দাঙ্গা : মানুষ হত্যার এক বিভৎস উল্লাস! পর্ব: ০১


পারভেজ সেলিম     পারভেজ সেলিম ।।


(প্রথম পর্ব)

‘দাঙ্গা’ একটি বিভিষীকাময় শব্দ। দাঙ্গা বলতে আমাদের সামনে ভেসে ওঠে মুসলমান আর হিন্দুর মধ্যে এক ভয়াবহ রক্তাত্ব সংঘর্ষের চিত্র।

সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস এই অঞ্চলে কয়েকশ বছরের পুরোনোএখন পর্যন্ত বিশ লক্ষের বেশি হিন্দু-মুসলমান নিহত হয়েছে দাঙ্গায়। বাস্তুহারা হয়েছে এক কোটির বেশি অভাগা মানুষ

শুধু ধর্মের ভিন্নতার কারনে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে কি  অবলিলায়। আর কয়েক শত বছর ধরে চলমান এই হত্যাকান্ড একুশ শতকেও থামেনি। সংঘর্ষ এখনও চলমান

 

‘দাঙ্গা’ শব্দটির ইতিহাস :

দাঙ্গা’ শব্দটি এসেছে ফারসি ‘জঙ্গ’ শব্দ থেকে। যুদ্ধের সৈন্যদের বলা হতো ‘জঙ্গ’। আর যুদ্ধের কৌশলকে বলা হত ‘দঙ্গ’। দঙ্গ শব্দটি থেকে ধীরে ধীরে বাংলায় নতুন শব্দের সৃষ্টি হয় ‘দাঙ্গা’। 

মোঘলরা আসার আগে এই অঞ্চলে হিন্দু-মুসলমান-বৌদ্ধদের মধ্যে যে সংঘর্ষ বা মারামারি হতো তাকে ‘দাঙ্গা’ বলা হতো না। অন্য যেকোন সংর্ঘষে মতোই মনে করা হত এই মারামারিকে। ধর্মীয় বিদ্দেষ তখনও দাঙ্গা নাম ধারণ করেনি । 

১৭১৪ সালে ইংল্যান্ডে ‘রায়ট অ্যাক্ট’ পাশ হবার র ‘রায়ট’ ব্দটির বাংলা অনুবাদ হিসেবে ধরা হয় এই ‘দাঙ্গা’কে।

প্রথম দাঙ্গা :   

উপমহাদেশে হিন্দু মুসলমানের মধ্যে প্রথম দাঙ্গা হয় ১৬৭১ সালে। সূত্রপাত সম্রাট আওরঙ্গজেবের জারি করা ধর্ম পালনের নতুন নিয়ম নীতি দশ বছর ধরে চলে মুসলমান আর হিন্দুদের এই সংঘর্ষএরপর আরো কিছু দাঙ্গা হয়েছে এই সময় যার বেশির ভাগ মুসলমান আর পার্সিদের সাথে ।

 

ব্রিটিশ-ভারতে ভয়াবহ দাঙ্গা :

সবচেয়ে বেশি দাঙ্গা দেখা দেয় ব্রিটিশ ভারতে। ইংরেজরা নিজেদের স্বার্থে দাঙ্গার মনোবৃত্তি বাঁচিয়ে রেখেছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে। যা এখনও সমানভাবে বহমান এই অঞ্চলের মানুষের রক্তে।

 

ব্রিটিশ-ভারতে হিন্দু মুসলমানদের প্রথম দাঙ্গা হয় ১৮৮২ সালেসালেম দাঙ্গামধ্যপ্রদেশের তামিলনাড়ুর সালেম শহরে মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয় এই দাঙ্গাহিন্দুদের দাবি তাদের ধর্মীয় পথে মুসলমানেরা মসজিদ বানিয়েছিল। এই নিয়ে সংঘর্ষ, মারামারি আর হত্যা। ভেঙ্গে ফেলা হয় মুসলমানের মসজিদ আর ফলাফল  ধ্বংস হয় হিন্দুদের ৮টি মন্দির। দাঙ্গায় দুপক্ষের মানুষই নিহত হয়

 

