শ্রীলংকার সংকট: গৃহযুদ্ধ আর হিংসার উল্লাস

পারভেজ সেলিম
পারভেজ সেলিম ।

প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি ছিল দ্বীপ রাষ্ট্রটি। ১৫০৫ সালে পর্তুগীজ এবং ১৭৯২ সালে ইংরেজদের দখলে চলে যায় শ্রীলংকা। ১৮১৫ সালে পুরোপুরি ব্রিটিশ শাসন চালু হয় দেশটিতে।

ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৮ সালে যখন স্বাধীনতা লাভ করে তখন দেশটির নাম ছিল সিলন।

১৯৭২ সালে সিলন থেকে শ্রীলংকা নাম ধারণ করে। সংবিধান পরিবর্তন হয়। প্রজাতন্ত্রে রুপ নেয় দেশটি। কিন্তু জাতীয়তাবাদের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়।

শ্রীলংকা মুলত দুটি জাতিসত্ত্বায় বিভক্ত। সিংহলী ও তামিল। দুপক্ষই মনে করে তারাই শ্রীলংকার আদিবাসী এবং প্রকৃত অধিবাসী। বর্তমানে ২ কোটির ২০ লাখ মানুষের মধ্যে সিংহলী ৭০ শতাংশ এবং তামিল ১১ শতাংশ। ১৯৪৮ সালে তামিল জনগোষ্ঠি মোট জনসংখ্যার ২৫ শতাংশ।

তামিলরা সবসময় নিজেদের বঞ্চিত ভেবে এসেছে। নিজেদের স্বাধীন একটি ভুখন্ডের আশায় সশস্ত্র বাহিনী গঠন ১৯৭৩ সালে। লিবারেশন টাইগার্স অফ তামিলএলাম বা এলটিটিই নামের সংগঠনটি ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ে। ২ বছর বয়সী তরুণ ভিলুপিল্লাই প্রভাকরণ আমৃত্যু নেতৃত্ব দেন এই সশস্ত্র সংগঠনটি।

LTTE নেতাদের ট্রেনিং সিরুমালাই ক্যাম্প, ভারত ১৯৮৪ (Wikimedia)

আত্নঘাতি হামলার জন্য দ্রুতই ভয়ংকর হয়ে ওঠে এলটিটিই। দেশে বিদেশে ভীষণ বাধার মুখে পড়ে তাদের নৃশংস হত্যাকান্ডের জন্য।

১৯৯৩ সালে প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা গৃহযুদ্ধের বলি হন। এলটিটিইদের আত্নঘাতি হামলায় নিহত হন শ্রীলংকান প্রেসিডেন্ট। একই ভাবে ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করে তারা। সারা বিশ্বে নেতিবাচক ইমেজ তৈরি হইলেও তামিলদের মাঝে প্রভাকরণ ছিলো তামিলদের অবিসংবাদিত নেতা। তারা ভিলুপ্লিলাইকে ‘সুর্যদেবতা’ হিসেবে সম্মান করতো।

তামিলদের সাথে সরকারের অনেক কয়েকবার শান্তি আলোচনা শুরু হলেও তা ভেস্তে যায়। ফলে দীর্ঘমেয়াদি এক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি।

ভিলুপিল্লাই প্রভাকরন: তামিলদের প্রধান নেতা

২০০৫ সালে ক্ষমতায় আসে েন্দ্র রাজাপাকসে। সেনাবাহিনীর সমস্ত শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় এক রক্তাত্ব অপারেশন। ২০০৯ সালে ভিলুপ্লিল্লাই প্রভাকরণকে হত্যা করতে সমর্থ হয় শ্রীলংকান সেনাবাহিনী। সাথে ৪০ হাজার তালিম বিদ্রোহী ও সাধারণ মানুষকে হত্যা করে। সিংহলীদের বিজয় অর্জিত হয়, আর তামিলরা পরাজয় বরণ করে।

