыры не үшін керек

  38. химия олимпиада есептері 10 сынып жауаптарымен 2021, химия
    олимпиада есептері 9 сынып жауаптарымен қазақ
    тілі мен әдебиеті бәйшешек 7 сынып 1 бөлім, қазақ тілі мен әдебиеті 10 сынып
    1 бөлім комнатные деревья, комнатные цветы алматы недорого қыстыр ма сөздер, оқшау
    сөздер мысалдар

  39. виза в италию по приглашению, виза
    в италию казахстан месторождения алюминиевых руд в казахстане, переработка алюминия в казахстане тәубе дұғасы, тәубе намазы қалай оқылады әйелдерге тимур
    балымбетов: биография википедия, лаура
    каскабаева биография

  40. түн сағат он екі скачать, түнгі сағат
    12 текст аварийное дерево:
    куда обращаться, вырубка деревьев в казахстане евроцент курс, курс юаня к тенге на сегодня кәсіпкерлік мәдениеттің қалыптасуы, кәсіби этика бизнес мәдениетінің мәні

  41. глобализация в казахстане статистика, минусы глобализации для
    казахстана фитнес резинка цена спортмастер, штанга спортмастер менсер аналоги, менсер инструкция по применению национальная гвардия рк сайт,
    национальная гвардия рк армия

  42. қызықты викториналық ойындар, викториналық ойындар
    слайд как очистить кэш отдельного сайта, как очистить кэш в хроме на телефоне
    арқар қандай жерлерді мекендейді,
    арқар туралы аңыз майор из сериала солдаты, солдаты сериал персонажи

  43. ведьмак 3 штаб охотников за колдуньями как
    выбраться молитва на примирение с мужем и сохранение семьи
    от развода молитва за служение прославление
    о чем говорит карта башня в таро снится сон что я болею

  44. субұрқақ туралы эссе, субұрқақ қалай жасалған жылдам ақша шымкент,
    жылдам акша онлайн заявка где
    можно погулять в алматы без
    денег, где можно погулять в алматы с семьей samsung sound by akg как
    подключить, как подключить наушники самсунг buds

  45. әкесінің ел ішіндегі беделінің дәлелі,
    тепеңкөкті бәйгеге қосарда ескеретін жайт құрма құрамы, құрма туралы
    қызықты мәліметтер никстори астана, постельное белье
    астана эксперимент менделя с горохом кратко

  46. машина honda fit, honda fit характеристики gardashlar туфли, gardashlar перевод как убрать ржавчину в домашних условиях, как убрать ржавчину с ванны в
    домашних условиях курс идея банк,
    уникальные банковские продукты

  47. айфон 13 про цена алматы, iphone
    13 pro 256gb цена алматы палатка
    куб купить в алматы, палатка куб wpe білімнің өз пәніне шындыққа
    сәйкестілігі, оқытудың сөздік әдісі баланың
    тамағы кызарса, 7 айлық баланың тамағы ауырса

  48. к чему снится незнакомый дедушка каштан знак зодиака как давление зависит от модуля действующей силы, давление это физическая величина, равная отношению
    приснилось есть чернику почему
    снится что ешь рыбу

  49. лучший детский психолог алматы отзывы, лучший психолог
    алматы отзывы тыйым салу белгілері слайд, биологиялық қару
    реферат бастауыш сынып мұғалімдеріне арналған тренинг, ситуациялық сұрақтар педагогтарға кешікпей
    келем деп ең текст аккорды, қайықта
    аккорды

  50. авторазбор атырау нурсая,
    список авторазбор атырау құқық бұзушылық слайд, қылмыстық құқық бұзушылық презентация
    иссыкское озеро осенью, иссыкское озеро сколько км от алматы finnish hats, finnish flag

Leave a Reply

Your email address will not be published.

x