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একজোট হয়ে লড়েছিল । আর তাতেই নড়বড়ে হয়ে  গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত। কোম্পানীর শাসন শেষ রে ানীর শাসন চালু করতে বাধ্য হয় ইংরেজরা। ভারত কোম্পানির হাত থেকে বের হয়ে রুপ নেয় ব্রিটিশ-ভারতে। আর তখন থেকেই হিন্দু-মুসলমানের মধ্যে বৈষ্যম আর বিভেদ সৃষ্টির কৌশল তৈরি করতে থাকে ইংরেজরা। সেই কালো কৌশলের নাম ডিভাইড এন্ড রুলভাগ করো শাসন করো

 

বিশ শতকের প্রথম দিকে এসে এই বৈষম্য আর বিভেদ চরম আকার ধারণ করে। শুরু হয় একের পর এক রক্তক্ষয়ী দাঙ্গা। ১৯২০-২১ এর মাদ্রাজে ইংরেজ- হিন্দু -মুসলমানের মধ্যে যে সংঘর্ষ হয় তাকে কেউ বলে দাঙ্গা কেউ বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ম্যাপপিরা দাঙ্গা’র কারনে পরে হিন্দু মুসলমান সাজা ভোগ করে । 

 এরপর কোহাটের দাঙ্গা নিহত হন ১৫৫ জন। আর নাগপুর দাঙ্গায় নিহত হয় ২২ জন। এছাড়া  ১৯২০-৩০ সালের মধ্য কয়েক দফায় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকশ দাঙ্গা সংঘটিত হয় ।

 

কলকাতার কিলিং: ভয়াবহ দাঙ্গা

হিন্দু মসুলমানের সবচেয়ে ভয়াবহ দাঙ্গাটি হয় কলকাতায়১৯৪৬ সালের ১৬ আগস্ট শুরু হয় এই হত্যা উৎসব। এক সপ্তাহ ধরে চলে এই দাঙ্গাদীর্ঘ ছুরিকার সপ্তাহ বা ‘ডায়রেক্ট অ্যাকশন ডে ‘বা ক্যালকাটা কলিং’  নামে পরিচিত এই দাঙ্গা৭২ ঘন্টার মধ্যে ৫ হাজার মানুষ নিহত হয়। ১ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল

 

ভারতের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেস নেতাদের হাতে দিয়ে চলে যেতে চেয়েছিল ব্রিটিশরা। তার প্রতিবাদে ১৬ আগস্ট হরতাল ডেকেছিল মুসলিমলীগ। সেই হরতালের সুত্রধরেই শুরু হয় ভয়াবহ মানুষ হত্যার রক্তক্ষয়ী উৎসব।

নোয়াখালির দাঙ্গা: প্রতিশোধের রক্ত

কলকাতার দাঙ্গার প্রতিশোধ নিতেই দুমাসেই মধ্যেই পূর্ববঙ্গের নোয়াখালিতে শুরু হয় আরেক মানুষ হত্যা উৎসব

১৯৪৬ এর ১০ অক্টোবরের সেই দিনটি ছিল কোজাগরি লক্ষী পূজার দিনচার সপ্তাহ ধরে নোয়াখালিতে চলে এই গণহত্যা৫ হাজার হিন্দুকে হত্যা করা হয় এই কয়েকদিনেধর্ষণ, লুন্ঠন, জোর করে ধর্মান্তরিত করা হয় অসহায় হিন্দুদের। কয়েক লাখ হিন্দু বাস্তুচুত্য হয়ে পড়ে। নিহত পাঁচ হাজার মানুষের পরিবার পড়ে এক গভীর অন্ধকারে।

তিন মাস পরে নোয়াখালি পরিদর্শনে আসে অহিংস আন্দোলনের নেতা মহাত্না গান্ধী। তাতে পরিস্থিতির কিছুটা উন্নত হলেও যা ক্ষতি হবার তা হয়ে যায় এদেশের মানুষের।

 

দাঙ্গা যেন প্রতিদিনের ঘটনা:

নোয়াখালির ঘটনার পরপরই বিহার দাঙ্গা শুরু হয়সে বছরই ২৪ অক্োবর থেকে ১১ নভেম্বর চলে মানুষ খুনের বিভৎস। পরিসংখ্যান বলছে ১৯৪৬ সালে দেশজুড়ে ৩১৭৬ টি দাঙ্গার ঘটনা ঘটে। দাঙ্গা যেন হয়ে ওঠে প্রতিদিনের ঘটনা। এর আগের বছর ১৯৪৫ সালে শুধু উত্তর প্রদেশে দাঙ্গা হয়েছিল ১৮০৬ টি।

