দেশভাগ কেন অনিবার্য হয়ে পড়েছিল ? সাতচল্লিশ সালের এর আগে হিন্দু- মুসলমানের মধ্য বৈরি সম্পর্ক কতটা খারাপ হয়েছিল ? শেষ পর্যন্ত যা ক্ষতি হবার তা হয়ে গেছে সাধারন মানুষের। অসহায় হিন্দু ও মুসলমান সকলের। দেশভাগের আগে কত দাঙ্গা হয়েছে ? নজর দেয়া যাক দাঙ্গা দেশভাগের আগের চিত্র এর দিকে ।