ফিলিস্তিনের ব্যর্থতার ইতিহাস !


পারভেজ সেলিম
পারভেজ সেলিম ।।

ফিলিস্তিন ভুখন্ড চারটি দেশের সীমান্তের সাথে যুক্ত। এর পশ্চিমে ভুমধ্য সাগর, পুর্বে জর্ডান। উত্তরে সিরিয়া ও লেবানন আর গোলান মালভুমি, দক্ষিনে মিশর ও সিনাই উপত্যাকা।

ফিলিস্তিনের মোট আয়তন ছিল ২৮ হাজার ৯২ বর্গকিলোমিটার। যা এখন অবশিষ্ট আছে মাত্র ৬ হাজার ২০ বর্গকিলোমিটার । বাকি ২২ হাজার ৭২ বর্গকিলোমিটার ইসরা্য়েলের দখলে । ইসরায়েল এখন ফিলিস্তিনের চেয়ে সাড়ে তিন গুন বড় ।

১৯৪৭ এর আগে পুরো জমির মালিক ছিল ফিলিস্তিন। ১৯৪৮ এসে তা ভাগ হয়ে যায় ৪৪ শতাংশে। ১৯৬৭ তে এসে তা নেমে যায় ২২ শতাংশে। আর বর্তমানে ফিলিস্তিনের দখলে আছে মাত্র ১৫ শতাংশ ভুমি।

গাজা ও পশ্চিম তীর এই দুটি বিচ্ছিন্ন ভুখন্ড নিয়ে এখন ফিলিস্তিন। ধীরে ধীরে ভূমির পরিমান আরো কমছে।ইসরায়েল জোর করে ভুমি দখল শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ।

ফিলিস্তিনের ব্যর্থতা শুরু : 

ইসরায়েল ও ফিলিস্তিনিদের কাছে ক্ষমতা দিয়ে ব্রিটেন চলে যায় ১৯৪৮ সালে ১৫ মে। সেই দিনকে স্বাধীনতা দিবস হিসবে ঘোষণা করে ইসরায়েলিরা। 

এই অন্যায় অবিচারের প্রতিবাদে এবার একসাথে ফুঁসে ওঠে আরবরা। সেইদিনই ৬টি আরব দেশ একসাথে আক্রমণ করে ইসরায়েলকে। শুরু হয় ইসরায়েল-আরব প্রথম যুদ্ধ।

মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবের আক্রমণে পালাতে থাকে ইসরায়েলিরা।পুনরুদ্ধার হতে থাকে দখল করা ফিলিস্তিনি ভূখন্ড।

রাজধানী তেল আবিবে কোনঠাসা ইসরায়েল যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখনই ঘটে বিপত্তি। জাতিসংঘ থেকে যুদ্ধ বিরতির জন্য চাপ আসে দুপক্ষের কাছে। এবার আরবরা তাদের দ্বিতীয় ভুলটি করে। ইসরাইলকে পুরোপুরি পরাস্ত না করেই যুদ্ধবিরতি মেনে নেয়। হেরে যাওয়া ইসরায়েল আবারো প্রাণ ফিরে পায়।

চেকোস্লোভাকিয়ার কাছ থেকে অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে আবারো যুদ্ধ শুরু করে ইসরায়েল। এবার পিছু হটতে বাধ্য হয় আরব বিশ্ব। প্রথম যুদ্ধই পরাজয় বরণ করে আরবরা। ফলাফল ফিলিস্তিন ভাগ হয়ে যায় তিন ভাগে।

জর্ডান দখলে রাখে পশ্চিম তীর ও পশ্চিম জেরুজালেম, মিশর দখল করে রাখে গাজা, আর ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিনের ৭৮ শতাংশ জমি। সাথে নিজেদের দখলে নেয় মুসলমান ও ইহুদী দুইধর্মের পবিত্র ভূমি পুর্ব-জেরুজালেম।

