মুসকান: এক ধার্মিক প্রতিবাদী নারী!


পারভেজ সেলিম


ভারতের কর্নাটক রাজ্যের এক মুসলমান ছাত্রীর নির্ভীক প্রতিবাদ, দেশের গন্ডি ছাড়িয়ে উপমহাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সময়টা ২০২২ এর ফেরুয়ারি মাস ।

৪০/৫০ জন উগ্র হিন্দু ছেলে স্কুলে ঢুকতে বাধা দেয়ায় সাহসী প্রতিবাদ করেছে একটি মেয়ে। তার নাম মুসকান। প্রশ্ন হলো মুসকানের এই প্রতিবাদ কেন এত সাড়া ফেললো ? 

‘জয় শ্রীরাম’ বলে অন্যের পথরোধ করাটা ধর্মীয় উগ্রবাদ। মুসকান এই উগ্রবাদকে মোকাবেলা করছে তার নিজ ধর্ম দিয়েই। ধর্মীয় শ্লোগান দিয়েই সে উন্মোচন করেছে উগ্রবাদের রুপ। সেটি দারুণ কাজ করেছে। 

উগ্রবাদীরা ভয় পেয়েছে, মুসকানের জয় হয়েছে। মুসকান বীরদর্পে স্কুলে প্রবেশ করেছে। 

মুসকান খানকে হয়রানির চেষ্টা এবং তার প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়

মুসকানের মটরসাইকেল রাখা, হেটে আসার ধরণ, ’আল্লাহু আকবার’ বলে চিৎকার সবকিছু এত নায়কোচিত ছিল যে তার সাহসের কাছে বাকিরা পরাজিত হয়েছে। মুসকানের জয়ে মুগ্ধ হয়েছে বেশিরভাগ মানুষ।

সেই সময়  কিছু শিক্ষক ও সাংবাদিকের মুসকানকে সাহায্য করা চেষ্টা মনে করিয়ে দিয়েছে বকিছু ্টদের অধিকারে চলে যায়নি।

মুসকানের এই প্রতিবাদকে সবচেয়ে সমর্থন দিয়েছেন ভারতের মানুষেরাই। যত মানুষ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছে, তার চাইতে কয়েকশ গুণ মানুষ মুসকানের পক্ষ নিয়েছে, খোদ ভারতেই।

সারা ভারত ও বাংলাদেশে মুসকানের অপর নাম হয়েছে ‘সাহস’।

মুসকান ধর্ম বোঝে কিনা জানিনা, তবে রাজনীতি বোঝে। বোরখা পরে ক্লাসে যাওয়াটাকে সে অধিকার মনে করে। তাই কর্তৃপক্ষ যখন স্কুলে ইউনিফরম পরে আসার নোটিশ জারি করে সেটাকে সে অমান্য করতে চায়। কারণ সে মনে করে এই নোটিশ শুধু মুসলমানদের ধর্মীয় অধিকারটুকু কেড়ে নেবার রাজনীতি। 

ধর্মীয় চিহ্নবহন করে অন্যধর্মের শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধা দেয়া হবে না, শুধু মুসলমানদের দেয়া হবে বলে মনে করে। এটাই ভারতের বর্তমান রাজনীতি। মুসকান এই রাজনীতির বিরোধী। সে ধর্মীয় হিন্দু উগ্রবাদকে, নিজ ধর্ম দিয়ে মোকাবেলা করতে চায়।

মুসকানের সাহসটুকুই আসলে মানুষের সাহস। সবকিছু যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, যদি আপনি নিজেকে সঠিক মনে করেন তখন একাই লড়ে যাওয়াই মানুষের শ্রেষ্ঠত্ব। মুসকান মানুষের মর্যাদাকে স্মরণ করিয়ে দিয়েছে।

একটু ব্যবচ্ছেদ :

এখন প্রশ্ন হচ্ছে, মুসকান কিসের প্রতিনিধিত্ব করেছে? মুসলমানদের? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? পোষক নারীদের ইচ্ছাধীন এই মতবাদের? হিন্দুত্ববাদ বিরোধীতার? নাকি সাহসের প্রতিনিধি এই মুসকান?

মুসকান আপনার কাছে প্রিয় হয়ে উঠল তার কোন চরিত্রের জন্য? নিজেকে কি প্রশ্ন করা যায় কেন মুসকান আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে? 