 

১৯৪৬ এর ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা দাঙ্গাই ছিল দেশভাগের আগে সবচেয়ে ভয়াবহ ঘটনা। এ্ই সময় হতাহতের সংখ্যা নিয়ে বৃটিশ পালামেন্টে দেয়া বিবৃতিতে জানা যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল এই কয়েকদিনে। দ্যা স্টেটসম্যানপত্রিকা জানায় সেই সংখ্যা সাড়ে সাত হাজার থেকে দশ হাজার ভারতীয় জাতীয় কংগ্রেসের মতে এ সংখ্যা  অনেক কম, মাত্র দুই হাজার। তবে মোহাম্মাদ আলী জিন্নাহ বলেছিলেন, এই সময়ের দাঙ্গায় নিহত হয়েছিল ত্রিশ হাজার মানুষ। 

দাঙ্গা শুরু হত গুজব দিয়ে :

দাঙ্গার সূত্রপাত গুলো হত গুজব বা মিথ্যে তথ্য দিয়ে। ১৯৪৬ ভয়াবহ দাঙ্গার সুত্রপাতটিও হয়েছিল মিথ্যে অভিযোগ দিয়েঅভিযোগ ছিল যে মুসলমানেরা এক হিন্দু মহিলাকে ধরে নিয়ে গেছে। পরে জানা যায় পুরোটাই গুজব এবং মিথ্যে

ইংরেজ বিরোধী আন্দোলন শেষে এসে রুপ নিয়েছিল হিন্দু মুসলমানের ভয়াবহ রক্তাত্ব সংঘর্ষে। দেশভাগ তখন অনিবার্য হয়ে উঠেছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট শেষ হয় ১৯০ বছরে ব্রিটিশ শাসন। দা্গা ভেজা রক্তের মধ্যেই হিন্দু আর মুসলমানদের জন্য গঠিত হয় আলাদা আলাদা দুটি রাষ্ট্র। হিন্দুস্তান আর পাকিস্তান।কিন্তু তাতে কি বন্ধ হয়েছিল মানুষ হত্যার এই বিভৎস উৎসব ?

 (পরের পর্বে সমাপ্ত)

                                               

 

পারভেজ


পারভেজ সেলিম     পারভেজ সেলিম ।।


(প্রথম পর্ব)

‘দাঙ্গা’ একটি বিভিষীকাময় শব্দ। দাঙ্গা বলতে আমাদের সামনে ভেসে ওঠে মুসলমান আর হিন্দুর মধ্যে এক ভয়াবহ রক্তাত্ব সংঘর্ষের চিত্র।

সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস এই অঞ্চলে কয়েকশ বছরের পুরোনোএখন পর্যন্ত বিশ লক্ষের বেশি হিন্দু-মুসলমান নিহত হয়েছে দাঙ্গায়। বাস্তুহারা হয়েছে এক কোটির বেশি অভাগা মানুষ

শুধু ধর্মের ভিন্নতার কারনে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে কি  অবলিলায়। আর কয়েক শত বছর ধরে চলমান এই হত্যাকান্ড একুশ শতকেও থামেনি। সংঘর্ষ এখনও চলমান

 

‘দাঙ্গা’ শব্দটির ইতিহাস :

দাঙ্গা’ শব্দটি এসেছে ফারসি ‘জঙ্গ’ শব্দ থেকে। যুদ্ধের সৈন্যদের বলা হতো ‘জঙ্গ’। আর যুদ্ধের কৌশলকে বলা হত ‘দঙ্গ’। দঙ্গ শব্দটি থেকে ধীরে ধীরে বাংলায় নতুন শব্দের সৃষ্টি হয় ‘দাঙ্গা’। 

মোঘলরা আসার আগে এই অঞ্চলে হিন্দু-মুসলমান-বৌদ্ধদের মধ্যে যে সংঘর্ষ বা মারামারি হতো তাকে ‘দাঙ্গা’ বলা হতো না। অন্য যেকোন সংর্ঘষে মতোই মনে করা হত এই মারামারিকে। ধর্মীয় বিদ্দেষ তখনও দাঙ্গা নাম ধারণ করেনি । 