৭ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে যায়। বাকিরা নিজ ভুখন্ডে পরবাসী হতে শুরু করে। শুরু হয় ফিলিস্তিনিদের অনন্তকালের দূর্ভোগ।এই দিনটিকে তারা পালন করে ‘নাকবা’ বা বিপর্যয়ের দিন’ হিসেবে। আর ইসরায়েল পালন করে তাদের ‘স্বাধীনতা দিবস’ হিসেবে।

ছয়দিনেই পুরো ফিলিস্তিন দখল:

আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয় মোট চারটি । ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩। সব কয়টি যুদ্ধেই জয়ী হয় ইসরায়েল। আমেরিকা ও ইউরোপের মদদ পুষ্ট ইসরায়েলের সাথে শক্তিতে পেরে ওঠেনা গোটা আরব বিশ্ব।

১৯৬৭ সালের জুন মাসে হয় ইসরায়েল- আরব তৃতীয় যুদ্ধ। মাত্র ছয় দিনে হেরে যায় আরবরা। ইতিহাসে এটি ‘ছয়দিনের যুদ্ধ’ নামে পরিচিত। সিরিয়া ও জর্ডানকে হটিয়ে দিয়ে এবার পুরো ফিলিস্তিনিই দখল করে নেয় ইহুদীরা। নিজ দেশ থেকে এবার সম্পূর্নরুপে বিতাড়িত হয়ে যায় ফিলিস্তিনিরা। 

মাত্র পঞ্চাশ বছর আগে মানবিকতার কারনে যাদের ঠাঁই দিয়েছিল সেই ইহুদীদের কাছেই নিজভুমি হারাতে হয় ফিলিস্তিনিদের। 

ফিলিস্তিনীদের জন্য আর এক ইঞ্চি জায়গাও মুক্ত থাকে না। পুরো ফিলিস্তিন জুড়ে বসতি স্থাপন শুরু করে ইসরায়েলিরা। 

জাতিসংঘ এটিকে অবৈধ ও অন্যায় আগ্রাসন মনে করে। কিন্তু ইসলায়েল নিজেকে এতই শক্তিশালি ভাবতে শুরু করে যে, সকল আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে তারা চালাতে থাকে তাদের দখলদারিত্ব। 

সাধারণ ফিলিস্তিনির মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করতে থাকে। সেই জনরোষ শুরু হয়েছিল আরো আগে। সেই সময় ১৯৬৪ সালে জন্ম নেয় হয় পিএলও বা ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’। দখলদার ইসরায়েলের কাছ থেকে নিজের মাতৃভুমিকে মুক্ত করাই এই রাজনৈতিক সংগঠনটির একমাত্র লক্ষ্য।

তবে জাতিসংঘের ১৯৪৮ সালের ভূবন্টন সিদ্ধান্তকে মেনে নেয় পিএলও। চলে কুটনৈতিক আলোচনা। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে মানতে শুরু করে পিএলওকে। আলোচনা ও ছুটাছুটি চলতে থাকে কিন্তু কাজের কাজ কিছু হয় না।

১৯৭৩ ইসরায়েল-আরব আবারও যুদ্ধ বাধে।‘ইয়ম কিপুর’ বা ‘রমজান যুদ্ধ’ নামে পরিচিত এই যুদ্ধ। রাশিয়া এবং আমেরিকা তাদের মিত্রদের সহায়তা করতে থাকলে সারা বিশ্বে অস্থিরতা তৈরি হয়। 

ফলাফল যা দাঁড়ায় তা হল, ক্যাম্প ডেডিড চুক্তি সম্পন্ন হয় ১৯৭৮ সালে । মিশর ফিরে পায় তাদের সিনাই উপত্যাকা, বিনিময়ে প্রথম আরব রাষ্ট্র হিসেবে মিশর স্বীকৃতি দেয় ইসলায়েলকে ।

