১৭২ বছর পর বিরল সূর্যগ্রহণ দেখবে মানুষ ২৬ ডিসেম্বর


বিজন মনু ।



এ বছরের ২৬ ডিসেম্বর এমন এক বিশেষ সূর্যগ্রহণ দেখবে বিশ্ব যেখানে সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ ঢেকে ফেলবে চাঁদ। শুধু চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে। দেখে মনে হবে যেন সোনালী রং এর আংটি । তাই বিজ্ঞানীর এর নাম দিয়েছে ” রিং অব ফায়ার’ বা আগুনের বলয়। ১৮৪৭ সাল, আজ থেকে ১৭২ বছর আগে এমন সূর্যগ্রহণ দেখেছিল পৃথিবীর মানুষ।

সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়, এ ঘটনা সূর্যগ্রহণ নামে পরিচিত।


আরো পড়ুন :


মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এবারে এই মহাজাগতিক দৃশ্য। যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। তবে সাধারন মানুষদের কাছে পরামর্শ হচ্ছে খালি চোখে নয়, সূর্যগ্রহণ অবলোকন করতে চোখে অন্ততপক্ষে সানগ্লাস পরা বাধ্যতামুলক।

ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাকে সংযুক্ত আরব আমিরাত থেকে।

উল্লেখ্য, ২০১৯ সাের ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণটি হবে এ বছরের তৃতীয় সূর্যগ্রহণ। গত ৬ জানুয়ারি ও ২ জুলাই বছরের অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল। আর এটাই হবে বছরের শেষ সূর্যগ্রহণ।

 
 

আরো পড়ুন : টিকা আবিস্কারের ইতিহাস

৪৯ thoughts on “১৭২ বছর পর বিরল সূর্যগ্রহণ দেখবে মানুষ ২৬ ডিসেম্বর

  1. Hi there, I discovered your website by the use of Google even as searching for a comparable matter, your web site came up, it
    appears good. I’ve bookmarked it in my google bookmarks.

    Hi there, just became aware of your blog thru Google, and found that it is truly informative.

    I am gonna be careful for brussels. I’ll appreciate in the event you proceed this in future.

    Numerous people might be benefited out of your writing. Cheers!

Leave a Reply

Your email address will not be published.

x