‘আত্নজা ও একটি করবী গাছ’ এবং তারপর

parvez salim alordeshe
পারভেজ সেলিম ।।

দেশভাগ। একজন বৃদ্ধ। রুকু নামের মেয়েটি। তিনটি যুবক। একটি করবী গাছ এবং একটি শীতের রাত।

বাংলা ভাষার শ্ষ্ঠ একটি গল্পের কথা বলছি। বয়স তখন সবে সাতাশ। বাস্তব ঘটনা দেখে বেদনায় ভারক্রান্ত মন। না লিখে নিজেকে স্থির রাখতে পারছেন না যুবকটি। 

খুলনার ফুলতলায় অদলবদল করা একটি বাড়ি পেয়েছে দেশভাগের পর। সেখানে বসে মাত্র দুইদিনে গল্পটি লিখে ফেললেন তিনি। সাল ১৯৬৬। প্রকাশ হলো পরের বছর। তারপর ইতিহাস।

‘আত্নজা ও একটি করবী গাছ’ বাংলায় লেখা শ্রেষ্ঠ গল্পের ছোট্ট তালিকায় ঢুকে গেল। লেখক হাসান আজিজুল হক হয়ে উঠলেন বাংলা ভাষার প্রধান কথাসাহিত্যিক।

কি এমন আছে প্রায় তিন হাজার শব্দের একটি গল্পে। কেন বাংলা সাহিত্যে সুপার ডুপার হিট হয়ে উঠল গল্পটি ।

শুরুটা এমন..!

‘এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে গাছের মাথায়। অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায় একবার পিঠ দেখায়”।

‘নির্দয় শীতকাল’ শুরুতেই এমন শব্দযু পাঠককে বেশ আকৃষ্ট করে।

শীতের রাতের অসামান্য এক বর্ণনারপর দেখব, একটা শিয়াল মুরগী মুখে নিয়ে ভাগছে আর কিছু লোক তার পিছু নিয়ে চিৎকার করতে করতে বলছে ‘কোন দিকে গেল শালার শিয়েল’।

এরপর আমরা গল্পের প্রথম চরিত্রের দেখা পাবো বড় পুলের উপর, যার নাম ইনাম।

সে পুল থেকে নেমে বিলের কিনারায় দাঁড়ায় দেখবে আরও দুজন আসছে। ফেকু ও সুহাস। তারা ত্রস্ত পায়ে ‘শঙ্খচূড়ের মতন দেখায় যে ধবল পথ’ তার মধ্য দিয়ে আসছে।

তারা গল্প করছে। কিন্তু কেন এত রাতে তারা এখানে তা কেউ বলছে না। সুহাস গল্প করছে তার মামার বিয়ে নিয়ে, ফেকুর বগলে বাজছে একটা ট্রানজিষ্টার। কনিকার গান বাজছে কিন্তু কেউ শুনছে না। কোনও দিকে পাখিও ডাকছে না।

শীতে রাতের আবারো এক ঘন বর্ণনা শেষে আমরা বুঝতে পারি এই তিনজন একসাথে কোথাও যাচ্ছে। যেখানে যেতে দেরি হলে ঘুমিয়ে পড়তে পারে কোন এক বুড়ো। 

কেন তারা সেখানে যাচ্ছে তা স্পষ্ট নয়। আর কে এই বুড়ো? 

এরপর লেখক চরিত্র তিনটিকে পরিচয় করাতে থাকেন। ইনাম একসময় লেখাপড়া করতো, সুহাস নাপিত ও ফেকু পকেটমার, যে অনেক মার খেয়েছে জীবনে। গল্পের শুরুতে চাঁদমনির বাড়ির যে মুরগীটিকে শিয়াল নিয়ে পালিয়েছিল তারও কিছু বয়ান দেখতে পাই সাথে।

‘পথায় অন্ধকার থকথক করছে’ রাতের এক অভিনব চিত্রায়নের সাথে চরিত্র তিনটির জীবনের গল্প শুনতে থাকি আমরা। তিনজনের জীবনেই ব্যর্থতায় ভরা। তিনজনই বেকার ও হতাশাগ্রস্থ। 

এরপরেই চরিত্র তিনটির দ্বিধা সংকোচ আর শঙ্কা দেখতে পায় পাঠক। সুহাস বলে ‘বুড়োটারে দেখলে আমার ভয় করে, একবার মন হয় মরে যাবানে এহুনি, একবার মনে হয় আমাদের সব কডারে খুন করবেনে।’