 ইন্তিফাদা’র শুরু : 

কয়েক বছরের মধ্যে সাধারণ ফিলিস্তিনিদের গণবিস্ফোরণ ঘটে। ১৯৮৭ সালে প্রথম ‘ইন্তিফাদা’ বা গণঅভূত্থান দেখা দেয়। লক্ষ লক্ষ ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে নিপীড়ন ও দখলদারির বিরুদ্ধে। শিশু, তরুণ, যুবকরা শুধু পাথর ছুড়ে নাস্তানাবুদ করতে থাকে ইসরায়েলি সৈন্যদের। নিরস্ত্র ফিলিস্তিনিদের এমন অসীম সাহস আর মনোবল দেখে নড়েচড়ে ওঠে গোটা বিশ্ব। ভয় পেয়ে যায় দখলদার ইসরায়েলও।

এবার গঠিত হয় ফিলিস্তিনিদের ইসলামিক রাজনৈতিক সংগঠন ‘হামাস’। যারা সরাসরি  ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে। পিএলও কতটা নরম, হামাস কতটা কঠোর।সাধারণ ফিলিস্তিনের ‘হামাস’কে সমর্থন করতে থাকে। ইসরায়েল কিছুটা নমনীয় হতে শুরু করে। 

আমেরিকার মধ্যস্ততায় ১৯৯৩ সালে অসলো চুক্তি হয় ইসরাইল ও পিএলও এর মধ্যে। ইসরায়েল প্রথম কোন ফিলিস্তিনি প্রতিনিধিকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ফিলিস্তিনি নেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ইয়াসির আরাফাত। চুক্তি অনুযায়ী ইসরায়েল পর্যায়ক্রমে তাদের দখলকৃত এলাকা ছেড়ে আসার প্রতিশ্রুতি দেয়।

তবে অন্তর্বর্তীকালীন সময়ে ভুমি নিয়ন্ত্রণ নিয়ে নতুন জটিলতা দেখা দেয়। শর্ত অনুযায়ি অধিকৃত ভুমি নিয়ন্ত্রিত হবে তিনভাবে। অঞ্চল ‘এ’ নিয়ন্ত্রণ করবে ফিলিস্তিনিরা, অঞ্চল ‘বি’ নিয়ন্ত্রণে করবে দুপক্ষ মিলে এবং অঞ্চল ‘সি’ পুরোপুরি দখলে থাকবে ইসরায়েলের ।

তিন নম্বর অঞ্চলটি ছিল পশ্চিম তীরে যেখানে পানির যোগান বেশি এবং কৃষিকাজ ভালো হয়। এই সুবিধাজনক জমিগুলো ইসরাইলিরা নিতে চাইলে সাধারণ ফিলিস্তিনিরা অস্বীকৃতি জানায়। আবারো সংঘর্ষ বাধে। 

শুরু হয় দ্বিতীয় ‘ইন্তিহাদা’। ২০০০-২০০৫ সালে ভয়াবহ এই গণরোষে রক্তাত্ব হয় ফিলিস্তিন। ৫ হাজার ফিলিস্তিনি আর ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হয় সেই সংঘর্ষে।

২০০৬ সাল থেকে গাজায় অবরুদ্ধ হয়ে আছে ২১ লাখ মানুষ আর পশ্চিম তীরে অবৈধভাবে ভুমি দখল করে যাচ্ছে ইসরাইল ।

২০১৫ সালে গোটা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেব ঘোষণা করা হয় ।এর ফলে ব্যাপক ক্ষোভ জন্ম নেয় ফিলিস্তিনিদের মধ্যে ।

২০০৬ সাল থেকে গাজায় অবরুদ্ধ হয়ে আছে ২১ লাখ মানুষ আর পশ্চিম তীরে অবৈধভাবে ভুমি দখল করে যাচ্ছে ইসরাইল ।

