এ এক অদ্ভুত বিষ্ময়কর সময়ে বেঁচে আছি আমরা । মহামারির কাল । করোনার কাল । কত গল্প, কত হাহাকার, কত সাহস , কত ভালোবাসা প্রকাশের ছবি প্রতিদিন যে প্রকাশিত হচ্ছে, তা যারা এসময়ে নেই তারা বুঝবেন না । এ জন্যই এ সময়টি বিষ্ময়কর। মানুষের এত কুৎসিত রুপ যেমন একসঙ্গে প্রকাশ পায়নি এর আগে, তেমনি মানুষের সহজাত সহমর্মীতাও প্রকাশও হয়নি এতকাল এ্ত সুন্দরভাবে। কত মানুষ অকাতরের প্রাণ দিচ্ছেন শুধু সেবা করবে বলে। আর কত মানুষ নিষ্ঠুর নির্মমতার পরিচয় দিচ্ছেন শুধু নিজেরটুকু বোঝেন বলে। এমন এক বিরল বিষ্ময়কর কালে বেঁচে আছি যারা তারা এক বিশেষ কালের সাক্ষী ।
মহামারি শেষে শুরু হবে এর প্রতিক্রিয়াকাল । অর্থনৈতিক মন্দা, কর্মহীনতা এবং অরাজকতা। কিভাবে সব সহজ হয়ে ওঠবে তা শূধু সময়ে বলতে পারে। যারা মানুষের আসল রুপের পরিচয় দিচ্ছেন তাদের স্যালুট । মানুষ মুলত ভালো, আর তাদের ত্যাগেই পৃথিবী এত দুর এগিয়েছে । এই মহা সংকটকালও কেটে যাবে তাদের ত্যাগের মহিমায়। নতুন আলোয় ভরে উঠবে পৃথিবী । ততদিন শুধু মানুষের মত যেন বাঁচি ।
সম্পাদক, আলোর দেশে