বিবিসি’র চোখে সেরা ১০০ সিনেমা

টকিজ মানিক ।।

২০১৮ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’, ইংরেজি ভাষার বাইরে পৃথিবীর  সেরা ১০০চলচ্চিত্রের  তালিকা তৈরি করেছে। আর এমন বিশাল কাজের জন্য তারা ৪৩টি দেশ  থেকে ৪১ টি ভিন্ন ভাষার মোট ২০৯ জন চলচ্চিত্র বিশেষজ্ঞের দারস্থ হয়েছিলেন।

২৪ দেশের ১৯টি ভাষার ৬৭ জন চলচ্চিত্র নির্মাতার ১০০টি সিনেমা এই তালিকায় জায়গা পায়।আর তালিকায় সবচেয়ে বেশি  রয়েছে ফরাসি ভাষার সিনেমা।এ ভাষার ২৭টি সিনেমা জায়গা পেয়েছে তালিকায়।১২টি ছবি নিয়ে  দ্বিতীয় অবস্থানে রয়েছে মান্দারিন ভাষা।ইতালিয়ান ও জাপানিজ ছবি আছে  যথাক্রমে ১১টি করে। এ তালিকায় ৬৭ জন নির্মাতার মধ্যে মাত্র চারটি ছবির নির্মাতা নারী।

সেরা ১০০ ছবির তালিকায় পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ২৫টি  ছবি ঠাঁই পেয়েছে। এরমধ্যে জাপানের ১১টি, চীন (৬), তাইওয়ান (৪), হংকং (৩),  এবং দক্ষিণ কোরিয়া থেকে ১টি ছবি নেওয়া হয়েছে। তালিকায় ফরাসী ভাষার সর্বোচ্চ  ২৭টি ছবি জায়গা পেয়েছে। জাপানের পাশপাশি ইতালীয় ভাষার মোট ১১টি ছবি রয়েছে।

ভারতীয় উপমহাদেশ থেকে শুধুমাত্র সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের  পাঁচালী’ সেরার তালিকায় ঠাঁই পেয়েছে। তালিকায় ছবিটির অবস্থান ১৫। দেখা যাক  আর কোন কোন ছবি জায়গা পেয়েছে সেরা বিদেশী ভাষার ছবির তালিকায়-

১০০.ল্যান্ডস্ক্যাপ ইন দ্য মিস্ট (Landscape in the Mist, 1988), গ্রিস

৯৭

৯৯. অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ড (Ashes and Diamonds, 1958) পোল্যান্ড

৯৮. ইন দ্য হিট অব দ্য সান (In the Heat of the Sun, 1994), চায়না

৯৭. চেরি অব টেস্ট (Taste of Cherry,1997), ইরান

৯৬. শোয়া (Shoah, 1985), ফ্রান্স ( ডকু)

৯৫. ফ্লোয়েটিং ক্লাউডস (Floating Clouds, 1955),জাপান

৯৪. হয়্যার ইজ দ্য ফ্র্যান্ডস হোম (Where Is the Friend`s Home?, 1987), ইরান

৯৩. রেইজ দ্য রেড ল্যান্টার্ন (Raise the Red Lantern, 1991),  চায়না

15. পথের পাঁচালী

৯২. সিনস ফ্রম এ ম্যারেজ (Scenes from a Marriage, 1973), সুইডেন ( টিভি সিরিজ)

৯১. রাইফিফি (Rififi, 1955), ফ্রান্স

৯০. হিরোশিমা মন আমোর (Hiroshima Mon Amour, 1959), ফ্রান্স

৮৯. ওয়াইল্ড স্ট্রবেরি (Wild Strawberries, 1957),সুইডেন

৮৮. দ্য স্টোরি ব দ্য লাস্ট ক্রাইস্যান্থেমাম (The Story of the Last Chrysanthemum, 1939), জাপান

৮৭. দ্য নাইটস অব কাবিরিয়া (The Nights of Cabiria, 1957), ইটালী

 ৮৮. লা জিটি (La Jetée, 1962), ফ্রান্স

 ৮৫. আমবার্তো ডি (Umberto D, 1952), ইটালী

 ৮৪. দ্য ডিসক্রিট চার্ম অব দ্য বুর্জুয়াস (The Discreet Charm of the Bourgeoisie, 1972), ফ্রান্স, ইটালী,স্পেন

 ৮৩. লা স্ট্রাদা (La Strada, 1954), ইটালী

 ৮২. অ্যামেলি (Amélie, 2001),

 ৮১. সেলিন এবং জুলি বোটিং (Celine and Julie go Boating, 1974)

 ৮০. দ্য ইয়ং অ্যান্ড দ্য ড্যামড (The Young and the Damned, 1950)

 ৭৯. র‍্যান (Ran, 1985), জাপান

 ৭৮. ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন (Crouching Tiger, Hidden Dragon, 2000)

 ৭৭. দ্য কনফরমিস্ট (The Conformist, 1970)