২০২১ সালের ৬ থেকে ২১ মে পর্যন্ত হামাস আর ইসরাইলের যুদ্ধে নিহত হয় ২১৬ জন ফিলিস্তিনি আর ১২ জন ইসরাইলি। ২১ মে যুদ্ধ বিরতিতে সম্মত হয় হামাস ও ইসরাইল।

সবশেষ ৭ অক্টোবর, ২০২৩

হামাস এক নজীরবিহীণ হামলা চালিয়েছে ইসরাইলে। ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় ঘটণা।

মাত্র ২০ মিনিটে ৫০০০ হাজার রকেট ছোড়ে। ইসরাইলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমের’ অভেদ্যের ইমেজকে চুর্ণবিচুর্ন করে দেয়।

সাথে প্যারগ্লাডাইডার দিয়ে আকাশপথে ইসরাইলের ভুখন্ডে ঢুকে, একটি সঙ্গীত অনুষ্ঠানে ব্যাপক হত্যাকান্ড চালায় হামাস। সীমান্ত বেষ্টনী বুলডোজার দিয়ে ভেঙ্গে ইসরাইলে ঢুকে তাদের জিম্মি করে নিয়ে আসে যোদ্ধারা।

যুদ্ধে পঞ্চম দিন পর্যন্ত ইসরাইলি নিহত হয়েছে ১২০০ আর ফিলিস্তিনি নিহত হয়েছ ৯৫০। ইসরাইল ও হামাস দুপক্ষই যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ চলমান।

ব্যাপক হত্যাকান্ডের আশংকা করা হচ্ছে। ইসরাইলিরা অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে। আর গাজায় ২.৬ লক্ষ মানুষ বাস্তুচুত্য হয়েছে ইতিমধ্যে। আবারো এক বড় মানবিক বিপর্যের মুখে ইসরাইল -ফিলিস্তিনির মানুষ।

বর্তমান ফিলিস্তিন নেতৃত্ব : 

২০০৪ সালে ফিলিস্তিনিদের স্বপ্ন অসমাপ্ত রেখেই মারা যায় ইয়াসির আর‍াফাত। দুরুত্ব তৈরি হয় ফিলিস্তিনির সক্রিয় দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহর মধ্যে ।

২০০৬ এ নির্বাচনে জয়ী হয় হামাস। আন্তর্জাতিক চাপে সরকার গঠন করতে পারেনা তারা। ইসরায়েল, আমেরিকা, ইউরোপ সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় ‘হামাস’কে। চীন, রাশিয়া, ইরান এর বিরোধীতা করে।

২০০৭ সালে ফাতাহকে হটিয়ে দিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় ‘হামাস’। তারপর থেকে পশ্চিম তীরে চলছে দুর্বল মাহমুদ আব্বাসের ‘ফাতাহ’র শাসন আর গাজা শাসন করছে ইসমাইল হানিয়ার নেতৃত্বে কঠোর ‘হামাস’ । এক দেশ শাসন করছে দুই দল।

এখন গাজা চারিদিক দিয়ে অবোরোধ করে রেখেছে ইসরায়েল।আর পশ্চিম তীরে একের পর এক বসতি স্থাপন করে যাচ্ছে দখলদারেরা। বিভক্ত নেতৃত্বের সুযোগ কাজে লাগাচ্ছে ইসরা্য়েল। সংকটে আর দূর্ভোগে মরছে সাধারণ ফিলিস্তিনিরা। 


পারভেজ সেলিম

লেখক ও চলচ্চিত্রকর্মী


ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আরো পড়ুন :


৩৮০ thoughts on “ফিলিস্তিনের ব্যর্থতার ইতিহাস !

  1. Рейтинг психологов. Профессиональные психологи Услуги консультации психолога.
    Помощь профессионального Психолога.
    Онлайн-консультация у психолога.
    Помощь профессионального Психолога.
    Психолог,Психолог онлайн. Психолог в Харькове,
    консультация.

