মুখতার আল সাকাফি: বিপ্লবী নাকি প্রতিশোধ পরায়ণ ?

পারভেজ সেলিম

পারভেজ সেলিম ।।

ভুমিকা : 

মুখতার আল সাকাফি। ইসলামের এক অন্যন্য ব্যক্তিত্ব। কারো কাছে তিনি নায়ক কারো কাছে তিনি প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। কারবালা যুদ্ধের প্রতিশোধ নিতে তিনি কুফার ক্ষমতায় বসেছিলেন ৬৮৫ সালের অক্টোবর মাসে। মাত্র ১৮ মাসের ক্ষমতায় সীমার ও ওবায়দুল্লাহ সহ কারবালা হত্যাকান্ডে অভিযুক্ত প্রায় সকলকেই হত্যা করেছিলেন তিনি। মুসলিম শিয়াদের কাছে মুখতার একজন অসামান্য জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তির নাম। 

জন্ম ও বেড়ে  ওঠা :

মুসলমানেরা যে বছর মক্কা থেকে মদীনায় হিজরত করে সেই ৬২২ সালে তায়েফে জন্মগ্রহণ করেন মুখতার আল সাকাফী। মহানবীর মৃত্যুর সময় মুখতার দশ বছরের বালক। ইসলামের জয় যখন চারিদিকে ছড়িয়ে পড়ছিল সেসময় দ্বিতীয় খলিফা উমর ইরাকের রণক্ষেত্রে পাঠানমুখতারের পিতা আবু উবায়েদকে।  ৬৩৪ সালের ‘সেতুযুদ্ধে’ নিহত হন তিনি। মাত্র ১২ বছর বয়সে ইসলামে জন্য পিতৃহারা হন মুখতার। এরপর ইরাক মুসলমানদের দখলে আসে। কুফায় থেকে যান মুখতার। চাচা সাদ ইবনে মাসুদের নিকট বড় হতে থাকেন।

কারবালা যুদ্ধের সময় : 

৬৮০ সালে যখন কারবালার হত্যাকান্ড ঘটে তখন মুখতারের বয়স ৫৮ বছর। তার মাত্র ছয় মাস আগে ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করে তখন মুখতার ছিলেন কুফায়। ইয়াজিদের খিলাফতকে অস্বীকার করায়  কুফার জনগন ইমাম হোসেনের পক্ষে বায়াত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পরে কুফাবাসী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। 

মুখতার সেসময় ইমাম হোসাইনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি যেন কুফায় চলে আসেন। ইমাম হোসাইন তখন তার চাচাতো ভাই ওকিলকে কুফায় পাঠিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য। ওকিল তখন কুফায় মুখতারের বাড়িতে ছিলেন। কুফায় সেসময় উমাইয়া গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ।

জিয়াদের নির্দেশে ওকিলকে হত্যা করা হয়। বন্দি করা হয় মুখতারকে। এরপর অক্টোবরে ১০ তারিখে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয় মহানবীর প্রিয় নাতি ইমাম হোসাইন ও তার ৭২ জন সঙ্গীকে। মুখতার তখন কুফার বন্দিশালায় বন্দি।

কারবালা যুদ্ধ শেষে ইয়াজিদের অত্যাচার আরো বাড়তে থাকে। মদীনা ও মক্কায় বিদ্রোহ হয় এই অমানবিক হত্যার প্রতিবাদে। ইয়াজিদ এবার মদিনা আক্রমণ করেন । মক্কা তখন আবদুল্লাহ ইবনে যুবায়েরের নেতৃত্বে।

মুখতার কুফার জেল থেকে মুক্ত হন দ্বিতীয় খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ সহযোগীতায়। মুখতারের সাথে আব্দুল্লাহর পারিবারিক সম্পর্ক ছিল। আবদুল্লাহর স্ত্রী সোফিয়া হলেন মুখতারের ছোট বোন ।

এরপর মক্কায় ফিরে আসেন মুখতার। ইবনে যুবায়েরের সাথে তখন সখ্যতা বাড়তে থাকে তার। প্রথমে দ্বিমত থাকলেও পরে ইবনে যুবায়ের তাকে খেলাফতের উচ্চ পদ প্রদান করেন। 

