কুরআন এক বিষ্ময়কর বই !


পারভেজ সেলিম ।।


 

আল কুরআন ইসলাম ধর্মের একটি পবিত্র গ্রন্থ। আরবী ভাষার সবচেয়ে নিখুঁত গ্রন্থ বলে গন্য করা হয় এই বইটিকে। পরবর্তীতে এই কুরআনের ভাষার উপর ভিত্তি করে আরবী ব্যাকরণ তৈরী হয়েছে। চৌদ্দশত বছর ধরে এই বইটি যত আলোচনা-সমালোচনা, বিশ্বাস -অবিশ্বাস নিয়ে তুমুলভাবে টিকে আছে, তা পৃথিবীতে আর কোন গ্রন্থের বেলায় ঘটেনি। তাই আমার কাছে কুরআন একটি বিষ্ময়কর বই!

 

ইসলাম ধর্মে বিশ্বাসীরা মনে করেন এই বই এ সৃষ্টিকর্তা নিজেই মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান বলেই তাদের বিশ্বাস।

 

এখন প্রশ্ন হচ্ছে কি আছে এই কুরআন এ ? কিভাবে মানুষের হাতে এল এই গ্রন্থ? অথবা এটি কি শুধুই একটি ধর্মীয় গ্রন্থ? নাকি একটি অসাধারন বই হিসেবেও এর গুরুত্ব আছে ?

 

ইতিহাস বলছে কুরআন এর প্রথম আয়াতটি নাজিল হয় ৬০৯ সালের ২২ ডিসেম্বর। যখন মুহাম্মদ (সা.) এর বয়স ৪০ বছর এবং এর শেষ আয়াতটি অবতীর্ণ হয় ৬৩২ সালে যে বছর ইসলাম ধর্মের শেষ নবী মারা যান ।

 

বিশ্বাসীদের মত, দীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহর ফেরেশতা জিব্রাইল মৌখিকভাবে মুহাম্মাদ (সা.) এর কাছে এটি পৌঁছে দেন। যেখানে সুরা আছে ১১৪ টি আর আয়াত বা পক্তি আছে ৬৬৬৬ টি ।

 

কুরআনের ভাষা আরবি এবং এটি পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ যা ১৪০০ বছর ধরে অপরিবর্তীত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস করেন মুসলমানরা । এর কারণ কুরআনের ১৫ নম্বর সুরা, সুরা আল হিজরে আল্লাহ নিজেই বলছেন ; আমি স্বয়ং এ উপদেশগ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক

 

 কুরআন আজকের অবস্থানে আসল কিভাবে :

 

মুহাম্মদ (সা.) এর জীবনদশায় প্রথম কুরআন লিখে রাখার কাজ শুরু হয়। কিন্তু তখন সব আয়াত একত্রিত করা ছিল না। হাফেজদের মুখস্থই ছিল একমাত্র ভরসা। প্রথম খলিফার আমলে ইয়েমামার যুদ্ধে ৭০ জন হাফেজ মারা যান। তখন কুরআন সংরক্ষনের শংকা দেয়।

প্রথম খলিফা আবু বক্কর তখন মুহাম্মাদ (সা.) এর সময়কার লেখক যায়েদ ইবনে সাবেতকে দায়িত্ব দেন কুরআন লিপিবদ্ধ করার। তার হাত দিয়ে প্রথম লিখিত কুরআনের তৈরি হয় !! আবু বক্কর (রা.)

মৃত্যুর পর উমর (রা.) হাতে ঘুরে কুরআন এর মুল কপিটি মুহাম্মাদ (সা.) এর স্ত্রী হাফছার নিকট গচ্ছিত থাকে ।

 

কুরাআনের উচ্চারণ জটিলতা :

 

ততৃীয় খলিফার আমলে ইসলামে আরও ব্যাপক প্রসারের ফলে বিভিন্ন দেশের ভাষাভাষি মধ্যে কুরআনের উচ্চারন নিয়ে জটিলতা দেখা দেয়। এই জটিলতা কমাতে হিজরী ২৪ সালে তৃতীয় খলিফা উসমান (আ.) শেষ বারের মতো কুরআন সংকলনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

চারজনের একটি কমিটি শুধু কুরাইশি উচ্চারণ ও ভাষায় কুরআন লিখে তার ৭টি প্রতিলিপি তৈরি করেন এবং তা বিভিন্ন দেশে সংরক্ষনের জন্য পাঠানো হয় । পরে বিভ্রান্তি এড়ানোর জন্য ঐ সাত কপি কুরআন ফিরিয়ে এনে ধ্বংস করা হয় । শুধু রাজধানী মদিনায় একটি মাত্র কুরআন এর মুল কপি রাখা হয়। আজ আমার যে কুরআন পড়ছি সেটা এই আরবী ভাষার কুরাইশি উচ্চারনের প্রতিলিপি। এই কুরআন সংরক্ষনের পুরো কাজটি করেছেন তৃতীয় খলিফা হয়রত উসমান (আ.)। এজন্য তাকে বলা হয় কুরআন সংরক্ষনকারী

 

কুরআন সর্বপ্রথম সালমান আল ফারসী নামের এক সাহাবী সুরা ফাতিহাকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। এর মধ্যে দিয়ে কুরআন অনুবাদের সুচনা হয়বাংলায় কুরআন প্রথম অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন। এরপর আরো অনেকে অনুবাদ করছেন। বিচারপতি হাবিবুর রহমানের অনুবাদটিও এখন বেশ জনপ্রিয়।

 

কি আছে এই বিষ্ময়কর বইটিতে তা জানা প্রয়োজন। শুধু ধর্মীয় বই বলে নয়, অন্যান্য পাঠ্য বই

এর মতো বুঝে পড়ে জানা দরকার কি শক্তিতে টিকে আছে এই কুরআন এ !

 

 

পারভেজ সেলিম
লেখক ও চলচ্চিত্রকার

 
আলোর দেশে এর জন্য ‘বাংলা.box’  এর ভিডিও :

৬৭ thoughts on “কুরআন এক বিষ্ময়কর বই !

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to
    my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
    Please let me know if you run into anything.
    I truly enjoy reading your blog and I look forward to your new updates.
    asmr https://app.gumroad.com/asmr2021/p/best-asmr-online asmr

  2. Definitely consider that which you said. Your
    favorite reason appeared to be on the net the simplest factor
    to take note of. I say to you, I definitely get irked whilst
    folks think about worries that they just do not recognise about.
    You controlled to hit the nail upon the highest and also defined out the whole
    thing with no need side effect , folks can take a signal.
    Will likely be back to get more. Thank you

  3. My programmer is trying to convince me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the expenses. But he’s tryiong
    none the less. I’ve been using Movable-type on various websites for about a year and am nervous about switching to another platform.
    I have heard great things about blogengine.net.
    Is there a way I can transfer all my wordpress posts into it?

    Any help would be greatly appreciated!

  4. With havin so much content do you ever run into
    any problems of plagorism or copyright violation? My site has a lot
    of exclusive content I’ve either written myself or outsourced but it appears a lot of it is popping it up all over
    the internet without my authorization. Do you know any methods to help protect against content from being stolen? I’d
    really appreciate it.

Leave a Reply

Your email address will not be published.

x