  2. В 22 сезоне создатели «Битвы экстрасенсов» приготовили для участников серьезную проверку на прочность.

    бесплатные серии битвы экстрасенсов битва экстрасенсов смотреть бесплатно

  3. Great items from you, man. I have understand your stuff previous to and you’re simply too wonderful.

    I really like what you have obtained right here,
    certainly like what you are saying and the best way through which
    you assert it. You make it entertaining and you continue to take care of
    to keep it sensible. I cant wait to learn much more from you.
    That is actually a great site.

  4. I’ve been exploring for a little bit for any high-quality articles or weblog
    posts in this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this web
    site. Reading this info So i am satisfied
    to express that I’ve an incredibly excellent uncanny
    feeling I discovered just what I needed. I so much definitely will
    make certain to do not overlook this site and give it
    a glance regularly.

  5. My developer is trying to convince me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs.

    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on several websites for about a year and am worried about switching to another platform.
    I have heard great things about blogengine.net. Is there a way
    I can transfer all my wordpress content into
    it? Any help would be really appreciated!

  6. Unquestionably believe that which you stated. Your favorite justification appeared to be on the web the simplest thing to be aware
    of. I say to you, I definitely get irked while people consider worries that they
    just do not know about. You managed to hit the
    nail upon the top and defined out the whole thing without having side effect , people
    can take a signal. Will probably be back to get more.

    Thanks

  7. Это высоковолатильный игровой автомат разработчика Pragmatic
    Play. Слот был выпущен в 2021 году
    и быстро вошел в рейтинги популярных, где остается до сих пор.
    Игра понравится любителям риска.
    Особый интерес в ней представляет механика случайных множителей,
    которые могут увеличить текущую выплату.
    Во фриспинах эти мультипликаторы накопительные.
    Они суммируются на протяжении 15 вращений и еще больше увеличивают потенциал выплат.
    Но эта же функция сильно повышает волатильность
    слота, из-за чего результаты спинов становятся
    более непредсказуемыми и хаотичными.
    Как эта особенность сказывается на геймплее, механизм работы
    базовых и бесплатных вращений,
    шанс активации фриспинов — об этом и многом другом в обзоре игрового аппарата Gates of Olympus от Pragmatic Play.
    На этой же странице можно протестировать его демонстрационную версию.

  8. I don’t know if it’s just me or if everyone else experiencing issues with your website.

    It appears as if some of the text on your content are running off the screen. Can somebody else please provide feedback and let me know if this is happening to them as well?
    This might be a issue with my web browser because I’ve had this happen before.

    Thank you

  9. First of all I would like to say excellent blog! I had a quick question which I’d
    like to ask if you don’t mind. I was curious to find out how you center
    yourself and clear your head prior to writing. I have had a difficult time clearing my mind in getting my ideas out there.

    I truly do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are generally lost simply just
    trying to figure out how to begin. Any recommendations or
    tips? Cheers!

  10. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could
    add to my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time
    and was hoping maybe you would have some experience with something like this.
    Please let me know if you run into anything.
    I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  11. Hi there just wanted to give you a quick heads up. The words in your
    content seem to be running off the screen in Internet explorer.
    I’m not sure if this is a format issue or something to do
    with browser compatibility but I figured I’d post to let you know.

    The design look great though! Hope you get the problem
    fixed soon. Cheers

  12. Howdy I am so happy I found your site, I really found you by error, while I was searching on Bing for something else,
    Anyhow I am here now and would just like to say thanks a lot
    for a tremendous post and a all round thrilling blog (I also love the theme/design), I
    don’t have time to browse it all at the moment but I have
    book-marked it and also added your RSS feeds, so when I
    have time I will be back to read a great deal more, Please do keep up the excellent work.

  13. Howdy would you mind sharing which blog platform you’re working with?
    I’m going to start my own blog soon but I’m
    having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking
    for something completely unique. P.S My apologies for getting off-topic but
    I had to ask!