 ৭৬. ওয়াই টু মামা তামবিয়েন (Y Tu Mamá También, 2001)

 ৭৫. বেলে দে জউর (Belle de Jour, 1967)

 ৭৪. পিয়েরট লে ফউ Pierrot Le Fou (Jean-Luc Godard, 1965)

 ৭৩. ম্যান উইদ এ মুভি ক্যামেরা (Man with a Movie Camera, 1929)

 ৭২. ইকিরু (Ikiru, 1952)

 ৭১. হ্যাপি টুগেদার (Happy Together, 1997)

 ৭০. লে একলিসে (L’Eclisse, 1962)

 ৬৯. আমোর (Amour, 2012)

 ৬৮. আগেতসু (Ugetsu, 1953)

 ৬৭. দ্য এক্সট্রেমিনেটিং অ্যাঞ্জেল (The Exterminating Angel, 1962)

 ৬৬. আলীঃ ফিয়ার ইটস দ্য সৌল (Ali: Fear Eats the Soul, 1973)

 ৬৫. অরডেট (Ordet, 1955)

 ৬৪. থ্রী কালার্সঃ ব্লু (Three Colours: Blue, 1993)

 ৬৩. স্প্রিং ইন অ্যা স্মল টাউন (Spring in a Small Town, 1948)

 ৬২. তৌকি বৌকি (Touki Bouki, 1973)

 ৬১. সাঁশো দ্য বেইলিফ (Sansho the Bailiff, 1954)

 ৬০. কনটেম্পট (Contempt, 1963)

 ৫৯. কাম অ্যান্ড সি (Come and See, 1985)

 ৫৮. দ্য ইয়ারিং অব ম্যাডাম ডি (The Earrings of Madame de…, 1953)

 ৫৭. সোলারিস (Solaris, 1972)

 ৫৬. চাঙ্কিং এক্সপ্রেস (Chungking Express, 1994)

 ৫৫. জুলেস অ্যান্ড জিম (Jules and Jim, 1962)

 ৫৪. ইট ড্রিঙ্ক ম্যান ওমেন (Eat Drink Man Woman, 1994)

 ৫৩. লেইট স্প্রিং (Late Spring, 1949)

 ৫২. অউ হাসার্দ বালতাহজার (Au Hasard Balthazar, 1966)

 ৫১. দ্য আমব্রেলাস অব চারবর্গ (The Umbrellas of, 1964)

 ৫০. লে আতালান্তে (L’Atalante, 1934)

 ৪৯. স্টকার (Stalker, 1979)

 ৪৮. ভিরিদিয়ানা (Viridiana, 1961)

 ৪৭. ফোর মান্থস, থ্রী উইকস অ্যান্ড টু ডেইস (4 Months, 3 Weeks and 2 Days, 2007)

 ৪৬. চিলড্রেন অব হ্যাভেন (Children of Heaven, 1995), ইরান

৪৬.

 ৪৫. লে অ্যাভেন্তুরা (L’Avventura, 1960)

 ৪৪. ক্লিও ফ্রম ৫ টু সেভেন (Cleo from 5 to 7, 1962)

 ৪৩. বিও ট্র্যাভেইল (Beau Travail, 1999)

 ৪২. সিটি অব গড (City of God, 2002)

 ৪১. টু লিভ (To Live, 1994)

 ৪০. আন্দ্রেই রুবলেভ (Andrei Rublev, 1966)

 ৩৯. ক্লোজ আপ (Close-Up, 1990), ইরান

 ৩৮. এ ব্রাইটার সামার ডে (A Brighter Summer Day, 1991)

 ৩৭. স্পিরিটেড অ্যাওয়ে (Spirited Away, 2001)

 ৩৬. লা গ্রান্দে ইল্যুশন (La Grande Illusion, 1937)

 ৩৫. দ্য লিওপার্ড (The Leopard, 1963), ইটালী

 ৩৪. উইংস অব ডিজায়ার (Wings of Desire, 1987), West Germany; France

 ৩৩. প্লে টাইম (Playtime, 1967),  ‎France; Italy

 ৩২. অল অ্যাবাউট মাই মাদার (All About My Mother, 1999), Spain

 ৩১. দ্য লাইভস অব আদারস (The Lives of Others, 2006), German

 ৩০. দ্য সেভেন্থ সিল (The Seventh Seal, 1957),সুইডেন

 ২৯. ওল্ডবয় (Oldboy, 2003), South Korea

 ২৮. ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার (Fanny and Alexander, 1982),সুইডেন