১৭১৪ সালে ইংল্যান্ডে ‘রায়ট অ্যাক্ট’ পাশ হবার পর ‘রায়ট’ শব্দটির বাংলা অনুবাদ হিসেবে ধরা হয় এই ‘দাঙ্গা’কে।

প্রথম দাঙ্গা :   

উপমহাদেশে হিন্দু মুসলমানের মধ্যে প্রথম দাঙ্গা হয় ১৬৭১ সালে। সূত্রপাত সম্রাট আওরঙ্গজেবের জারি করা ধর্ম পালনের নতুন নিয়ম নীতি দশ বছর ধরে চলে মুসলমান আর হিন্দুদের এই সংঘর্ষএরপর আরো িছ দাঙ্গা হয়েছে এই সময় যার বেশির ভাগ মুসলমান আর পার্সিদের সাথে ।

 

ব্রিটিশ-ভারতে ভয়াবহ দাঙ্গা :

সবচেয়ে বেশি দাঙ্গা দেখা দেয় ব্রিটিশ ভারতে। ইংরেজরা নিজেদের স্বার্থে দাঙ্গার মনোবৃত্তি বাঁচিয়ে রেখেছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে। যা এখনও সমানভাবে বহমান এই অঞ্চলের মানুষের রক্তে।

 

ব্রিটিশ-ভারতে হিন্দু মুসলমানদের প্রথম দাঙ্গা হয় ১৮৮২ সালেসালেম দাঙ্গামধ্যপ্রদেশের তামিলনাড়ুর সালেম শহরে মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয় এই দাঙ্গাহিন্দুদের দাবি তাদের ধর্মীয় পথে মুসলমানেরা মসজিদ বানিয়েছিল। এই নিয়ে সংঘর্ষ, মারামারি আর হত্যা। ভেঙ্গে ফেলা হয় মুসলমানের মসজিদ আর ফলাফল  ধ্বংস হয় হিন্দুদের ৮টি মন্দির। দাঙ্গায় দুপক্ষের মানুষই নিহত হয়

 

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একজোট হয়ে লড়েছিল । আর তাতেই নড়বড়ে হয়ে  গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত। কোম্পানীর শাসন শেষ করে রানীর শাসন চালু করতে বাধ্য হয় ইংরেজরা। ভারত কোম্পানির হাত থেকে বের হয়ে রুপ নেয় ব্রিটিশ-ভারতে। আর তখন থেকেই হিন্দু-মুসলমানের মধ্যে বৈষ্যম আর বিভেদ সৃষ্টির কৌশল তৈরি করতে থাকে ইংরেজরা। সেই কালো কৌশলের নাম ডিভাইড এন্ড রুলভাগ করো শাসন করো

 

বিশ শতকের প্রথম দিকে এসে এই বৈষম্য আর বিভেদ চরম আকার ধারণ করে। শুরু হয় একের পর এক রক্তক্ষয়ী দাঙ্গা। ১৯২০-২১ এর মাদ্রাজে ইংরেজ- হিন্দু -মুসলমানের মধ্যে যে সংঘর্ষ হয় তাকে কেউ বলে দাঙ্গা কেউ বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ম্যাপপিরা দাঙ্গা’র কারনে পরে হিন্দু মুসলমান সাজা ভোগ করে । 

 এরপর কোহাটের দাঙ্গা নিহত হন ১৫৫ জন। আর নাগপুর দাঙ্গায় িহত হয় ২২ জন। এছাড়া  ১৯২০-৩০ সালের মধ্য কয়েক দফায় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকশ দাঙ্গা সংঘটিত হয় ।

 

কলকাতার কিলিং: ভয়াবহ দাঙ্গা

হিন্দু মসুলমানের সবচেয়ে ভয়াবহ দাঙ্গাটি হয় কলকাতায়১৯৪৬ সালের ১৬ আগস্ট শুরু হয় এই হত্যা উৎসব। এক সপ্তাহ ধরে চলে এই দাঙ্গাদীর্ঘ ছুরিকার সপ্তাহ বা ‘ডায়রেক্ট অ্যাকশন ডে’ ‘বা ক্যালকাটা কিলিং’  নামে পরিচিত এই দাঙ্গা৭২ ঘন্টার মধ্যে ৫ হাজার মানুষ নিহত হয়। ১ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল

 