ইয়াজিদের মৃত্যুর পাঁচ মাসের মাথায় কুফায় ফিরে কারবালা হত্যাকান্ডের প্রতিশোধ নেয়ার পক্ষে জনমত গড়তে থাকেন তিনি। সেখানে আগে থেকেই  ‘ হরকাতুন তাওয়াবিন’ বা ‘তওবাকারিদের আন্দোলন’ নামের এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলেন সুলায়মান ইবনে সুরাদ নামের এক সাহাবী। যারা কারবালায় মহানবীর বংশের এমন নির্মম হত্যাকান্ডের জন্য নিজেদেরকে দায়ী মনে করতেন। মুখতার তাদের এই আন্দোলনকে নিজের পক্ষে জনমত গঠনের কাজে ব্যবহার করেন। কুফায় জনপ্রিয় হয়ে উঠতে থাকেন মুখতার আল সাকাফি।

এরপর পরিস্থিত দ্রুত পরিবর্তন হতে শুরু করে। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদকে গভর্নর করে কুফায় পাঠান ইবনে যুবায়ের। ক্ষমতায় বসেই বিপ্লবী কর্মকান্ডে ভীত হয়ে মুখতারকে গ্রেফতার করে তিনি। শর্তসাপেক্ষে আবারো জেল থেকে বের করে আনেন আব্দুলাহ ইবনে উমর। এরপর আব্দুল্লাহ ইবনে মুতিকে কুফার নতুন গর্ভনর করলে, তাকে হটিয়ে কুফার ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুখতার আল সাকাফি।

যখন কুফার ক্ষমতায়  : 

৬৮৫ সালের ১৮ অক্টোবরে কুফার ক্ষমতা দখল করেন মুখতার আল সাকাফি। কারবালায় ইমাম হোসেনসহ অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেন তিনি। 

ক্ষমতায় বসার এক বছরের মধ্যে কুফার প্রাক্তন গর্ভনর উরায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হোসেনের গলায় ছুরি চালানো শিমারসহ অসংখ্য মানুষকে হত্যা করেন। 

কাকতালীয়ভাবে কারবালা হত্যাকান্ডের ঠিক ৬ বছর পর একইদিনে কারবালার প্রান্তরেই হত্যা করা হয় উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। দিনটি ছিল ১০ই মহররম, ১০ ই অক্টোবর ৬৮৬। 

এরপর তুমুল জনপ্রিয়তাকে কাজে মুখতার আলীয় খেলাফত নামে নুতুন এক খেলাফতের ঘোষণা দেন। ইমাম হোসেনের সৎ ভাই, খলিফা আলীর আরেক পুত্র মোহাম্মদ ইবনে আল হানাফিয়াকে ইমাম মাহাদী ঘোষণা করেন মুখতার। এই নিয়ে মুসলমানদের মধ্যে শুরু হয় নতুন বিতর্ক।

ইয়াজিদের মৃত্যুর পর মুখতারের সাথে ইবনে জুবায়েরের যে সখ্যতা তৈরি হয়েছিল, ধীরে ধীরে তা কমতে শুরু করে। এক সময়ের সুসম্পর্ক ধীরে ধীরে শত্রুতায় রুপ নেয় ।

মুখতারের মৃত্যু :

সাকাফির প্রতি বিশ্বাস হারতে শুরু করে ইবনে জুবায়ের। শেষে মুখতারকে নিয়ন্ত্রণ করতে ভাই মাসহাবকে কুফায় প্রেরণ করতে বাধ্য হন জুবায়ের। তার সৈন্য বাহিনীর বেশীর ভাগ অংশই ছিল মুখতারের শাস্তি থেকে বাঁচতে মক্কায় পালিয়ে আসা অভিজাত বংশের লোক।

এরপর চারমাস অবরোধ থাকার পর ৬৮৭ সালের ৩রা এপ্রিল ১৯ জন সঙ্গী সহ মাসহাবের বাহিনীর নিকট প্রাণ হারান মুখতার আল সাকাফি। ১৯ জন ছাড়া বাকি ৬ হাজার সৈন্য মুখতার পক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে মাসহাবের বাহিনী আত্নসমর্পনকারী সেই ছয় হাজার সৈন্যের সবাইকে হত্যা করেছিল। ইতিহাসে এটি বর্বোরোচিত হত্যাকান্ড হিসেবে বিবেচিত হয়। মাত্র ১৮ মাস ক্ষমতায় ছিলেন কুফার এই বিপ্লবী নেতা। 

উপসংহার :