পোষাক নারীর ইচ্ছাধীন !

ধরুণ মুসকান যদি জিনস টি-শার্ট পরে ক্লাসে যাবার অধিকার চেয়ে প্রতিবাদ করতো তাহলে কি এতটা সমর্থন পেত?  নিশ্চয়ই নয়। কেন নয় এই প্রশ্নের উত্তর খুজলেই যা পাওয়া যায় তা  হল ‘নারীরা নিজের ইচ্ছায় পোষক পরবে’ এই মতবাদের প্রতিনিধিত্বকারী হিসেবে মুসকানকে আপনিও হয়ত খারিজ করে দেবেন। তাই এটা নারীর ইচ্ছামাফিক পোষক পরার অধিকারের প্রশ্ন নয়! এটি তাহলে কি?

এটি কি তবে ধর্মীয় পোষাক করে ক্লাসে যাবার অধিকারের প্রতিবাদ?  অথচ প্রিয়াংকা গান্ধী মুসকানের সাথে একাত্বতা ঘোষণা করে বলেছেন ’বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক আর হিজাবই হোক, মেয়েরা কি পরবে তা ঠিক করবে মেয়েরাই।’ 

প্রিয়াংকার এমন সমর্থন কি মুসকানের সাহসের সাথে সম্পর্কযুক্ত? খাঁটি মুসলমান হলে তো প্রিয়াংকার এই মতামত সমর্থণ যোগ্য হবার কথা নয়। মুসকান তো তার ধর্মীয় পোশাক পরে শিক্ষা গ্রহণের অধিকারের কথা বলেছে!

তাহলে মুসকান কেন এত সাহসী হ়ে ল? সংখাগরিষ্ঠ হিন্দুর মাঝে একাই এক মুসলিম নারী কেন এমন নির্ভীক প্রতিবাদী হয়ে উঠল?  ধর্মের  কারণে ! দীর্ঘ নির্যাতনে মুসলমানদের এমন নির্ভীক হওয়ার ইতিহাস পুরোনো। মুসকান কি সেই পুরাতন ইতিহাসের নতুন প্রতিনিধি? হয়তবা !

বাংলাদেশের স্কুলে টুপি ও ওড়না নিষিদ্ধ : 

২০২০ সালের জানুয়ারি হতে রাজধানীর দুইটি স্কুলে ছেলেদের টুপি আর মেয়েদের ওড়না পড়া নিষিদ্ধ করেছে।  তাদের বলা হয়েছে ক্রস বেল্ট ওড়না পড়তে হবে। তবে কেউ চাইলে সাথে হিজাব পড়তে পারবে। তবে ছেলেরা টুপি পড়তে পারবে না।

স্কুলের এমন সিদ্ধান্তে বাংলাদেশে কোন মুসকান তৈরি হয়নি। অভিভাবকদের মধ্যে কিছুটা প্রতিবাদ  হয়েছে কিন্তু সারাদেশে তা ছড়িয়ে পড়েনি। এমনকি মুসকানের আজকের প্রতিবাদকে যারা ধর্মের দোহাই দিয়ে ব্যাখ্যা করছেন তারাও নিশ্চয়ই মনে করেননা যে ঐ দুটি স্কুল থেকে ধর্ম বিদায় হয়েছে। তাহলে সংকটটা কোথায়? 

মুসকানের প্রগতিশীলতা :

কেউ কেউ বলছে, অন্যায়ের প্রতিবাদ যদি ধর্ম দিয়েও করা হয় সেটাও প্রগতিশীলতা। সত্যভাষণ। কিন্তু ভাবুন এখানে ধর্মের চাইতে প্রগতিশীলতাকে মহাণ করে দেখা হয়েছে। হয়নি কি? মুসকান কি প্রগতিশীল নয় ? 

তবু ধার্মিক মুসকানকে আপনি যত সহজে গ্রহণ করছেন, প্রগতিশীল মুসকানকে আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন সেটাই আপনর িমাস পেপার।

বোরকা ছাড়া আরো কয়েকটা ছবি প্রকাশ পেয়েছে মুসকানের। ছবিগুলো দেখেই আপনার মনের প্রতিক্রিয়া কি হয়েছে? তার প্রতি শ্রদ্ধা বেড়েছে নাকি কমেছে? এটা একটা দারুণ পরীক্ষা! 

