‘মাকে নিয়ে’ চার কবির কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

মাকে আমার পড়ে না মনে।


শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে

একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে,

মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে।

মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে –

মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে।

মাকে আমার পড়ে না মনে।

শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলিবনে

শিশির-ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে

তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে।

কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে –

পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে।

মাকে আমার পড়ে না মনে।

শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে,

জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে-

মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে।

কোলের ‘পরে ধ’রে কবে দেখত আমায় চেয়ে,

সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।


শামসুর রাহমান

কখনো আমার মাকে


কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।

সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে

আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মেই পড়ে না।

যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি,

যখন ছিলেন তিনি ঝড়ে আম-কুড়িয়ে বেড়ানো

বয়সের কাছাকাছি হয়তো তখনো কোনো গান

লতিয়ে ওঠেনি মীড়ে মীড়ে দুপুরে সন্ধ্যায়,

পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর

সংসারেও এসেও মা আমার সারাক্ষণ

ছিলেন নিশ্চুপ বড়ো, বড়ো বেশি নেপথ্যচারিণী। যতদূর

জানা আছে, টপ্পা কি খেয়াল তাঁকে করেনি দখল

কোনোদিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে

অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন

ধুয়ে মুছে বাসন-কোসন

সেলাইয়ের কলে ঝুঁকে, আলনায় ঝুলিয়ে কাপড়,

ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে

আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে

অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না

এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি।

যেন তিনি সব গান দুঃখ-জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে

রেখেছেন বন্ধ ক’রে আজীবন, কালেভদ্রে সুর নয়, শুধু

ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে!


হুমায়ুন আজাদ


আমাদের মা


আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি।

আমাদের মা গরি পরজার মত দাঁড়াতো বাবার সামনে,

কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ ক’রে উঠতে পারতোনা।

আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে

মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি।

আমাদের মা আমাদের থেকে বড় ছিলো, কিন্তু ছিলো আমাদের সমান।

আমাদের মা ছিলো আমাদের শ্রেনীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের।

বাবা ছিলেন অনেকটা আল্লার মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম

বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম

বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই

মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম।

ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম।

আমাদের মা ছিলো অশ্রুবিন্দু-দিনরাত টলমল করতো

আমাদের মা ছিলো বনফুলের পাপড়ি;-সারাদিন ঝরে ঝরে পড়তো,

আমাদের মা ছিলো ধানখেত-সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো।

আমাদের মা ছিলো দুধভাত-তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো।

আমাদের মা ছিলো ছোট্ট পুকুর-আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম।

আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিলো কিনা আমরা জানি না।

আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখি নি।

আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না

চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না।

আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি,

আমাদের মা বড় ছিলো, কিন্তু বছর বছর মা ছোটো হতে থাকে।

ষষ্ঠ শ্রেনীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম।

সপ্ত শ্রেনীতে ওঠা পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে।

আমাদের মা দিন দিন ছোটো হতে থাকে

আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে।

আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়েনা

আমাদের মা আর ধানখেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না

আমাদের মা আর দুধভাত নয়, আমরা আর দুধভাত পছন্দ করিনা

আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি।

কিন্তু আমাদের মা আজো অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত

আমাদের মা আজো টলমল করে।


আল মাহমুদ

নোলক


আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে

হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।

নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?

হাত দিওনা আমার শরীর ভরা বোয়াল মাছে।

বললো কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে

শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে।

জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক

সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক

বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,

আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই।

মা দিবসের এই দিনে সকল মাকে আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা । শিল্প সম্পাদক, আলোর দেশে

১৮৫ thoughts on “‘মাকে নিয়ে’ চার কবির কবিতা

  1. Услуги консультации психолога.
    Профессиональные психологи Профессиональные психологи.
    Психологи онлайн. Консультация у
    психолога. Услуги аналитического психолога, психотерапевта.
    Помощь профессионального Психолога.
    Профессиональные психологи.

  2. I am a website designer. Recently, I am designing a website template about gate.io. The boss’s requirements are very strange, which makes me very difficult. I have consulted many websites, and later I discovered your blog, which is the style I hope to need. thank you very much. Would you allow me to use your blog style as a reference? thank you!

  3. I’ve been exploring for a bit for any high quality articles or
    blog posts in this sort of area . Exploring in Yahoo I at last stumbled
    upon this web site. Studying this info So i’m satisfied to express that I’ve a
    very excellent uncanny feeling I discovered just what I needed.
    I so much definitely will make sure to do not disregard this web
    site and give it a glance on a continuing basis.

  4. What i do not realize is actually how you’re not actually much more neatly-liked than you might
    be right now. You’re very intelligent. You know thus considerably relating to
    this matter, made me for my part consider it from numerous varied angles.
    Its like men and women don’t seem to be fascinated except
    it is one thing to accomplish with Woman gaga! Your own stuffs excellent.
    At all times maintain it up!

  5. Hello would you mind stating which blog platform you’re
    working with? I’m planning to start my own blog
    in the near future but I’m having a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems
    different then most blogs and I’m looking for
    something completely unique. P.S My apologies for getting
    off-topic but I had to ask!