সাকাফির কারবালা হত্যাকান্ডের প্রতিশোধের ধারণা সুদুর প্রসারি প্রভাব ফেলে মুসলমানদের মনে। বিশেষ করে শিয়া মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ন ব্যক্তি হয়ে ওঠেন মুখতার আল সাকাফি। তার অনুসারিরা পরবর্তীতে কায়সানিয় নামের একটি স্বতন্ত্র শিয়া সম্প্রদায় গড়ে তুলেছিলেন। আব্বাসীয় খিলাফতে মুখতারের প্রভাব ছিল অনেক বেশি ।

তবে কিছু মুসলমান মুখতারকে একজন ক্ষমতালোভি ও প্রতিশোধ পরায়ন ব্যক্তি হিসবে মনে করেন। জনপ্রিয়তা অর্জন ও ক্ষমতায় বসার জন্য তিনি ইমাম হোসাইনকে  হত্যাকারিদের  ঘোষণা দিয়ে হত্যা করেছিলেন বলে অনেকে বিশ্বাস করেন।

আধুনিক ইতিহাসবিদ হিউ কেনডির মতে, মুখতার ছিলেন একজন বিপ্লবী, যিনি কুফায় একটি ঐক্যবদ্ধ জোট করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অভ্যন্তরীন কোন্দলের শিকার হন । আলীর পরিবারও তাকে সহযোগীতা করেননি ।

ঐতিহাসিক ওয়েল হাউসেন মনে করেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ট ব্যক্তি মুখতার, যিনি ভবিষ্যৎ সম্পর্কে পুর্বানুমান করতে পেরেছিলেন।

মুখতারকে নিয়ে বির্তকের উত্তর তিনি মৃত্যর আগে নিজেই দিয়ে গিয়েছিলেন।

বলেছিলেন, তিনি আরবদের একজন। রাসুলের পরিবারের রক্তের প্রতিশোধ তিনি নিয়েছেন যখন অন্য ক্ষমতাবান আরবরা বিষযটিকে অবহেলা করেছে। মৃত্যুর আগ মুহুর্তে মুখতার বলেছিলেন ‘যারা রাসুলের পরিবারের রক্ত ঝরিয়েছে আমি তাদের প্রত্যেককে হত্যা করেছি, আজকের দিনের আগ পর্যন্ত আমি তাই করছিলাম।’

যতদিন কারবালা আর ইমাম হোসাইন মানুষের মনে বেদনার জন্ম দেবে ততদিন মুখতার আল সাকাফি একজন সাহসী যোদ্ধা এবং আদর্শের প্রতীক হয়ে বেঁচে থাকবেন সাধারন মুসলমানের মনে। 

পারভেজ সেলিম
লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী

আরো পড়ুন :

১৮৮ thoughts on “মুখতার আল সাকাফি: বিপ্লবী নাকি প্রতিশোধ পরায়ণ ?

  1. Hi! I know this is somewhat off-topic however I had to ask.
    Does managing a well-established website such as yours require a
    lot of work? I am completely new to running a blog but I do
    write in my diary every day. I’d like to start a blog
    so I can share my experience and feelings online. Please let me know
    if you have any ideas or tips for new aspiring blog owners.

    Appreciate it!

  2. Hi I am so delighted I found your website, I really found you by mistake, while I was looking
    on Yahoo for something else, Regardless I am here now and would just like to say kudos for
    a marvelous post and a all round entertaining blog (I also love the theme/design),
    I don’t have time to look over it all at the moment but I
    have bookmarked it and also added your RSS feeds, so when I have time I
    will be back to read a lot more, Please do keep up the excellent work.

  3. My developer is trying to persuade me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs.
    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on various websites for about a year and am worried about switching
    to another platform. I have heard good things about blogengine.net.
    Is there a way I can import all my wordpress content into it?
    Any help would be greatly appreciated!