মুসকানকে কি ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখতে চান নাকি তাকে আরো বড় ও মহৎ কিছু হিসবে দেখতে চান। সিদ্ধান্ত আপনার। শুধু মুসলিম মুসলিম করে মুসকানের সত্যিকারের প্রতিবাদকে ম্লান করা হচ্ছে। 

মুসকান শিক্ষা চায়, হিজাব পরে। ‘হিজাব মাথার চুল ঢাকে, মগজ নয়’ মুসকান এটাই বিশ্বাস করে।

গান্ধী বলেছিল, ‘আমি হিন্দু, আমি মুসলমান, আমি শিখ, আমি বৌদ্ধ’। কিন্তু তিনি বলেননি সবার আগে তিনি মানুষ। তিনি ধার্মিক ভারতের চিন্তা করেছেন, অসাম্প্রদায়িক ভারতের নয়। তিনি সবার পরিচয় প্রথমে ধর্ম দিয়ে করছেন, তার পর মানুষ। তবে তিনি চাইতেন সব ধর্ম মিলেমিশে একসাথে থাকুক। 

কিন্তু জিন্নাহ চাইলেন মুসলমানের দেশ, প্যাটেল চাইলেন হিন্দুদের দেশ আর নেহেরু চাইলেন প্রধানমন্ত্রীত্ব। তালগাছটা হিন্দুদের পকেটেই থাকুক এটাই দেখতে চেয়েছিলেন নেহেরু। ফলাফল গত সাতদশকের বেশিসময় ধরে আমরা দেখছি। 

গেরুয়া বাহিনীকে পরাস্ত করার মধ্যে যে সুখ আপনি ভিতরে ভিতরে পান সেটি যেমন সাম্প্রদায়িকতা, হিজাব পড়া বন্ধ করাতে পারলে গেরুয়া বাহিনীর যে সুখের অনুভূতি হয় েটিও তেন সাম্প্রদায়িকতা।

মুসলমানদের সাহস প্রদর্শণ :

মুসলমানেরা সাহস প্রদর্শনে অগ্রগামী, তারা মরে যাবে তবু সাহস কখনো কমবে না। এত সাহসী ধার্মিক মানুষ অন্য ধর্মে দেখা যায় না। 

ফিলিস্তিনে ৭২ বছর ধরে মরে শেষ, তবু ছোট মুসলিম ছেলে কিংবা মেয়েটা ইসরাইলি বেয়োনেটের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে চিৎকার করে ‘আল্লাহু আকবার’ বলে। ভারতে সংখ্যাগরিষ্ট হিন্দুদের কাছে মুসলমানদের নির্যাতন চলছে দীর্ঘদিন যেমনটি বাংলাদেশেও,তবে প্রতিবাদ প্রদর্শণ তার উল্টো। 

খেয়াল করুন, ভারত এখন সহনশীল বহুত্ববাদ রাষ্ট্র হতে বের হয়ে একটি উগ্র হিন্দুত্ববাদি রাষ্ট্রে পরিনত হচ্ছে বা হয়ে গেছে।

নরেন্দ্র মোদির রাজনীতি মেরুদন্ডটাই হচ্ছে মুসলিম বিরোধিতা। এভাবেই তিনি ‘সফল’ হয়েছেন,হচ্ছেন।

উত্তরপ্রদেশে এক হিন্দু মেয়ে মুসলমান ছেলেকে বিয়ে করার কারণে রাষ্টের প্রধানরা মেয়েটিকে পুড়িয়ে ছাই পর্যন্ত গায়েব করে দিয়েছিল। শেষ ফলাফল কিছু হয়েছে? হয়নি। তাহলে হিজাব বির্তক ভারতে ছড়িয়ে পড়ার কারণ কি রাজনীতি নয়? অবশ্যই রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি। সেই পুরোনো  শকুন ।

শেষের কথা :

ধর্ম দিয়ে ধর্মের মোকাবেলা অনেকটা এফডিসির জায়েদ-নিপুনের দ্ন্দে মত। দুজনে জয়ী হয়ে ক্ষমতায় বসতে চায়। শুধু রক্তাত্ব হয় সাধারনরা, রাজনীতি চলতে থাকে। তাই মুসকানকের প্রতিবাদ ধার্মিকতা নয়, মানুষের প্রতিবাদ হিসেব দেখতে পারলেই মানুষের জয় হয়। 

একটা কবিতা দিয়ে শেষ করি। 

‘যেখানে জীবনের জয়গান/ সেখানে মৃত্যুকে আলিঙ্গন হচ্ছে প্রতিবাদ !