গল্পের ডালপালারা হঠাৎ ঝাপটাতে শুরু করে। আমরা জানতে পারি বুড়ো নয় বুড়োর মেয়ের জন্য এই তিনজন এই রাতে বের হয়েছে। ‘এট্টু এট্টু সর হইছে এমন ডাবের মত লাগে মেয়েডারে’।

আরো অনেক পথ পেরিয়ে তারা এগুতে থাকে। যেতে যেতে জানা যায় ইনামের কাছে টাকা নাই, কেউ তাকে ধার দিতেও রাজি নয় না। ভাই এর পকেট থেকে দু টাকা চুরি করে এনেছে একজন। ইনামের টাকার সংস্থান না করেই কাঙ্খিত বাড়িটির সামনে চলে আসে তারা। 

বাড়ির বুড়ো বের হয়ে আসে সমস্ত উঠোনটায় বিরাট ছায়া, খাটো লুঙ্গির নিচে শুকনো দুটো পা। গেটের পাশে করবী গাছটার কাছে এসে দাঁড়ায়’।

বুড়ো তিনজনকে ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরে চৌকিতে গিয়ে বসে তারা।

আমরা এবার নিশ্চিত হই বুড়ো ওপারের লোক। সাতচল্লিশের পর এদেশে এসে অসংখ্য পরিবারের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িেছে। দেশভাগের পরের সময়কাল ও জীবনের চরম এক নিষ্ঠুরতার গল্প এটি।

বুড়োর হাতে টাকা গুজে দিয়ে ফেকু ও সুহাস যায় পাশের ঘরে ছোট মেয়েটির কাছে, ইনাম বসে থাকে। বুড়ো নিজেই আগায় দেয় ‘যাও তোমরা, কথা বলে এসো, উই পাশের ঘরে’।

ঘর থেকে বৃদ্ধার কথা শোনা গেলে বুড়ো চিৎকার করে ,চুপ, চুপ, মাগি চুপ কর, কুত্তী —এবং সমস্ত চুপ করে যায়’

 ইনাম বুড়োর সাথে বসে থাকে। ‘এলোমেলো শাড়ির শব্দ আর ইনামের অনুভবে ফুটে উঠল নিটোল সোনারঙের দেহ’।

বুড়োর গল্প চলতে থাকে।

‘এখানে যখন এলাম—আমি প্রথম একটা করবী গাছ লাগাই …..ফুলের জন্যে নয়, বুড়ো বলল, বিচির জন্যে, বুঝেছ, করবী ফুলের বিচির জন্যে। চমৎকার বিষ হয় করবী ফুলের বিচিতে’। 

বলতে বলতে হু হু ফোঁপানী দিয়ে কান্না আসে বুড়োর। ইনাম তাচ্ছিলে উড়িয়ে দেয় বুড়োর কান্না, ‘এ্যাহন তুমি কাঁদতিছ? এ্যাহন তুমি কাঁদতিছ? এ্যাহন কাঁদতিছ তুমি?

গল্প শেষ হয় এখানে। 

এবং তারপর :

আমি বসে থাকি। ভাবি। কি হল ? কেন এমন হলো ? এমন কি সত্যি হয়। বুঝতে বেশ সময় লাগে।  

গল্প বলতে তেমন কিছু নাই। ক্ষয়ে যাওয়া সমাজের তিন বখাটে যুবকের হাতে এক বৃদ্ধ অসহায় বাবা তার অল্ বয়সী মেয়েকে তুলে দিচ্ছে প্রতি রাতে। দেশভাগের এমন এক নৃশংস বাস্তবতা পাঠকের বুকে এসে বাঁধে।পাঠক নিজের কাধে এর দায় অনুভব করে। 

এমন জঘন্য অপরাধের জন্য কি নিজেকে দোষ দেয় বুড়ো? সে কি করবীর বিষ খেয়ে আত্নহত্যার জন্য অপেক্ষা করছে ! বিষের গাছ লাগিয়েছে কি পুরো পরিবারকে নিয়ে এই নষ্ট, অসহায় জীবনের পরিসমাপ্তি টানবে বলে? অথবা নিজেকে শুধুই হয়ত প্রবোধ দেয় বুড়ো, শান্তি পায় এই ভেবে যে, এই হীন জীবন সে একদিন শেষ করে দেবে !