 ২৭. দ্য স্পিরিট অব দ্য বিহিভ (The Spirit of the Beehive(1973), Spain

 ২৬. সিনেমা প্যারাডিসো (Cinema Paradiso, (1988), ইটালী

 ২৫. ইয়াই ইয়াই (Yi Yi),( 2000),  ‎Taiwan; Japan

 ২৪. ব্যাটেলশিপ পটেমকিন (Battleship Potemkin, (1925), রাশিয়া

 ২৩. দ্য প্যাশন অব জোয়ান অব আর্ক (The Passion of Joan of Arc, (1928), ফ্রান্স

 ২২. প্যান’স ল্যাবিরিন্থ (Pan’s Labyrinth, (2006),  Spain- Mexico

 ২১. এ সেপারেশন (A Separation, (2011), ইরান

 ২০. দ্য মিরর (The Mirror, (1974),  Russia

 ১৯. দ্য ব্যাটেল অব আলজিয়ার্স (The Battle of Algiers, (1966),  Italy- Algeria

 ১৮. এ সিটি অব স্যাডনেস (A City of Sadness, (1989),  Taiwan

 ১৭. অ্যাগুইরি, দ্য র‍্যাথ অব গড (Aguirre, the Wrath of God, (1972),West Germany

 ১৬. মেট্রোপলিস (Metropolis, (1927), Germany

 ১৫. পথের পাঁচালী (Pather Panchali, (1955), ভারত

 ১৪. জিয়ানি দাইয়েলমান (Jeanne Dielman, (1975), ফ্রান্স

 ১৩. এম (M), (1931), Germany

 ১২. ফেয়ারঅয়েল মাই কনকিউবাইন (Farewell My Concubine, (1993), Hongkong

 ১১. ব্রিদলেস (Breathless, (1960), ফ্রান্স

 ১০. লা ডলসি ভিটা (La Dolce Vita, (1960), ইটালী

 ০৯. ইন দ্য মুড ফর লাভ (In the Mood for Love, 2000), Hongkong

 ০৮. দ্য ফোর হান্ড্রেড ব্লোস (The 400 Blows, 1959), ফ্রান্স

২.

 ০৭. ৮ ১/২ (8 1/2, 1963), ইটালী

 ০৬. পার্সোনা (Persona, (1966), সুইডেন

 ০৫. দ্য রুলস অব দ্য গেইম (The Rules of the Game, (1939), ফ্রান্স

 ০৪. রাশোমান (Rashomon, 1950), জাপান

 ০৩. টকিও স্টোরি (Tokyo Story, 1953), জাপান

 ০২. বাইসাইকেল থিবস (Bicycle Thieves, 1948), ইটালী

 ০১. সেভেন্থ সামুরাই (Seven Samurai, 1954), জাপান

টকিজ মানিক

চলচ্চিত্রকর্মী

১৩৯ thoughts on “বিবিসি’র চোখে সেরা ১০০ সিনেমা

  1. Консультация у психолога. Психолог Цены на услуги и консультации психолога.
    Консультация и лечение психотерапевта (психолога) Услуги консультации психолога.

    Психолог,Психолог онлайн. Психотерапия онлайн!
    Индивидуальный подход к консультированию!

  2. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I
    could add to my blog that automatically tweet my
    newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and
    was hoping maybe you would have some experience with something like this.

    Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  3. I don’t know whether it’s just me or if everybody else encountering problems
    with your website. It seems like some of the written text on your posts are running
    off the screen. Can someone else please provide feedback and let me know if this
    is happening to them as well? This could be a issue with my internet browser because I’ve had this happen previously.
    Appreciate it

  4. Wonderful blog! Do you have any helpful hints for aspiring
    writers? I’m hoping to start my own website soon but I’m a little lost on everything.

    Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There
    are so many choices out there that I’m completely confused ..
    Any ideas? Thanks a lot!

  5. I just had to thank you again. I don’t know what I could have used without the solution you provided directly to such a subject. It was a really scary concern to me, but after learning about your professional skills you solved, I had no choice but to jump up and down with joy. Now I’m happy with your work and also pray that you realize how powerful you’re doing in educating others using your blog. I’m sure you’ve never met all of us. 토토사이트

  6. Hello exceptional blog! Does running a blog such as this take a
    great deal of work? I’ve virtually no expertise in programming however
    I had been hoping to start my own blog in the near future.
    Anyway, should you have any suggestions or techniques for new blog owners please share.
    I know this is off subject but I simply had to ask. Kudos!

  7. I believe everything published was very logical. However, what about
    this? suppose you were to create a killer headline?
    I ain’t saying your information isn’t solid, however what if
    you added a headline that grabbed folk’s attention? I mean বিবিসি'র চোখে সেরা ১০০ সিনেমা – আলোর দেশে is kinda vanilla.
    You should look at Yahoo’s front page and watch how
    they create news titles to get people to click. You might add a video or a related picture or two to get people excited about
    everything’ve got to say. In my opinion, it could make your posts a little livelier.

  8. hello there and thank you for your information – I’ve certainly picked up
    something new from right here. I did however expertise some technical
    points using this web site, since I experienced to reload the web
    site lots of times previous to I could get it to load properly.
    I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement
    in google and could damage your high-quality score if ads and marketing with Adwords.
    Anyway I’m adding this RSS to my e-mail and could look out for a lot more of your respective intriguing content.
    Ensure that you update this again very soon.

Leave a Reply

Your email address will not be published.

x