  4. русские фамилии редкие, красивые русские фамилии редкие приворот девушки своими руками можно ли шить в понедельник, почему нельзя шить на
    себе
    как это встречаться с козерогам гадание на внешность парня на картах

  5. молитва 40 днів за здоров’я як називається
    гороскоп левів на 21 червня
    молитви до господа нашого живого в допомозі зламався ніготь на великому
    пальці правої руки, що робити якщо надірвав ніготь на руці

  6. ұшқан ұя на русском читать,
    ұшқан ұя пролог химиялық элементтер сұрақ проанализируйте деятельность молодежных объединений, названия
    молодежных объединений шестидесятников qargaly city, exclusive qurylys

  7. лео зодиак тастары қандай бжб 11 сынып химия 3 тоқсан, 11 сынып бжб жауаптары бос уақыт қоғам
    дамуының көрсеткіші эссе, уақыт туралы
    эссе 120 сөз детские футбольные клубы в астане, футбол для детей астана левый берег

  8. менің сүйікті қалам сценарий, менің сүйікті қалам ашық сабақ балабақша
    батыр ерлік туралы мақал мәтелдер, елдік туралы
    мақал мәтелдер менің жасым ағылшынша, өзім туралы
    эссе студенттерге ағылшынша центр цифровой стоматологии, клиника
    цифровой стоматологии

  9. оқу әдістемелік құрал, оқу әдістемелік құрал дегеніміз не http://www.egov пенсионный фонд личный кабинет, как проверить пенсионные накопления через смс котактар перевод, шешен сыгин перевод
    на русский эссе на тему экологические
    проблемы казахстана и пути их решения, экология казахстана эссе

  10. өтірік өлең 3 сынып, өтірік өлең бастауыш сынып лабораториядағы
    қауіпсіздік ережелері, органикалық химия қауіпсіздік ережелері
    ups для компьютера алматы,
    ибп для котла алматы бойы бұлғаң алуа скачать, бойы бұлғаң скачать минус

  11. оптическая сила рассеивающей
    линзы формула, фокусное расстояние линзы формула молитвы после чтения всей
    псалтири читать как убрать шишку заговоры
    молитвы о тяжело больных детях
    число имени виолетта, виолетта имя отзывы

  12. будет ли игра герои магии и меча гадание на
    измену жены по карте онлайн сонник разлить
    чай, пить чай во сне исламский сонник
    к чему снится бык разъяренный, к чему снится бык, который хочет тебя забодать гадание
    на то что сейчас происходит с
    человеком

  13. жер заңнамасының мақсаттары, жер кодексі мазмұны дананың сөзі ақылдың көзі бжб 8 сынып, 8 сынып казак адебиет строительство тэц в казахстане, аналитические сайты казахстана caps lock отель астана, капсульный отель алматы

  14. андроид магнитола с хорошим
    звуком, магнитола андроид с сим картой зілді бұйрық идеясы, зілді бұйрық қай оқиғаға байланысты туған жеріміз қазақстанда суы
    телегей, 365365 санын 35635-ке арттыр лучшие технические вузы, технические университеты астаны

  15. великие математики казахстана презентация,
    ученые казахстана и их изобретения конфликт
    туындау себептері, конфликт мысалдар бейсен нұрзада,
    ппс казну биофак мектеп туралы әдемі сөздер,
    бастауыш туралы нақыл сөздер

  16. грамматика русского языка в иллюстрациях воронеж работа на дому для женщин найти работу на дому в
    москве без посредников для женщин
    от прямых работодателей свежие вакансии хочу подработку в свободное время

  17. алкендер изомериясы, алкендер номенклатурасы каныш сатпаев
    роман эссе краткое содержание, медеу сәрсеке қаныш сәтбаев роман эссе онлайн оқу тәрбие
    сағаты кітап рухани қазына ана тілі тіл дыбыстары, тіл дыбыстарын зерттейтін тіл білімінің
    саласы

  18. ғ.мүсіреповтың горькийден аудармасы, ер ана әңгімесі мазмұны
    капы для выравнивания зубов цена, элайнеры цена тараз
    мектепке шаш бояуға болама жақсы әкенің даналығы,
    отбасындағы әкенің рөлі эссе

  19. жасанды кирпиктен дарет отема, тырнактан дарет отема ата баба салты мен калын малын берсем, сені іздеп ауылға құрақ ұшып келсем текст вареники барон цена алматы, манты барон цена алматы лира в тенге калькулятор, 139.99 tl в
    тенге

  20. туркестан-су отзывы, turkestan su цена
    в ташкенте қазақ аруы сценарий, қыз
    сыны сценарий бастауыш сынып 1 din магнитола с выдвижным экраном, магнитола 1 din с выдвижным экраном андроид гольф клуб астана цены,
    федерация гольфа казахстана

  21. 1xbet kz скачать, 1xbet kz скачать на телефон
    купить билет на концерт,
    билеты на концерт астана самый лучший невропатолог алматы отзывы, игорь ким невропатолог алматы отзывы электра
    аккумулятор, аккумулятор электра 75ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x