ভারতের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেস নেতাদের হাতে দিয়ে চলে যেতে চেয়েছিল ব্রিটিশরা। তার প্রতিবাদে ১৬ আগস্ট হরতাল ডেকেছিল মুসলিমলীগ। সেই হরতালের সুত্রধরেই শুরু হয় ভয়াবহ মানুষ হত্যার রক্তক্ষয়ী উৎসব।

নোয়াখালির দাঙ্গা: প্রতিশোধের রক্ত

কলকাতার দাঙ্গার প্রতিশোধ নিতেই দুমাসেই মধ্যেই পূর্ববঙ্গের নোয়াখালিতে শুরু হয় আরেক মানুষ হত্যা উৎসব

১৯৪৬ এর ১০ অক্টোবরের সেই দিনটি ছিল কোজাগরি লক্ষী পূজার দিনচার সপ্তাহ ধরে নোয়াখালিতে চলে এই গণহত্যা৫ হাজার হিন্দুকে হত্যা করা হয় এই কয়েকদিনেধর্ষণ, লুন্ঠন, জোর করে ধর্ান্তরিত করা হয় অসহায় হিন্দুদের। কয়েক লাখ হিন্দু বাস্তুচুত্য হয়ে পড়ে। নিহত পাঁচ হাজার মানুষের পরিবার পড়ে এক গভীর অন্ধকারে।

তিন মাস পরে নোয়াখালি পরিদর্শনে আসে অহিংস আন্দোলনের নেতা মহাত্না গান্ধী। তাতে পরিস্থিতির কিছুটা উন্নত হলেও যা ক্ষতি হবার তা হয়ে যায় এদেশের মানুষের।

 

দাঙ্গা যেন প্রতিদিনের ঘটনা:

নোয়াখালির ঘটনার পরপরই বিহার দাঙ্গা শুরু হয়সে বছরই ২৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর চলে মানুষ খুনের বিভৎস। পরিসংখ্যান বলছে ১৯৪৬ সালে দেশজুড়ে ৩১৭৬ টি দাঙ্গার ঘটনা ঘটে। দাঙ্গা যেন হয়ে ওঠে প্রতিদিনের ঘটনা। এর আগের বছর ১৯৪৫ সালে শুধু উত্তর প্রদেশে দাঙ্গা হয়েছিল ১৮০৬ টি।

 

১৯৪৬ এর ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা দাঙ্গাই ছিল দেশভাগের আগে সবচেয়ে ভয়াবহ ঘটনা। এ্ই সময় হতাহতের সংখ্যা নিয়ে বৃটিশ পালামেন্টে দেয়া বিবৃতিতে জানা যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল এই কয়েকদিনে। দ্যা স্টেটসম্যানপত্রিকা জানায় সেই সংখ্যা সাড়ে সাত হাজার থেকে দশ হাজার ভারতীয় জাতীয় কংগ্রেসের মতে এ সংখ্যা  অনেক কম, মাত্র দুই হাজার। তবে মোহাম্মাদ আলী জিন্নাহ বলেছিলেন, এই সময়ের দাঙ্গায় নিহত হয়েছিল ত্রিশ হাজার মানুষ। 

দাঙ্গা শুরু হত গুজব দিয়ে :

দাঙ্গার সূত্রপাত গুলো হত গুজব বা মিথ্যে তথ্য দিয়ে। ১৯৪৬ ভয়াবহ দাঙ্গার সুত্রপাতটিও হয়েছিল মিথ্যে অভিযোগ দিয়েঅভিযোগ ছিল যে মুসলমানেরা এক হিন্দু মহিলাকে ধরে নিয়ে গেছে। পরে জানা যায় পুরোটাই গুজব এবং মিথ্যে

ইংরেজ বিরোধী আন্দোলন শেষে এসে রুপ নিয়েছিল হিন্দু মুসলমানের ভয়াবহ রক্তাত্ব সংঘর্ষে। দেশভাগ তখন অনিবার্য হয়ে উঠেছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট শেষ হয় ১৯০ বছরে ব্রিটিশ শাস। দাঙ্গার ভেজা রক্তের মধ্যেই হিন্দু আর মুসলমানদের জন্য গঠিত হয় আলাদা আলাদা দুটি রাষ্ট্র। হিন্দুস্তান আর পাকিস্তান।কিন্তু তাতে কি বন্ধ হয়েছিল মানুষ হত্যার এই বিভৎস উৎসব ?