কিন্তু পাঠক হিসেবে আমার মনকে বিষিয়ে তোলে, এমন জীবন কেন হলো এই বৃদ্ধর ও তার পরিবারের। দেশটা কি তার ইচ্ছায় ভাগ হয়েছিল? তাহলে তার এমন নির্মম ফল কেন তাকে ভোগ করতে হচ্ছে ? শুধু কয়েকজন নষ্ট মানুষের রাজনৈতিক সিদ্ধান্তে ছিন্ন ভিন্ন হয়েছে এপার- ওপার বাংলার এমন কতশত পরিবারের জীবন! কেন এমন হয়েছে ? এর কোন উত্তর নাই। শুধুই নিজেকে সামর্থহীন মনে হয়।

যারা সহজ ভাষা পড়ে অভ্যস্থ তাদের প্রথমে একটু দুর্বোধ্য মনে হতে পারে। কথ্য ভাষা গুলো বুঝতে আপনি গুলিয়ে যেতে পারেন অনেককিছু।

কয়েকবার পড়ার পর বোঝা যায় মাত্র কয়েকটি শব্দে কত গল্প কি অবলিলায়, নির্মোহ ভাবে বলে গেছেন লেখক। যতবার পড়বেন তত পরিষ্কার আর স্পষ্ট হয়ে বে গল্পটির সৌন্দর্য্য।

কারো পক্ষ নিচ্ছেন না লেখক, কোথাও কোন আবেগ নাই, গল্পের আত্নজাকে শুধু একবার দেখতে পাই যার নাম রুকু। যেন কিছুই বললেন না লেখক, অথচ বলে গেলেন বাঙ্গালী জাতির আজন্ম এক বেদনার কথা, দেশভাগ।

গল্প শেষ হতেই চারিদিক থেকে ছুটে আসতে থাকে নানান দৃশ্য। দেশভাগের অসারতা, নৃশংসতা, ধ্বংসলীলা একসাথে আপনার মগজে এসে চাপ দেয়। মানুষের পরাজয়ের করুণ এক চিত্র স্পষ্ট হয়ে ওঠে।ব্যর্থ দেশভাগের দায় নিজের মনে হয়। বুড়োর মতো পাঠকও হুহু করে কাঁদতে থাকে। পাশ থেকে ইনামের মত হয়ত কেউ টিটকারি করে ‘এ্যাহন তুমি কাঁদতিছ? এ্যাহন কাঁদতিছ তুমি?

যুগের পর যুগ যারা এ গল্প পড়বেন, তারাই হয়ত কাঁদবেন শব্দে অথবা নিঃশব্দে।

আর সাহিত্যে একেই হয়ত বলে ‘কালজয়ী’।


পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

আরো পড়ুন :

কত বিবিধ রতন তব ধুূদনের ভান্ডারে !
যদ্যপি আমার গুরু: গুরু-শিষ্যে এক অসাধারণ বয়ান

৩১৯ thoughts on “‘আত্নজা ও একটি করবী গাছ’ এবং তারপর

  1. Pingback: 2associate
  2. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I eventually stumbled upon this site. Reading this info So i’m glad to express that I have a very just right uncanny feeling I found out exactly what I needed. I so much unquestionably will make certain to don?t forget this web site and give it a look on a constant basis.

  3. Hello would you mind stating which blog platform you’re using?
    I’m planning to start my own blog soon but I’m having a tough time selecting
    between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems different
    then most blogs and I’m looking for something completely unique.

    P.S Apologies for getting off-topic but I had to ask!

  4. Greetings! I know this is kinda off topic but I’d figured I’d ask.
    Would you be interested in trading links or maybe guest writing a blog post or vice-versa?
    My website goes over a lot of the same topics as yours and I feel we
    could greatly benefit from each other. If you are interested feel free to shoot me an email.
    I look forward to hearing from you! Wonderful blog by
    the way!

  5. Hey there I am so thrilled I found your site, I really found you by error, while I was browsing on Askjeeve for something else, Anyhow I am here now and would just like to say kudos for a incredible post and a all round thrilling blog (I also love the theme/design), I dont have time to go through it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the excellent jo.

  6. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this web site, since I experienced to reload the site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and can damage your quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective intriguing content. Make sure you update this again soon.