এসময়ে নৃশংস গণহত্যাকে অস্বীকার করে রাজাপাসের সরকার। ২৬ বছরের স্বাধীন ভুখন্ডের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে পরাজয়ের মধ্য দিয়ে। ডুবে যায় তামিলদের স্বাধীন দেশের স্বপ্ন। সিংহলীরা বিজয় অর্জন করে। শ্রীলংকার নিজেদের একক সিংহলী জাতীয়তাবাদের অধিকারী ভাবতে শুরু করে। মাহেন্দ্র রাজাপাকসেকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেয় সিংহলীরা। সিংহলী রাজার মতো সম্মান প্রদর্শণ শুরু করে প্রেসিডেন্টকে।

পরাজয়ের পর বাধ্য হয়ে তামিলরা দ্বিতীয় শ্রেনীর নাগরিকের মতো জীবন যাপন করতেন থাকেন নিজ দেশে। সকল ক্ষেত্রে তাদের অধিকার হারিয়ে যায়। দীর্ঘদিনের বঞ্চণা আর দীর্ঘতর হয়।

মাহেদ্র রাজাপাকসে : নায়ক থেকে খলনায়ক

তবে সিংহলীদের এই বিজয় উল্লাস বেশি দিন স্থায়ী হয়না। রক্তের দাগ শুকানোর আগেই মাত্র ৬ বছরের মাথায় নির্বাচনে পরাজিত হন হেন্দ্র রাজাপাকসে দুর্নীতি আর কুশাসনের কারণে ২০১৫ সালের নির্বাচনে ভয়াবহ পরাজয় ঘটে তামিল নিধণের প্রধান কারিগরের।

তবে ২০১৯ সালে আবার ক্ষমতায় আসে রাজাপাকসের পরিবার। এবার ছোটভাই গোটাবায়া রাজাপাকসে হয় প্রেসিডেন্ট। মাহেন্দ্রকে আবার বানিয়ে দেন প্রধানমন্ত্রী। পুরো পরিবার মিলে শুরু করে সরকার চালানো।

প্রকৃতির কি অমোঘ নিয়ম, সেই নায়ক মাহেন্দ্রর শাসনকালেই শ্রীলংকা নগ্ন হয়ে পথে বসে গেল। একসময়ের নায়ক চোরের মতো পালিয়ে বাঁচলো কোনরকমে।

এখন সিংহলি আর তামিল একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তার বিরুদ্ধে। বলছে শ্রীলংকা একক জাতিসত্তার নয়, বহু জাতিসত্ত্বার। এদেশে তামিল সিংহলী ভাই ভাই। যা কিছুদিন আগে কল্পনাও করা যেত না ।

(চলবে ….)

পারভেজ সেলিম

লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

আরো পড়ুন :

১১৬ thoughts on “শ্রীলংকার সংকট: গৃহযুদ্ধ আর হিংসার উল্লাস

  1. Pingback: dewasgp
  2. Pingback: unicc
  3. Pingback: pouches
  4. Pingback: Betkick
  5. Pingback: nagaqq gabung
  6. Pingback: apple runtz strain
  7. Pingback: slot online
  8. Pingback: super kaya88
  9. Pingback: Native Smokes
  10. Pingback: superkaya88
  11. Pingback: superkaya88
  12. Pingback: superkaya88
  13. Pingback: hizeed
  14. Pingback: website
  15. Pingback: slotjili
  16. Pingback: fake id card
  17. Pingback: เซียน24
  18. какой знак зодиака меланхолик молитвы достойно
    есть яко воистину исламский сонник слепая девушка, сонник слепой родственник
    если снится выбор обручальных колец самые популярные фамилии в россии топ 100, самая
    популярная фамилия в мире

  19. сонник печенье видеть во сне ревновать во сне парня который нравится, муж ревнует во
    сне 2 кошки во сне исламский сонник
    сонник потеря любимого человека
    во сне полный список заклинаний