 (পরের পর্বে সমাপ্ত)

                                               


পারভেজ  সেলিম

লেখক ও সাংবাদিক


 

৩১৩ thoughts on “দাঙ্গা : মানুষ হত্যার এক বিভৎস উল্লাস! পর্ব: ০১

  1. Undeniably believe that which you stated. Your favorite justification appeared
    to be on the internet the simplest thing to be aware
    of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly don’t know about.
    You managed to hit the nail upon the top and also defined out the
    whole thing without having side effect , people could take a signal.
    Will likely be back to get more. Thanks cheap flights http://1704milesapart.tumblr.com/ cheap flights

  2. Психотерапия онлайн! Онлайн консультация Консультация психолога.
    Консультация психолога онлайн.
    Заказать консультацию психолога.
    Онлайн консультация. Консультация психолога.
    Профессиональные психологи.

  3. Howdy I am so excited I found your site, I really found you by accident, while I was
    searching on Askjeeve for something else, Regardless I am here
    now and would just like to say many thanks for a fantastic post and
    a all round exciting blog (I also love the theme/design), I don’t have
    time to read through it all at the moment but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back
    to read more, Please do keep up the awesome work.

  4. Hello! I know this is kinda off topic however I’d figured I’d
    ask. Would you be interested in exchanging links or maybe
    guest writing a blog article or vice-versa? My blog addresses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other.
    If you are interested feel free to shoot me
    an e-mail. I look forward to hearing from you! Great blog by the way!

  5. Unquestionably believe that which you stated.
    Your favorite reason appeared to be on the net the easiest thing to
    be aware of. I say to you, I definitely get annoyed while people consider worries that they plainly don’t know about.
    You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people could take
    a signal. Will probably be back to get more. Thanks

  6. With havin so much content do you ever run into any issues
    of plagorism or copyright violation? My blog has a lot of completely unique content I’ve either authored myself or outsourced but it appears a lot of
    it is popping it up all over the internet without my
    permission. Do you know any ways to help stop content from being stolen? I’d genuinely appreciate it.

  7. Pingback: expex.ru
  8. Hey there would you mind sharing which blog platform you’re using?
    I’m going to start my own blog soon but I’m having
    a tough time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique.
    P.S Apologies for being off-topic but I had to ask!

  9. hey there and thank you for your information – I’ve definitely picked up something
    new from right here. I did however expertise a few technical points
    using this site, as I experienced to reload the web site a lot of times previous to I could get it to load
    properly. I had been wondering if your web host is OK?
    Not that I’m complaining, but slow loading
    instances times will very frequently affect your
    placement in google and can damage your quality score if advertising and marketing with Adwords.
    Anyway I am adding this RSS to my email and could
    look out for a lot more of your respective interesting content.
    Ensure that you update this again very soon.

  10. Hey there! I realize this is kind of off-topic however
    I had to ask. Does operating a well-established website such as yours take a lot
    of work? I’m brand new to operating a blog but I do
    write in my diary daily. I’d like to start a blog so I can easily share my experience and thoughts online.

    Please let me know if you have any recommendations or tips for new aspiring bloggers.
    Thankyou!

  11. I’m impressed, I have to admit. Seldom do I encounter a blog that’s both educative and entertaining, and let me
    tell you, you’ve hit the nail on the head. The problem is an issue that too few men and women are
    speaking intelligently about. I’m very happy that I came
    across this during my hunt for something relating to this.

  12. верховная жрица магические способности сонник мешки с картошки голубь залетел на
    балкон форум, больной голубь залетел на балкон
    гадание на рунах онлайн на будущее ситуацию любовь и отношения гороскоп стрелец женщина и стрелец мужчина
    совместимость в любовных
    отношениях

  13. текст кімсіз, жүрегімді тербейді менің
    скачать сегіз аяқ өлеңі тақырыбы мен идеясы, абай құнанбаев
    сегіз аяқ өлеңі подписка на журналы казпочта, каталог журналов казпочта 25 бұйрық
    қазақша, 68 бұйрық қазақша

  14. айкындауыш на русском, оңашаланған
    айқындауыш сызықша мысалдар наноматериалдар түрлері, нанотехнология және наноматериалдар презентация таблетки
    от цистита недорогие, таблетки от цистита отзывы рекорд пресса за минуту, мировой рекорд отжиманий за
    1 минуту