  7. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

  8. Хотите получить идеально ровный пол в своей квартире или офисе? Обратитесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола в Москве и области, а также гарантируем доступные цены и высокое качество работ.

  9. Ищете профессионалов для устройства стяжки пола в Москве? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  10. Ищете надежного подрядчика для устройства стяжки пола в Москве? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

  11. Нужна механизированная штукатурка стен в Москве, но вы не знаете, как выбрать подрядчика? Обратитесь к нам на сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предлагаем услуги по машинной штукатурке стен любой площади и сложности, а также гарантируем доступные цены и высокое качество работ.

  12. What i do not understood is in truth how you are
    now not really a lot more well-appreciated than you may be right now.
    You are so intelligent. You already know therefore considerably in the case of this matter, produced
    me in my view consider it from numerous various angles.
    Its like women and men are not fascinated except it is something to
    accomplish with Lady gaga! Your individual stuffs excellent.

    All the time care for it up!

  13. Greetings! I know this is kinda off topic however , I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website goes over a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Fantastic blog by the way!

  14. мужская футболка купить в уфе балабанов андрей аркадьевич оренбург вжр сургут телефон диспетчера
    расписание маршрутов автобусов
    москва саратов военторг мчс
    самара краснодар изготовление торговых павильонов

  15. жолда жүру ережесі презентация бастауыш сыныптарға, жолда
    жүру ережесі балаларға бауыржан момышұлы тест сұрақтары, бауыржан момышұлы туралы қызықты
    деректер лизинг астана,
    лизинг техники в казахстан алты кат аспан астында, босторғай скачать

  16. үкілі кәмшәт, үкілі кәмшат минус
    заттардың қасиеттерінің кристалдық тор құрылысына тәуелділігі, атомдық кристалдық тор бар зат
    арал маңындағы шөл, арал тағдыры менің тағдырым өлең бизнес-ланч фуршет алматы, фуршет алматы недорого

  17. таң намазының түсіндірмесі 8-ші купить квартиру
    в москве, крыша россия фарик назарбаев все песни скачать, фарик назарбаев
    как в титанике скачать достарың көп пе,
    мұқағали мақатаев өлеңдері
    ана туралы

  18. запчасти на квадроцикл в усть-каменогорске, запчасти для китайских квадроциклов табысты оқуға жету жолдары, табысты болудың басты факторы жаңа
    инновациялық білім эссе қазақ тілі
    мұғалімінің өзіндік білім көтеру жоспары, өз білімін жетілдіру тақырыптары бастауыш сынып 1с
    для оси, бухгалтер в оси

  19. aknur security rockey 301, ак нур проджект менеджер вакансии,
    проджект-менеджер обязанности ойсылқара қай малдың иесі, малды шақыру дворец спорта
    усть-каменогорск сайт, дворец спорта усть-каменогорск массовое катание

  20. к чему снится подарили мне платья
    сильнейший приворот по фото
    в домашних условиях читать молитвы от коронавируса
    все
    знаки зодиака как их разозлить асцендент стрельца
    в овне

  21. наурыз мейрамы сценарий ұлттық ойындар, 22 наурызға арналған ойындар инновация әдістері,
    жаңа инновациялық әдістер тиімділігі реставрация коронки из металлокерамики
    цена, металлокерамика цена сергіту сәті жануарлар туралы, сергіту сәті жаттығулар

  22. мұхтар жақсылық байғұс бала, бала туралы монолог
    жаралған жердегі көп жаннан әсем, сенің көзіңе қараймын да отырам өмір бойы дән риза менің, досым
    текст омыртқасыз жануарлардың зәр
    шығару жүйесі, біржасушалыларда
    зәр шығару қызметін атқарады

  23. батыс қағанаттың орталығы
    суяб қаласы орналасқан аймақ онлайн кредит 500000 тенге, долгосрочный кредит без справки о доходах
    астыкжан костанай сайт, солнечный костанай сайт
    жоғары лақтырылған тас 14 м биіктікке, тас
    10 м с жылдамдықпен тік жоғары қарай лақтырылған

  24. beeplay free fire промокод, beeplay kz регистрация каспи одежда, каспи
    ред магазины одежды компьютер ми
    интерфейс технологиясы ерекшеліктері, нейрокомпьютерлік интерфейс деген не фертильді жастағы әйелдерді тексеру
    жоспары, балалар скринингі бұйрық

Leave a Reply

Your email address will not be published.

x