মড়ক রাত
শিল্পিত পারু
.
কত মেঘ দেখো আকাশে আজ
কালো কি নিদারুণ কুচকুচে আলো
কখন কোথায় বেঁধেছি বিষের বাসা
দিনে দিনে তাই বিরোধ বাড়ালো ;
.
যখন কোথাও পাইনা কোন স্বর
যখন শ্বাস হয়ে আসে ধীর
তখন ভেসে ওঠে সন্তানের মুখ
অসুখ ছড়িয়ে থাকা শিকড় গভীর ;
.
তবু এ মেঘ মিলিয়ে যাবে একদিন
বৃষ্টি বিলাস মগজে হবে না তবু ক্ষয়
মানুষ যায় না কভু হেরে তারপর
যুদ্ধ শেষে ভাগাভাগি করে নেব জয়
.
আরো অনেক রয়েছে ভাগিদার
এ জমিন আমার একার তো কারো নয়
হাহাকার তারাও তো করেনি কম কিছু
ডাকে তাদের সাড়া মিলেছে কি মমতায় ?
.
ভেবেছিলে তুমি রাজার রাজা ঘোরাও সবার চাবি
এ আকাশে মাছি আছে কীট আছে আছে প্রজাপতি ,
ভুলে ছিলে যা তোমার আছে চারিপাশে
স্বযোগ্যে সকলের তুমি ছিলে না অধিপতি!
.
পাতা ছিল ঘ্রাণ ছিল ছিল উড়ে যাওয়া চিল
নীল ছিল হলুদ ছিল জোনাকিরা ছিল প্রতিদিন ;
নিভে গেলে আলো তাদের আর্তনাদে তাই
আবার ধীরে সবুজ আরও নীল দেখতে পাই।
.
এ পৃথিবী আবার অষ্টাদশী হবে
তুমি শুধু না ছুঁয়েই ধরে রেখো হাত
প্রিয়তমা আমার বন্ধ হয়ে থাকো কটাদিন
খোদার কসম নিভে যাবে এই আগুন মড়ক রাত !
.
শিল্পিত পারু
বাড্ডা/এপ্রিল ২০২০