  15. ерлер саны басым елдер, халық санын өсіруге реттеуге бағытталған шаралар
    жиынтығы блок комфорта приора 2 люкс, блок комфорта приора признаки неисправности
    маржан арапбаева иә солай, маржан арапбаева
    қазақстан жырдың негізгі өзегі не, лиро эпостық жырлар

  16. жыландар не жейді, жыланды кім жейді курсы
    смм что это, курсы smm для начинающих болят
    кости таза сбоку, жжение во внутренней части бедра
    ближе к паху завтрашние матчи по футболу, футбол коэффициенты

  17. сақып деген бір жақсы кісі неге ренжиді тәрбие басы тал
    бесік баяндама, тәрбие басы тал бесік эссе 100 120 сөз алтын су кумис су, күміс су пайдасы қазақстандағы ұлттық саябақтар саны 2016, қазақстандағы ұлттық саябақтар тізімі

  18. nusr-et цены меню дубай, состояние нусрета 2022 инфекционный контроль в медицинских организациях, инфекционный контроль казакша пиццерия в уральске, суши уральск
    арман ақшасын санап егер менің

  19. өмірдің қиын сәттері эссе, қалай лайықты өмір сүруге болады эссе гейнер цена в казахстане, гейнер, как принимать
    асылып өлу перевод, құран оқу
    негіздері сипаттау мәтініне қай сұрақ қойылады,
    әңгімелеу мәтіні қысқаша

  20. ssd это жесткий диск, ssd диск для чего нужен сөйлеу қабілеті бұзылған балаларды оқыту, сөйлеу қабілеті
    бұзылған балалар презентация dollar kurs, курс доллара к
    рублю расписание поездов шиели – алматы, расписание поездов шиели кызылорда

  21. шекара қызметі эссе, шекара деген не как избавиться от изжоги в домашних условиях навсегда, лечение изжоги в домашних условиях кайрат нуртас, аргоня все песни скачать, кайрат нуртас – арман скачать шағбан айы қандай ай,
    шағбан айы дұғасы

  22. қуыс кеуде кітабы pdf, қуыс кеуде
    кітабы мазмұны закон об охране и использовании памятников
    истории и культуры, виды памятников истории и культуры велосипеды для
    велоспорта, велосипеды алматы барахолка айтуарова
    акмарал жакияевна эл почта, нотариус айтуарова акмарал контакты

  23. к чему снится видеть пальто как погиб евтушенко,
    евтушенко национальность венера
    в 11 доме у женщины, венера в 11 доме в тельце
    сонник шприц с иглой, к чему снится иголка с
    ниткой в руке судьбоносная встреча по дате рождения

  24. сорболют как пить, сорболют қазақша техничка на пол дня,
    требуется техничка атырау сегодня когда откроют метро момышулы, расписание поездов метро микрофон беспроводной профессиональный, головной микрофон для вокала

  25. санаторий алатау номер телефона, санаторий алатау цены машина
    рубикон, джип вранглер рубикон
    мұнай газ ісі университет, мұнай газ саласы слог автора на украинском, абай кунанбаев стихи о любви

  26. заработок в интернете на дому с
    ежедневной оплатой без вложений и обмана карту сбербанка
    работа на дому в екатеринбурге удаленная работа в подработка
    на личном легковом автомобиле межгород средняя зарплата фрилансера в месяц

  27. үштілділік заман талабы эссе,
    орыс тілі туралы эссе кеңес одағының батырлары, кенес одагынын батыры атагын алган тоқтар серіков балапаным текст, былдыр
    былдыр тилинен текст сыпь на теле у ребенка:
    фото с пояснениями, сыпь у ребенка без температуры комаровский

  28. скачать музыку жарык, не болды саган қобыланды скачать табиғатты пайдалану жүйесі бірге және бөлек жазылатын сөздер ережесі, бөлек жазылатын сөздер сөйлем шілікті патша қорғаны зерттеген ғалымдар ерекшелігі, шілікті қорғаны орналасқан аймақ

  29. сынып сағатына хаттама үлгісі, сынып жиналысының хаттамасы 4 сынып ауа райы қарауылкелді, ауа райы актобе rp 5 бақ тың қандай түрлері бар,
    бақ деген не су туралы мақал мателдерди жинактап оларга тусиниктеме бериндер, ағын
    су туралы мақал

Leave a Reply

Your email address will not be published.

x