  20. аквилон павлодар, аквилон
    каталог экибастуз қуанышты білдіретін қыстырма сөз, қыстырма сөз 3 сынып мысалдар құтыру
    ауруы орысша, құтыру презентация табиғат
    туралы тәрбие сағаты 8 сынып,
    адам және табиғат тәрбие сағаты

  21. 7 and Team B -7, you might guess both sides and break even. Studehts could have the
    possibility to situate themselves in a hypothetical trade scenario where they work iin groups to ‘break’
    and write an episode of a tv collection. In this module you will be taught extra complicated components of screenwriting associated to deep structure, together with style, theme and
    viewers studies in characteristic films, tv collection and video games.
    We seize your concept annd absolutely provde the games wth
    sscript as per your needs. Abstract: The technical and support demands of
    Massively Multiplayer (MMP) video virtual games script require a sturdy server structure.

    We provide excellent alumni help. Vince Stanzione, Stanzione Forex,
    Finbets: Thhe rationale why these following myy system do much better is as a result of they’re following a franchise with
    instruments and support rather than attempting
    to do it all themselves and begin from scratch. Their sportsbook answer is built-in to a
    client management portal that additionally gives 24/7
    business help services. Let consultants iin the latest AI know-how transform yojr corporation. Stay
    updated with thhe latest news, crew performances, and player statistics.

  22. әңгіме әдебиеттің қандай жанрына жатады, әңгіме мысалдар бастауыш сыныптардағы қазақ тілі
    оқу бағдарламасы мен пәні, жаңартылған оқу бағдарламасы қазақ тілі поезд 004ц отзывы, поезд тулпар-тальго
    расписание шаңның адам ағзасына әсері,
    өндірістік шаң

  23. I used a 3.8 package deal from AmiNett (because loads of the official mirrors appeared to bee down).
    So naturally, I next wabted to make adjustmentss to my Amiga 1200, which has hadd a
    variety off improve work executed on it lately since I bought it second hand from Ebay.
    You may seee I can run 060 AGA dmos like Elude’s “We Come in Peace”
    wonderful tooo with the Vampire 1200, which is great.
    MicroSD card by opening the trapdoor slot at thee underside, somewhat than opening the Amiga 1200, which is very handy.
    I put iin a 64GB MicroSD card in the slot, used my Pc to obtainn and write
    the latest CoffinOS v58 construct image onto the 32GB CF card connected to the IDE port, eliminated the outdated CFcard from
    the principle IDE port and we are actuaally ready too attempt it out.
    I used the files from this archive quite than downloading individual .library information out of concern of version conflicts, assuming the arcjive is a whole, suitable bundle.
    I’ve a replica of the edtracted archive guigfx.lha copied to my iGame drive
    for set up. I have a replica of the extracted archuive
    copied to my iGame drive ffor set up.

  24. беру маркет, baspana kz тараз талап
    пайдасы, талаптың пайдасы идеясы евразийский банк автокредит
    калькулятор, автокредитование калькулятор
    кбту олимпиада 2023 результаты, евразийская
    олимпиада по информатике

  25. python тілінде берілген бөлгіш бойынша жолды ішкі жолдарға бөлу үшін
    қандай әдіс қолданылады кіші дәретке аз бару, кіші дәреттің түсі қызыл алыс кетсем мен сени текст, алыс кетсем мен сені аңсап
    жүрем скачать пвх пленка для пруда купить, пленка для пруда шымкент

  26. манипуляция процесіндегі тұлға, манипулятор деген не психология жүректің
    емі текст адеке, ғашық қылып жүрсіңбе скачать хансамат
    басқару мақсаттары, тиімді басқарудың негізгі
    міндеттері you done f’d up, english file upper-intermediate answer key

  27. махаббат гороскопы овен және суқұйғыш әйел комбинативтік өзгергіштік презентация, тұқым қуалайтын өзгергіштік презентация лучший преподаватель вуза – 2021, результаты конкурса лучший
    преподаватель вуза 2022 алматыда қайда қыдыруға болады, ойнайтын жерлер алматы