  14. hello there and thank you for your information – I have certainly picked up anything new from right here.

    I did however expertise some technical points
    using this website, as I experienced to reload the website many times previous to I
    could get it to load properly. I had been wondering if
    your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times
    will often affect your placement in google and
    can damage your quality score if ads and marketing with Adwords.
    Well I’m adding this RSS to my e-mail and can look out for a lot
    more of your respective exciting content. Ensure that
    you update this again soon.. Najlepsze escape roomy

  15. падаешь во сне и резко просыпаешься сонник что
    у него на уме гадание, что мне
    ждать от него в ближайшее время мужчина рыба свинья гороскоп на может ли человек умереть от
    приворота на любовь ace of swords таро значение, ace of swords
    таро значение да нет

  16. стрижка деревьев иркутск норские розы ярославль отель новочеркасск в новочеркасске цены
    судебные приставы города дербента новгород белгород расстояние николаев игорь алексеевич тамбов музей

  17. каждый любит по своему знаки зодиака
    сонник провалиться в трубу бетельгейзе в
    какой галактике, бетельгейзе расстояние
    маленькая рыжая собака во сне, к чему снится бело-рыжая
    собака приснился теплый дом

  18. армяно азербайджанский конфликт 1992,
    война в карабахе 1992 потери магический ритуал привлечения удачи расклад на совет от
    карт таро
    молитва ангелу хранителю слушать на русском молитва от злых коллег
    и начальников на работе

  19. музыкальная интуиция руки вверх, музыкальная
    интуиция 2 сезон 10 выпуск ортопедический матрас в алматы, матрасы в алматы со скидкой что хранится в кэш памяти телефона, что такое кэширование 275 приказ мз рк, 275 приказ
    по радиационной безопасности

  20. наурыз ауа райы 2023 жыл, 22 наурыз ауа райы погода костанайская область
    / карасуский район село железнодорожное, погода на месяц железнодорожный стоматологиялық рентгенологиялық зерттеу әдістері, эндоскопиялық
    зерттеу әдістері портвейн бахус,
    портвейн 72 отзывы

  21. знаменитые баскетболисты казахстана, женская сборная казахстана по баскетболу қашықтықтан оқыту мақсаты,
    қашықтықтан оқыту сұрақтар кітап өлеңін кім жазған авторы ата анамен байланыс жоспары, балабақшада
    ата анамен жұмыс жоспары

  22. домбыра үйірмесінің жылдық жоспары, күй үйірмесі ұстаз бен шәкірт эссе,
    ұстаз бен шәкірт скачать сүтті қалай
    тартуға болады, омырау сүтін қалай
    қайтаруға болады құмар ойын презентация, құмар ойындар туралы заң

  23. ниссан кашкай колёса алматы, ниссан кашкай
    бу алматы орман ойын скачать, ойын тарту дәрілік заттарды сыртқы
    қолдану техникасы, дәрілік заттарды талдау әлемдік джаз музыкасы мәлімет, джаз музыкасының бағыты

  24. кму университет, карагандинский
    медицинский университет контакты
    қарлығаш оның ерекше белгілерін анықта, қарлығаш туралы мәлімет дубликат гос номера в
    казахстане, восстановление гос номера рк тоо “oil services company”, тоо oil services company контакты

  25. қорғас деген не, қорғас
    шығыс қақпасы басым бос
    емес перевод, нақ сенері перевод на русский
    орта мектептегі жаңа оқушы тренинг информационная безопасность магистратура, коммуникации и коммуникационные технологии магистратура

  26. знаки зодиака по месяцам апрель 29 манаф значение имени,
    имя абдулманап в исламе академия черной
    магии читать онлайн полностью
    молитва сон пресвятой богородицы 77 от начала и до конца что такое места силы
    в магии

