‘পরম্পরা’ শিল্পিত পারু’র কবিতা


পরম্পরা

-শিল্পিত পারু


আমি চেয়েছিলাম সে আসুক

সে এসেছিল

আমাকে ভালোবাসা শিখিয়েছে

আমি চাইনি সে থাকুক

সে চলে গিয়েছে

আমি তাকে ভালোবেসেছিলাম।

আমি চেয়েছি সে আবার আসুক

সে এসেছে

আমি তাকে ভালোবাসতে চেয়েছি;

 আমি চেয়েছি সে ফুটুক

 সে ফুটেছে

আমি তাকে ভালোবেসে চলেছি;

আমি জানি সে চলে যাবে

যতটুকু সম্ভব যাবে

আমি তাকে ভালোবাসতেই থাকবো ;

সে জানবে আমি ছিলাম

আমি চলে গেছি

আমি তাকে ভালোবাসতাম।


ফেব্রুয়ারি/২০২৩


আরো পড়ুন :

7 thoughts on “‘পরম্পরা’ শিল্পিত পারু’র কবিতা

  1. Enhance Your Farm’s Productivity with Bwer Pipes: Discover Bwer Pipes’ comprehensive range of irrigation products designed for Iraqi farmers. Our high-quality pipes and sprinkler systems ensure even water distribution for healthier crops and increased yields. Explore Bwer Pipes

Leave a Reply

Your email address will not be published.