যেখানে বেঁচে থাকা যন্ত্রণাময় /সেখানে ভালোবেসে লড়াই হচ্ছে প্রতিবাদ!

অজস্র শোক আর বেদনায় নিমজ্জিত থেকে/ সহজ হওয়া হচ্ছে প্রতিবাদ।

পৃথিবীর প্রত্যেকটি মহৎ প্রাণ/আজন্ম প্রতিবাদি আর বিপ্লবী!’

…..

মুসকান এক মহৎ প্রাণ প্রতিবাদী। মুসকানদের জয় হোক। 

পারভেজ সেলিম

পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

ফেব্রুয়ারি /২০২২

———————————————-

১৯১ thoughts on “মুসকান: এক ধার্মিক প্রতিবাদী নারী!

  1. Hello there! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site goes over a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you are interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  2. Hello would you mind stating which blog platform you’re using?
    I’m looking to start my own blog in the near
    future but I’m having a difficult time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design and style seems different
    then most blogs and I’m looking for something unique.
    P.S My apologies for being off-topic but I had to ask!

  3. Definitely consider that which you said. Your favourite reason seemed to be at the internet the easiest thing to keep in mind of.
    I say to you, I certainly get irked even as other people think about issues that they just do not recognize about.
    You managed to hit the nail upon the highest as smartly as outlined
    out the whole thing without having side effect , folks could take a signal.
    Will probably be back to get more. Thanks

  4. Great goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too magnificent. I really like what you’ve acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it sensible. I can not wait to read far more from you. This is actually a great site.

  5. Pingback: beer777
  6. Hi there! I realize this is somewhat off-topic but I had to ask. Does building a well-established blog like yours take a lot of work? I’m completely new to operating a blog but I do write in my diary on a daily basis. I’d like to start a blog so I can share my experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!

  7. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is valuable and all. Nevertheless think of if you added some great pictures or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this site could certainly be one of the most beneficial in its niche. Very good blog!

  8. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

  9. Не знаете, какой подрядчик выбрать для устройства стяжки пола? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предоставляем услуги по залитию стяжки пола любой площади и сложности, а также гарантируем высокое качество работ и доступные цены.

  10. Хотите получить идеально ровный пол без лишних затрат? Обратитесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по стяжке пола м2 по доступной стоимости, а также устройству стяжки пола под ключ в Москве и области.

  11. Hey! I know this is kinda off topic however , I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My site discusses a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you might be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Wonderful blog by the way!

  12. With havin so much content and articles do you ever run into any problems of plagorism or copyright violation? My site has a lot of completely unique content I’ve either created myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my agreement. Do you know any techniques to help protect against content from being ripped off? I’d truly appreciate it.

  13. Hey there! I realize this is somewhat off-topic but I had to ask. Does operating a well-established blog like yours take a massive amount work? I’m completely new to writing a blog but I do write in my diary on a daily basis. I’d like to start a blog so I will be able to share my own experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!

  14. гороскоп стрельца женщина на сегодня работа королевич владислав ударение, почему
    на русский престол был приглашён
    именно королевич владислав сонник зеленое яблоко
    кушать
    смотреть аниме 18 про магию женщина близнецы плохой знак зодиака

  15. 19 февраля 2024 знак зодиака, гороскоп на 19 февраля 2024 года стрелец магические уголки мира к чему снится близкий человек падает с высоты
    сонник бывший муж вернулся обратно ко
    мне маникюр для знака зодиака овен

  16. умерший дядя приснился к чему если женщина во сне видит себя беременной во сне к чему это снится что если приснился мертвый котенок
    к чему сниться незнакомый город сильные молитвы о болящем младенце

  17. жена брата мужа это, жена брата кем приходится сестре как узнать какая у тебя способность магии планеты плутон уран сатурн нептун марс
    молитвы читаемые при сущности как ведут себя любовники
    козероги

  18. шөлдер қазақстан, әлемдегі шөлдер алгебра 8 сынып бжб 3 тоқсан 1 нұсқа,
    алгебра 8 сынып бжб 2 тоқсан 1 нұсқа күн тәртібінің орындалуы,
    күн тәртібіне қойылатын талаптар
    томирис ұлты кім, томирис эссе казакша