  27. ойлау мысал, ойлау формалары дегеніміз не шымкент новости, митинг в шымкенте
    сегодня нені үйрендім 3 сынып әдебиеттік оқу, гдз
    3 сынып әдебиеттік оқу 1 бөлім как оцениваются
    нематериальные активы, стандарт
    оценки базы и типы стоимости

  28. к чему снится стена в ванной сонник к чему сено грош это историзм или
    архаизм, чем архаизмы отличаются от историзмов кратко
    мужчине приснилось что он принимает роды лев крыса гороскоп на май

  29. миды жұмыс істету, миды дамытуға арналған жаттығулар правила перевозки багажа,
    эйр астана багаж что можно перевозить
    хюндай центр уральск телефон,
    тойота центр уральск цены применение vr в
    промышленности, применение vr в торговле

  30. под мою колыбельную тебе будут снится гадание любит ли меня девушка которую я люблю тебя к чему сниться покойный муж с другой женщиной
    самое популярное имя в мире, самое популярное имя в мире женское к чему снится прилипала

  31. сон ребенок умер и воскрес гороскоп по номерам квартир сонник с четверга на пятницу, сон в пятницу утром сбывается
    водолей самый удачный к нему знак
    зодиака шабат на этой неделе

  32. “Thank you for sharing this detailed look into such a complex part of history. Understanding the events and impact surrounding Palestine’s struggles provides valuable insight into the region’s ongoing challenges. For those who want to deepen their knowledge, I recommend checking out additional reading on this topic to gain a more comprehensive perspective. This article is an excellent starting point!”

  33. детские товары оптом алматы инстаграм, барахолка игрушки алматы
    инстаграм сабыр сакта chill chill бауыр скачать, уйдегилер уйлен деп жатыр бик транзитного
    банка каспий, каспи банк реквизиты
    на английском отырар өркениет ордасы диалог, көне қала отырар

  34. молитва соломона на освящение храма карты пасьянс
    паук играть бесплатно, пасьянс паук играть бесплатно без регистрации во весь экран молитвы
    на торговлю сильные вангуем
    влюбленные таро ответ на вопрос да или
    нет приворот на мужчину читать на расстоянии без фото сильный в домашних

  35. For several years, I’ve fought unforeseeable blood glucose swings that left
    me feeling drained and sluggish. But since incorporating Sugar Protector
    into my regular, I have actually observed a substantial enhancement in my general energy
    and stability. The dreadful mid-day thing of the
    past, and I value that this natural remedy achieves these results without any undesirable or
    adverse responses. honestly been a transformative discovery for me.

  36. қазақ ғалымдары есімдері, қазіргі қазақ ғалымдары менің жақын досым шығарма, менің ең жақын досым эссе
    5 сынып разделительное доказательство, виды доказательства логика тривентин
    купить в алматы, тривентин 90 мг для чего

  37. sugar defender official website For many years, I have actually fought uncertain blood sugar level swings that left me really feeling drained and lethargic.
    But given that incorporating Sugar my power degrees are now steady and consistent, and I no longer
    hit a wall in the afternoons. I appreciate that it’s a gentle, natural strategy that
    doesn’t featured any type of undesirable side
    effects. It’s genuinely transformed my day-to-day live.

  38. отбасылық тәрбиенің мақсаты, отбасы тәрбиесі эссе шығыс қалалары,
    оңтүстік шығыс қазақстан қалалары интерфазада қандай басты құбылыс жүреді, интерфаза кезеңдері тамдинская, 3, аварийная
    служба свет кызылорда

  39. соқыр ішек операциядан кейін тамақтану, соқыр ішек алдын алу бір
    орталықтан басқарылатын қатал тәртіпке негізделген, д тарих бжб жауаптары 6 сынып
    рабочие тетради 2 класс алматыкитап скачать,
    русский язык 2 класс алматыкитап 2022 көктем туралы
    өлеңдер, көктем тақырыбына 1-2 шумақ өлең

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x