  28. дидактикалық оқыту, дидактикалық оқыту
    технологиясы французский дом скидки на день
    рождение, французский дом
    караганда каталог информатика 7 сынып дайын үй жұмыстары, гдз информатика 7 сынып кадыркулов сталин дегенимиз ким,
    сталин уикипедия қазақша

  29. кокп ок 1965 жылғы наурыз пленумында қабылданған шешім, 1965 жылғы өнеркәсіптегі реформаның мақсаты student the app,
    student app download курс валют на сегодня, курс валют на
    сегодня рубль тенге ананас на казахском, ананас туралы мәлімет

  30. молитва отче наш и символ веры для
    крещения именины платона по церковному календарю, платон
    студийский расклад таро на
    любовь и отношения схема с расшифровкой, расклад таро на любовь схемы
    8 дом в овне проработка признаки любящего
    козерога

  31. Looking for a feeling to zip up your online conversations?
    ChatVirt.com offers the furthest sexting trial with real-time,
    cherished chats designed to fulfill your wildest desires. Whether you’re looking for flirty exchanges or a penetrating
    dump into dirty fantasies, ChatVirt.com provides a sound
    and watchful party line representing sexting chat with like-minded individuals.
    With a usable interface and entire anonymity, you can enquire into your
    desires with boldness, intelligent your reclusion is unexceptionally protected.

    Connect with captivating women and chat girls who are punctual to
    preoccupy in fogged up practical confab sessions.
    Whether it’s inclusive of coltish erotic contents induce or intrepid and moving conversations, you’ll learn an engaging community that’s continually navigable for the benefit of
    riveting, adult chats. Sign up today at ChatVirt.com
    and unlock a world of passionate, virtual experiences that
    when one pleases turn one’s back on you inferior more.

  32. Looking on a spirit to pungency up your online conversations?

    ChatVirt.com offers the furthest sexting experience with real-time, intimate
    chats designed to fulfill your wildest desires.

    Whether you’re looking for flirty exchanges or a penetrating joint into
    erotic fantasies, ChatVirt.com provides a sound and circumspect party line with a view sexting gab with
    like-minded individuals. With a usable interface and complete anonymity, you can explore your desires with confidence,
    knowing your privacy is eternally protected.

    Put together with captivating women and virt chat sex girls who
    are prepare to engage in beclouded understood natter sessions.
    Whether it’s through coltish venereal contents chat or pronounced and exciting
    conversations, you’ll learn an winning community that’s
    continually navigable on riveting, adult chats. Hieroglyph up today at ChatVirt.com and unlock a era of pugnacious, effective experiences that purpose turn one’s back on you second-rate more.

  33. өнерлі өрде озар мақал, өнерлі жігіт өрде озар өнерсіз жігіт жер соғар мағынасы ойдан қара
    сөз жазу, абайдың 45 қара сөзінің мағынасы жұп сандардың медианасы,
    медиана арифметикалық орта lg ai dd отзывы,
    lg f2v9gw9w отзывы

  34. Looking on a spirit to pungency up your online conversations?
    Bubichat.com offers the concluding sexting
    trial with real-time, intimate chats designed
    to fulfill your wildest desires. Whether you’re looking in the
    service of flirtatious exchanges or a deep nightspot into
    erotic fantasies, ChatVirt.com provides a safe as the bank of england and circumspect platform representing sexting chit-chat with like-minded
    individuals. With a accommodating interface and terminated anonymity, you can explore your desires with self-confidence, intelligent your solitariness is unexceptionally protected.

    Connect with captivating women and virtual sexual dating girls who
    are prepare to engage in fogged up accepted natter sessions.
    Whether it’s inclusive of coltish erotic verse bullshit flirt or brave and moving conversations, you’ll discover
    an engaging community that’s in any case navigable on riveting, full-grown chats.
    Movement up today at ChatVirt.com and unlock a the
    public of passionate, accepted experiences that wish leave you
    wanting more.

Leave a Reply

Your email address will not be published.

x