  19. тарихи мәдени ескерткіштер, қазақстанның тарихи ескерткіштері мына заман қай заман мағынасы, мынау заман қай заман текст
    коз моншагын колындагы музыка скачать, көз моншағың қолыңдағы көз моншағың үзіліпті егер мен мектеп президенті болсам эссе, егер мен мектеп директоры болсам эссе

  20. дұрыс тамақтану слайд, дұрыс тамақтану сөзжұмбақ киндик кызаруы, баланың кіндігі ауырса расписание
    электричек, расписание поездов
    онлайн сақтардың ғұндармен және
    қаңлылармен қарым қатынас, сақтар мен
    ғұндар туралы мәлімет

  21. қазақстандағы орман шаруашылығы, орман
    шаруашылығы мамандығы 18 ғасырдағы қазақ
    әдебиетінің өкілі, 19 ғасырдағы қазақ халқының ауыз әдебиеті электрондық оқулық жасау дипломдық
    жұмыс, электронды оқулық тиімділігі фурнитура
    для рюкзаков, фурнитура для кожи

  22. қылмыстық іс жүргізу кодексі,
    қылмыстық кодекс алик кз сары бала,
    республиканская клиника астана абылай хана,
    42 контакты қазақ халқының қалыптасу процесінің аяқталуы слайд,
    қазақ халқының қалыптасуы қазақ этнонимі үй жағдайында іш өтуді тоқтату, іш өткізгіш
    заттар үй жағдайында

  23. приказ 27 мз рк, приказ 258
    мз рк до скольки можно гулять в 16 лет, до скольки можно гулять несовершеннолетним на роутере горит только lan, кнопки на роутере tp-link мәдениеттің негізгі типтерінің өлшемдері, мәдениеттің негізгі типтерінің өлшемдерін салыстыру

  24. қасым жомарт тоқаев туған жері, қасым жомарт тоқаев
    руы шежіресі күзгі ағаш раскраска, сурет салу тақырыптары сіргелі батыр жайдақ шежіресі,
    сіргелі батырлары меховая
    8/1 тойға шашу текст перевод, қабдол ақ көйлек
    киген көк көйлек киген скачать

  25. экспресс тест на вич через 12 недель,
    что значит сомнительный анализ на вич қазақстан халқының этникалық құрамын сипаттау,
    халықтың діни құрамы ақсу өзені, бүйен
    өзені слова на букву а на казахском языке, казахские слова на букву м

  26. алматының түндері ай нюша текст,
    кайрат нуртас и нюша – алматинские ночи скачать ұнайды маған еркелеткен сөздерің, ұнайды маған текст жаратылыстану
    4 сынып бжб 2 тоқсан, орыс тілі 4 сынып бжб 2 тоқсан психология влияния флип, психология влияния читать

  27. оқу іс әрекетіндегі мотивация мәні қалыптастыру тәсілдері, мотивация беру
    жолдары атадан туған аруақты ер,
    махамбет өтемісұлы өлеңдері аудио договор аренды недвижимого имущества
    рк, договор аренды помещения
    образец рк дидактикалық ойын ертегі, өз
    ойыннан ертегі

  28. тұздар биология, негіздік оксид формуласы урало каспийский водохозяйственный бассейн, ресурсы поверхностных вод
    казахстана меховая 8 1 ай ай ай скачать, меховая 8/1 тәтәй көйлек аналар үйі
    алматы адрес телефон, ана мен бала үйі астана телефон

  29. темір дәуірі кезеңі аралығы, темір дәуірі хронологиясы
    автомобильные номера великобритании, мкк номера ақымақ қасқыр ертегісі текст, піл мен маймыл ертегісі шойын мен болаттан не жасалады, шойын курамы

  30. медициналық тексеру, 264 бұйрық қазақша асқазан дәрісі мезим, асқазан түйіліп ауырса не
    істеу керек адам досымен мықты
    3 сынып, адам досымен мықты слайд купить смартфон в алматы, купить смартфон в алматы бу

  31. фитоэстрогены купить алматы, фитоэстрогены при менопаузе ставки таможенных пошлин рк 2023, ставки таможенных
    пошлин рк 2022 төсек қатынасынан кейін, әйел төсекте қандай болу керек ұрықтану процесі, ұрықтану физиологиясы

Leave a Reply

Your email address will not be published.

x