  6. Greetings I am so excited I found your webpage, I really found you by accident, while I was researching on Aol for something else, Anyways I am
    here now and would just like to say cheers for a
    incredible post and a all round enjoyable blog (I also love the
    theme/design), I don’t have time to read it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so
    when I have time I will be back to read much more, Please do keep up the fantastic b.

  7. Just want to say your article is as surprising.
    The clarity in your post is just great and i can assume
    you’re an expert on this subject. Well with your permission let me to grab your RSS feed
    to keep up to date with forthcoming post. Thanks a million and please continue the rewarding work.

  8. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could
    add to my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe
    you would have some experience with something like this.

    Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  9. приснилось что парень собрал вещи и ушел к чему снится покойная бабушка ислам созвездие северной короны где видно,
    созвездие кратер
    к чему снится дерево с плодами крупными совместимость по дате на таро

  10. қазіргі заманғы жаһандық мәселелер эссе қазақша, қазіргі заманғы
    жаһандық мәселелер менің ойымша
    әлеуметтік-медициналық оңалту-бұл, оңалту
    мақсаты кәсіпкерліктің негізгі ресурстарын табыңыз,
    кәсіпкерлік қызмет түрлері казнау руководство, казнау преподаватели

  11. тишью бумага купить, папиросная бумага алматы топ
    100 книг для развития, книги для развития стратегического мышления музыка қолымнан
    ұста, қолымнан ұста текст мұхтар шаханов отырар өлеңі,
    мұхтар шаханов отырар поэмасы аудио

  12. арманға жету эссе олимпиада
    география 10 сынып, аудандық олимпиада тапсырмалары география 9 сынып корейская кухня поблизости, токпокки в астане абайға хат жазу,
    әлем таныған абай хат

  13. репертуар филармонии на декабрь, гастрольная сцена филармонии им.
    жамбыла жүрек айнуын не басады, жүрек айнығанда оқылатын
    дұға горняк рудный жас батыр прогноз,
    барыс мхл торт цена алматы, торт доставка алматы

  14. 3 жастағы дағдарыс, 3 жастағы баланың әрекет түрі как открыть
    массажный кабинет без лицензии, сколько стоит открыть массажный
    кабинет диуани лұғат ат түрік мазмұны, диуани лұғат ат
    түрік слайд самые богатые семьи америки, самые богатые люди америки

  15. ыстық судың температурасы, ыстық судың
    массасын есептеңіз наклонение на казахском,
    повелительное наклонение на казахском қиық пирамидаға есептер шығару,
    өмірден алынған есептер жер шарының ең биік нүктесі эверест шыңының биіктігі,
    гималай тауының ең биік нүктесі

  16. часы гармин, гармин часы официальный сайт тропосфера қабатындағы
    оттегі мөлшерін көрсетіңіз, b атмосфера қабаты мынадай газдардан тұрады қызылша ауруы, қызылша ауруы халық емі қазіргі
    заман өнертабыстары эссе, өмірді жеңілдететін өнертабыс эссе

  17. ананың баласына арнаған дұғасы өлеңде рухани
    мәдениет дамуы, рухани мәдениет жетістіктері акт передачи на ответственное хранение скачать,
    акт приема-передачи шин на хранение ассоциация практических психологов,
    как попасть в ассоциацию психологов

  18. әлемдегі ең үлкен футбол стадионы маған енді бәрібір скачать ремикс, маған
    бәрібір скачать маченский детский развлекательный центр актау, трк актау детский
    развлекательный центр мастер кей,
    мери кей интач: вход для консультантов

  19. исполнение права пример, исполнение права это ұлт
    достығы эссе, ұлт бірлігі татулықта эссе ресейдің орталық аудандарынан шаруаларды
    қоныс, соғыстан кейін
    ақша реформасы жүргізілген кез
    угд по абайскому району контакты, угд по абайскому
    району шымкент реквизиты

  20. а.бараев қазақша, ә.марғұлан еңбектері китайский препарат тайфун от насекомых инструкция,
    тайфун порошок от клопов способ применения the outer worlds электростанция екі айнымалы функция, көп айнымалы функцияның дербес туындылары

  21. қоңыржай ауа массасы, қазақстан аумағындағы басым ауа массалары тауекел мусилим
    сколько лет, тауекел мусилим год рождения ою ойғанның ойы ұшқыр тәрбие сағаты, ою өрнектер сабақ жоспары балабақшада әлемді өзгерткім келді

  22. нейрондардың түрлері мен қызметтері,
    нейронның құрылысы мен
    қызметі қмж сабақ жоспары үлгі, дайын сабақ жоспары
    себеп салдар үстеуі на русском,
    үстеу таблица талып калу жолдары, қалай естен тануға болады

  23. прокопьевск дом книги режим работы подработка алексин авито дополнительный инвестиционный доход сбербанк
    легальный заработок в интернете без вложений денежных средств

  24. қазақ әйелінің бейнесі ерекшелігі, қазақ
    әйелінің бейнесі және ұлпан бейнесі алтынай жолдыбаева сколько лет,
    алтынай жолдыбаева фильмы тау жыныстарының бұзылуына
    әсер ететін факторларды ата, тау
    не істейді алладан дұға тілеу, тілек қабыл
    болатын дұға

  25. Thanks a lot for your post. I would really like to say that the cost of car insurance differs from one insurance policy to another, given that there are so many different facets which give rise to the overall cost. Such as, the model and make of the automobile will have an enormous bearing on the fee. A reliable older family automobile will have an inexpensive premium than just a flashy performance car.

Leave a Reply

Your email address will not be published.

x